নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মরক্কোর বিখ্যাত কাসাব্ল্যাংকা শহরে
উড়ে এলাম বেড়াতে, শীতের প্রথম প্রহরে,
বিমান থেকে নেমে এলাম, বাসে করে চলছি
দুধারের দৃশ্য দেখে একাই কথা বলছি।
সাগর পাড়েই হোটেল অনেক, সাগর ডাকে আয়
আলোর খেলা সাগর বেলায়, দলে দলে যায়।
গাড়ি নিয়ে বাইরে এলাম ঘুরব শহর জুড়ে
সারাটা দিন কাটিয়ে দেব, নতুন দেশটা ঘুরে।
পুরানো বাজার, অনেক ক্রেতা, বেচাকেনা বেশ
অলস দুপুর, ক্রেতার আকাল, একটু ঘুমের রেশ।
সাগর পাড়ে কিং হাসান মসজিদ দেখা যায়
সাগরের ঢেউ উছলে উঠে, লুটায় সেটার পা’য়।
সৌদি রাজার প্রাসাদ আছে, বিশাল এলাকা জুড়ে
দেখছি আমি গাড়ি চড়ে সবই ঘুরে ঘুরে।
নতুন পুরান সব মিলিয়ে শহর আছে বেশ,
পুরানো ভেঙ্গে নতুন করে, চলছে গড়ার রেশ।
মাগরেব এই আরব দেশের কিছুটা দেখা হলো
ভাললাগার অনুভূতি নিয়ে ফিরে চল।।
১৯ শে জুন, ২০২০ দুপুর ২:১৪
শোভন শামস বলেছেন: আটলান্টিকের পাড়ে আর ইউরোপের কাছে হওয়াতে এখানে সারা বছর পর্যটকে ভরা থাকে। দেখার অনেক কিছু আছে এখানে তবে সূর্যের আলো আর সাগরের টানে শীতের দেশের মানুষেরা এখানে ভিড় জমায়। সাথে থাকবেন ধন্যবাদ।
২| ১৯ শে জুন, ২০২০ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: চমতকার লিখেছেন।
১৯ শে জুন, ২০২০ দুপুর ২:১৪
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ভাল লেগেছে জেনে ভাল লাগল, ধন্যবাদ।
৩| ১৯ শে জুন, ২০২০ দুপুর ২:১৫
শোভন শামস বলেছেন: কবিতার বোনাস কবিতা, ধন্যবাদ
৪| ১৯ শে জুন, ২০২০ রাত ৯:১৭
নেওয়াজ আলি বলেছেন: অনিন্দ্য সুন্দর কথামালা
২০ শে জুন, ২০২০ সকাল ৯:০৭
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ভাল লেগেছে জেনে ভাল লাগল, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০২০ দুপুর ১:০৪
কল্পদ্রুম বলেছেন: কাসাব্ল্যাংকা নামটা পড়েই হামফ্রে বোগার্ট আর ইনগ্রিড বার্গম্যানের Casablanca-র কথা মনে পড়লো।আপনার কবিতাও ভালো হয়েছে।