নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নানা দেশ কত কথা

শোভন শামস

আমার দেখা নানা দেশের কথা সবার জন্য - পাঠকের ভাল লাগাতেই আনন্দ

শোভন শামস › বিস্তারিত পোস্টঃ

‘ মঁ ’ র পথে যেতে

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০



মঁ কে আমি মান বলে কি ভুল করেছি

ফ্রাংকো ফোনের দেশে মঁ ই বলতে হবে

বহুদুর পথ তবুও নতুনের হাতছানিতে

আবিদজান থেকে বিরামহীন পথ চলা

বিশাল বনপথের বুক চিরে বানানো মোটরওয়ের উপর দিয়ে,

দুপাশে আকাশ ছোয়া গহীন বনের মাঝ দিয়ে বানানো পথে।

কোথাও কাকাও গাছ কোথাও বা নাম না জানা অজস্র বৃক্ষ,

বাওয়ার গাছও আছে এদের সাথে

পথ চলতে চলতে এক চিলতে দেখে যাওয়া।



মাঝে মাঝে দেখা হয়ে যায় কাল পাথরে খোদাই করা মানুষ গুলোর সাথে

ওরা বয়ে নিয়ে চলছে কাসাভা কিংবা প্লানটেনের বোঝা

ওরা পথ চলে ,মাটির দিকে তাকিয়ে ঘামে ভেজা শরীরটা টেনে নিয়ে চলে

তার ছ্ট্টো কুড়ের কাছে, বা কখনো স্থানীয় বাজারে।

পথে যেতে যেতে গাড়ীর উপর হুমড়ী খেয়ে পড়ে

কোন আগুটি বিক্রেতা হাতে পাঁচ ছটা ঝুলানো স্বাস্থ্যবান ইদুর,

আনারস কিংবা কলা বিক্রেতারাও থাকে পথের পাশে পাশে যদি কেউ কেনে ফলমুল।

বহুদুরে চলে গেছে মোটর ওয়ে, বাঁকহীন সোজা

মাঝে মাঝে গ্রামের কাছে দিয়ে যাওয়ার সময়

কুকুর গুলো চিৎকার করে গাড়ীকে ধাওয়া করে

তারা গ্রামের জাগ্রত প্রহরী যেন শত্র“ বিনাশ করবেই

গ্রামগুলো নিষ্প্রান, ছোট্ট কুড়ে গুলোতেই মানুষের দিন গুজরান

গ্রাম, বাজার, নানা ফল, বুশমিট, আগুটি

সাসান্দ্রা নদী থেকে ধরে আনা পঁয়সো বিক্রি হচ্ছে।

এরা সব খেটে খাওয়া নিতান্ত দরিদ্র মানুষ।

প্রাচুর্যের দেশের মানুষ হয়েও এরা বিচ্ছিন্ন প্রাচুর্য থেকে ।

এক সময় রাজধানী ইয়ামাসুকুরুর দিগন্ত দেখা যায়

তারপর বাসিলিক ডানে ফেলে দালোয়ার পথ তাও কয়েকশো মাইল রাস্তা,

বামে সানপেড্রোর সোজা পিচ ঢালা পথ রেখে ডানে মঁ অভিমুখে যাত্রা।

সাসান্দ্রা নদী, একলা নৌকায় জেলে ,পানির মধ্যে বিশাল সব ডাল পালা।

স্থির নদীর পানি দেখে দেখে বনপথ ধরে দ্রুত মঁ র পথ।

দূর থেকে টুইন পিক দেখা গেলেই মনটা নেচে উঠে মঁ এসে গেছে।

দীর্ঘপথ ভ্রমনের শেষ গন্তব্য এসে গেছে তবে শুধু আমাদের জন্য।

এই পথ চলে গেছে ওডিয়েন, ফার্কে সুদুগু হয়ে বুরকিনা ফ্রাসো কিংবা মালির ভেতর, তবে তা বহুদুর পথ আরো এক যাত্রায় তার শেষ হবে।



মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.