নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।
এক
আদম কা জিসম যব কি আনসার সে মিল বনা
কুছ আগ বাচ রহী থী সো আশিককা দিল বনা
--সৌদা
মানুষের শরীর ঈশ্বর সৃষ্টি করেছেন পঞ্চভুত দিয়ে। কিন্তু কিছুটা আগুন তার থেকে বেচে গিয়েছিল, সে আগুনটা কোথায় গেল? সেই আগুন দিয়েই তৈরী হয়েছে প্রেমিকের হৃদয়। সে জন্যই প্রেমিকের হৃদয় সব সময় ধিকি ধিকি জ্বলে।
দুই
দুশমনি জমকর করো এ গুঞ্জাইশ রহে
যব কভি হাম দোস্ত হো যায়েঁ তো শরমিন্দা না হো
--অজ্ঞাত
শত্রুতা করার সময় হে বন্ধু একটু ভেবেচিন্তে কর। দেখো এত নিষ্ঠুর শত্রুতা কোরনা যে পরে যদি আমরা বন্ধু হয়ে যাই তখন লজ্জিত হতে হয়।
তিন
দিলে বরবাদ কী ভী কহনেওয়ালা দিল হী কহতে হ্যায়
খিজা দীদা চমন কী ভী চমন কহনা হী পড়তা হ্যায়
--নজম নদভী
যে হৃদয় থেকে প্রেম বিদায় নিয়েছে সে হৃদয় শুন্য হয়ে গেছে, সে হৃদয়কেও হৃদয়ই বলতে হয়, যেন যে বাগান পুস্পশুন্য হয়ে গেছে তাকেই বাগান বলতে হয়, প্রেমহীন হৃদয় কি হৃদয় পদবাচ্য? মরুভুমিকে কি নন্দনকানন বলা উচিত?
চার
দিল হী কি বদৌলত রঞ্জ ভী হ্যায়, দিল হি কি বদৌলত রাহত ভী
এহ দুনিয়া যিসকো কহতে হ্যায়, দোযখ ভী হ্যায় ঔর জন্নত ভী
--চকবন্ত লক্ষ্মৌবা
হৃদয়ের জন্য বেদনা রয়েছে হৃদয়ের জন্য আনন্দও। এই যে পৃথিবী, এখানেই নরক এখানেই স্বর্গ। সফল প্রেমই স্বর্গ, বিফল প্রেমই নরক।
পাঁচ
প্যায়ার করনে কা যে খুবা রখতে হ্যায় হাম পর গুনাহ
উনছে ভি তো পুছিয়ে, তুম ইৎনে পেয়ারে কিউ হুয়ে
--মীর
আমি যে এত ভালোবেসে ফেলেছি বলে তোমরা আমাকে অপরাধী ভাবছ; একবার ওকে জিজ্ঞাস করে দেখ তো, হে নারী তুমি এত রূপসী, এত সুন্দরী, এত ল্যাবন্যময়ী কেন হয়েছ? একই অঙ্গে এত রূপ কি এটা কি কোন অপরাধ না? অপরাধ কি রূপের পুজারীর? রূপের নয়?
ছয়
হম ইশক কে মরোঁকা ইৎনা হী ফসানা হ্যায়
রোনেকি নেহি কোই, হঁসনে কো জমানা হ্যায়।
--জিগর মুরদাবাদী
প্রত্যেক প্রেমিকের জীবনে একটাই সত্য আছে – প্রেমিকের দুঃখে কাদবার কেউ নেই; কিন্তু প্রেমিকের কীর্তিকথায় বিদ্রুপের হাসি হাসতে সারা দুনিয়া প্রস্তুত।
সাত
ম্যায় অওর বযমে ম্যায় সে য়ুঁ তশনাকাম আউঁ
গর ম্যায় নে কি থি তওবা সাকি কেয়া হুয়া থা
--গালিব
সাকির আসর থেকে আমি না হয় তওবা করে ভালো মানুষ হয়ে ফিরে আসলাম, কিন্তু যে সাকির জন্য আমি তওবা করলাম সেই সাকির কি হবে?
আট
আভি কামসিন হো, কাঁহি খো দেওগী দিল মেরা,
তুমহারি লিয়েই রাখ্যা হ্যায়, লে লেনা জোয়া হোকর।
--অজ্ঞাত
এখনো তুমি অপ্রাপ্তবয়স্কা কিশোরী, এখন যদি হৃদয় দেই কোথাও হয়ত হারিয়ে বসবে। তোমার জন্যই রাখা রইল, যখন বড় হয়ে উঠবে, কিশোরী থেকে সদ্য যৌবনা তখন না হয় নিয়ে নিও।
নয়
ও ঔর হোঙ্গে যো পীতে হ্যায় বেখুদিকে লিয়ে
মুজেসে চাহিয়ে থোরিসে জ়িন্দেগীকে লিয়ে
--জিগর মুরদাবাদী
ওরা আলাদা জাতের লোক যারা সুরা পান করে জীবন কে ভূলে যাবার জন্য, আমার তো সুরার প্রয়োজন হয় জীবনকে ফিরে পাবার জন্য।
দশ
গুস্তাখি ম্যায় সির্ফ করুঙ্গা একবার,
যব সব প্যায়দল চলেঙ্গে, ম্যায় কান্ধে পর সওয়ার।
--অজ্ঞাত
অপরাধ তো আমি একবারই করব যখন বন্ধুরা পায়ে হেটে যাবে আর আমি তাদের কাধে সওয়ার হয়ে অনন্ত যাত্রায় রওনা হব।
বলতে পারেন আমি একজন মারাত্মক শায়রী ভক্ত। শায়রীর যথার্থ অনুবাদ আমার পক্ষে সম্ভব না কারন আমি কবি না, তাই ভাবানুবাদ দিলাম। বিভিন্ন জায়গা থেকে টুকে রাখি, আর শায়রীর বই পেলেই কিনে রাখি। শায়রীর মাষ্টার বলা হয় মির্জা গালিবকে। তবে উর্দু আর হিন্দী কবিদের দুই লাইনের এই সব শায়রী পড়ে আমি বুঁদ হয়ে থাকি। মৃত্যু যুদ্ধ আর হতাশার মাঝে এই সব শায়রী আমার ভালো লাগা। কোন কোন কবির নাম পাইনি তাই অজ্ঞাত লিখে রেখেছি।
অনেক আগে শায়রী নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম ভালো লাগলে দেখে আসার আমন্ত্রন রইল শের শায়রী
১৯ শে জুন, ২০২০ রাত ১২:০৯
শের শায়রী বলেছেন: বহুত বহুত শুকরিয়া ভাই সাহেব।
২| ১৮ ই জুন, ২০২০ রাত ১১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: দারুন সব শের । তার ভাবানুবাদ করে সহজবোধ্য করে দিলেন ।
সুন্দর ।
১৯ শে জুন, ২০২০ রাত ১২:০৯
শের শায়রী বলেছেন: বহুত মেহেরবানী কবি।
৩| ১৮ ই জুন, ২০২০ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: হিন্দি উচ্চা্রন করতে গিয়ে দাত ভেঙ্গে যাচ্ছে। তবে বাংলায় তরজমা খুব সুন্দর করেছেন।
১৯ শে জুন, ২০২০ রাত ১২:১০
শের শায়রী বলেছেন: বহুত বহুত শুকরিয়া ভাই সাহেব।
৪| ১৮ ই জুন, ২০২০ রাত ১১:৩৫
রাকু হাসান বলেছেন:
ভালো শেয়ার । তিন নম্বরটা বেশি ভালো লাগলো।
২১ শে জুন, ২০২০ রাত ২:০৮
শের শায়রী বলেছেন: তা ব্রাদার নন্দন কানন কে মরুদ্যান বানাল?
নেন আপনার জন্যঃ
জিসনে দিল খোয়া ঊসী কো কুছ মিলা,
ফায়দা দেখো উসী লুকসান মে
---সারসার সালানী
যে হৃদয় হারিয়েছে সেই কিছু পেয়েছে। এটাই পৃথিবীর একমাত্র লোকসান যাতে আসলে লাভই ভাগ্যে জুটে যায়।
মেহেরবানী জনাব।
৫| ১৯ শে জুন, ২০২০ রাত ১২:১৭
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ উপস্থাপন ।
২১ শে জুন, ২০২০ রাত ২:৩৭
শের শায়রী বলেছেন: শুকরিয়া জনাব।
৬| ১৯ শে জুন, ২০২০ রাত ১২:৩০
ঘুটুরি বলেছেন: মারহাবা মারহাবা, দারুন।
২১ শে জুন, ২০২০ রাত ২:৩৮
শের শায়রী বলেছেন: বহুত বহুত সেলাম জনাব।
৭| ১৯ শে জুন, ২০২০ রাত ১২:৩৯
সুপারডুপার বলেছেন: শায়রী বুঝতে হলে কী সাথে শরাব লাগবে !!!
২১ শে জুন, ২০২০ রাত ১০:৪২
শের শায়রী বলেছেন: সুপারডুপার ভাই, সবকো মালুম হ্যায় ম্যায় শরাবী নেহি ....
৮| ১৯ শে জুন, ২০২০ রাত ১২:৪৫
কল্পদ্রুম বলেছেন: রাজীব নুর বলেছেন: হিন্দি উচ্চা্রন করতে গিয়ে দাত ভেঙ্গে যাচ্ছে। তবে বাংলায় তরজমা খুব সুন্দর করেছেন।
আমারও একই অভিমত।
২১ শে জুন, ২০২০ রাত ১০:৫২
শের শায়রী বলেছেন: অনেক অনেক শুকরিয়া জনাব।
৯| ১৯ শে জুন, ২০২০ রাত ১২:৫২
ওমেরা বলেছেন: আফ্রিকার মানুষও কিছু হিন্দি বুঝে আমি একটু বুঝি না। অনুবাদ করে দিয়েছেন তাই বুঝতে পারলাম । দুই নাম্বারটা খুব ভালো লাগলো ।
২১ শে জুন, ২০২০ রাত ১০:৫৩
শের শায়রী বলেছেন: অনেক অনেক মেহেরবানী বোন ভালো লাগায়।
১০| ১৯ শে জুন, ২০২০ রাত ২:১৮
মা.হাসান বলেছেন: কেয়া বাত কেয়া বাত!
যার জন্য লেখা সে পড়লে হয়।
ভালো পত্রাঘাত হয়েছে।
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল...।
২১ শে জুন, ২০২০ রাত ১০:৫৫
শের শায়রী বলেছেন: চিঠি আয়ি হ্যায় .... শুকরিয়া সাহেব...
১১| ১৯ শে জুন, ২০২০ রাত ২:২২
*কুনোব্যাঙ* বলেছেন: ভাষাগত অদক্ষতার কারণে উপমহাদেশের এই অন্যতম সেরা জিনিষের রস থেকে অনেক পিছিয়ে আছি। সম্ভবত আমার অস্থির মনও এরজন্যে অনেকটা দায়ী। অনুভবের জন্য সুস্থির মনও জরুরী
২১ শে জুন, ২০২০ রাত ১০:৫৭
শের শায়রী বলেছেন: ভ্রাতা মন তো আমারো বেশ অস্থির, নানাবিধ কারনে......... আর এই ভাষার বড় জোর ৬০% আমি বুজি বাকীটা আন্দাজে অনুভব করি। আপনাকে অনেক মিস করি।
১২| ১৯ শে জুন, ২০২০ সকাল ৮:৪৩
ইসিয়াক বলেছেন:
অতীব চমৎকার পোস্ট। মুগ্ধতা।
২১ শে জুন, ২০২০ রাত ১১:০১
শের শায়রী বলেছেন: কবি আপ কা সমীপে পেশ করতা হুঃ
-আঁখে নিচি হুয়ি তো হায়া বান গায়ি
আঁখে উঁচি হুয়ি তো দুয়া বান গায়ি
আঁখে উঠকার ঝুকি তো আদা বান গায়ি
আঁখে ঝুককার উঠি তো ক্বাদা বান গায়ি
আঁখে যিনমে হ্যাঁয় কয়েদ আসমা ও জামি
নারগিসি নারগিসি! সুরমায়ি সুরমায়ি!
১৩| ১৯ শে জুন, ২০২০ সকাল ৮:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খারাপ না।
২১ শে জুন, ২০২০ রাত ১১:০১
শের শায়রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাজ্জাদ ভাই।
১৪| ১৯ শে জুন, ২০২০ সকাল ১০:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
ম্যায় শায়র নেহী, মাগার তু শায়রী হ্যায়
শায়রী সমঝতা নেহী, স্রিফ এহি সমঝতাহু
জিন্দেগীকা হার পাল, তু হি তো হ্যায়!
ম্যা' ভাই সব আপ্নের শায়রীর দুষ
এই শায়রী কার লেখা ধাঁ ধাঁ দেব না কিছু হলো কিনা
শায়রীভক্তের মূল্যায়ন চাই
২১ শে জুন, ২০২০ রাত ১১:০৪
শের শায়রী বলেছেন: ম্যা'ভাই কেয়া বাত! কেয়া বাত!! কেয়া বাত!!!
এ লাইনেও যে হাত পাকিয়েছেন তা তো বুজি নাই। সেলাম সাহিব।
আপনার এই দারুন জিনিসের জন্য অধমের পক্ষ থেকে গালিবের এক খানি শের পেশ করলাম
-দিয়া হ্যাঁয় দিল আগার উসকো, বাশার হ্যাঁয়, কেয়া কাহিয়ে।
হুয়া রাকিব তো হো, নামাবার হ্যাঁয়, কেয়া কাহিয়ে?
১৫| ১৯ শে জুন, ২০২০ সকাল ১০:২৬
জাফরুল মবীন বলেছেন: ওয়াহ! ওয়াহ!! লা-জবাব মিঞা শায়ির।
২১ শে জুন, ২০২০ রাত ১১:১০
শের শায়রী বলেছেন: বহুত বহুত শুকরিয়া সাহিব, আপ ক্যা লিয়ে ম্যায় পছন্দ এক শায়র পেশ করুঙ্গা, হুকুম চাহিয়ে জনাব....
ময়নে পুছা চাদসে ফলগ ইয়া হো জমি
মেরে ইয়ারসা হাসিন
চাঁদ হ্যায় কাহি?
চাদনে কহা চাঁদনী কি কসম, নেহি, নেহি, নেহি।
খুবসুরৎ তুনে যো পাই
লু্ট গই খুদাকি সব খুদাই
মীর কি গজল কহুঁ ইয়া তুমে
কহু ম্যায় খৈয়াম কি রুবাই
ম্যায়নে পুছা শায়েরোঁসে এইসি দিলকসি
শের হ্যায় কাঁহি ?
শায়েরোঁনে কহা শায়েরেকি কসম নেহি নেহি নেহি।
চাল হ্যায় কি মৌজ কি রওয়ানি
আঁখ হ্যায় কি ময়কাদোঁকি রানী
হোঁট হ্যায় কি পাখড়ি গুলাবকি
জুলফ হ্যায় কি রাত কি কাহানি
ম্যায়নে পুছা বাগসে কি এইকি দিলখুশি
ফুল হ্যায় কি কাঁহি
বাগ কি কহা হর কলি কি কসম নেহি নেহি নেহি।
১৬| ১৯ শে জুন, ২০২০ সকাল ১০:৩৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//এতো নিষ্ঠুর শত্রুতা করো না, পরে বন্ধু হয়ে গেলে যেন লজ্জিত হতে না হয়//
//অপরাধ কি রূপের পূজারীর? রূপের নয়? একসঙ্গে এতো রূপ, এটা কি অপরাধ নয়?//
//... কিন্তু যে সাকির জন্য আমি তওবা করলাম, সে সাকির কী হবে?//
//আমার তো সুরার প্রয়োজন জীবনকে ফিরে পাবার জন্য//
আপনি শায়রির 'মারাত্মক' ভক্ত - কথা সত্য।
২১ শে জুন, ২০২০ রাত ১১:১৩
শের শায়রী বলেছেন: বহুত বহুত শুকরিয়া জনাব
বড় শওকশে শুন রাহা যা জমানা
হামই শো গয়ে দাস্তাঁ কহতে কহতে
---নাকব লাখনবী
সময় বড় মনযোগ দিয়ে আমার জীবন কাহিনী শুনে যাচ্ছিল। আমিই কাহিনী বলতে বলতে ঘুমিয়ে পড়েছি। জীবন তো তাই, অসমাপ্ত কাহিনী। সময় চলছে চলবে। আর অসমাপ্ত কাহিনী নিয়ে এক একটি জীবন ঘুমিয়ে পড়ছে, শেষ হয়ে যাচ্ছে। সময় শুনছে এরকম কতো
১৭| ১৯ শে জুন, ২০২০ সকাল ১০:৪৪
কৃষিজীবী বলেছেন: সবগুলোই ভালো তবে দুই নাম্বারটা একটু বেশিই ভালো লাগছে +
২১ শে জুন, ২০২০ রাত ১১:১৬
শের শায়রী বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা
কভি ব্যয়ঠে বৈঠয়ে দিলকি হালত এয়সি হোতি হ্যায়
তড়গকর চ্যয়নে মিলতা হ্যায়, খুশি রোনসে হোতি হ্যায়
--- সারসার সালানী
কখনও কখনও মনের অবস্থা এমনও হয় যে কৃচ্ছতায়ই শান্তিলাভ হয়, অঝোর অশ্রুপাতেই শান্ত হয় চিত্ত।
১৮| ১৯ শে জুন, ২০২০ দুপুর ১২:২৬
জুন বলেছেন:
গড়লে যখন আমায়,তাতে
হাত ছিল কি আমার কভূ!
পরাও যা এই বেশভূষা নাথ
আমার সে কি ইচ্ছে প্রভু!
করাও যে সব মন্দ ভালো
দয়াল সে কি আমার কাজ?
মোর ললাটের লিখন সেতো
তোমার হানা কঠিন বাজ। ৷
শেরঃ ওমর খৈয়াম ।
অনুবাদঃ নরেন্দ্র দেব
২১ শে জুন, ২০২০ রাত ১১:১৮
শের শায়রী বলেছেন: শুকরিয়া বহিন, এইবার একটা পুরানো শের শুনাই অর্থ সহঃ
খোদাসে হুস্নুনে একদিন এ সওয়াল কিয়া
জাহাঁমে তু মুজে কিউ না লাজওয়াল কিয়া
মিলা জবাব তসবীরখানা হ্যায় দুনিয়া
সবে দরাজে আদম কা ফসানা হ্যায় দুনিয়া
হুই হ্যায় রঙ তগায়ুরসে যব নমুদ উসকি
ওহি হাসিন হ্যায় জাঁহামে হ্যায়, হকিকৎ জিসকি।
কহি করিব থা এ গুফতুগ কমরনে শুনি
ফলগপে আম হুই আখতারে সহরনে শুনি
সহরনে তারোঁসে শুনাই তারোঁনে শবনমকো
ফলগকি বাৎ বাতাদি জমিকে মহরমকো
ভর আয়ে ফুলকে আঁসু পয়ামে শবনমকে,
কলিকা নান্নাসা দিল খুল হো গিয়া গমসে
--- কলীম
ঈশ্বরকে একদিন প্রশ্ন করল রূপ – হে ঈশ্বর, ধরাতে আমাকে তুমি অমর করোনি কেন? ঈশ্বর উত্তর দিলেন, - এ পৃথিবী হল পরিবর্তনশিল চলচিত্রের প্রেক্ষাগৃহ, অন্তহীন রাত্রির চলমান কাহীনি হচ্ছে পৃথিবী। স্বল্পস্থায়ী জীবনই হল রূপের আয়ু, এ সত্যই রুপকে এত আকর্ষনীয় করেছে, করেছে মুল্যবান। অনিত্যতাই সত্য, আর সত্যই সুন্দর। অমরত্ব কাউকে আমি দেইনি। জন্ম মানেই মৃত্যু। আদির পর অন্ত। যৌবনের পর জরা। ঈশ্বর ও রূপের কথোপকথন শুনে ফেলল চাদঁ। সে কাছেই ছিল। চাঁদ এসে সারা আকাশকে শুনিয়ে দিল সে কথা। সারা আকাশে রটে গেল রূপ ও জীবনের স্বল্পয়ুর কঠিন সত্য। ঊষার প্রথম তারা সে খবরটা শিশিরের কানে কানে বলে ছিল। শিশির সে খবর নিয়ে এল পৃথিবীর বুকে। শিশিরের কাছে সে দুঃসংবাদ শুনে ফুলের চোখ জলে ভরে গেল। কাছেই ছিল কলি। এ খবর শুনতেই দুঃখে হৃদয় ফেটে তার লাল হয়ে গেল। মানে ফুল হয়ে ফুটে উঠল সেই বিদীর্ন হৃদয় কলি।
১৯| ১৯ শে জুন, ২০২০ দুপুর ১২:৪১
কাছের-মানুষ বলেছেন: শায়রীর কথা মনে হলেই মদিরা পানের কথা মনে হয়! পোষ্টের সাথে মদিরা পানের ছবিটা যথার্থ হয়েছে।
আপনার নামের সাথেও এই পোষ্টের ভাল প্রতিফলন ঘটেছে।
শায়েরীগুলো চমৎকার, বিশেষ করে বাংলায় করেছেন, এতে ভাল হয়েছে।
আমার প্রিয় একটি শায়রী আছে। এটা আসলে ইংরেজী থেকে হিন্দিতে করা হয়েছে, তবে আমি প্রথম শুনেছিলাম হিন্দি ভার্সন তাই এটা মনের মধ্যে গেছে আছে।
"কিসি চিজ কো আগার ডিল সে চাহো,
তো পুরি কায়নাত উস তুম সে মিলানে মে লাগ জাতী হে!"
- পাউলো চোএলহো
২১ শে জুন, ২০২০ রাত ১১:২৩
শের শায়রী বলেছেন: ভাই পাওলো কোয়েলহোর "আলকেমিষ্ট" বইতে এই লাইনটা আছে ইংরেজীতে, বইটি আমার আছেঃ
"And, when you want something, all the universe conspires in helping you to achieve it."
যাক এইবার আপনার সমীপে সামান্য নিবেদন করলামঃ
মিলতি হ্যায় খুঁয়ে ইয়ার সে নার ইলতিহাব মে
ক্বাফির হু, গর না মিলতি হো রাহাত আজাব মে ।।
শুকরিয়া জনাব।
২০| ১৯ শে জুন, ২০২০ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: আমি একটা শের বলতে আবার এলাম-
ও যা রাহিহে চার কান্দে পার
মেভি যা রাহিহু চার কান্দে পার
ও যা রাহাহে স্বামীকা ঘর
মে যা রাহাহু করবস্থান পার।
২১ শে জুন, ২০২০ রাত ১১:২৮
শের শায়রী বলেছেন: ওয়াও কেয়া বাত ভাইজান,
ও চার কাধে চরে (পালকি) স্বামীর ঘর যাচ্ছে, আর আমি চার কাধে চরে ( খাটিয়া) গোরস্তানে যাচ্ছি।
সেলাম সাহিব।।
২১| ১৯ শে জুন, ২০২০ দুপুর ২:১৯
ভুয়া মফিজ বলেছেন: বাংলা কবিতা পড়ারই সাহস পাই না......আপনে আইছেন উর্দু কবিতা লয়া। এমুন অত্যাচার করনের মাইনে কি?
@গাড়জানঃ ৯৯ টাকা এ্যডভান্স বোনাস দিলে সাইন আপ করতে পারি। চিন্তা কইরা দেখেন, দিবেন কিনা!
২১ শে জুন, ২০২০ রাত ১১:৩১
শের শায়রী বলেছেন: স্বজাতি গাড়জান কে তো দেখি মডু গোরস্থানে পাডাইছে,
আপনের লাইজ্ঞা স্পেশাল, মনে হয় আপনার কথা ভাইবাই সালানি মিঞা এইডা লিখেছে
মেরে তসবিকে দানে হ্যায় এ সারে হাসিন চেহরে,
নিগাহ ফিরতে যাতি হ্যায়, এবাদত হোতি যাতি হ্যায়
--- সারসার সালানী
এই যে এত সুন্দরীদের মুখ এরা হল আমার পুজোর মালার এক একটি পুঁতি। একটার পর একটা মুখ দেখি আর আমার দৃষ্টির আঙ্গুলি দিয়ে নীরবে পুজো সেরে চলি।
২২| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৫:০৩
নীল আকাশ বলেছেন: সৌদার টা আমার পছন্দ হয়েছে। লিখে রাখলাম। আমার নতুন কোন এক উপন্যাসে ঢুকেও যেতে পারে!
কেমন আছেন আপনি? দিনকাল কেমন কাটছে ঘরবন্দী হয়ে?
২১ শে জুন, ২০২০ রাত ১১:৩৫
শের শায়রী বলেছেন: প্রিয় ভাই, ভালো নাই, ভালো নাই। জীবনকে টেনে নিয়ে চলছি, মাঝে মাঝে নীচের শায়রীর মত ভাবি
মৌৎ কিৎনিহি সংদিল হ্যায় মগর
জিন্দেগী সে তো মেহেরবাঁ হোগী
--- শাহীর লুধীয়ানবী
মৃত্যু যতই নিষ্ঠুর হোক না কেন জীবনের চাইতে অনেক বেশী হৃদয়বান হবে
আপনি ভালো আছেন তো ভাই?
২৩| ১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০০
আহমেদ জী এস বলেছেন: শের শায়রী,
প্রিয়তে নেইনি কিন্তু আপনার অনুমতি ছাড়াই কপি করে শায়রগুলো আমার ঘরে শায়রের ঝাঁপিতে বন্দী করে ফেলেছি। রাগ করতে পারেন , অসুবিধে নেই!
সুন্দর সুন্দর শেরশায়রীগুলো সব ফার্সী আর উর্দুতে। বাংলা উচ্চারনে সেসব খুঁজে পাওয়া ভার তাই যেখানেই বাংলা উচ্চারন সহ ( ফার্সী,উর্দু কিম্বা হিন্দি) ওসব খুঁজে পাই অমনি তুলে এনে ঝাঁপিতে রাখি। এসব শেরশায়রীতে যে জীবনবোধ আর দার্শনিকতা থাকে তা আমাকে টানে খুব।
আপনার মতো আমিও কঠিন রকমের শেরশায়রীর ভক্ত।
২৩ শে জুন, ২০২০ রাত ১১:৫৬
শের শায়রী বলেছেন: শ্রদ্ধেয় ভাই, আমি সন্মানিত আপনি যে এই শায়রী গুলো পছন্দ করছেন। দুই লাইনের এক একটা শের এর গভীর জীবন বোধ আমাকে এক রকম আচ্ছন্ন করে রাখে। এক একটা শায়রী পড়ে আমি ঘন্টার পর ঘন্টা পার করে দিতে পারি তা ভেবে।
অশেষ কৃতজ্ঞতা জানুন।
ইৎনা বদনসীব হ্যায় জফর দফন কা লিয়ে
দো গজ জমীন ভি না মিলি কুয়েঁইয়ারমে
--- বাহাদূর শাহ জাফর
আমার থেকে ভাগ্যহীন আর কেঊ হবে না। মরবার পরে আপন দেশের মাত্র ২ গজ জমিও পেলাম না আমার কবরের জন্যে।
২৪| ১৯ শে জুন, ২০২০ রাত ৯:৫৬
মিরোরডডল বলেছেন: শায়রী, দারুণ !!!!
তিন নাম্বার জোস, ‘যে হৃদয় থেকে প্রেম বিদায় নিয়েছে............’
নয় অলটাইম ফেবারিট ‘.........আমারতো সুরার প্রয়োজন হয় জীবন ফিরে পাবার জন্য’
সাত সুপার্ব !! ‘......সেই সাকির কি হবে’
সাকির কথা যখন চলেই আসলো একটা গজল না হলে হবে
২৪ শে জুন, ২০২০ রাত ১২:০৩
শের শায়রী বলেছেন: আপনার গজলটা এই কয়েক দিনে ৩/৪ বার শুনছি নিন একটা শায়রী শুনুন
জান দি দি হুয়ি উসি কি থি
হক তো য়ে হ্যায় কি হক আদা না হুয়া
--গালিব
যে হৃদয় তোমাকে দিলাম তাতো তোমারই তৈরী করে দেয়া, আসল কথা হল কিছুই দেই নি তোমাকে।
মোগল সাম্রাজ্য অস্ত যাওয়ার কালে ছিল উর্দু কাব্যের সবচেয়ে অহঙ্কারের যুগ। এর কারণ বোধ হয় এই যে, উর্দু কাব্য বাইরের প্রকৃতির চাইতে মানুষের মনোজগতের প্রকৃতির দিকেই বেশি মনোযোগী। আর দীর্ঘ দিনের শাসনের, সংস্কৃতির অধিকার থেকে সরে যাওয়ার এমন দুর্যোগ ভারতবর্ষের বুকে কমই নেমেছে। মির্জা গালিব সেই বেদনার শ্রেষ্ঠ রূপকার। একজন মান্য কাব্য আলোচকের মতে—ভারতবর্ষে দু’টো মাত্র প্রেরিত পুস্তক আছে, একটি পবিত্র বেদ আর দ্বিতীয়টি হচ্ছে গালিবের কাব্য সংকলন। ১৭৯৭ সালে আগ্রায় জন্ম নিয়ে ছিলেন মির্জা আসাদুল্লাহ খান। কবি নাম ‘গালিব’, যার অর্থ বিজয়ী। কৈশোরের পর জীবনের বাকি অংশ কাটিয়েছেন দিল্লিতে। ভারতবর্ষের প্রথম আধুনিক মানুষদের মধ্যে অন্যতম তিনি। বলা হয়—কাব্য যদি ধর্ম হয়, তবে গালিবকে না বোঝা মানে কাফের হওয়া! গালিব দৃশ্যকল্পের কবি। মাত্র ২৩৪টি গীতিকবিতা আছে তাঁর চলতি কাব্য সঙ্কলনে। তাতেই তিনি উর্দু কাব্যের অধীশ্বর।
২৫| ১৯ শে জুন, ২০২০ রাত ১১:২৭
মোহাম্মদ গোফরান বলেছেন: ২ এবং ৮ এ স্পেশাল ভালো লাগা।
২৪ শে জুন, ২০২০ রাত ১২:০৮
শের শায়রী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা জানুন। নিন গালিবের একটা শের
-মুহাব্বত মে নেহি হ্যাঁয় ফারাক, জীনে অর মারনে কা
উসি কো দেখ কার জী-তে হ্যাঁয়, যিস কাফির পে দম নিকলে
ভালোবাসার মাঝে জীবন আর মরনের কোন পার্থক্য নেই, সেই রূপসীকে দেখেই জীবন কাটিয়ে দিলাম যে আমাকে ভালোবাসা নামক মৃত্যু উপহার দিয়েছে।
২৬| ২০ শে জুন, ২০২০ রাত ১১:২২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার উপস্থাপনা!!
এটা আপনার জন্য প্রিয় ভাই।
এক নওবাহার-এ-নাজ কো তাকে হ্যাঁয় ফির নিগাহ্
চেহরা ফারোগ-এ-মেয় সে গুলিস্তাঁ কিয়ে হুয়ে
--মির্জা গালীব
২৪ শে জুন, ২০২০ রাত ১২:১০
শের শায়রী বলেছেন: আচ্ছা প্রিয় ভাই আপনাকে কেন দেখি না ইদানিং ব্লগে? আমি নিজেও অনেক গর হাজির
নেশা-ভরা সেই মুখ যেন সদ্য ফোঁটা গোলাপ
চোখে চোখে ডুব দিয়ে শুষে নেই ক’ফোঁটা বিষ।
শুকরিয়া ভাইজান।
২৭| ২১ শে জুন, ২০২০ সকাল ১১:২৫
মনিরা সুলতানা বলেছেন: সুন্দর সুন্দর !!
২৫ শে জুন, ২০২০ রাত ৮:০২
শের শায়রী বলেছেন: আপা নিন আপনার জন্য একটা শায়রীঃ
ফকির হো কো ভি শাহী কা খু নহী যাতি
জমিপে গিরনেসে ফুলকো বু নহী যাতি
-- বাহাদুর শাহ জাফর
সর্বহারা দরিদ্র হয়েও আমি আমার আভিজাত্যের অভ্যেস পরিত্যাগ করতে পারছি না, পারা যায় না। গাছ থেকে মাটিতে পরে গেলেই কি ফুল তার সুগন্ধ হারিয়ে ফেলে? না ফেলে না। যেতে পারে না।
২৮| ২১ শে জুন, ২০২০ রাত ১১:০৯
লাবনী আক্তার বলেছেন: বাহ! অনেক গুলো শায়রীর অর্থ জানতে পারলাম।
৩-৬ অনেক ভালো লেগেছে।
২৫ শে জুন, ২০২০ রাত ৮:০৫
শের শায়রী বলেছেন: শুকরিয়া বোন।
তুম মেরে পাস হোতে হো গ্যয়ে
যব কোই দুসরা নেহি হোতা
গালিব
তুমি আমার সঙ্গেই থাকো, যখন আর কেউ থাকে না পাশে।
গালিব প্রধানত দার্শনিক শব্দচয়নের প্রতি আনত ছিলেন এবং উর্দু কাব্যকলায় তিনিই প্রথম দার্শনিক কবি হিসেবে স্বীকৃত। উর্দু কাব্যসাহিত্য পর্যালোচনায় তিন ধরনের কবির উল্লেখ পাই। প্রথম, যাঁরা প্রেম আর সৌন্দর্য প্রকাশে বাগ্মী, যেমন : মোমিন, দাগ দেহলভি, হস্রৎ মোহানি, জিগার মুরাদাবাদি প্রমুখ। আরেক ধরন দর্শনজাত। তাঁদের মধ্যে গালিব, আসগর গোন্দভি৫, ফানি বদায়ুনি৬ প্রমুখ যাঁরা তাঁদের জীবনব্যাপী দর্শনজাত জ্ঞান থেকে পাওয়া জ্ঞানকে কবিতায় চিত্রিত করেছেন। শেষোক্ত ধারাটি সরাসরি দার্শনিক, কবি ও দার্শনিক। এই ধারায় আছেন আল্লামা ইকবাল, মাওলানা রুমি, বেদিল; মির্জা আবদুল কাদির প্রমুখ। যেহেতু দার্শনিক কবিরা প্রকৃতি বিষয়ে অনুসন্ধিৎসু, ফলে তাঁরা সবসময়ই নিজেদের প্রকাশের জন্য নতুন-নতুন তরিকার সন্ধান করেছেন। ফলে, ঐতিহ্যিক ভাবধারার দিকে তাঁরা খুব অল্পই হেঁটেছেন।
২৯| ২১ শে জুন, ২০২০ রাত ১১:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এজন্যই আপনি শের শায়রী!!!! এ নিয়ে আমার কোনো এক পোস্টে কমেন্টও করেছিলেন
প্রতিটা শায়রীই খুব ভাবালো। শেষেরটা পড়ে স্তব্ধবাক হলাম।
প্রতিটা শায়রীর উপরই কত কথা বলা যায়!!
অপ্রাসঙ্গিক, তবে প্রাসঙ্গিকও হতে পারে। আমি ফেইসবুকে একবার একটা স্টেটাস দিয়েছিলাম- আমরা মুখে সুন্দর বলতে যতই মন সুন্দর হওয়াকে বুঝি, আল্টিমেটলি সুন্দর বলতে মানুষের ফর্সা গায়ের রঙকেই বুঝে থাকি। মতামত দ্বিধাবিভক্ত ছিল। যত গান বা কবিতা রচিত হয়, বা গল্প উপন্যাসে নায়িকারা রূপবতী থাকে। সিনেমায় নায়িকা আকর্ষণীয়া হতে হয়, নইলে ছবি ফ্লপ। ৫ নম্বর শায়রী দেখুন - কবি এখানে রূপের পাগল।
তুমি সুন্দর, তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ?
চাঁদে রে হেরিয়া কাঁদে চকোরিণী, বলে না তো কিছু চাঁদ।
চাঁদও এখানে রূপের প্রতীক। অন্ধকার অমাবস্যার রাতকে কেউ সুন্দর বলে না।
আমি হিন্দি বা উর্দু বুঝি না, আপনার বাংলানুবাদই আমার কাছে উৎকৃষ্ট শায়রী মনে হয়েছে।
ব্লগার এটিএম মোস্তফা কামাল ভাই নিয়মিত শায়রী লিখে থাকেন।
এবার আমার ঝাঁপি থেকে একটা শায়রী নয়
আজ মনে হয় খুব ভালোবাসি,
কাল মনে হয় বাসি না;
বলো তো তোমারও অবস্থা ঠিক
আমার মতোই হয় কিনা?
আমারও কিন্তু এই মনে হতো
ভালোবাসো তুমি হয়ত
তোমার ঔদাসীন্যে বুঝেছি
এ-কথা সত্য নয় তো।
*২০০৪
২৫ শে জুন, ২০২০ রাত ৮:১২
শের শায়রী বলেছেন: প্রিয় সোনাবীজ ভাই,
আসলেই আমরা মুখে যতই বলি সৌন্দর্য্যের ব্যাপারটা অন্তরের ব্যাপার কিন্তু একটা কথাই আছে আগে "দর্শন দারি পরে দিক বিচারি"। তবে খুজলে এ ধরনের কিছু শেরও পাওয়া যাবে
এ তো নহি কি তুমসা জহামে হাসিন নহি
ইশ দিলকা কেয়া করু কি বহলতা কহি নেহি।
--- দাগ
এমন তো কথা নেই যে পৃথিবীতে তোমার চাইতে সুন্দরী আর কোথাও নেই। কিন্তু কি করব আমার এ হৃদয় অন্য কারো কাছে যাবে না। শুধু তোমার জন্যে এ হৃদয় পাগল হয়ে উঠেছে। বোঝালেও এ অবুঝ হৃদয় কিছুতেই বুঝবেনা।
দারুন এক বাংলা শায়রীতে অশেষ কৃতজ্ঞতা জানবেন।
৩০| ২১ শে জুন, ২০২০ রাত ১১:৫৯
Rajibrpsoft বলেছেন: চালো এক অর বার পি লেতে হে ...চালো এক অর বার পি লেতে হে......
ঠোট কা জাম নাহি সাহি ....নাজর কি জাম সেহি কাম চালা লেতে হে ..... প্রিয় ভাই এইডা কিন্তু আমার লেখা ..
২৫ শে জুন, ২০২০ রাত ৮:১৫
শের শায়রী বলেছেন: ওয়াও কেয়া বাত! কেয়া বাত! শুকরিয়া মিয়া ভাই। দারুন এক শায়রী লিখছেন।
নিন আপনার জন্যঃ
আপকে বিসরী তো হাম খোয়াবোঁমে মিলে
যিসতারা শুখি হুই ফুল কিতাবোঁমে মিলে
--- ফৈজ
বিচ্ছেদের পর আমাদের দু’জনের মিলন কোথায় হবে? কোথায় তোমায় পাব? জানি পাব শুধু স্মৃতি স্বপ্নের আকাশে। যেমন পুজোর পবিত্র শুকনো ফুল অনেকদিন পরে মানুষ হঠাৎ খুঁজে পায় বইয়ের পাতার ভাঁজে। তোমার পবিত্র সুখস্মৃতির ফুল তেমনি হঠাৎ খুজে পাব আমার স্বপ্নায়নের পাতার ভাঁজে। কালগ্রাসে বিবর্ন শুষ্ক। কিন্ত পবিত্র, সংরক্ষিত।
৩১| ২৪ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৬
মোহাম্মদ গোফরান বলেছেন: ভালোবাসার মাঝে জীবন আর মরনের কোন পার্থক্য নেই, সেই রূপসীকে দেখেই জীবন কাটিয়ে দিলাম যে আমাকে ভালোবাসা নামক মৃত্যু উপহার দিয়েছে।[/si
ওয়াও।
২৫ শে জুন, ২০২০ রাত ৮:১৬
শের শায়রী বলেছেন: শুকরিয়া জনাব।
৩২| ২৫ শে জুন, ২০২০ দুপুর ১২:২৯
ডি মুন বলেছেন: চমৎকার।
২৫ শে জুন, ২০২০ রাত ৮:১৯
শের শায়রী বলেছেন: অশেষ কৃতজ্ঞতা মুন ভাই
৩৩| ২৫ শে জুন, ২০২০ রাত ৮:৫৭
মুক্তা নীল বলেছেন:
ভাই ,
অনেক অজানাকে জানলাম নতুন রূপে । আপনার
ভাবানুবাদ মারাত্মক হয়েছে ।
ধন্যবাদ জানবেন।
২৫ শে জুন, ২০২০ রাত ৯:৪৯
শের শায়রী বলেছেন: অনেক অনেক শুকরিয়া বোন পাঠে এবং মন্তব্যে।
৩৪| ২৩ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪৬
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: *** প্রথমেই অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দর করে উপস্থাপনার জন্য।
হাজারোঁ খাহিশে এ্যয়সে কে হর খাহিশপে দম নিকলে
বহত নিক্লে মেরে আরমাঁ লেকিন ফিরভি কম নিক্লে ---মির্জা গালিব।
(হাজারো বাসনা হৃদয়-গভীরে, যার প্রতিটিই প্রাণহরা
যদিও মিটেছে অনেক বাসনা, রয়ে গেছে কত অধরা)
--কলেজে পড়ার সময় বিটিভি-তে যখন মির্জা গালিব সিরিয়াল দেখি- তখই ফিদা হয়ে গিয়েছি- আর সরে আসতে পারি নাই- এখনো মধ্য রাতে একা একা অন্ধকার রুমে গালিবের গজল কান পেতে শুনি!
** হাফিজের লেখা কোন গজলের লিংক থাকলে শেয়ার করবেন।
২৬ শে জুলাই, ২০২০ রাত ১:৫৯
শের শায়রী বলেছেন: শুকরিয়া জনাব। আমি এখন গালিবের গজল জগজিৎ সিং এর গলায় শুনছি, আপনার সমীপে নিবেদন করলাম হাফিজের কাওয়ালী। আসলে হাফিজ ছিল সুফী ঘরানার মানুষ। তার শের আছে যা উর্দুর মাধ্যমে জানতে পারি, উনার কোন গজল আছে কিনা আমি জানি না, তবে কিছু কাওয়ালী আছে তাও ফার্সী ভাষায়, যেহেতু ফার্সী ভাষা নিয়ে কোন ধারনা নেই তাই খুব কম শোনা হয়। আপনার সমীপে সে কাওয়ালী
৩৫| ২৫ শে জুলাই, ২০২০ দুপুর ১২:০২
হাসান রাজু বলেছেন: আমার অনেক দিনের প্রশ্ন ছিল (কখনো জিজ্ঞেস করা হয় নি যদিও। ) আপনার প্রফাইল নাম শের শায়রী কেন?
অনেক দেরিতে ঢুঁ দিলাম। আর দেখি বেশ পছন্দের একটা টপিকে হাত দিয়েছেন। আমি হিন্দি/উর্দু কবিতা পড়ি না, কিন্তু ইউটিউবে দেখি/শুনি। ভারতে প্রতিবছর কবিতা সম্মেলন হয় তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমন আয়োজন হয় যা ইউটিউবে পাওয়া যায়। খুব মজাদার হয় সেগুলো। কবিতে কবিতে সেই যুদ্ধ, হিউমারের ছড়াছড়ি।
হিন্দি বেশ ভালই বুঝে নেই কিন্তু উর্দু (!!!) মনে হয় একেক জনের গলায় একেক ধরনের উর্দু। কিন্তু রসে ভরপুর উর্দু শায়েরীতে। কয়দিন আগে শুনা একটা বিখ্যাত পারসিয়ান কবি আমির খসরু সাহেবের শের । হার্জ হে ......
জেহাল-এ-মিসকিন মাকুন তাগাফুল,
দুরয়ে নায়না বানায়ে বাতিয়ান।
কে তাব-ই-হিজরান নাদারাম এয় জান,
না লেহো কাহে লাগায়ে ছাতিয়ান।
আমার দুর্দশাগ্রস্ত হাল দেখে এড়িয়ে যেও না।
চোখের ইশারায় ছুতো গল্প বুনছ ।
আমি ধৈর্য হারিয়ে ফেলছি হে প্রিয়তম।
কেন যে বুকে টেনে নিচ্ছ না।
(একটা যা তা অনুবাদ হয়েছে। আপনার পাল্লায় পড়ে এই হাল। ) কি আর করা ভালো থাকবেন।
২৬ শে জুলাই, ২০২০ রাত ২:০৪
শের শায়রী বলেছেন: সেলাম জনাব, অসাধারন অনুবাদ, আই রিয়েলি মীন ইট। শুকরিয়া, বহুত বহুত শুকরিয়া।
৩৬| ০৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৮
তারছেড়া লিমন বলেছেন: view this link শুধু আপনার জন্য...
৩৭| ১৮ ই মার্চ, ২০২২ বিকাল ৫:০৪
মিরোরডডল বলেছেন:
শায়রী, আর কতকাল অপেক্ষায় থাকলে এ প্রতীক্ষার অবসান হবে !!!!
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০২০ রাত ১১:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! সাবাশ সাবাশ। শায়রী ভাইয়ের শায়েরী প্রীতিতে মুগ্ধতা।
পোস্টে প্রথম লাইক।
শুভেচ্ছা নিয়েন ভাইকে।