নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশ আমাদের সুন্দরবন - ছবি ব্লগ

১৮ ই মে, ২০১৭ রাত ১২:৩৩

হিরন পয়েন্ট থেকে নীলকমল খাল দিয়ে চলতে চলতে খালের দুধারের বনের অপূর্ব দৃশ্য দেখার আনন্দই আলাদা। এই এলাকাতে সুন্দরী , কয়রা, গোলপাতা, হাতাল, জানা আর গোরান গাছ এই এলাকাতে প্রচুর দেখা যায়।

হিরন পয়েন্ট বা নীলকমল এলাকাতে বন বিভাগের রেস্ট হাউজ আছে। সেখান থেকে বোটে খাল পার হয়ে অন্যপাড়ে গেলে বনের ভিতর দিয়ে ভুমি থেকে উঁচু ঢালাই করা এক কিলোমিটারের মত ওয়াক ওয়ে আছে। সেখান দিয়ে হেঁটে বনের দৃশ্য দেখা যায়।

নীলকমল খাল পশুর চ্যানেলে মিলিত হয়ে সাগরের দিকে ধেয়ে চলে। নদী চলে নিরবধি আর আমরা মাঝে মাঝে তার বুকে ভেসে বেড়াই সুখের আশায়।

দুপুরে এখন এই মে মাসে অনেক রোদ আর গরম , এই গরমে হরিণেরা গাছের ছায়ার নীচে বিশ্রাম করে, চলার পথে মাঝে মাঝে হরিণদের দেখা যায়। বাঘ দেখা এখানে বেশ দুর্লভ।

ছবিগুলো সুন্দর বনের নীলকমল খালের দুপাশের দৃশ্য, আলাদা করে কিছু তাই লিখলাম না।































মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৭ রাত ১:০৪

সুমন কর বলেছেন: ছবিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৮ ই মে, ২০১৭ রাত ৯:৪৮

শোভন শামস বলেছেন: সাথে থাকবেন ধন্যবাদ।

২| ১৮ ই মে, ২০১৭ রাত ১:৩৬

কানিজ রিনা বলেছেন: ছবি গুল সুন্দর বনের অহংকারই আলাদা
কালের গর্ভে হাড়িয়ে যাবে আমাদের সুন্দরবন
সে ব্যবস্থা পাকা হয়েগেছে রামপাল বিদ্যুৎ
কেন্দ্র।

১৮ ই মে, ২০১৭ রাত ৯:৪৮

শোভন শামস বলেছেন: সত্যি অপূর্ব আমাদের এই সুন্দরবন। সাথে থাকবেন ধন্যবাদ

৩| ১৮ ই মে, ২০১৭ ভোর ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:

বন বলে তো মনে হলো না, মনে হচ্ছে জংগল

১৮ ই মে, ২০১৭ রাত ৯:৫০

শোভন শামস বলেছেন: বন জঙ্গলের ছবি সাথে নোনা পানির ধারা নীল আকাশ আর মেঘের খেলা। অনেকের ভাল লাগে।
সত্যি অপূর্ব আমাদের এই সুন্দরবন। সাথে থাকবেন ধন্যবাদ

৪| ১৮ ই মে, ২০১৭ সকাল ৯:০৮

নীল-দর্পণ বলেছেন: কী সুন্দর শান্ত স্নিগ্ধ। এরকম পানি দেখে আমার ঝাপিয়ে পড়তে মন চায় যদিও সাঁতার জানিনা :P

১৮ ই মে, ২০১৭ রাত ৯:৫০

শোভন শামস বলেছেন: বন জঙ্গলের ছবি সাথে নোনা পানির ধারা নীল আকাশ আর মেঘের খেলা। অনেকের ভাল লাগে।
সত্যি অপূর্ব আমাদের এই সুন্দরবন। সাথে থাকবেন ধন্যবাদ

৫| ১৮ ই মে, ২০১৭ দুপুর ১২:০০

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর ছবি ব্লগ।

১৮ ই মে, ২০১৭ রাত ৯:৫১

শোভন শামস বলেছেন: বন জঙ্গলের ছবি সাথে নোনা পানির ধারা নীল আকাশ আর মেঘের খেলা। অনেকের ভাল লাগে।
সত্যি অপূর্ব আমাদের এই সুন্দরবন। সাথে থাকবেন ধন্যবাদ+++

৬| ১৮ ই মে, ২০১৭ দুপুর ১২:১৯

জাহিদ হাসান বলেছেন: চাঁদগাজী বলেছেন:বন বলে তো মনে হলো না, মনে হচ্ছে জংগল =p~ =p~

জঙ্গল ও বনের মধ্যে পার্থক্য কি বলেন !
উন্মাদ টাইপের একটা কমেন্ট না দিলে কি আপনার পেটের ভাত হজম হয় না? যত্তসব। X(

৭| ১৮ ই মে, ২০১৭ রাত ৯:৫২

শোভন শামস বলেছেন: বন জঙ্গলের ছবি সাথে নোনা পানির ধারা নীল আকাশ আর মেঘের খেলা। অনেকের ভাল লাগে। প্রকৃতি সবার ভাল নাও লাগতে পারে।
সাথে থাকবেন ধন্যবাদ +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.