নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাগর পাড়ের মেরিন ড্রাইভ পর্যটকে ভরা
কক্সবাজারে এই রাস্তাই সব রাস্তার সেরা।
এক পাশে সাগর আর পাহাড় অন্য পাশে
প্রকৃতি দেখতে এখন অনেক মানুষ আসে।
সাগর থেকে কাছেই পাহাড় সবুজ যে তার রূপ
ঢেউ এর শব্দ বাতাসের গান আর সবই চুপ।
সকাল বেলা সূর্য উঠে সাগর ভরা আলো
বিকেল বেলা সূর্য ডুবে পাহাড়ে লাগে ভাল।
সবুজ পাহাড় সোনালি আলো দেখতে লাগে বেশ
মেরিন ড্রাই ভের পাশে আছে সাগর সুখের রেশ।
বাংলাদেশের দক্ষিণ পাশে টেকনাফ গিয়ে শেষ
এই পথের দুপাশে আছে নির্মল পরিবেশ।
চলতে পথে সাগর পাহাড় উদার ভালবাসা
মনটা সবার ভরে উঠে হাসি খুশি আশা।
খুব ভোরে কক্সবাজারের বীচ শুধু যেন প্রকৃতির। মানুষের আনাগোনা কেবল তখন শুরু হয়। সূর্য উঠি উঠি করছে, ঢেউ আর বালুবেলা তখন আপনমনে তাদের খেলা চালিয়ে যায়। এসময়ের দিগন্ত প্রসারিত সাগর মনের প্রশান্তি বাড়িয়ে দেয়।
টেকনাফ থেকে পাঁচ কিলো মিটার দুরে সাবরং বেড়িবাঁধ , এই জায়গা থেকে মেরিন ড্রাইভ একপাশে সাগর আর একপাশে পাহাড় কে রেখে কক্সবাজারের দিকে চলে গেছে। সুন্দর নতুন রাস্তা। চলতে চলতে সাগরের গর্জন ঢেউ আর পাহাড়ের নয়াভিরাম দৃশ্য দেখতে দেখতে পথ চলা।
বিকেলের সূর্য পাহাড়ের উপর পড়লে সবুজ পাহারগুলো সবুজ আর সোনালীর খেলায় মেতে উঠে।
মেরিন ড্রাইভ- কক্সবাজার
১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩২
শোভন শামস বলেছেন: অনেক ধন্যবাদ, সাথে থাকবেন।
২| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১৬
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট। ছবির সাথে ক্যাপশন থাকলে আরও বেশি ভালো কাগতো।
১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২০
শোভন শামস বলেছেন: ধন্যবাদ, সাথে থাকবেন।
৩| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪০
ইমরান আশফাক বলেছেন: সুন্দর পোস্ট।
১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২১
শোভন শামস বলেছেন: ধন্যবাদ, সাথে থাকবেন।
৪| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১২
সাপলুডু বলেছেন: সুন্দর পোস্ট।
১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২১
শোভন শামস বলেছেন: ধন্যবাদ, সাথে থাকবেন।
৫| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৫
সুমন কর বলেছেন: সুন্দর পোষ্ট।
১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২১
শোভন শামস বলেছেন: ধন্যবাদ, সাথে থাকবেন।
৬| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৮
ফেরদৌসা রুহী বলেছেন: ছবিগুলি সুন্দর
১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৩
শোভন শামস বলেছেন: ধন্যবাদ, সাথে থাকবেন।
৭| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: এক পাশে সাগর আর একপাশে পাহাড়। দারুন ।
১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৫৪
শোভন শামস বলেছেন: ধন্যবাদ, সাথে থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৮
মোস্তফা সোহেল বলেছেন: ছবি ও কবিতা দুটিই ভাল হয়েছে।+++