নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজিয়ান সাগরে ক্রুজ শিপে করে,
বেড়াতে বের হলাম গ্রিসে এসে পরে।
নীল আকাশ, সাদা মেঘ, সোনা রোদ গলে
গাঢ় নীল সাগরের ঢেউ ভেঙ্গে চলে।
তিন দ্বীপ দেখতে সাগরে ভেসেছি
চারিদিক দেখতে ডেকে এসে বসেছি।
মনোহর হাইড্রায়, প্রথমেই নিয়ে যাবে
বেড়ানোর সেখানেই, সময় বেশ পাবে।
দ্বীপগুলো সুন্দর, নীল আকাশের নিচে
পর্যটকে ভরা, দ্বীপের সোনালী বীচে।
এথেন্স বন্দর থেকে জাহাজে চড়ে বসে
চলছে যাত্রীরা জাহাজে হেসে হেসে।
হাইড্রার জেটিতে বোট গুলো ভাসছে
সাগর আকাশ আলো, সব কিছু হাসছে।
সাদা আর নীল রঙে চারিদিক একাকার
যন্ত্র বাহন নেই, নিসচুপ চারিধার।
ঘোড়া আর খচ্চর, দ্বীপের বাহন তারা
ভাড়া নিতে হবে তা, ঘুরতে চায় যারা।
নীল জলে স্নান কর সাগরের কাছে এসে
সূর্য স্নান কর অলস সময়ে বসে।
দলবেঁধে ঘুরে এলে সময় কাটবে ভাল
খাও দাও গান কর, তারপর ফিরে চল।
পোরোসে এরপর বেড়ানো শুরু হবে
নতুন দ্বীপ দেখে সময় যে কেটে যাবে।
সুভেনির, কেনাকাটা দ্বীপময় ছড়ানো
স্মৃতির ঝুলিতে, ভালবাসা জড়ানো।
আজিনা দ্বীপে গেলে, বিকেল হল বলে
এটাই শেষ দ্বীপ, আরও কিছু নিলে চলে,
পেস্তা বাদাম আর ফল মুলে ভরা সব
পর্যটকের ভারে এলাকায় কলরব।
সাগরের পাশ ঘেঁষে বেড়ানো শেষ করে
আনন্দে বসে পড়, ছবি তোল প্রান ভরে।
জাহাজের ভেতরে হল্লা, নাচ গান
এইসব দিন শেষে ভরাবে মন প্রান।
প্রান ভরে ঘোরা হল ছিল না কোন কাজ
তারপর ফিরে চল ফিরতে যে হবে আজ।
১৫ ই জুন, ২০২০ সকাল ১১:১৩
শোভন শামস বলেছেন:
প্রেমিকাকে নিয়ে ওই নীল চেয়ারে বসে ফ্রুট জুস খেতে মন চাচ্ছে।
বিদেশের বিচ গুলো সুন্দর তবে সুলভে সেখানে যাওয়া একটু কষ্টের। আমাদের দেশের কক্স বাজার সৈকত অনেক সুন্দর, কারন এটা আমাদের, আমাদেরকে সৈকতের যত্ন নিতে হবে।এখানে অনেক মানুষ আসে, প্রান খুলে সাগরের হাওয়াতে শ্বাস নেয়।
সাথে থাকবেন, ধন্যবাদ
২| ১৫ ই জুন, ২০২০ রাত ১২:০৭
নেওয়াজ আলি বলেছেন: সুলিখিত সুবচন । মাধুর্যমণ্ডিত শ্রুতিমধুর লেখা।
১৫ ই জুন, ২০২০ সকাল ১১:১৪
শোভন শামস বলেছেন: ধন্যবাদ আপনার অনুপ্রাণিত করার মত মতামতের জন্য, সাথে থাকবেন, ধন্যবাদ
৩| ১৫ ই জুন, ২০২০ রাত ১:২৫
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
১৫ ই জুন, ২০২০ সকাল ১১:১৪
শোভন শামস বলেছেন: ধন্যবাদ আপনার অনুপ্রাণিত করার মত মতামতের জন্য, সাথে থাকবেন, ধন্যবাদ
৪| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১:৩৯
বিজন রয় বলেছেন: ভূগোল কবিতা।
+++++
১৫ ই জুন, ২০২০ দুপুর ২:২২
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ধন্যবাদ++++
৫| ১৫ ই জুন, ২০২০ দুপুর ২:২৪
বিজন রয় বলেছেন: অবশ্যই সাথে থাকবো।
১৫ ই জুন, ২০২০ রাত ৯:১৪
শোভন শামস বলেছেন: ধন্যবাদ++++
©somewhere in net ltd.
১| ১৪ ই জুন, ২০২০ রাত ১১:৫৬
আমি সাজিদ বলেছেন: ইন্টারনেট এভেইলএভেল হওয়ার আগে, স্যাটেলাইট এভেইলএভেল হওয়ার আগে আমাদের জেনারেশন ভাবতো দুনিয়ার সবচেয়ে সুন্দর নীল পানি বোধহয় কক্সবাজারের ঘোলা পানি। এবং দুনিয়ার সবচেয়ে সবুজ দেশ বোধহয় বাংলাদেশ। আমাদের অহংকারের মুখে চড় দিয়ে দেয় আজকালকার যুগ। বেশ সুন্দর ছবি। প্রেমিকাকে নিয়ে ওই নীল চেয়ারে বসে ফ্রুট জুস খেতে মন চাচ্ছে।