নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্ষাতে জবাই বিল পানিতে থই থই করে, সে সময় পূর্ণিমায় জোছনা ও জলের অপূর্ব দৃশ্য দেখার মতঃ
জবাই বিলে চাঁদের আলো
গভীর রাতের অন্ধকারে চুপিসারে
দেখতে বসে লাগে ভালো
জোনাক জ্বলা জোছনা রাতে
একাকী এই রূপের সাথে
হারিয়ে যে যায় সময় কোথায়
জোছনা জলে মাখা মাখি কল্প কথায়
কেমন করে জানবে সবাই
বিলের কথা বলেই কে ভাই
নওগাঁ জেলার সাপাহারে
বিলের দেখা পাবে
বললে জবাই বিলের কথা
তোমায় নিয়ে যাবে সেথা
জো ছনা রাতে গেলে পরে
প্রানটা ভরে যাবে
জোছনা জলের রুপের সুধা
মিটিয়ে নে ভাই মনের ক্ষুধা
জানিয়ে দিও ভাল লাগা বিশ্ব চরাচরে
তোমার ভাল লাগা তখন
হাজার মানুষ জানবে যখন
রূপ পিপাসু মনগুলো সব
জোছনা মাখা এই অনুভব
ছড়িয়ে দেবে হাজার জনে
কথায় কথায় গল্পে গানে।।
©somewhere in net ltd.