নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফসল কাটার সময় হলো
বোশেখ মাসের শেষ
ধানের মাঠে পাক ধরেছে
লাগছে চোখে বেশ ।
হলুদ, সবুজ, হালকা হলুদ
সোনা রঙের মাঠ
বাজার নিতে আসবে মানুষ
ভরছে দোকান পাট ।
ঘামে ভেজা ফসল তাদের
এনে দেবে সুখ
বহু দিনের ইচ্ছে গুলো
দেখবে সুখের মুখ ।
ধানের মাঠে হাজার কৃষক
কাঁচি নিয়ে হাতে
সারা দিনে কাটবে ফসল
ফিরবে সাঁজ রাতে ।
ঝাড়াই মাড়াই বাছাই হবে
আরও কত কাজ
ব্যস্ত সময় কাটছে তাদের
নেই অবসর আজ।
সোনার ফসল সোনার দেশের
বাঁচায় জীবন - মন
জানুক সবাই কৃষক দেশের
সবার আপন জন।।
১৬ ই মে, ২০২০ দুপুর ২:৪৪
শোভন শামস বলেছেন: করোনা আমাদেরকে একটু করে হয়ত প্রকৃতির কাছে আনছে,
সাথে থাকবেন, ধন্যবাদ।
২| ১৬ ই মে, ২০২০ দুপুর ২:২৬
খায়রুল আহসান বলেছেন: সুখের কবিতাটি পড়ে এবং মাঠে পাকা ফসলের ছবি দেখে মনেও সুখের অনুভূতি জাগে, তবে বাস্তব সত্য এই যে বাংলার কৃষকেরা আজ সুখে নেই, কারণ তারা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায় না।।
কবিতায় প্লাস + +।
১৬ ই মে, ২০২০ দুপুর ২:৪৩
শোভন শামস বলেছেন: দেশকে বাঁচাতে হলে কৃষককে ভাল করে বাঁচতে দিতেই হবে, এত মানুষের মুখে খাদ্য যোগাতেই হবে এদেশকে। সাথে থাকবেন, ধন্যবাদ।
৩| ১৬ ই মে, ২০২০ দুপুর ২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৬ ই মে, ২০২০ দুপুর ২:৪৯
শোভন শামস বলেছেন: করোনা আমাদেরকে একটু করে হয়ত প্রকৃতির কাছে আনছে,
সাথে থাকবেন, ধন্যবাদ।
৪| ১৬ ই মে, ২০২০ বিকাল ৩:৩১
রাজীব নুর বলেছেন: এবার আমাদের দেশে ফসল ভালো হবে।
১৬ ই মে, ২০২০ বিকাল ৩:৫১
শোভন শামস বলেছেন: আলহামদুলিল্লাহ, তাই যেন হয়, কৃষকরা যেন ভাল দাম পায়। সাথে থাকবেন, ধন্যবাদ।
৫| ১৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৯
জুন বলেছেন: মহাসড়কে চলার সময় দুপাশে স্নিগ্ধ সবুজ ধানের ক্ষেত দেখে যে ভালো লাগা মনে আসে তেমনি ভালোলাগা রইলো আপনার কবিতায় শোভন সামস।
১৭ ই মে, ২০২০ বিকাল ৪:১১
শোভন শামস বলেছেন: আপনাদের ভাল লাগাতেই আমার আনন্দ, ভাল থাকবেন, সাথে থাকবেন, ধন্যবাদ।
৬| ১৭ ই মে, ২০২০ সকাল ৯:০৪
জাফরুল মবীন বলেছেন: খুব ভালো লাগল ভাই।
১৭ ই মে, ২০২০ বিকাল ৪:১১
শোভন শামস বলেছেন: আপনাদের ভাল লাগাতেই আমার আনন্দ, ভাল থাকবেন, সাথে থাকবেন, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০২০ দুপুর ২:২২
নেওয়াজ আলি বলেছেন: সাবলীল সুন্দর উপস্থাপন