নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন বিকেল ছিল ভীষণ মেঘলা। বৃষ্টি আসবে আসবে করে সন্ধ্যার পর ঝুম বৃষ্টি নেমেছিল। কর্ণফুলী । নদীর তীরে আর সাগরের মোহনায় দাঁড়িয়ে সেই মেঘলা আকাশের নীচে নদীতে থাকা জাহাজ গুলো দেখে মনে হল এরকম বিকেলে এসব ছবি কেমন লাগবে। শুধু যে সোনামাখা রোদেই নদীর দৃশ্য সবাই দেখব তাতো নয় । তাই এই মেঘলা দিনের ছবি নিয়ে এই কবিতা।
কর্ণফুলী কর্ণফুলী নদী তুমি কার
নইকো আমি কারো নদী বহি সবার ভার।
দেশ বিদেশের জাহাজ চলে আমার বুকেতে
সবাই থাকে আনন্দে আর মনের সুখেতে।
সাম্পানওয়ালা গানে গানে নদীর কথা কয়
ঢেউয়ে ঢেউয়ে বয়ে চলি জোয়ার ভাটা হয়।
কত মানুষ কত জাহাজ কত নৌকার সারি
যুগে যুগে বয়ে চলে নদীই ঘর বাড়ি।
নদীর বুকে জাল বিছিয়ে মাছ ধরার ধুম
জেলের জীবন যায়রে কেটে রাত কাটে নির্ঘুম।
নদীর পাড়ে বন্দর আর নানান রকম সাজ
সবাই নদীর আপন তাঁরা নানান কারু কাজ।
দু চোখ ভরে নদী দেখে যায় সে মোহনায়
পতেঙ্গার পাড়ে সবাই আনন্দেতে গায়।
নদী মেশে সাগরেতে সাগর বয়ে যায়
অনন্ত নীল দিগন্তের দৃষ্টি সীমানায়।
১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৪
শোভন শামস বলেছেন: দেখতে সত্যি অপরূপ লাগছিল, সাথে থাকবেন ধন্যবাদ।+++++
২| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৫
সুমন কর বলেছেন: কবিতা ও ছবি ভালো লাগল।
১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫০
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন ধন্যবাদ।+++
৩| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৯
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের নদী গুলো আমার খুব পছন্দ।
কিন্তু এই নদী মানুষের অনেক কিছু কেড়ে নেয়।
১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০২
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন ধন্যবাদ।++
৪| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৩:৩২
তোমার জন্য মিনতি বলেছেন: সুন্দর পোষ্ট, ভালো লাগলো
১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০২
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন ধন্যবাদ।++
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: মেঘলা নদী মেঘলা আকাশের মেঘলা কাব্যে +++
নদী মেশে সাগরেতে সাগর বয়ে যায়
অনন্ত নীল দিগন্তের দৃষ্টি সীমানায়। .... সুন্দর