নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ মহামারীর কারনে পৃথিবী জুড়ে ভ্রমনের উপর নিষেধাজ্ঞা চলছে, সব যোগাযোগ বন্ধ এখন। তবে মানষ ভ্রমনে কোন বাধা নেই। তাই মনটাকে বাস্তবতা থেকে একটু দূরে নিয়ে ঘুরে আসি ভিয়েতনামে।
অবাক নাম ভিয়েতনাম
ছোট বেলায় শুনেছি
বড় হয়ে সে দেশ গেলাম
কত কিছু দেখেছি।
হো চি মিন সিটিতে গিয়ে
ইতিহাসের পথে
কুচি টানেল ঘুরে এলাম
ভিয়েতকংদের সাথে।
এই টানেলে বছর বছর করত বসবাস
এখান থেকেই শোনা যেত শত্রুর সর্বনাশ।
কত ব্যথা কষ্ট সয়ে
স্বাধীন ভিয়েতনাম
রক্ত ঝরা জীবন রাঙা
শত্রুর ঘুম হারাম।
হ্যানয় এসে দেখার আছে
সংগ্রামের ইতিহাস
যুদ্ধের সব গোপন কথা
করছে এখন ফাঁস।
হো চি মিনের ডাকে তারা
ঝাঁপিয়ে পড়ে ছিল
শত্রুর বুকে ভয় ঢুকিয়ে
কাঁপিয়ে সব দিল।
ফরাসী আর আমেরিকা
বাপ বাপ করে
মেরে মরে তাড়াতাড়ি
ভিয়েতনাম ছাড়ে।
এরই মাঝে কেটে গেছে
তিরিশটা বছর
ঘাম রক্তে একাকার
নদী নালা ঘর।
দেশ স্বাধীনের মন্ত্র নিয়ে
এগিয়ে তারা যায়
দেশকে স্বাধীন করে তারা
শত্রু ভয়ে পালায়।
ভিয়েতনামে ভ্রমনকালীন
দেখা হলো বেশ
আমার দেশকে এগিয়ে নিব
এই কথাটাই শেষ।।
২৩ শে মে, ২০২০ বিকাল ৩:৩৩
শোভন শামস বলেছেন: ভিয়েতনামীরা সাহসী জাতি, তারা তাঁদের দেশকে ভালবাসে, দিন দিন তাঁদের উন্নতি হচ্ছে। আমাদেরকে ও দেশকে ভালবেসে উন্নতির দিকে নিয়ে যেতে হবে, তা ছাড়া কোন বিকল্প পথ নেই, সাথে থাকবেন ধন্যবাদ।
২| ২৩ শে মে, ২০২০ দুপুর ২:৫৪
খায়রুল আহসান বলেছেন: ভিয়েতনামের সংগ্রামী যোদ্ধা-জনতার প্রতি লাল সালাম!
২৩ শে মে, ২০২০ বিকাল ৩:৩৩
শোভন শামস বলেছেন: ভিয়েতনামীরা সাহসী জাতি, তারা তাঁদের দেশকে ভালবাসে, দিন দিন তাঁদের উন্নতি হচ্ছে। আমাদেরকে ও দেশকে ভালবেসে উন্নতির দিকে নিয়ে যেতে হবে, তা ছাড়া কোন বিকল্প পথ নেই, সাথে থাকবেন ধন্যবাদ।
৩| ২৩ শে মে, ২০২০ বিকাল ৫:০৪
রাজীব নুর বলেছেন: ভিয়েতনাম দেশতা দেখার ইচ্ছা আছে।
২৪ শে মে, ২০২০ রাত ১০:৫৬
শোভন শামস বলেছেন: অবশ্যই দেখতে যাবেন, সাথে থাকবেন, ধন্যবাদ।
৪| ২৩ শে মে, ২০২০ রাত ৯:৫২
নাসরীন খান বলেছেন: ভিয়েতনাম ভালো থাকুক এমন করেই।
২৪ শে মে, ২০২০ রাত ১০:৫৭
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ধন্যবাদ।
৫| ২৪ শে মে, ২০২০ রাত ১০:৫৯
শায়মা বলেছেন: ভীয়েতনাম কাব্য!!
২৫ শে মে, ২০২০ দুপুর ১:৪৪
শোভন শামস বলেছেন: করোনার সময় একটু অন্য আবহ, সাথে থাকবেন, ধন্যবাদ।
৬| ২৪ শে মে, ২০২০ রাত ১১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: তারা করোনা মোকাবেলায় ও দারুন সাফল্য দেখিয়ে প্রমাণ করেছে তারা ভিয়েতনাম।
২৫ শে মে, ২০২০ দুপুর ১:৪৫
শোভন শামস বলেছেন: ভিয়েতনামীরা সাহসী জাতি, তারা তাঁদের দেশকে ভালবাসে, দিন দিন তাঁদের উন্নতি হচ্ছে, এক সাথে কাজ করে করোনাকে কাবু করছে, সাথে থাকবেন, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৩ শে মে, ২০২০ দুপুর ২:৩২
নেওয়াজ আলি বলেছেন: ভিয়েতনাম যার নাম । আমেরিকাকে দিয়েছে বাঁশ। এখন করোনাও মুক্ত।