নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৈশাখ আসে, রুদ্র তাপের আমেজ নিয়ে
প্রান যোগাতে জাগিয়ে দিতে
উদ্যম আর ঝড়ো হাওয়া জানান দিয়ে।
বৈশাখ আসে, নতুন মাসের সোনার রথে
প্রথম স্বপন প্রথম প্রেমের
গুন গুনিয়ে গান শুনিয়ে মেঘের সাথে।
বৈশাখ আসে, বর্ণিল সাজে সোনার দেশে
সুবর্ণ এই প্রকৃতিতে প্রানের ছোঁয়া আবেশ নিয়ে
নতুন পরশ বুলিয়ে দিতে সবুজ ঘাসে।
বৈশাখ আসে, কথা মালার ফুল ঝুরিতে অনেক কথায়
নতুন করে মানিয়ে নিয়ে নতুন সুখের সোহাগ দিয়ে
বছর শুরুর দীপ্তি নিয়ে সারা বছর থাকবে হেথায়।
বৈশাখ আসে, বাংলাদেশে, জনস্রোতের কোলাহলে, বছর শেষে
রোদ বৃষ্টি সুনীল আকাশ শাদা মেঘের লুকোচুরি
প্রতীক্ষিত প্রহর শেষে সে যে আসে নবীন বেশে।
০৯ এপ্রিল ২০১৭ , ২৬ চৈত্র ১৪২৩
১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৭
শোভন শামস বলেছেন: ধন্যবাদ , আলোকিত আনন্দে ভরে উঠুক এই জীবন। শুভেচ্ছা
২| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৪
ধ্রুবক আলো বলেছেন: অগ্রিম বৈশাখী শুভেচ্ছা।
১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৫
শোভন শামস বলেছেন: ধন্যবাদ , আলোকিত আনন্দে ভরে উঠুক এই জীবন। শুভেচ্ছা
৩| ১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৫
হাবিবুর অন্তনীল বলেছেন: বৈশাখী শুভেচ্ছা।
১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৫
শোভন শামস বলেছেন: ধন্যবাদ , আলোকিত আনন্দে ভরে উঠুক এই জীবন। শুভেচ্ছা
৪| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪২
অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর।
১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩২
শোভন শামস বলেছেন: ধন্যবাদ , বৈশাখী শুভেচ্ছা ও শুভকামনা
৫| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৬
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩২
শোভন শামস বলেছেন: ধন্যবাদ , বৈশাখী শুভেচ্ছা ও শুভকামনা
৬| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫২
আহমেদ জী এস বলেছেন: শোভন শামস ,
আপনি আমি না চাইলেও বৈশাখ আসবে বৈশাখের মতোন । কখনও রুদ্র তাপের আমেজ নিয়ে । কখনও ঝড়ো হাওয়া জানান দিয়ে।
তবে আপনার জীবনে বৈশাখ আসুক বছর শুরুর দীপ্তি নিয়ে , থাকুক সারা বছর প্রথম প্রেমের গুন গুনিয়ে গান শুনিয়ে...............
১১ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৩৩
শোভন শামস বলেছেন: ধন্যবাদ , বৈশাখী শুভেচ্ছা ও শুভকামনা
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৪
রহমান আসাদ বলেছেন: আপনাকে বৈশাখী শুভেচ্ছা।