নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করোনা- দ্রুত সংক্রমিত জেনে
সচেতন ভাবে দূরত্ব মেনে,
একযোগে সব উঠে পড়ে আজ
মহামারী রোধে এসো করি কাজ
সংযত হই সবে।
পানাহার থেকে আড্ডা জমানো
অহেতুক সব বেড়ানো কমানো
খাবার দাবারে পরিমিতি বোধ
একযোগে কর অপচয় রোধ
শেষ যে কোথায় কবে।
করনাকে ভয় করে শুধু নয়
পাশের কাউকে বাঁচাতে যে হয়
মহামারী থেকে বাঁচিয়ে রেখে
ঘরের ভেতরে দিনমান থেকে
মানবিক হয়ে রবে।
যদি পার তবে একটু করে
দুখী মানুষের অভাবের ঘরে
ভাগাভাগি করে কিছু কর দান
এই বিপদে সেটা বড় ত্রান
কবে যে শেষটা হবে।
১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৩
শোভন শামস বলেছেন: ধন্যবাদ, নিরাপদ থাকুন, শুভেচ্ছা
২| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: গ্রেট।
১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৭
শোভন শামস বলেছেন: ধন্যবাদ, নিরাপদ থাকুন, শুভেচ্ছা
৩| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৫
নেওয়াজ আলি বলেছেন: উপভোগ্য পড়া।
১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৭
শোভন শামস বলেছেন: ধন্যবাদ, নিরাপদ থাকুন, শুভেচ্ছা
৪| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৫
বিজন রয় বলেছেন: মানুষ কিন্ত এখন ঠিকই পরিমিত জীবনযাপন করছে।
অথচ অন্য সময়.......!!!
১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৩
শোভন শামস বলেছেন: আমাদেরকে সাশ্রয়ী জীবন যাপনে অভ্যস্থ হতে হবে।
ধন্যবাদ, নিরাপদ থাকুন, শুভেচ্ছা
৫| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: ঘরে থাকুন নিরাপদে থাকুন।
১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৩
শোভন শামস বলেছেন: ধন্যবাদ, নিরাপদ থাকুন, শুভেচ্ছা
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৫
সাইদুর রহমান বলেছেন: সুন্দর হয়েছে।