নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বালিতে এক বিকেলে বেড়াতে গেলাম উলুয়াতু মন্দিরে।
খাড়া পাহাড়ের বুকে পাথরের সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়।
নীচে তাকালে প্রমত্তা ভারত মহাসাগরের ঢেউ আছড়ে পড়ে পাহাড়ের পাদদেশে।
পাহাড়ের নীচে বিশাল গুহা।
সূর্যের সোনালী আলো সাগরের বিশালতায় মিলে এক অপূর্ব দ্যোতনা সৃষ্টি করে।
সাথে নীল আকাশ আর হালকা পেজা তুলোর মত শাদা মেঘ।
সেদিনের বিকেলটা অপূর্ব কেটেছিল।
অনেক পর্যটকের আনাগোনা, ক্লিক ক্লিক করে ছবি তোলা চলছেই।
১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৯
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন। ধন্যবাদ
২| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৬
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩১
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন। ধন্যবাদ
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৮
বাবুরাম সাপুড়ে১ বলেছেন: বেশ তো !
১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩২
শোভন শামস বলেছেন: ধন্যবাদ, সাথে থাকবেন।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫০
শায়মা বলেছেন: সে এক স্বর্গের দেশ ভাইয়া। অনেক সুন্দর ছবিগুলি!
১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৩
শোভন শামস বলেছেন: এক স্বর্গের দেশ , সাথে থাকবেন। ধন্যবাদ++++
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৬
সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট !
১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৪
শোভন শামস বলেছেন: সে এক স্বর্গের দেশ +++
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৫
সৈয়দ ইসলাম বলেছেন: বিল্কুল চমৎকার লাগলো।
১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন। ধন্যবাদ+++
৭| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৩২
সোহানী বলেছেন: আরে শায়মা ও তো গেছে সেখানে.... তোমরা কি এক সাথোি গেছ???????
ছবিগুলো অসাধারন...... ++++
১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১
শোভন শামস বলেছেন: একই সময়ে হয়ত। সাথে থাকবেন। ধন্যবাদ+++++
৮| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫
সৈয়দ ইসলাম বলেছেন: শোভন শামস বলেছেন, সাথে থাকবেন।
ভাই, এই হাড়কাঁপানো শীতে খালি মুখে কেমতে কী?
২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৫
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০২
মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো ভাল লাগল।