নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে দিকে দেখ সবুজ শোভা
শীতল হবে মন
দূরে গ্রামের দেখা পাবে
আছে প্রিয় জন।
আগ্রাদিগুন গ্রামে যেতে
পাকা রাস্তা আছে
ধান গমের সবুজ মাঠ
আছে পথের কাছে।
এক পায়েতে দাঁড়িয়ে আছে
তাল গাছ দুই তিন
তারই ছায়ায় বসে কৃষক
ক্লান্ত সারা দিন।
গ্রামের বারি ধানের গোলা
সবই এদের কাছে
বর্ষাকালে পুকুর ভরা
মাছ এখনও আছে।
গ্রামের জীবন সহনীয়
হাসি আছে মুখে
প্রকৃতি সদয় হলে
থাকে তারা সুখে।
গ্রামের মানুষ সুখে থাকুক
সবাই সেতা চায়
ফসল মাঠের কর্মী যেন
ন্যায্য ভাগ পায়।
এগিয়ে যাবে এদেশ তখন
কৃষক বাঁচা চাই
সবাই মিলে নতুন দিনের
সুফল তোল ভাই।।
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৯
শোভন শামস বলেছেন: সুন্দর লিখেছেন ।আপনার গ্রামটাও খুব সুন্দর।
সবুজ দেখি তাই লিখি ভাল লাগা থেকে।
বাকী লিখা গুল পরবেন আশাকরি
ধন্যবাদ+++
২| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৮
জুন বলেছেন: আপনি তো দেখি খুব সুন্দর কবিতাও লিখেন ভ্রমন কাহিনীর সাথে সাথে ।
দেখুন আমাদের গ্রামের ১টা ছবি
০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৯
শোভন শামস বলেছেন: অনেক ধন্যবাদ
বরেন্দ্র ভুমি দেখতে দেখতে সবুজের সাথে ভালবাসা বাসি
এখানের সবুজে চোখ জুড়িয়ে যায়।
অনুপ্রেরনার জন্য আনন্দিত
অন্য লিখা গুলো পরবেন
ভাল থাকুন++
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫১
এস.কে.ফয়সাল আলম বলেছেন: গ্রাম নিয়ে লেখা যে কোন কিছুই আমার অনেক বেশি ভাল লাগে।
ইট পাথরের এই নগরীতে নিজের প্রিয় গ্রামকে খুবই মিস করছি।
আপনার কবিতাটি আরো বেশি সেটা মনে করিয়ে দিলো।
+++
................................
দেখুন আমার গ্রামের পাশে বয়ে চলা একটি নদী।
ছবিটি Narail(নড়াইল) City Of Beauty পেজ থেকে নেয়া।