নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

করমজল- সুন্দরবন

০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০২

পশুর নদীপথ করমজলে পৌছার পর সেখানের প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়াতে নেই মানা। সেখানে রয়েছে হরিনের অভয়ারণ্য, বানরের আনাগোনা আর দেখা যাবে কুমীর সংরক্ষণ ও প্রজননের খামার। বনের ভিতর দিয়ে চলার পথ, সেই পথে কিছুদূর গেলে একটা টাওয়ার। সেখান থেকে চারিদিকের বনের দৃশ্য দেখা যায়।



মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কুমিরগুলো এত ছোট কেন??

শেষের ছবিটা কিসের??

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৪

শোভন শামস বলেছেন: কুমিরগুলো কিন্তু ছোট না বেশ বড়, মানুষ সাবাড় করে দিতে পারবে।
ক্রেন গুলো নদীর পারের ফ্যাক্টরির জেটির। এখানে এখন অনেক জাহাজের আনাগোনা।
সাথে থাকবেন ,ধন্যবাদ

২| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৯

ক্স বলেছেন: ৯ নং ছবিতে একটা সদরঘাট স্টাইলের লঞ্চ চলতে দেখলাম। পশুর নদীতে দোতলা লঞ্চ চলে? কোত্থেকে কই যায়?

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৫

শোভন শামস বলেছেন: মংলা বন্দর থেকে সুন্দরবন এবং আশেপাশের এলাকায় চলাচল করে।
সাথে থাকবেন ,ধন্যবাদ

৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: ভালো লাগলো। ছবি গুলোও খুব ভালো।

আমি গিয়েছি এখানে।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৫

শোভন শামস বলেছেন: সাথে থাকবেন ,ধন্যবাদ

৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৬

আহমেদ জী এস বলেছেন: শোভন শামস ,




এতো সুন্দর সব ছবি কিন্তু ছবির পরিচিতি দেন নি কেন ? এক'দু লাইনে খানিকটা পরিচিতি দিলে আরও সুন্দর লাগতো ।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৯

শোভন শামস বলেছেন: ঠিক বলেছেন ভাই
পশুর নদীপথের দুধারের দৃশ্য
কুমির প্রজনন কেন্দ্র
কলমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ঘাট
ক্রেন গুলো নদীর পারের ফ্যাক্টরির জেটির। এখানে এখন অনেক জাহাজের আনাগোনা।
বয়ে চলা খাল,এসব দৃশ্যের কথাই বলা যায়।
সাথে থাকবেন ,ধন্যবাদ

৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০১

মোহাম্মদ শাহ্জামান বলেছেন: আমি গত বছর গিয়েছিলাম করমজলে। স্মৃতি রোমন্থন হল।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০

শোভন শামস বলেছেন: সাথে থাকবেন ,ধন্যবাদ

৬| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩০

সুমন কর বলেছেন: ছবিতে গ্যাপ ও ক্যাপশন নাই যে !! /:)

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪১

শোভন শামস বলেছেন: ক্যাপশন গুলো অনেকটা এরকম হতো
পশুর নদীপথের দুধারের দৃশ্য
কুমির প্রজনন কেন্দ্র
কলমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ঘাট
ক্রেন গুলো নদীর পারের ফ্যাক্টরির জেটির। এখানে এখন অনেক জাহাজের আনাগোনা।
বয়ে চলা খাল,এসব দৃশ্যের কথাই বলা যায়।

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১১

শোভন শামস বলেছেন: সাথে থাকবেন ,ধন্যবাদ

৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৫

মনিরুল ইসলাম বাবু বলেছেন: সুন্দর ছবি

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১০

শোভন শামস বলেছেন: সাথে থাকবেন ,ধন্যবাদ

৮| ১৩ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: গত বছর এপ্রিলে এক জাপানি কে বাংলাদেশের সুন্দরবন দেখাতে আমরা কয়েকজন গিয়েছিলাম । করমজলের কুমির আর বানর গুলোর কথা মনে পড়ছে । ছবি গুলো ভাল লাগল ।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৭

শোভন শামস বলেছেন: একটু অন্য রকম পরিবেশ, নোনা বাতাস, সুন্দরবনের ছোঁয়া ভালই লাগে, সাথে থাকবেন , ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.