নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহু দিন পরে গ্রামে যাওয়া হল আজ
জঞ্জাল ছেড়ে সবুজের কোলে প্রকৃতির সেই সাজ।
সকাল গড়িয়ে দুপুর পেরুল
গ্রামের পথে দৃষ্টি জুড়াল,
সেই পুরাতন গ্রামে ফেরা হল
স্মৃতির পাতারা হল টলোমলো।
খোলা মাঠগুলো ভরে গেছে কবে
ঘরবাড়ি গুলো, গ্রামবাসীদের আশ্রয় হবে,
বসত ভিটাতে মানুষের চাপ
মানুষের স্রোতে ধরে গেছে হাঁপ।
গোলা ভরা ধান শেষ হয়ে যায়
গোয়ালের গরু হারাল কোথায়?
জনস্রোতে সব ভেসে ভেসে যায়
কর্মীর হাত লাগবে কোথায়?
বেকার যুবক কাজ খুঁজে ফেরে
বিশ্বাস বুকে চলে হাল ধরে,
নতুন প্রজন্ম দিতে চায় হাসি
বিলায় আশার আলো রাশি রাশি,
এমন গ্রামের স্বপ্নে বিভোর
পেতেই হবে সোনালি সে ভোর ।।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৩
শোভন শামস বলেছেন: ধন্যবাদ ++++
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর কবিতা +++