নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

পঞ্চগড় তেতুলিয়ার সবুজের হাতছানি –ছবি ব্লগ

১৫ ই মে, ২০১৭ রাত ১২:০৩

বাংলাবান্দা থেকে ভারতের দিকে সুন্দর রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে শিলিগুড়ি যাওয়া যায়। এই পথে পাশের দেশ নেপাল ও ভুটান যাওয়ার সুযোগ আছে। নেপাল সীমান্ত বেশ কাছে, ভুটান সীমান্ত ৩৫ কিলোমিটারের মত। রাস্তা দিয়ে অনেক ভারতীয় পাথর বোঝাই ট্রাক ঢুকছে, এগুলো থেকে পাথর নামিয়ে আশেপাশের এলাকায় তা ভাঙ্গা হয়

চলার পথে অনেক ব্রিজ পার হতে হয়, বর্ষার সময় এগুলোর নীচে পানি থাকে, এখন এই মে মাসে নদীগুলো মরে গেছে, মাঝে মাঝে কিছু জায়গায় পানি দেখা যায়। প্রকৃতি আমাদেরকে অনেক দিয়েছে , আর মানুষ লোভে পড়ে কিংবা বেশী লাভের জন্য প্রকৃতির ক্ষতি করছে।

বাংলাবান্দা জিরো পয়েন্টে জিরো দিয়ে সুন্দর একটা মনুমেন্ট বানানো আছে, দর্শনার্থীরা এখানে এসে ছবি তোলে। এই এলাকাটাকে একটু উন্নত করে পর্যটক বান্ধব করা যায়। বাংলাবান্দা পৌঁছানোর কিছু আগে রাস্তা দুইদিকে চলে গেছে, এখানে একটা আইল্যান্ডের মত জায়গাতে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর ছবি টাইলসের মধ্যে মনুমেন্টের মত দাঁড়িয়ে আছে। এই জায়গাটাকে সুন্দর করে ফুলের রাজ্য বানিয়ে ছবি তোলার জন্য তৈরি করা যায়। সব কিছুতে একটু আগ্রহ একটু আন্তরিকতা আনতে পারলে এই সুন্দর দেশকে আমরা আরও সুন্দর ভাবে পৃথিবীর কাছে তুলে ধরতে পারব। আমাদের মানুষেরা এদেশের সম্পদ এদের দিয়েই সব করানো যাবে।

































পথ চলতে চলতে দেখা ছবি, মনের চোখে আরও সুন্দর লাগে ক্যামেরা দিয়ে তা দেখতে পাচ্ছি না। আমার এই সবুজ বাংলার নদী এখানে শুষ্ক, মাঠে এখনো সবুজের ছড়াছড়ি। নদীকে বাঁচাতে হবে। অনেক গাছ লাগাতে হবে এখানে। বৃষ্টির পানি ধরে রাখার চেষ্টা করে যেতে হবে। দেশকে আমাদের ভালবেসে এইসব সুব্দর জনপদকে আরও আকর্ষণীয় এবং পর্যটন বান্ধব করা যায়। আসুন সবাই এই বাংলাকে দেখি আর ভালবাসি এই দেশটাকে।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৭ রাত ১:০২

সচেতনহ্যাপী বলেছেন: একটু কষ্ট করে যদি ক্যাপশনটা দিতেন তাহলে লেখাটা আরো প্রানবন্ত হতো।। তাই না??

১৫ ই মে, ২০১৭ রাত ১:১১

শোভন শামস বলেছেন: ঠিক বলেছেন, তা এমন হত যদি, সাথে থাকবেন ধন্যবাদ ++++
রাস্তার পাশের মাঠে সবুজ ফসলের হাসি
চলার পথের বাকে পঞ্চগড়ের পথে
মাঠের সবুজের পাশের রাস্তায় লাল মরিচ শুখানো হচ্ছে
ভারত বাংলাদেশের সীমানা
পায়ে চলা মেঠো পথ
হায়রে নদী, ব্রিজ আছে নদী নেই
কবি গুরুর ছবি , পথের মাঝের আইল্যান্ডে

২| ১৫ ই মে, ২০১৭ রাত ১:১১

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর ছবি ব্লগ

১৫ ই মে, ২০১৭ রাত ১:১২

শোভন শামস বলেছেন: সাথে থাকবেন ধন্যবাদ +++

৩| ১৫ ই মে, ২০১৭ রাত ১:১৫

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ ভাইটি।। লেখা ধরে ধরে ছবিগুলি আবার দেখতে হলো।।

১৫ ই মে, ২০১৭ রাত ১:২৩

শোভন শামস বলেছেন: কষ্ট দেয়ার জন্য দুঃখিত, সাথে থাকবেন ধন্যবাদ ++

৪| ১৫ ই মে, ২০১৭ রাত ১:৩৪

মানবী বলেছেন: "এই পথে পাশের দেশ নেপাল ও ভুটান যাওয়ার সুযোগ আছে। নেপাল সীমান্ত বেশ কাছে, ভুটান সীমান্ত ৩৫ কিলোমিটারের মত। রাস্তা দিয়ে অনেক ভারতীয় পাথর বোঝাই ট্রাক ঢুকছে, এগুলো থেকে পাথর নামিয়ে আশেপাশের এলাকায় তা ভাঙ্গা হয়"

- ট্রাক আসা যাওয়া করলে চেকপোস্ট থকার কথা! বুঝতে পারছিনা সাধারণ জনগণও এপথ দিয়ে বর্ডার ক্রস করে পর্যটক হিসেবে নেপাল বা ভুটানে যেতে পারে কিনা! তেমনটা হলে খুব খুব ভালো একটি ব্যাপার!

শেষ ছবিটা মনে হয় লাল মরিচের- খুব সুন্দর!

স্নিগ্ধ, সুন্দর, মনোরম ছবি থেকে ভালো লেগেছে, ধন্যবাদ শোভন শামস।

১৫ ই মে, ২০১৭ সকাল ৭:১৪

শোভন শামস বলেছেন: চেকপোস্ট আছে, খুব সুব্দর রাস্তা, কিছু মানুষ আশা যাওয়া করে, কোলকাতা এখান থেকে দুরে বলে কম মানুষ যায়।
ছবিটা লাল মরিচের , রাস্তার দুপাশে শুকাতে দিয়েছে
সাথে থাকবেন ধন্যবাদ ++++

৫| ১৫ ই মে, ২০১৭ রাত ২:৩৬

কল্লোল পথিক বলেছেন: চমৎকার ছবিব্লগ।
ছবির সাথে ক্যাপশন দিলে আরও ভালো হতো।

১৫ ই মে, ২০১৭ সকাল ৭:১১

শোভন শামস বলেছেন: ঠিক বলেছেন, ক্যাপশন এমন হত যদি,
রাস্তার পাশের মাঠে সবুজ ফসলের হাসি
চলার পথের বাকে পঞ্চগড়ের পথে
মাঠের সবুজের পাশের রাস্তায় লাল মরিচ শুখানো হচ্ছে
ভারত বাংলাদেশের সীমানা
পায়ে চলা মেঠো পথ
হায়রে নদী, ব্রিজ আছে নদী নেই
কবি গুরুর ছবি , পথের মাঝের আইল্যান্ড
সাথে থাকবেন ধন্যবাদ ++++

৬| ১৫ ই মে, ২০১৭ দুপুর ১২:১৩

সুমন কর বলেছেন: এবারের ছবি ব্লগটি মোটামুটি লাগল।

১৮ ই মে, ২০১৭ রাত ১২:১১

শোভন শামস বলেছেন: সাথে থাকবেন ধন্যবাদ ++

৭| ১৫ ই মে, ২০১৭ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: সচেতনহ্যাপী বলেছেন: একটু কষ্ট করে যদি ক্যাপশনটা দিতেন তাহলে লেখাটা আরো প্রানবন্ত হতো।। তাই না??

১৮ ই মে, ২০১৭ রাত ১২:১০

শোভন শামস বলেছেন: ঠিক বলেছেন, ক্যাপশন এমন হত যদি,
রাস্তার পাশের মাঠে সবুজ ফসলের হাসি
চলার পথের বাকে পঞ্চগড়ের পথে
মাঠের সবুজের পাশের রাস্তায় লাল মরিচ শুখানো হচ্ছে
ভারত বাংলাদেশের সীমানা
পায়ে চলা মেঠো পথ
হায়রে নদী, ব্রিজ আছে নদী নেই
কবি গুরুর ছবি , পথের মাঝের আইল্যান্ড
সাথে থাকবেন ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.