নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করোনা সময়ে – সত্যভাষণ কথায় বাড়াও
করোনা সময়ে – অপচয়ের ইচ্ছে কমাও,
করোনা সময়ে – মানুষকে ভালবাসতে শিখো
করোনা সময়ে – দুখী মানুষের দুঃখ দেখো।
করোনা সময়ে – নিজেকে রক্ষা করার আশে
করোনা সময়ে – সচেতন কর যারাই আছে তোমার পাশে।
করোনা সময়ে – লোভের ডালাটা বন্ধ কর
করোনা সময়ে – মানবিক হও, ধৈয্য ধরো।
করোনা সময়ে – বুঝতে পারবে কত কম হলে
করোনা সময়ে – সংসারটা সুন্দর ভাবে এগিয়ে চলে।
করোনা সময়ে – দৈনতা গুলো ভালভাবে ধর
করোনা সময়ে – সেইসব গুলো সঠিক কর।
করোনা সময়ে – কৃষক বাঁচার উপায় শেখাও
করোনা সময়ে – নতুন চাষের পথটা দেখাও।
করোনা সময়ে – সুযোগ পেয়েছ ভাল করবার
করোনা সময়ে – সময় হয়েছে দেশ গড়বার।
০৬ ই মে, ২০২০ বিকাল ৫:১১
শোভন শামস বলেছেন: আমাদের সবাইকে সচেতন হতেই হবে, মানসিকতার পরিবর্তন হলেই অনেক ভাল কাজ সম্ভব। ধন্যবাদ
২| ০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৩০
জাফরুল মবীন বলেছেন: কাব্যিকতায় সুন্দর আহবান।
০৮ ই মে, ২০২০ বিকাল ৫:৪০
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ধন্যবাদ
৩| ০৬ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর আহ্বান।
০৮ ই মে, ২০২০ বিকাল ৫:৪১
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ধন্যবাদ
৪| ০৬ ই মে, ২০২০ রাত ৮:৩৩
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার ।
০৮ ই মে, ২০২০ বিকাল ৫:৪১
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ধন্যবাদ
৫| ০৬ ই মে, ২০২০ রাত ১০:১২
আহমেদ রুহুল আমিন বলেছেন: বেশ সময়োপযোগী ....। ভালো লেগেছে ।
০৮ ই মে, ২০২০ বিকাল ৫:৪১
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০২০ বিকাল ৫:০৭
রাজীব নুর বলেছেন: দেশকে শুধু মাত্র সরকারের একার ক্ষে গড়া সম্ভব নয়। দেশকে গড়তে হলে দেশের সমস্ত মানুষের এগিয়ে আসতে হবে।