নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতের আকাশে তারা দেখা
আমরা এখন ভুলে গেছি
ভরা চাঁদের জোছনা মাখা
রাতের শোভা আরকি দেখি ।
চাঁদ মামা তো হেসেই চলে
পুরনো সেই দুলকি চালে
আলো দেখার আছে কি কেউ
গভীর রাতে জোনাক জ্বলে ।
খোলা আকাশ শীতল বাতাস
এসির হাওয়া বদ্ধ ঘরে
মানুষ গুলো ছুটছে যে ভাই
প্রকৃতি তাই গুমরে মরে ।
বাঁচতে হলে ফিরতে হবে
সবুজ বনের ছায়ার সনে
ভালবাসার মাখামাখি
জাগুক জোয়ার মনে প্রানে ।।
©somewhere in net ltd.