নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ মানবিকতার ডাকে সাড়া দিয়ে
রোহিঙ্গাদের পাশে এসে
পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে
পৃথিবী জেগে উঠছে
মানবতার ডাক পৌঁছে যাবে
এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
স্বদেশ হারা রোহিঙ্গারা সম্মানের সাথে তাদের নিজ বাসভূমে বেঁচে থাক।
নির্যাতিত রোহিঙ্গারা বেঁচে থাকতে চায়
স্বদেশ হারা এরা আবাস কবে পাবে হায়
আরাকানে ছিল তারা যুগের পর যুগ
এটাই তাদের জন্মভূমি ছিল তাদের সুখ
শত দুঃখ শত কষ্ট বুকে নিয়ে তারা
আজ প্রবাসে পালিয়ে এসে স্বজনহারা তারা
আরাকানীর হিংস্র ছোবল বর্মী সেনার গুলি
আগুন দিয়ে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে তাদের বলি
মা বোনের সম্মান নিয়ে যাচ্ছে তাই করে
যুবক ছেলে হত্যা তারা করে ধরে ধরে
হাজার বছর আবাস তাদের আরাকানই দেশ
হঠাৎ করে ছোবল মেরে করল তাদের শেষ
বিশ্ব বিবেক জেগে উঠ তাদের স্বদেশ চাই
সবাই মিলে এগিয়ে এলে কে ঠেকাবে ভাই।
আমরা সবাই এদের দুঃখের কথা পৃথিবীকে জানিয়ে যাই।
ছবি নেট থেকে
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৯
শোভন শামস বলেছেন: সময়ের সাথে সাথে সবাই আস্তে আস্তে সব ভুলে যায়
বার্মার সৃষ্ট এই সমস্যা বাংলাদেশের উপর এসে পড়েছে
আমরা মানবিক ও উদার মন নিয়ে এগিয়ে এসেছি
সময় এসেছে সারা বিশ্বকে নিয়ে এই সমস্যার সুন্দর সমাধান করতে হবে।
সাথে থাকবেন ধন্যবাদ
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: রোহিংগারা আমাদের দেশে এসেও ভালো নেই।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪
শোভন শামস বলেছেন: নিজ বাসভূমি ছেড়ে কারোরই ভাল থাকার উপায় নেই।
সমস্যা সুন্দর ভাবে সমাধানের আগ পর্যন্ত রোহিঙ্গাদের কথা যেন সবার মনে সজীব থাকে সে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
ধন্যবাদ
সাথে থাকবেন
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: রোহিঙ্গাদের নিজেদের জন্মভূমি ফিরে পাক সেজন্য কামনা আমারও, যতদ্রুত সম্ভব তাদের সুখ ফিরে আসুক কামনা