নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নওগাঁ জেলার এই দিঘির চারপাশে পর্যটন বান্ধব আবহ করা যায়
আলতাদীঘির শেষ সীমানায়
বাংলাদেশের শেষ
আলতাদীঘি ঘুরে আসো
দেখ বাংলাদেশ ।
আকাশমণি শালের বনে
আলতাদীঘি ঘেরা
পানকৌড়ি হাঁসের মাঝে
মাছের ঘোরা ফেরা ।
অচিন দেশের হাজার পাখি
ঘুরতে এলে পরে
আলতা দীঘি হাসি মুখে
তাদের বুকে ধরে ।
নওগাঁ জেলার আলতাদীঘি
দেখতে চমৎকার
জোসনা রাতে ঘুরতে গেলে
চমকাবে বার বার ।
দীঘির জলে চাঁদের আলো
গাছের ছায়া হাসে
ঘুমের পরী উড়ে বেড়ায়
ঘুরে আশে পাশে ।।
১৩ ই মে, ২০২০ বিকাল ৪:১৯
শোভন শামস বলেছেন: জায়গাগুলোর প্রাকৃতিক দৃশ্য মনমুগ্ধকর,
সাথে থাকবেন, ধন্যবাদ
২| ১০ ই মে, ২০২০ রাত ৮:৩৯
নেওয়াজ আলি বলেছেন: আমাদের পাশে আছে পাতলা পুকুর
১৩ ই মে, ২০২০ বিকাল ৪:২০
শোভন শামস বলেছেন: জায়গাগুলোর প্রাকৃতিক দৃশ্য মনমুগ্ধকর,
সাথে থাকবেন, ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০২০ দুপুর ২:০৪
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।