নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শান্তির, সমতার মিছিল চলছে আমেরিকাতে
কালোদের জীবনের দাম আছে শ্লোগানে মুখরিত রাজপথ
অনেক প্ল্যাকার্ড নিয়ে মানুষের ঢল, দিনে রাতে।
তাঁদের শ্রমে ঘামে আজকের এই আমেরিকা
সুদুর আফ্রিকা থেকে,
শত কষ্ট যাতনা গায়ে মেখে,
তাঁদের আনা হয়েছিল
কত বুক খালি করে
কত হাহাকার কান্নার রেশ ধরে।
বহুদিন ধরে তারা এখানে এই দেশে
তাঁদের শেকড় এখন এখানে প্রোথিত
তাঁদের রক্ত ঘামের দামে তারা আজ নিজ বেশে
তাঁদের জীবনের দাবী প্রতিষ্ঠা করতে এখন ও ঝরছে প্রান
দাস প্রথা বিলোপের কালে তারাই তো জীবন করেছিল দান,
সেই স্মৃতি আজও রয়ে আছে অম্লান।
এখন তারা স্বাধীন, স্বাধীন এই দেশে,
তারা সেই স্বাধীনতার স্বাদ চায় প্রানভরে
সম্মান চায়, সম অধিকার চায় বর্ণ গোত্র নির্বিশেষে।
তাঁদের সাথে এবার জেগে উঠেছে সবাই
এক হয়ে, এক মন নিয়্ এই শতাব্দীতে
করোনার মহামারী উপেক্ষা করে
শান্তির পতাকা হাতে ধরে,
রাজপথে সাম্যের গান নিয়ে
সাম্যের জয়গান প্রতিষ্ঠা করতে চায় জীবন দিয়ে।।
০৭ ই জুন, ২০২০ রাত ১০:৫৮
শোভন শামস বলেছেন: শান্তি সবাই চায়, তবে এর জন্য অনেক মূল্য দিতে হয়, তারপর ও শান্তি সব সময় ধরা দেয় না। ধন্যবাদ, সাথে থাকবেন
২| ০৭ ই জুন, ২০২০ রাত ১১:৫৫
রাজীব নুর বলেছেন: কবিতায় কবিতায় হোক প্রতিবাদ।
শুনলাম- আমেরিকায় করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত দুই দিন একজনও মারা যায় নি।
০৮ ই জুন, ২০২০ সকাল ৭:২২
শোভন শামস বলেছেন: আমেরিকা এখন প্রতিবাদ মুখর, করোনা খবর চাপা পড়ে গেছে, সাথে থাকবেন, ধন্যবাদ
৩| ০৮ ই জুন, ২০২০ রাত ১২:০৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কালোদের যত অত্যাচার করা হয়েছে শতাব্দীর পর শতাব্দী আর কোন জনগুষ্ঠির উপর এতো অত্যাচার হয়নি।এর একটা ছাপ তাদের মনোজগতে রয়েগেছে।তারই প্রতিফলন আমরা সময়ে সময়ে দেখতে পাই।
০৮ ই জুন, ২০২০ সকাল ৭:২৩
শোভন শামস বলেছেন: আমেরিকা এখন প্রতিবাদ মুখর, মাঝে মাঝে তা ফেটে পড়ে, এখন সেই সময় চলছে, সাথে থাকবেন, ধন্যবাদ
৪| ০৮ ই জুন, ২০২০ দুপুর ২:৩১
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখনী
০৯ ই জুন, ২০২০ সকাল ৮:২১
শোভন শামস বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগল। সাথে থাকবেন, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০২০ রাত ১০:৫৪
সাহাদাত উদরাজী বলেছেন: এর শেষ হওয়া দরকার। কোন দিকে যাচ্ছে এই আন্দোলন?