নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা ভালবাসি,
হাজার মানুষ প্রান দিয়েছে
রুখতে ভাষার ফাঁসি ।
বাংলা আমার মায়ের বুলি
বাংলা মনের কথা,
ফেব্রুয়ারী মাসটি এলে
মনে পরে সেই ব্যাথা।
বাংলা গানে বাংলা প্রানে
বাংলা আমার মা
মনের সুখে বাংলা বলি
বাংলা ছাড়বো না।
হানাদারের চোখ রাঙ্গানি
পরোয়া করি না
আগ্রাসনের শিকার হলে
লড়াই ছাড়বো না।
নতুন দেশের সুখের হাওয়ায়
কতক মানুষ হায়,
বাংলা ভাষা ভুলে গিয়ে
পরের বুলি চায়।
ডিশ এন্টেনা,টেলিভিশন হাজার আনন্দেতে
বাংলা ভাষা নিয়ে এবার সবাই উঠো মেতে,
বাংলা বুলির যেন না হয় এক পলকের হার
ধনী গরিব নির্বিশেষে বাঁচাও সে অধিকার।।
©somewhere in net ltd.