নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

সাইপ্রাসে

১৯ শে জুন, ২০২০ রাত ১২:০৪



সাইপ্রাসে আছে এক পিতলের মূর্তি, ছোট বেলা পড়েছি
বাগদাদ থেকে সাইপ্রাস দেখতে লারনাকা এসেছি।
ভূমধ্যসাগর বুকে সুন্দর এই দেশে
ঘুরে ঘুরে দেখব, পর্যটকের বেশে।
লারনাকা, লিমাসল, নিকোশিয়া দেখা হলে,
আইয়া নাপা বীচে বসে সাগরের দেখা মিলে।
খোলা আকাশের নিচে সোনালী আলোর খেলা
বীচে সব শুয়ে আছে এভাবে কাটাবে বেলা।
ছেলে, মেয়ে, বুড়ো, বুড়ি, বীচে সব একাকার
কে নেবে কার আগে, তাপ আলো দরকার।
শীতের দেশ থেকে তারা ঝাঁক বেধে এসেছে
সাইপ্রাস দ্বীপে তারা ডেরা বুঝি বেঁধেছে।
কাজ কাজ রব ছেড়ে সাইপ্রাসে ছুটেছে
অলস সময়গুলো কাটাতে বসেছে।

আইয়ানাপা ছেড়ে বাস এগিয়ে চলছে
মেয়ে গাইড হাসিমুখে নানা কথা বলছে।
বাসে করে দেশটার কত কিছু দেখছি
সাগর পাহাড় মাঝের পথ দিয়ে চলছি।
বাসটা চলছে ধীর হল গতি তার
ফামাগুস্তা শহরটা দেখলাম এইবার।
তুর্কীর অধিকারে শহরটা চলছে
সাইপ্রাস তার দাবী ছাড়বেনা বলছে।
নানাভাবে এই কথা জানিয়ে যাচ্ছে
সুযোগ পেলেই গাইড তার রাগ ঝাড়ছে।
লিমাসল বন্দর গমগম করছে
যাত্রী ও মালামাল পারাপার চলছে।


লিমাসল ছেড়ে নানা বন্দরে যাওয়া যায়
ইতালি, ইসরাইল, মিসর কোথা যেতে মন চায়।
সাইপ্রাসে কটা দিন মজাকরে বেড়ালাম
ছুটির সময় টুকু দেশ দেখে কাটালাম।।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২০ রাত ১২:১৯

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার ,ভালো লাগলো।

১৯ শে জুন, ২০২০ রাত ১২:২৬

শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ভাল লেগেছে জেনে ভাল লাগল, ধন্যবাদ।

২| ১৯ শে জুন, ২০২০ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সুন্দর।

১৯ শে জুন, ২০২০ সকাল ১১:৩৫

শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ভাল লেগেছে জেনে ভাল লাগল, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.