নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুজিব মানে স্বাধীনতা
শিকল ভেঙ্গে ফেলা
মুজিব মানে মুক্ত বাতাস
সোনালী সকাল বেলা।
মুজিব মানে বীর বাঙ্গালী
গর্জে উঠো সব
মুজিব মানে সাহস বুকে
এগিয়ে চলার রব।
মুজিব মানে সোনার বাংলা
লাল সবুজের দেশ
মুজিব মানে মাথা উঁচু
পরাধীনতা শেষ।
মুজিব মানে বুক ভরা এক
ভালবাসার নাম
মুজিব মানে জীবন বাজি
স্বাধীনতার দাম।
মুজিব মানে সবাই মিলে
উন্নয়নের পথ
মুজিব মানে সামনে চল
বজ্র গতির রথ।
মুজিব মানে সোজা কথায়
এগিয়ে যাওয়ার নাম
যোগ্য পিতার ধন্য মেয়ে
এই দেশের সুনাম।।
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১২
শোভন শামস বলেছেন: ধন্যবাদ++
২| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:০৪
মাহমুদুর রহমান বলেছেন: তাকে নিয়ে লিখে ভালো করেছেন।
ভবিষ্যৎ প্রজন্মের জানা উচিৎ।
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১২
শোভন শামস বলেছেন: ধন্যবাদ++
৩| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:০৪
সাহিনুর বলেছেন: ভালো লিখেছেন,চাঁদগাজী জী, মনে হয় একটু রাগ করেছেন , আর রাগার কারণ ও আছে ।
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১২
শোভন শামস বলেছেন: ধন্যবাদ++
৪| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩৫
আকতার আর হোসাইন বলেছেন: কবিতা সুন্দর। তবে একই কবিতা কয়বার পোস্ট করবে। তাও আবার একই দিনে।
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
শোভন শামস বলেছেন: ধন্যবাদ++
৫| ১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩৬
রাজীব নুর বলেছেন: চমৎকার।
২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
শোভন শামস বলেছেন: ধন্যবাদ++
©somewhere in net ltd.
১| ১৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২০
চাঁদগাজী বলেছেন:
সামনের পাতায় ১জন এতো পোষ্ট দিলে, উনকি তো জাতির পিতা থেকে কবিতার মাতায় পরিণত হবেন।