নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোভন শামস
মেঘ পাহাড়ে চলে খেলা
সারাটা দিন রঙের মেলা
আলো ছায়া খেলা করে
মাঝে মাঝে বৃষ্টি ঝরে।
সতেজ সবুজ প্রানের আসর
মাটির বুকে সুখের বাসর
অনন্ত এই ফল্গু ধারা
পেয়ে খুসি কাছে যারা ।
পাড়ার থেকে ঝরনা ধারা
গড়িয়ে চলে বাঁধন হারা
মিশে এসে নদীর কাছে
সবাই তাকে রাখে পাশে ।
নদী চলে এঁকে বেঁকে
পাড়া গুলো পাশে রেখে
কল কল শব্দ তুলে
বয়ে চলে আপন ভুলে।
যেতে হলে দূরে কোথাও
পাহাড়ি পথ যদি না পাও
নদী তোমায় ভাসিয়ে নেবে
তোমায় সেথায় পৌঁছে দেবে ।।
©somewhere in net ltd.