নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যুকে ভয় কোরনাকো, মৃত্যু কে ভয়
বেঁচে থাক মৃত্যুর, ভয়কে কর জয়।
আল্লাহকে ভয় কর করোনাকে নয়
করোনার একদিন হবে পরাজয়।
করোনায় মরে যাবে এমনটি ভেবনা
কাজ কর নিয়ম মেনে, ভয় পেয়ে থেমো না।
করোনার মাঝে সব করবে এইবার
নিয়মগুলো মেনে চল, সাবধান বার বার।
জীবন থামার নয়, থামবে না কভু আর
এই নিয়ে সবাইকে বাঁচতে হবে এবার।
অদেখা করোনার কাছে আর হার নয়
টিকে থাক, লেগে থাক, জিতবেই, হবে জয়।
জীবন জীবিকা চলে আপন গতিতে তার
মাঝ পথে থেমে ছিল, এখন ভেবনা আর।
শৃঙ্খলা আনলে সব কিছু ভাল হয়
করোনা শিখিয়ে যায় ভুল পথে আর নয়।
নিয়ম মানার ফলে প্রকৃতি হেসে কয়
করোনা কালেতে পরিবেশ ভাল রয়।
করোনাকে সাথে নিয়ে যাই চল এগিয়ে
মানুষ এগিয়ে যাবে করোনাকে বাগিয়ে।।
২৪ শে জুন, ২০২০ বিকাল ৫:০৩
শোভন শামস বলেছেন: ঠিক বলেছেন, এর সাথে একটু সাবধানতা, একটু শৃঙ্খলা মেনে চলা এবং একটু কৃচ্ছতা মেনে চলা। সাথে থাকবেন, ধন্যবাদ
২| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৫:১৭
বিজন রয় বলেছেন: এটাতো ভূগোল কবিতা নয়।
২৪ শে জুন, ২০২০ রাত ১১:০৭
শোভন শামস বলেছেন: এবারের টা আর ভূগোল নিয়ে হোল না,সাথে থাকবেন, ধন্যবাদ
৩| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
২৪ শে জুন, ২০২০ রাত ১১:০৮
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ভাল লেগেছে জেনে ভাল লাগল, ধন্যবাদ।
৪| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৫:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: করো পরিবেশকে বিশুদ্ধ করেছে ।
২৪ শে জুন, ২০২০ রাত ১১:১০
শোভন শামস বলেছেন: অনেক কিছু নিয়ন্ত্রনে নিয়ে এসেছে এই করোনা ভীতি। কিছু মানুষের বিবেক জেগেছে অবশ্যই। সাথে থাকবেন, ধন্যবাদ
৫| ২৪ শে জুন, ২০২০ রাত ৯:২০
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর একটা কবিতা।
২৪ শে জুন, ২০২০ রাত ১১:১০
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ভাল লেগেছে জেনে ভাল লাগল, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৮
মোহাম্মদ গোফরান বলেছেন: রাখে আল্লাহ মারে কে ? মারে আল্লাহ রাখে কে ? +