নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগষ্ট ২০১২
সিংগাপুর থেকে মালেশিয়ান এয়ার লাইনের বিমান সকাল দশটা বিশ মিনিটে টেকঅফ করল। গন্তব্য কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দর। ফ্লাইট টাইম পঞ্চাশ মিনিট বিমানে প্যাকেট বাদাম ও জুস দিল । সাড়ে এগা্েরাটায় স্থানীয় সময় কুয়ালালামপুর বিমান বন্দরে অবতরণ করলাম । অবতরণ গেইট থেকে ইমিগ্রেশন বেশ দুরে, চলমান রাস্তা একটু পরে পরে, দ্রুত ইমিগ্রেশনে চলে আসলাম । বিমান বন্দর চকচকে, আধুনিক এবং রক্ষণাবেক্ষনের মান বেশ উন্নত ।
ডিজিটাল পদ্ধতিতে ইমিগ্রেশন ফর্মালিটিজ খুব দ্রুত শেষ হলো । কোন ফর্ম ফিলাপ করতে হয়নি । ভিসা চেক করে পাসপোটে ছোট ছোট স্টিকার লাগিয়ে দিল । সিংগাপুর বিমান বন্দরে অবতরণ কার্ড ফিলাপ করতে হয়েছিল । এদিক দিয়ে মালেশিয়া উন্নত । বিমানে বাংলাদেশী একজন আমাদের পাশে ছিলেন । তিনি ঢাকা থেকে প্যাকেজে এসেছেন তবে সিংগাপুরে তাকে নিতে এজেসির লোকজন এয়ার পোর্টে সময় মত আসেনি । তাই এখানে এক সাথে ট্যাক্সি নেয়ার জন্য লাইনে দাঁড়ালাম । মালপত্র নিয়ে বাইরে এলাম দ্রুত । এয়ার পোর্ট থেকে ট্রেন ও ট্যাক্সি সার্ভিস আছে । কাউন্টারে গিয়ে টিকেট কাটতে হয়। ট্রেন কুয়ালালামপুর (কেএল) সেন্ট্রাল ষ্টেশনে যায়, আর ট্যাক্সিতে করে নিজ গন্তব্যে যাওয়া য়ায় । আমাদের হোটেলের নাম এবং সংখ্যা ৪ জন বললাম । ১১২ রিংগিতের টিকেট দিল । বাইরের গেইটে ট্যাক্সি আছে । গেইটের সামনে সুন্দর কিউ এর ব্যবস্থা । তবে ভীড় তেমন নেই।
একটু পরে ট্যাক্সি এলো সেখানেও কাউন্টার আছে । কর্তব্যরত সহকারী ট্যাক্সিকে টিকেট দিয়ে আমাদের উঠতে বলল ট্যাক্সিতে । বড় টয়েটা এভেঞ্জা ট্যাক্সি । ড্রাইভার ওমর মালয়ী মুসলিম, ইংরেজী অল্প বুঝে । তার সংগে মালেশিয়াতে ঘোরা ঘুরি কথা বলতে সে বলল আমার এক ভাই আছেন। নাম মোহাম্মদ ওর মোবাইলে মোহাম্মদ এর সাথে যোগাযোগ করিয়ে দিল এবং তার নাম্বার দিল । আমরা মোহাম্মাদকে বিকাল ৩ টার দিকে যোগযোগ করব বলে জানালাম । মোহাম্মাদ ভালই ইংরেজী বলে ও ফোনে তাকে প্রাণবন্ত বলে মনে হলো । হরিরায়া বা ঈদুল ফিতর এর ছুটির কারনে রাস্তা ঘাটে প্রচন্ড ভীড় কুয়ালালাম পুরের ভেতরে ঢোকার পরই ট্রাফিক জ্যাম । আমাদের হোটেল জালান প্যাটালিং এলাকায়। এই এলাকার আশে পাশে অনেক বাংলাদেশী বসবাস করে এবং ছুটির দিনে বেড়াতে আসে । ১টার দিকে হোটেল এলাম মানুষে গিজ গিজ করছে হোটেলের সামনের রাস্তা গুলো । সিংগাপুর থেকে হঠাৎ এত বড় জনারন্যে এসে সবাই একটু থমকে গেলাম ।
হোটেলে জিনিস পত্র রেখে মোবাইলে সিম কিনতে বাইরে এলাম । হোটেল ভাড়া রিজনেবল এবং ইটারনেটে বুকিং করাতে বেশ কম রেটে রুম পাওয়া গেছে। বাইরে বাংলাদেশী একজনকে সিম কেনার কথা বলতে বেশ আন্তরিকতার সাথে আমাদের নিয়ে একটা দেশী ভাইর দোকানে গেল। ১৫ রিংগিত দিয়ে সিম কিনলাম । প্রায় ২৫ মিনিট কথা বলা যাবে । ছোট খাট যোগাযোগের জন্য খুবই প্রয়োজন এই সিম ।
দুপুরের লাঞ্চ করার জন্য বের হলাম । বেশ কিছু হোটেল আছে তবে ম্যাকডোনাল্ডসে সবাই খেতে চাইল । এই ফাঁকে ড্রাইভার মোহাম্মাদকে ফোন দিলাম আসার জন্য । বিকালটা নষ্ট করার কোন মানেই হয় না । ম্যাক এর খাবার নিয়েছি এমন সময় ট্যাক্সি হাজির। প্যাক খাবার নিয়ে ট্যাক্সিতে উঠে গেলাম, গন্তব্য পুত্রজায়া, ড্রাইভারকে বেশ পছন্দ হয়ে গেল । ট্যাক্সিতেই খাওয়া দাওয়া চলল যদিও এটা আইন সম্মত না ।
ট্যাক্সি কুয়ালালামপুরে ব্যস্ত ট্রাফিক পার হয়ে টোল প্লাজায় এসে থামল । মালেশিয়াতে টোল প্লাজা গুলোর অপারেটর অধিকাংশ মহিলা। আট দিন মালেশিয়াতে অবস্থান কালীন নেনাং ফেরীর টোল প্লাজায় কেবল একজন পুরুষ অপারেটর দেখেছি । কি সুন্দর ভাবে দুর দুরান্তে তারা নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করছে, সত্যি তা প্রশংসার দাবী রাখে ।
আধুনিক স্থাপত্যের ভবন, পুত্রজায়া
পুত্রজায়া ফেডারেল প্রশাসনিক রাজধানী । কুয়ালালামপুর থেকে ৪০ মিনিট লাগল এখানে পৌছাতে। পুত্রজায়া মুল স্কোয়ারে আমরা নেমে গেলাম । মোহাম্মাদ তার ট্যাক্সি পার্ক করে রাখল । ট্যাক্সি ড্রাইভার মোহাম্মাদের সাথে এটাই আমাদের প্রথম সাক্ষাত । আমাদেরকে ঘুরে আসতে বলল । মুল চ্ত্ত্বরের পার্শ্বেই পুত্রজায়ার সেই সুন্দর বিশাল মসজিদ। প্রথমে এক্সেলেটরে নীচে নেমে এলাম । নীচে ফুট, কোর্ট ও অন্যান্য দোকান পাট একটু এগিয়ে গেলে সামনেই লেক, বহু পর্যটক রেলিং এ ভর দিয়ে লেক মসজিদ এবং এর আসে পাশে নয়ানভিরাম কৃত্রিম ও প্রাকৃতিক দৃশ্য দেখছে । পুত্রজায়ার বাড়ীগুলো আধুনিক স্থাপত্যের ছোয়া দিয়ে বানানো এবং দৃষ্টি নন্দন।
গোলাপী গম্বুজ মসজিদ
পুত্রজায়ার প্রাশাসনিক ভবন এবং প্রধান মন্ত্রীর সরকারী বাসভবন সবচেয়ে সুন্দর ভবন গুলোর মধ্যে রয়েছে। গোলাপী গম্বুজ ওয়ালা বিশাল মসজিদটিও সবার দৃষ্টি কাড়ে । মসজিদে আসরের নামায পড়লাম । বিশাল অজু খানা পুরুষ ও মহিলাদের জন্য আলাদা তলাতে নামাজ ও ওজুর ব্যবস্থা । এতবড় মসজিদ কিন্তু সে তুলনায় মুসল্লি প্রায় নেই । বৃষ্টিতে মসজিদের বিশাল বারান্দা বা চত্ত্বর ভিজে ছিল । ভারতীয় এবং বাংলাদেশী লোকজন সেগুলো পরিস্কারের কাজে লেগে রয়েছে । একজন বাংলাদেশীর সাথে কথা বললাম, বলল ভালই আছে । বাচ্চারা আইসক্রীম খেলো, আইসক্রীম হাতে নিয়েই লেকের পাড় ধরে এগিয়ে গেলাম ।
১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৫
শোভন শামস বলেছেন: ধন্যবাদ
২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৫
অদ্ভুত স্বপ্ন বলেছেন: পুত্রাজায়া লেক ভ্রমণে আমরা যেটায় চড়েছিলাম সেটা দেখতে অনেকতা ফেরির মত। ভেতরে এসি রুমে বসে থাকা যায় আপনি জাহাজ পেলেন কোথায়?
সিঙ্গাপুর এর চেয়ে মালয়েশিয়া বেশি ভাল লেগেছিল আমার কাছে. যদিও সিঙ্গাপুর অনেক উন্নত.
১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৫
শোভন শামস বলেছেন: ফেরির মতই। ভেতরে এসি রুমে বসে থাকা যায়। জলযান বলা যায়।
মালয়েশিয়া আমার ও ভাল লেগেছিল ।
ধন্যবাদ
৩| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ৪ বার গিয়েছি, স্থল পথে অবশ্য। +
১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৯
শোভন শামস বলেছেন: ধন্যবাদ আপনাকে।
অন্য লিখাগুল পরবেন আশাকরি
৪| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৬
মো: ইলিয়াস বলেছেন: ভাই ট্যাক্সি ভাড়া কোথায় কত লাগতেছে জানাবেন সব পোস্টে। এবার বৌ বাচ্চি নিয়ে যাবো, তাই জানা জরুরি।
১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪০
শোভন শামস বলেছেন: গেন্তিং সারাদিন ৩০০ রিঙ্গিত। লাঙ্কাউই আসা যাওয়া ১৪০০, ট্যাক্সি করে।
আগে থেকে ঠিক করে নেবেন।
ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৪
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: ভালো লাগলো!