নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোভন শামস
এ আকাশ এ পাহাড় মেঘে মেঘে একাকার
কালো মেঘ সাদা মেঘ বৃষ্টি বারবার
পাহাড়ের ঝরনা ঝর ঝর ঝরছে
কুল কুল শব্দে জল স্রোত চলছে।
উঁচু এক পাহাড়ের শীর্ষের কান্না
ঝরে ঝরে পড়ছে পাহাড়ের ঝরনা।
ঝরনার ধারাগুলো ছড়াতে ঝরছে
ছড়াগুলো শঙ্খের বুক ভারী করছে।
দক্ষিণ থেকে শুরু উত্তরে চলছে
পাহাড়ের কোল ছেড়ে সাগরেতে মিলছে
আঁকা বাঁকা পথে চলে নদীর এই নিয়তি
পথ পাশে কত পাড়া কত জন বসতি।
শঙ্খের বুকে আছে জীবনের ছন্দ
কত মাছ কত জল কত স্বাদ গন্ধ
কতরূপ অপরূপ দিনে রাতে শোভা তার
জীবনের কল্যাণে নিবেদিত সবই যার।
দুই পাশে সুখে ঢেকে কুল কুল বয়ে যায়
অনাগত দিনগুলো – স্বপ্নেরা রয়ে যায়।
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:১৮
শোভন শামস বলেছেন: ধন্যবাদ ++++
২| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাললাগা রইল।
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:১৮
শোভন শামস বলেছেন: ধন্যবাদ ++++
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৮
~মাইনাচ~ বলেছেন: ভাল লাগা রইল