নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদির পুরের একটু দূরে
গুরকি নামের গ্রাম
মাঝে আছে রাধানগর
রাধার নামে নাম।
ছোট্ট গ্রামে স্কুল আছে
আছে ধানের মাঠ
আরও আছে বসত বাটি
মেঠো পথ ঘাট।
শুকনো সময় পানির অভাব
এক ফসলি জমি
তিন ফসলি এখন সেসব
কৃষক তোমায় নমি ।
মাটির ঘর , মাটির বাড়ি
সাথেই গোয়াল খানা
ছোট্ট এই বসত খানায়
সুখ আছে তা জানা ।
গ্রামের মাঝে ফাঁকা মাঠে
তাল গাছের সারি
অনেক দূরে বসত ভিটা
পথ দিতে হয় পাড়ি ।
রাতের বেলা ফাঁকা মাঠে
চাঁদের আলো খেলে
সকাল বেলা সূর্য্যি মামা
রোদের আলো ফেলে।
বর্ষা কালে পানি পেয়ে
জমি সতেজ হলে
মনের সুখে কৃষক তখন
দুখের সময় ভুলে।
জ্ঞানের আলো আসে ধীরে
গ্রামের জীবন কাটে
তবুও মানুষ স্বপন দেখে
সুখের দিনে রাতে।
বসত বাড়ি পাকা হবে
রাস্তা হবে বেশ
স্বপ্ন দেখে এসব তারা
কবে হবে শেষ ।।
১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৮
শোভন শামস বলেছেন: ধন্যবাদ ++
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২
ৎঁৎঁৎঁ বলেছেন: গ্রামের কাব্য খুব ভালো লাগলো! +++