নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

নান দে মুন মার্কেটের স্ট্রীট ফুড – সিউল সাউথ কোরিয়া - ছবি ব্লগ

১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৫

কোরিয়াতে স্ট্রীট ফুড বেশ জনপ্রিয় এবং সন্ধ্যা বেলা অনেকে বাজারে এসে তা খেয়ে বাড়ী যায়। খাবারের মান বেশ ভাল।

ঝিনুক কেটে রাখা- মজার সি ফুড

সাজিয়ে রাখা খাবার- পরিচ্ছন্ন এবং অনেকের কাছে উপাদেয়



রাস্তার পাশে নানা রকম সি ফুড রান্না করে পরিবেশন করা হচ্ছে

স্কুইব প্রসেস করা হয়েছে এখন কাবাব বা নুডলসে দেয়া হবে



অক্টোপাস কেটে কাবাব বানানোর জন্য রাখা হয়েছে

এখন খেতে চাইলেই কাবাব বানিয়ে পরিবেশন করবে


মসলা মাখা স্কুইব

নানান ধরনের সি ফুডের মিশেল দিয়ে বানানো নুডল

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: প্রথম হইছি, নান দে মুন মার্কেটের স্ট্রীট ফুড খাওয়ান :D

১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫০

শোভন শামস বলেছেন: ধন্যবাদ, খেতে কিন্তু বেশ মজার।
প্রথমে দেখে একটু অন্য রকম লাগবে। সি ফুড বলে খেতে মানা নেই।
কোরিয়াতে রাস্তার পাশে ধুলা বালি নেই বলে বেশ পরিচ্ছন্ন পরিবেশ। এখানে চিজ আর সব্জি দিয়ে মোটা পুরীর মত খাবার ও আছে। দুটো খেলেই পেট ভরে যায়।
সাথে থাকবেন, শুভেচ্ছা

২| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: এমন খাবার দেখলে খালি খাইতে ইচ্ছে করে :-B

১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫০

শোভন শামস বলেছেন: ধন্যবাদ, সাথে থাকবেন, শুভেচ্ছা

৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

সামুদ্রিক খাবারের সারি!!

স্বাস্থ্যকর আর দামে সহনীয় হলে আমাদেরও অনেকেই রাতের খাবার রাঁধত না! ;)

+++

১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৬

শোভন শামস বলেছেন: দাম সহনীয়, খেতে মজা বিদেশীরাও মজা করে খাচ্ছে।
পরিচ্ছন্নতা প্রশংসনীয়
সাথে থাকবেন, ধন্যবাদ

৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: মালয়েশিয়াতে আমি সীফুড খেয়েছি, কি নেই সেখানে অক্টপাস থেকে ঝিনুক সবই ছিল। আর খেতেও ছিল খুবই মজাদার।

১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৯

শোভন শামস বলেছেন: সেখানে নাসি আইয়াম, নাসি কন্দর আর ভারতীয় খাবার ও আছে, এখানে তা নেই একেবারে।
তবে নেপালের লোক বাংলাদেশী খাবারের হোটেল দিয়েছে, হালাল খাবার ও সেখানে পাওয়া যায় লিখা আছে। বাংলাদেশীদের ও কিছু হোটেল আছে।

৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

প্রামানিক বলেছেন: মালয়েশিয়ার মুসলমানেরা অনেক খাবার খায় যা আমরা খাই না, যেমন শামুক, এটাকে তারা মাকরুহ হিসাবে খায়।

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫২

শোভন শামস বলেছেন: একেক দেশের খাবারের অভ্যাস একেক রকম।
সবাই যেন তাদের খবার তৃপ্তি নিয়ে খেতে পারে।
ধন্যবাদ।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৮

সুমন কর বলেছেন: আহ.......দেখে মনে হচ্ছে, ভালোই।
শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৩

শোভন শামস বলেছেন: ধন্যবাদ। সাথে থাকবেন

৭| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৯

কালীদাস বলেছেন: আমার জানামতে সব সীফুড হালাল না। যেমন অক্টোপাস, স্কুইড, কালামারি, স্ক্যালপ,...

কোরিয়ায় গিয়ে খাবার নিয়ে মহা মুসিবতে পড়েছিলাম এই সীফুডের কারণেই। সব কিছু ফ্রেশ পানিতে রাখে ওরা, লোকজন পছন্দ করে দেখিয়ে দিলে ওখানেই ইনস্ট্যান্টলি প্রসেস করে ভেজেভুজে দিত। এবং ভাজার ফ্রাই প্যান একটাই, বিশাল। এই সবকিছু বা মাছ, সব কিছু এক জায়গাতেই ভাজে। ইয়াক!! কি একটা মাছের কেক পেয়েছিলাম হোটেলের কাছাকাছি একটা দোকানে, জিনিষটা আলাদা প্রসেস করা হত ফ্রাজাইল হওয়ার কারণে। ঐ জিনিষের উপরেই চলতে হয়েছে কয়েক রাত :| একটা ছবি আপলোড করলাম এক রেস্টুরেন্টের সামনের দোকানের। অর্ডার নেয়ার সময় ঐ দোকানে গিয়ে দেখিয়ে দিতে হত কোনটা পছন্দ, তারপর বাকিটা বুঝে নিন ;)

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৬

শোভন শামস বলেছেন: এটা ও পরিবেশনের একটা স্টাইল
অনেক দেশে এরকম ব্যবস্থা আছে।
কোরিয়াতে দেশী খাবার এখন পাওয়া যায়
ধন্যবাদ। সাথে থাকবেন

৮| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৭

অপর্ণা মম্ময় বলেছেন: খাবারদাবার এর প্রতি আমার সীমাহীন দুর্বলতা। অক্টোপাস সহ বিভিন্ন সামুদ্রিক " সী ফ্রুট সালাদ" খেয়েছিলাম। ভালো লেগেছিল

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৭

শোভন শামস বলেছেন: অনেকটা চিংড়ি মাছের বা কাঁকড়ার মত স্বাদ
ধন্যবাদ। সাথে থাকবেন

৯| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: জিবে জল এসে গেলো।

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৮

শোভন শামস বলেছেন: খেলে আরও মজা পাবেন
ধন্যবাদ। সাথে থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.