নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদির পুরের একটু দূরে
গুরকি নামের গ্রাম
মাঝে আছে রাধা নগর
রাধার নামে নাম।
ছোট্ট গ্রামে স্কুল আছে
আছে ধানের মাঠ
আরও আছে বসত বাটি
মেঠো পথ ঘাট।
শুকনো সময় পানির অভাব
এক ফসলি জমি
তিন ফসলি এখন সেসব
কৃষক তোমায় নমি ।
মাটির ঘর , মাটির বাড়ি
সাথেই গোয়াল খানা
ছোট্ট এই বসত খানায়
সুখ আছে তা জানা ।
গ্রামের মাঝে ফাঁকা মাঠে
তাল গাছের সারি
অনেক দূরে বসত ভিটা
পথ দিতে হয় পাড়ি ।
রাতের বেলা ফাঁকা মাঠে
চাঁদের আলো খেলে
সকাল বেলা সূর্য্যি মামা
রোদের আলো ফেলে।
বর্ষা কালে পানি পেয়ে
জমি সতেজ হলে
মনের সুখে কৃষক তখন
দুখের সময় ভুলে।
জ্ঞানের আলো আসে ধীরে
গ্রামের জীবন কাটে
তবুও মানুষ স্বপন দেখে
সুখের দিনে রাতে।
বসত বাড়ি পাকা হবে
রাস্তা হবে বেশ
স্বপ্ন দেখে এসব তারা
কবে হবে শেষ ।।
২১ শে মে, ২০২০ বিকাল ৪:৫৮
শোভন শামস বলেছেন: কৃষকের প্রতি সম্মান জানাই, সাথে থাকবেন ধন্যবাদ
২| ২০ শে মে, ২০২০ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: বাহ !!!!
২১ শে মে, ২০২০ বিকাল ৪:৫৯
শোভন শামস বলেছেন: থাকবেন ধন্যবাদ ++
৩| ২০ শে মে, ২০২০ বিকাল ৫:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমাদের দোহার উপজেলায়ও রাধা নগর নামে গ্রাম আছে।
২১ শে মে, ২০২০ বিকাল ৪:৫৯
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন ধন্যবাদ
৪| ২০ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১৯
চাঁদগাজী বলেছেন:
ইহা বাংলাদেশের কোন এলাকায়?
২১ শে মে, ২০২০ বিকাল ৫:০০
শোভন শামস বলেছেন: নওগাঁ জেলাতে এই গ্রাম, ধন্যবাদ
৫| ২০ শে মে, ২০২০ রাত ৮:১৪
নেওয়াজ আলি বলেছেন:
চরম বাস্তবতার নিখুঁত প্রকাশ।
২১ শে মে, ২০২০ বিকাল ৫:০১
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন ধন্যবাদ +++
৬| ২২ শে মে, ২০২০ সকাল ৯:২২
জাফরুল মবীন বলেছেন: আপনার গ্রামবাংলা নিয়ে ছন্দময় লেখনি পাঠ করতে বেশ ভালো লাগে।অনুসরণে থাকায় আপনার লেখা কবিতা/ছড়া পড়া হয় কিন্তু সবসময় মন্তব্য করা হয় না।শুভকামনা রইলো আপনার জন্য।
২২ শে মে, ২০২০ বিকাল ৪:৩৫
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন ধন্যবাদ +++
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০২০ বিকাল ৪:২০
আল-ইকরাম বলেছেন: বেশ লিখেছেন। মনোযোগ দিয়ে পড়লাম। ছন্দের কবিতা, ছড়া ইত্যাদির প্রতি আমার দুর্বলতা দুর্বার। অনেক ভাল লেগেছে। কিন্তু তৃতীয় প্যারায় ’কৃষক তোমায় নমি’ এটা বুঝতে পারলাম না। এটা বুঝিয়ে দিলে সুখী হতাম। শুভেচ্ছা অগনিত।