নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

কম্বোডিয়া – শান্তিসেনার জার্নাল

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৪

কম্বোডিয়া – শান্তিসেনার জার্নাল বইটি কিছুদিন আগে হাতে পেলাম। লেখক ব্রিগেডিয়ার জেনারেল বায়েজিদ সরোয়ার শান্তিসেনা হিসেবে তাঁর কম্বোডিয়া অবস্থানকালীন ঘটনাগুলো অনেকটা কাব্যিক উপস্থাপনায় পাঠকের কাছে তুলে ধরেছেন।
কম্বোডিয়ার সমৃদ্ধ অতীত ইতিহাস ও ঐতিহ্য, সে দেশের গর্ব বিশ্বের বৃহত্তম ধর্মীয় মন্দির আংকর ওয়াট, হাজার হাজার প্রাচীন মনুমেন্ট এবং উন্নত শিল্পকলার কথা প্রান মন ঢেলে সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন এই বইটিতে।
প্রতিদিনকার ঘটে যাওয়া ঘটনা, কোন এলাকাতে ভ্রমণ, সমস্যা সমাধানের কোন পদক্ষেপ সবই খুব সরল ও আন্তরিকতা মেখে এই বইতে পরিবেশন করেছেন। যে কোন ঘটনা, ঘটনার সাথে জড়িত অন্যান্য চরিত্র, এলাকা কিংবা স্থাপনার অতীত থেকে বর্তমান, ইতিপূর্বে এ সম্পর্কে লিখা কি পাওয়া গেছে, লেখকের নাম, আবিষ্কারকের নাম, গবেষকের নাম ও তাঁর গবেষণাকর্ম প্রাঞ্জল ভাষায় প্রকাশ করেছেন, এক বসাতে পড়তে ইচ্ছে করে।
লেখক বইতে একটা এলাকার প্রকৃতি, এর আকর্ষণ এবং নিজস্ব অনুভুতি সব কিছুই মেলে ধরেছেন পাঠকদের কাছে। এটা একটা এপিক ধর্মী ভ্রমণ জার্নাল/ ট্রাভেলগ সাথে ইতিহাসের মিশেল দেয়া নিজস্ব অভিজ্ঞতার শৈল্পিক বহিঃপ্রকাশ।
পড়তে ভাল লাগে, বিশাল সুখপাঠ্য একটা বই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: একটা বই রিভিউ লিখে ফেলুন ভাই...

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩১

শোভন শামস বলেছেন: ধন্যবাদ সাথে থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.