নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাছে গাছে নতুন কুড়ি, রং লেগেছে
সবুজ রং এ বনবনানী হাসছে সুখে
ধুষর মাঠে জীবন জলে প্রাণ জেগেছে
লুকিয়ে থাকা প্রাণগুলো তার জাগছে বুকে।
নতুন আমেজ নতুন আবেগ নিয়ে বুকে
বনের প্রাণী বনের পাখি ডাকছে সুখে
খরা জরার দিন গুলো যে গেছে চলে
নতুন সুদিন সবুজ রং এ এলো বলে।
ডালে ডালে হাজার পাখির মাতামাতি
পাতায় পাতায় প্রাণের জোয়ার রাতারাতি।
বনের পশু বনের পাখি ঘুরে বেড়ায়
সবুজ বনের ছায়ায় ছায়ায় স্বপ্ন ছড়ায়।।
একলা পথিক মগ্ন মনে এগিয়ে চলে
পাখির গানে কোলাহলে চোখ সে তুলে
দেখতে সে পায় নতুন বনের নতুন এ প্রাণ
আনন্দেতে নেচে উঠে গায় জয়গান।
চলার পথে ফিরে ফিরে তাকিয়ে থাকে
সবুজ বনের নতুন রু পের ফাঁকে ফাঁকে
কত কথা কত সুখের হাতছানি
আমরা কি তার হাজার কথার কিছু জানি ?
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
শোভন শামস বলেছেন: ধন্যবাদ++
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
তুষার আহাসান বলেছেন: ভাল লাগা।