নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঠো পথে বিল পেরিয়ে
অনেক দুরের গ্রাম
থাকে মানুষ সুখে দুখে
সুন্দরাইল নাম।
গ্রামের পাশেই মাঠে মাঠে
সোনার ফসল ফলে
মিলে মিশে জীবন চলে
ঝড় বৃষ্টি জলে ।
দিগন্ততে সূর্য উঠে
সূর্য ডুবে যায়
গ্রামের মানুষ রাতের বেলা
চাঁদের আলো পায়।
আশরন্দ বাজার থেকে
হাটবারে গিয়ে
বাড়ি ফেরে গ্রামের মানুষ
সওদাপাতি নিয়ে।
একটু দুরেই কান্দিবাটি
ভারতের ছোট গ্রাম
কালীপুর, হরিপারা
আরও কত নাম।
গৌরিপুর, জবাই গ্রাম
আছে আশে পাশে
রসুলপুর গ্রাম খানা
আছে তাদের কাছে।
গ্রামের মানুষ কাজে পটু
ঘাম ঝরিয়ে যায়
মাঠে মাঠে সোনার ফসল
বিনিময়ে পায়।
উঁচু নিচু ধাপে ধাপে
জমিগুলোর বুকে
নানান ভাবে সেচ দিয়ে
থাকে তারা সুখে।
গ্রামকে আমি ভালবাসি
গ্রামের ভাল চাই
গ্রামের চেয়ে ভাল আবাস
সোনার দেশে নাই।।
২২ শে মে, ২০২০ বিকাল ৫:১৮
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ধন্যবাদ।
২| ২২ শে মে, ২০২০ বিকাল ৫:১১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
২২ শে মে, ২০২০ বিকাল ৫:১৮
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ধন্যবাদ।
৩| ২২ শে মে, ২০২০ রাত ৮:১১
নেওয়াজ আলি বলেছেন: কমনীয়
২৩ শে মে, ২০২০ দুপুর ২:০৭
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ধন্যবাদ।
৪| ২২ শে মে, ২০২০ রাত ৮:১৭
আহমেদ জী এস বলেছেন: শোভন শামস ,
সুন্দরাইল নিয়ে সুন্দর ছড়া। আবার নামটিও সুন্দর।
তবে গ্রামের সেই সুন্দরতা আজও কি তেমন আছে!!!!!!!!!
২৩ শে মে, ২০২০ দুপুর ২:০৮
শোভন শামস বলেছেন: আমাদের দেশের গ্রামগুলো সুন্দর আছে, মানুষ সেসব গ্রামকে আরও সুন্দর করতে পারে। সাথে থাকবেন ধন্যবাদ।
৫| ২৩ শে মে, ২০২০ দুপুর ২:১১
জুন বলেছেন: গ্রামের নামটিও সুন্দর, গ্রামীণ জনপদের ছবিটিও সুন্দর সাথে আপনার কবিতাটিও অনাবদ্য শোভন সামস।
+
২৩ শে মে, ২০২০ দুপুর ২:২১
শোভন শামস বলেছেন: ধন্যবাদ কবিতা ভাল লাগার জন্য, আমাদের দেশের গ্রামগুলো সত্যিই সুন্দর, মানুষ সেসব গ্রামকে আরও সুন্দর করতে পারে। সাথে থাকবেন
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০২০ বিকাল ৪:৫৩
রুদ্র কারণ বলেছেন: সুন্দর গ্রামীণ ছন্দ!