নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাক্সিম স্কয়ার
গত মাসে ইস্তাম্বুল যাবার সুযোগ হয়েছিল। বেশ ভাল লেগেছে ইস্তাম্বুল শহর ও তার মানুষদেরকে। পরিচ্ছন্ন নীল আকাশ , মারমারা ও বসফরাস প্রণালীর নীল পানিতে আকাশের প্রতিফলন আমাকে মুগ্ধ করেছে।
সোনালি সেই দিনগুলোতে কিছু ছবি তুলেছিলাম। আমার ভাল লাগা সবার সাথে ভাগ করে নিলাম।
ইস্তাম্বুলের রাস্তায়
তাক্সিম স্কয়ার
কিলইয়স - কৃষ্ণ সাগরের পাড়ের জনপদ
কিলইয়স পার্ক
কৃষ্ণ সাগর পাড়ে
সাথে থাকবেন। ধন্যবাদ
১১ ই মে, ২০১৪ দুপুর ১:৩১
শোভন শামস বলেছেন: আমি আফ্রিকা থেকে ইস্তাম্বুল গিয়েছি।
আপনার উত্তর আশা করি পেয়ে গেছেন সুমন ভাইয়ের মন্তব্য থেকে।
সাথে থাকবেন, ধন্যবাদ।
২| ০৯ ই মে, ২০১৪ রাত ১০:১৬
একজন ঘূণপোকা বলেছেন:
টার্কি এতো সুন্দর
১১ ই মে, ২০১৪ দুপুর ১:৩৬
শোভন শামস বলেছেন: আসলে দেশটা বেশ সুন্দর।
সুযোগ পেলে ঘুরে যেতে পারেন।
আমার খুব ভাল লেগেছে ইস্তাম্বুল এবং এর মানুষদেরকে।
ভাল থাকবেন, ধন্যবাদ।
৩| ০৯ ই মে, ২০১৪ রাত ১১:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
ছবিগুলো সুন্দর +++
১১ ই মে, ২০১৪ দুপুর ১:৩৭
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন, ধন্যবাদ।
৪| ১০ ই মে, ২০১৪ রাত ১:৩৩
মিজানুররহমানসুমন বলেছেন: You can visit Dubai, Egypt, Istanbul, Nepal in one shot and of course, cheap. Here is how you can do that
a- Dhaka to Dubai and Dubai to Cairo, Emirates Air, price 32000 Taka
b-Cairo to Istanbul and Istanbul to Kathmandu, Turkish Air, Price 31000 Taka
c-Kathmandu to Dhaka by United Air, price 9500 Taka.
Dhaka-Istanbul-Dhaka Roundtrip ticket is more expensive than my travel cost.
১১ ই মে, ২০১৪ দুপুর ১:৩৯
শোভন শামস বলেছেন: ধন্যবাদ আপনাকে
দারুন সব তথ্য দেয়ার জন্য
আপনার দেয়া তথ্য অনেকে কাজে লাগাতে পারবে।
সাথে থাকবেন
ধন্যবাদ
৫| ১০ ই মে, ২০১৪ রাত ১:৩৫
মিজানুররহমানসুমন বলেছেন: As UAE visa is not available, so that I am going to Egypt by Qatar Air, 3000 Taka.
From Cairo to Dhaka, Saudi Air is the cheapest, cost 19000 Taka.
১১ ই মে, ২০১৪ দুপুর ১:৪০
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন
ধন্যবাদ
৬| ১০ ই মে, ২০১৪ সকাল ১১:২৫
বংশী নদীর পাড়ে বলেছেন: @মিজানুররহমানসুমন ভাই, আমি দুবাইতেই আছি। আপনার যেহেতু টার্কি ভিজিট করার অভিজ্ঞতা আছে তো আমাকে একটু বলেন, দুবাই থেকে কিভাবে সহজ ভাবে তুরস্ক ভ্রমণ করতে পারি।
১/ ভিসা পাওয়া এবং খবর
২/ এয়ারলাইন্স এবং ভাড়া
৩/ তুরস্কের হোটেল এবং ভাড়া
এই বিষয় গুলো একটু জানাবেন। আমি মূলত তরস্কের কৌনিয়াতে অবস্থিত মাওলানা জালালউদ্দিন রুমি (র.) এর রওজা শরীফ জিয়ারত করতে যেতে চাই।
ভালো থাকবেন।
১১ ই মে, ২০১৪ দুপুর ১:৪৫
শোভন শামস বলেছেন: আশা করি আপানার উত্তর পেয়ে গেছেন।
ভিসা করতে ২০/৩০ ইউরো লাগবে। টার্কি তে অন এরা ই ভাল ভিসা বাংলাদেশিদের জন্য।
বাংলাদেশ থেকে সরাসরি বেশী ভাড়া, উপরে কম খরচে যাওয়ার উপায় দেয়া আছে , ট্রাই করতে পারেন।
সাথে থাকবেন ধন্য বাদ
৭| ১০ ই মে, ২০১৪ সকাল ১১:২৭
বংশী নদীর পাড়ে বলেছেন: সংশোধন-
১/ ভিসা পাওয়া এবং খরচ
২/ এয়ারলাইন্স এবং ভাড়া
৩/ তুরস্কের হোটেল এবং ভাড়া
১১ ই মে, ২০১৪ দুপুর ১:৪৬
শোভন শামস বলেছেন: আশা করি আপানার উত্তর পেয়ে গেছেন।
সাথে থাকবেন
ধন্য বাদ
৮| ১০ ই মে, ২০১৪ বিকাল ৩:০২
আমিনুর রহমান বলেছেন:
সুন্দর +++
১১ ই মে, ২০১৪ দুপুর ১:৪৬
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন
ধন্য বাদ+++++++
৯| ১০ ই মে, ২০১৪ রাত ৯:৪৮
আমি তুমি আমরা বলেছেন: বাহ, সুন্দর লাগল
১১ ই মে, ২০১৪ দুপুর ১:৪৭
শোভন শামস বলেছেন: সাথে থাকবেন
ভাল লেগেছে জেনে খুশি হলাম
ধন্য বাদ+++
১০| ১১ ই মে, ২০১৪ দুপুর ২:১১
সোহানী বলেছেন: দারুন একটা ছবি পোস্ট তবে আমার তুরস্কের বাড়িগুলো বেশি ভালো লেগেছে.. সবই একই রকম।
১১ ই মে, ২০১৪ বিকাল ৪:০৪
শোভন শামস বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম
ধন্য বাদ+++
১১| ১১ ই মে, ২০১৪ দুপুর ২:১২
সোহানী বলেছেন: ওহ্ আর হালুয়ার কথা কিন্তু বলেন নাই.... ওটা কিন্তু দারুন খেতে।
১১ ই মে, ২০১৪ বিকাল ৪:০৬
শোভন শামস বলেছেন: টার্কিশ ডি লাইট মিষ্টিগুলো খেতে দারুন
বাকলাভা আগে খেয়েছি কুরদিস্থানে।
সাথে থাকার জন্য ধন্য বাদ।
১২| ১৪ ই মে, ২০১৪ রাত ৯:২৪
নিষ্কর্মা বলেছেন: ভাই ইসতানবুলে থাকা আর খাওয়া নিয়ে আপনার মোট কত খরচ হয়েছিল? প্লিজ জানাবেন।
১৫ ই মে, ২০১৪ রাত ৮:২৭
শোভন শামস বলেছেন: হোটেল/ হোস্টেল ভাড়া ২০ ডলার থেকে শুরু।
১০ টার্কিশ লিরা দিয়ে ম্যাকডোনাল্ড বার্গার দিয়ে সুন্দর ডিনার হয়।৮/১০ লিরা দিয়ে টার্কিশ খাবার ও পাওয়া যায়।
ট্রামে ৩ লিরা দিয়ে একবার ঘোরা যায়।
মোটামুটি কম খরচে দিন কাটানো সম্ভব।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০১৪ রাত ৮:৫১
বংশী নদীর পাড়ে বলেছেন: ভাই আপনি কি বাংলাদেশে থেকে ইস্তাম্বুলে গিয়েছিলেন না অন্য কোনো দেশ থেকে? ইস্তাম্বুল তথা তুরস্কে যেতে কিভাবে যাওয়া যাবে খুব জানার ইচ্ছে ছিলো। পাশে রাখার জন্য ধন্যবাদ।