নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূর্যের আলো
রোদে পোড়া মাটি,
কাল মানুষের
ঘামে ভেজা মুখ,
ঘরে ফিরে চল।
গাছের ছায়ায়
একটু বাতাস,
সুখ নিয়ে আসে
আনে অবকাশ,
বাঁধে যে মায়ায়।
দখিনা বাতাস
দোলা দিয়ে যায়,
ক্লান্ত দেহের
দুঃখ জুড়ায়,
হবেনা হতাশ।
রাতের আকাশ
তারার খেলা,
চাঁদের আলো
নির্জন মেলা,
শীতল বাতাস।
দিন যায় চলে
রাত শেষ হয়,
প্রবাস জীবনে
ভোর আসে যায়
কত কথা বলে।
বিদেশের মাটি
দেশ থেকে দূরে
দিনগুলো কাটে
স্মৃতি নিয়ে সব
কথা খুবই খাঁটি।
০৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৯
শোভন শামস বলেছেন: ধন্যবাদ +++
সাথে থাকবেন
২| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫১
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল লাগল ভ্রাতা।
++++
০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৪
শোভন শামস বলেছেন: ধন্যবাদ +++
সাথে থাকবেন
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ ছান্দসিক লেখা
ভাল লাগল