নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলন বিলের বুকের মাঝে
উঠছে বাড়ী ঘর
বিলের পানি শুকিয়ে গেছে
মাছ হয়েছে পর।
পিচ ঢালা রাস্তা গেছে
বিলের উপর দিয়ে
মাঠে মাঠে ফসল ফলে
সেচের পানি নিয়ে ।
ধান গম ভুট্টা ভরা
ফসল নিয়ে মাঠ
আরও অনেক গাছের মাঝে
নেই যে কোনও ঘাট ।
রাস্তাটার দুপাশ জুড়ে
পাচ্ছে গাছের ছায়া
পথিক হৃদয় জুড়ায় তখন
ছড়িয়ে আরও মায়া ।
বর্ষা কালে বিলের পানি
অথই জলের খেলা
গ্রামগুলো সব ভাসছে যেন
হাওয়া জলের মেলা।
চাঁদনি রাতে চলনবিলে
জোছনা ঝরা ঢেউ
জুড়ায় সবার দু চোখ তখন
দেখেছ কি কেউ ?
©somewhere in net ltd.