নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।
একেই বলে আমেরিকান সৌন্দর্য্য। সব খানে জর্জ ফ্লয়েডের কারনে আমেরিকায় শুধু মারামারি, হানাহানির ছবি খবর দেখে বিরক্ত। কারন এতে আমি নতুনত্ব কিছু খুজে পাই নাই। আমাদের দেশে এসব ব্যাপার অতি কমন। আজকে ব্লগার ঢাবিয়ান ভাইর পোষ্টের একটা ছবি সূত্র ধরে খবরটা বের করতে গিয়ে আরো কিছু ছবি পেলাম। সব গুলো ছবিই আমেরিকান কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ তবে একটু ভিন্ন আঙ্গিকে। পোষ্টে কথা বাড়াব না। ছবি গুলো দেখুন এবং নিউজ লিঙ্কে গিয়ে ভিডিও এবং নিউজটা পড়তে পারেন। প্রতিটা ছবিই কিন্তু প্রতিবাদের।
খবরের লিঙ্ক দেখুন Some police step out to show support for George Floyd demonstrators
Of the People, by the People, for the People
০১ লা জুন, ২০২০ বিকাল ৫:১৮
শের শায়রী বলেছেন: আমি বিশ্বাস করি আমাদের দেশেও এমন অনেক পুলিশ আছে, এই করোনায় কিন্তু আমরা যাদের কাছ থেকে সব থেকে বেশী মানবতা এবং সহায়তা পেয়েছি তারা আমাদের দেশেরই পুলিশ।
২| ০১ লা জুন, ২০২০ বিকাল ৫:১৪
চাঁদগাজী বলেছেন:
ভালো, ছবি কথা বলে।
০১ লা জুন, ২০২০ বিকাল ৫:২০
শের শায়রী বলেছেন: সেটাই মুরুব্বী সাদাকে সাদা, কালোকে কালো বলতে শিখেছি ছোটবেলায়
৩| ০১ লা জুন, ২০২০ বিকাল ৫:২৫
কল্পদ্রুম বলেছেন: আমাদের পুলিশরাও সমব্যথিত হন।তারা নাটকীয় ভঙ্গিতে এভাবে সম্মান দেখাতে পারে না বলে হয়তো তাদের সাহায্যের কথা এভাবে প্রকাশ সম্ভব হয় না।নাটকীয়তা নেগেটিভ অর্থে বলিনি।
০১ লা জুন, ২০২০ বিকাল ৫:৩৯
শের শায়রী বলেছেন: আমি সম্পুর্ন এক মত আপনার সাথে। ম্যাক্সিমামই ভালো পুলিশ বা মানুষ যাই বলুন না কেন। হয়ত নানাবিধ কারনে এভাবে প্রকাশ করতে পারে না। তবে সুযোগ পেলে যে তারাও সাধারনের পাশে দাড়ায় তার প্রমান এই করোনা মহামারি।
৪| ০১ লা জুন, ২০২০ বিকাল ৫:২৬
নতুন বলেছেন: ভাল মন্দ সব খানেই আছে।
০১ লা জুন, ২০২০ রাত ১০:৪৩
শের শায়রী বলেছেন: অবশ্যই আছে নতুন ভাই।
৫| ০১ লা জুন, ২০২০ বিকাল ৫:৪৯
করুণাধারা বলেছেন: শের শায়রী, এই ছবিগুলো দিয়ে আমার দুশ্চিন্তা কত খানি কমালেন যদি জানতেন...
কারফিউ দেয়া হয়েছে, এটা জানা না থাকায় আমার ছেলে কিছু কিনতে দোকানে গিয়ে দেখে দোকান বন্ধ। রাস্তায় লোকজন নাই দেখে সে কিছুসময় হাঁটাহাটি করেছে। আমি শুনে ভয় পেয়ে বললাম, "যদি পুলিশ গুলি করতে?" ও খুব অবাক হয়ে বলল, "পুলিশ কেন গুলি করবে!"
পুলিশ সেদেশে মানুষের বন্ধু, ছবিগুলো সেকথাই বলছে।
০১ লা জুন, ২০২০ রাত ১০:৫১
শের শায়রী বলেছেন: আপনি নিশ্চিত থাকুন বোন, ওখানে ফ্লয়েডের ক্ষেত্রে যা ঘটছে সেটা আমার কাছে কিছুটা এ্যাকসিডেন্ট বলেই মনে হয়েছে। চাইলেই ওখানে পুলিশ কাউকে গুলি করতে পারে না। এমনকি কার্ফ্যুতেও। টেনশান করবেন না।
৬| ০১ লা জুন, ২০২০ বিকাল ৫:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: যদিও ফ্লয়েড শ্বাস নিতে পারছিল না, একেবারে জীবনটাই দিয়েছিল...
তবুও সেখানে নি:শ্বাস নেবার ফাঁক টুকু আছে! যা আমাদের নেই।
ট্রাম্পের কথার সাথে আমাদের কারো কারো কথার টোন শুনতে পাই মাঝে মাঝে.. তখন শংকিত হই।
আবার এমন ছবি দেখে মনটা ভাল হয়ে যায়।
++++
০১ লা জুন, ২০২০ রাত ১০:৫২
শের শায়রী বলেছেন: হ্যা প্রশান্তি সুচক ছবিই বটে ম্যা'ভাই। তাই তো কিছু না লিখে শুধু ছবি দিয়ে পোষ্ট দিলাম।
৭| ০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩১
রাজীব নুর বলেছেন: যতই প্রতিবাদ হোক সংখ্যাগরিষ্ঠ শ্বেতাঙ্গরা নীরব ভোট বিপ্লব করে ট্রাম্পকে জিতিয়ে দেবে। বর্ণবাদ, ধর্মবাদ, জাতীয়তাবাদ সব কিছুর মূলে নিজেদের শ্রেষ্ঠত্ববাদ নামে বিশেষ এক শান্তনা যা ব্যক্তি পরিবার হয়ে মানুষের ডিএনএতে মিশে আছে। সুযোগ পাইলেই মাথা চাড়া দিয়ে ওঠে।
০১ লা জুন, ২০২০ রাত ১০:৫৬
শের শায়রী বলেছেন: এই ছবির পাশাপাশি এটাও সত্যি কথা ট্রাম্প যতদিন ক্ষমতায় থাকবে হোয়াইট সুপ্রিমেসে তত মাথা চাড়া দিয়ে উঠবে, ভারতে যেমন হিন্দুত্ববাদী তেমনি আমেরিকায় হোয়াইট সুপ্রিমেসি আবার রাশিয়ায় হারোনা গৌরব ফিরে আনানোর ধুয়া তুলে বর্তমান প্রেসিডেন্টরা বৈতরনী পার হবার চেষ্টা চালাবে এবং খুব সম্ভবতঃ সবাই পার পেয়েও যাচ্ছে বা যাবে।
৮| ০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৬
চাঁদগাজী বলেছেন:
@বিদ্রোহী ভৃগু,
আপনি বলেছেন, " যদিও ফ্লয়েড শ্বাস নিতে পারছিল না, একেবারে জীবনটাই দিয়েছিল...তবুও সেখানে নি:শ্বাস নেবার ফাঁক টুকু আছে! যা আমাদের নেই। ট্রাম্পের কথার সাথে আমাদের কারো কারো কথার টোন শুনতে পাই মাঝে মাঝে.. তখন শংকিত হই।
আবার এমন ছবি দেখে মনটা ভাল হয়ে যায়। "
-আপনারা অনেকেই বাংলাদেশ চাননি; এখন বাংলাদেশের মানুষের স্বার্থের বিপক্ষে কাজ করে দেশকে নীচে নামাচ্ছেন; আপনারা পাকিস্তানে চলে যাওয়া উচিত; করাচী আপনাদের ঠিকানা।
০১ লা জুন, ২০২০ রাত ১১:০০
শের শায়রী বলেছেন: মুরুব্বী, যদিও আপনি আপনার মন্তব্যটা @বিদ্রোহী ভৃগু ভাইকে করছেন, কিন্তু যেহেতু আমার পোষ্টে করছেন তাই জবাবের দায় চাইলে আমিও কিছুটা নিতে পারি, সেখান থেকেই বলি আমেরিকায় থেকে আর একজন কে করাচি পাঠানোর থেকে, নিজে কান্দাহার বসে আর একজন সেক্যুলার হবার উপদেশ দেবার মত।
৯| ০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৮
সত্যপীরবাবা বলেছেন: আপনার অধিকাংশ লেখারই আমি একজন মুগ্ধ পাঠক। এই লেখটিরও। ব্লগার চাঁদগাজীকে খোঁচানোর জন্য যখন একটা পুরো জনগোষ্ঠীকে হেয় করেন তখন মনক্ষুণ্ণ হই। আমরা যাদের পছন্দ করি তাদের মাঝে দ্বেষ বা অন্যকে ছোট করার প্রবনতা দেখতে চাই না। আপনার লেখনী প্রমান করে আপনার মনের সেই প্রসারতা আছে।
০২ রা জুন, ২০২০ রাত ১:০০
শের শায়রী বলেছেন: আপনার উদ্দীপনা মুলক মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা জানবেন।
১০| ০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৫
সত্যপীরবাবা বলেছেন: চাঁদগাজী, মাত্র কমেন্ট করলাম এই বলে যে যাদের পছন্দ করি তাদের মাঝে অন্যকে ছোট করার প্রবনতা দেখতে চাই না। আপনাকে অনেক পছন্দ করি। শুধুমাত্র মতপাথর্ক্যের কারণে কাওকে "পাকিস্তানে চলে যাওয়া উচিত" বলাটা অন্যায়। বিদ্রোহী ভৃগু কি কোথও সরাসরি উল্লেখ করেছেন যে তিনি বাংলাদেশ চাননি?
০২ রা জুন, ২০২০ রাত ১:০৪
শের শায়রী বলেছেন: উনার এই টাইপের মন্তব্য যখন ব্লগে জামাত শিবিরের ব্লগারর ছিল তখন প্রচলিত ছিল, কিন্তু সে আজ থেকে ৮/১০ বছর আগে শেষ হয়ে গেছে বলতে গেলে। এই ধরনের মন্তব্য আর একজনের জন্য যে কতটা অপমানজনক সেটা মাঝে সাঝে উনাকে ঝোচা দিয়ে আমি স্বরন করিয়ে দেই। মোটেই উচিত না এই টাইপের মন্তব্য কিন্তু উনি বলার পরো বলে যান।
১১| ০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৮
আমি সাজিদ বলেছেন: একদিন আমরাও আগুনের দিন শেষ করবো.... ঝরনার সাথে গান গাইবো।
০২ রা জুন, ২০২০ রাত ২:২৭
শের শায়রী বলেছেন: আশায় রইলাম ভাই।
১২| ০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৬
*কুনোব্যাঙ* বলেছেন: বর্ণবাদ আমেরিকার প্রতিটা শিরায়। পুলিশের আচরণ ভালো লাগলো
০২ রা জুন, ২০২০ রাত ২:২৭
শের শায়রী বলেছেন: ট্রাম্প তাতে ঘি ঢালছে ভাই
১৩| ০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৮
চাঁদগাজী বলেছেন:
@সত্যপীরবাবা ,
স্যরি, আমার যদি ভুল হয়ে থাকে, আমি স্যরি বলবো হাজার বার। যেসব বাংগালীরা 'সমারিক শাসনের পক্ষে' আছেন, আমাদের ব্লগার বিদ্রোহী ভৃগু তাদের একজন। মিলিটারীর হাতে এই দেশের ৩০ লাখ মানুষ প্রাণ হারায়েছেন; আবার মিলিটারীর ২ ধরণের সাপোর্টার ছিলো: কারো হাতে অস্ত্র ছিলো, কারো মুখে সাপুড়ে কবিতা ছিলো।
০২ রা জুন, ২০২০ রাত ২:৩১
শের শায়রী বলেছেন: এদেশে মিলিটারি সাপোর্টার মানে যদি বিএনপি আর জাতীয় পার্টি মীন করেন তবে কত পার্সেন্ট মানুষকে আপনি পাকিস্তান পাঠাবেন একবারো ভাবছেন? এই সব বালখিল্য কথাবার্তা বাদ দেন মুরুব্বী। বয়স্কদের মত আচরন করুন, আর না হলে ঘরে বসে কাইজ্জা করেন, অন্তত আমার ব্লগে না। সেক্ষেত্রে প্রস্তুতি নিয়া আসবেন, আমি এগুলো পছন্দ করিনা।
১৪| ০১ লা জুন, ২০২০ রাত ৮:১২
আমি সাজিদ বলেছেন: আমার মনে হয় এই ছবিগুলো কিছুই না। একটা ভিডিও পেয়েছি পুলিশের মারের। ইন্সটা ভিডিওটার লিংক দিচ্ছি। [link|https://www.instagram.com/tv/CA1_VWUg6jv/?igshid=145ozulozjay7|ছবি সবসময় সত্য কথা বলে না।
আমি আমেরিকান ক্ষোভে উত্তাল মানুষকে স্যালুট দিবো। কখনো কখনো সব রুখে দিতে হয়। বাংলাদেশে একটা যৌক্তিক দাবীতে আপনি সচিবালয় ঘেরাও করে দেখান। সম্ভবই না রাস্তায় ২০ মিনিট থাকা। প্রেস ক্লাবের সামনে আঁচ লাগতে পারে ইস্যু নিয়ে দাঁড়াবেন? ফলাফল ইদানীং পাল্টেছে।
আমরা সাধারন বাংলাদেশী। অনেক ভীতু। ঘরকুনো। আবেগী। তৃতীয় বিশ্বের শেষের সারির দেশ হওয়ায় একটু মেরুদণ্ডহীনও বটে। NYPD এ কি ২০ লাখ টাকা দিয়ে ঢুকা যায়?
০২ রা জুন, ২০২০ রাত ২:৩৫
শের শায়রী বলেছেন: আপনার ভিডিও যেমন সত্যি, এই ছবি গুলোও সত্যি। উভয় পক্ষকে আমি স্যালুট দেই, তবে ঘৃনা থাকল ওই সব মানুষদের প্রতি যারা নীরিহ মানুষদের ঘোড়া, হাত আর গাড়ী দিয়ে ধাক্কা দিয়েছে।
১৫| ০১ লা জুন, ২০২০ রাত ৮:১৪
০২ রা জুন, ২০২০ রাত ২:৩৬
শের শায়রী বলেছেন: ভিডিও দেখছি ভাই। উপরে আপনার মন্তব্যে জবাব ও দিয়েছি।
১৬| ০১ লা জুন, ২০২০ রাত ৮:৪৮
নেওয়াজ আলি বলেছেন: বর্তমান সময় আমাদের দেশের পুলিশ অনেক অনেক মানবিক। রাজনৈতিক চাপে পড়ে মাথা করে মাঝে মাঝে
০২ রা জুন, ২০২০ রাত ২:৩৭
শের শায়রী বলেছেন: এক মত নেওয়াজ ভাই।
১৭| ০১ লা জুন, ২০২০ রাত ৯:০৫
কাছের-মানুষ বলেছেন: জর্জ ফ্লয়েডের ভিডিও দেখে খারাপ লেগেছিল।
ছবি কথা বলে। ছবিগুলো দেখে মুগ্ধ হলাম।
০২ রা জুন, ২০২০ রাত ২:৩৮
শের শায়রী বলেছেন: আমিও মুগ্ধ হয়ে ছবি দিয়েছি ভাই। অসম্ভব ভালো লেগেছে ছবি গুলো দেখে।
১৮| ০১ লা জুন, ২০২০ রাত ৯:৩৫
সাহাদাত উদরাজী বলেছেন: পুলিশে কি করবে? সরকারের পক্ষে না থেকে এদের উপায় কি!
০২ রা জুন, ২০২০ বিকাল ৪:০২
শের শায়রী বলেছেন: আইনগত কারনে পুলিশ সরকারের অধীনে, তারা সরকারের নির্দেশ মানতে বাধ্য।
১৯| ০১ লা জুন, ২০২০ রাত ৯:৪৮
ঢাবিয়ান বলেছেন: জনগন যে দেশে সকল শক্তির উৎস , সে দেশেতো এমনটাই হবার কথা। আমাদের দেশে ব্যক্তিই সকল শক্তির উৎস হওয়ায় পুলিশকে বাধ্য হতে হয় জনগনের বিরুদ্ধে অবস্থান নিতে।
০২ রা জুন, ২০২০ বিকাল ৪:১০
শের শায়রী বলেছেন: অনেক সময় মানবিকতা আটকে পড়ে যায়, নিয়ম তান্ত্রিক জটিলতায়।
২০| ০২ রা জুন, ২০২০ ভোর ৪:৪৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আসলেই অসাধারণ সৈন্দর্য শের শায়রী। ছবি কথা বলে।
সি এনএনে মিনিয়াপোলিস পুলিশ চিফের সাথে ফ্লয়েডের ভাইয়ের কথোপকথনের দৃশ্য দেখে অনেকেই অশ্রু সংবরণ করতে পারেন নি।
মিনিয়াপোলিস পুলিশ চিফের সাথে ফ্লয়েডের ভাইয়ের কথোপকথন
০২ রা জুন, ২০২০ বিকাল ৪:১৩
শের শায়রী বলেছেন: স্বামীজি অত্যন্ত আবেগীয় একটা কথোপকথন।
২১| ০২ রা জুন, ২০২০ সকাল ৮:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: @ চাঁদগাজী,
যে যেমন সে অন্যরে ভাবে তেমন! এটা শাস্ত্রের কথা
আপনার কথাতেই আপনার লুকানো পরিচয় বেরিয়ে আসে। তাই কি আমেরিকায় ভেগে গেছেন?
আরেকটা কথা - খালি কলসি বাজে বেশী। এটেনসন সিকার মেন্টালিটি ছাড়ুন।
আপনার বিরামহীন একঘেয়ে আচরণে মনে হয় আপনি মারাত্বক নি:সঙ্গতায় আক্রান্ত!
মানসিক ডাক্তার দেখান। জীবনের শেষ কটা দিন যাতে সুস্থ থাকতে পারেন মুরুব্বী।
ব্যাক্তি আক্রমনাত্বক কথা কিন্তু সামুর নীতিমালা বহির্ভূত। আশা করি নীতিমালা মেনে চলবেন।
@সত্যপীরবাবা, নূন্যতম সত্যানুভবে দৃঢ় থাকায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
১৩ প্রতিমন্তব্যে সহমত, ম্যা ভাই।
০২ রা জুন, ২০২০ বিকাল ৪:১৪
শের শায়রী বলেছেন: ম্যা'ভাই আমি জবাব দিয়ে দিছি।
২২| ০২ রা জুন, ২০২০ সকাল ৮:৩৮
কূপমণ্ডূক বলেছেন: মুরুব্বীর পঁয়ষট্টি, নিমো'র আটচল্লিশ--এক দাদু আর এক দাদুরে কয় নানা!
০২ রা জুন, ২০২০ বিকাল ৪:১৬
শের শায়রী বলেছেন: আমার বয়স আরো বেশী। তবে আমি নিমো না আমি শের শায়রী।
২৩| ০২ রা জুন, ২০২০ সকাল ১০:২৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: পৃথিবীর সবদেশের পুলিশের চরিত্র কোন না কোন ভাবে মিলে যায়।
০২ রা জুন, ২০২০ বিকাল ৪:১৭
শের শায়রী বলেছেন: হ্যা কোন না কোন জায়গায় মিলে যায়, এটা শুধু পুলিশই বলব না, মাইদুল ভাই। আমি বলব সব ক্ষেত্রেই এটা ঘটে।
২৪| ০২ রা জুন, ২০২০ সকাল ১০:৪৩
হাসান কালবৈশাখী বলেছেন:
ঘটনাটি নিন্দনিয়।
সাধারনত অপরাধীরা গ্রেফতারে বাধা দিলেই শুধুমাত্র এ ধরনের শক্তিপ্রয়োগ ও দুর্ঘটনা হয়। কারন পুলিশ একা থাকে। গ্রেফতারে বাধা দিলে দ্বিতীয় পুলিশ না আসা পর্যন্ত আসামীকে চেপে ধরে রাখার ঘটনা প্রতিদিনই চোখের সামনে ঘটছে।
আসামীকে চেপে ধরা বাদেও একজনকে অজ্ঞান করে কাবু করা যায় হাই ভোল্ট ইলেক্ট্রিক গান ব্যাবহার করে।
খুব বিপদে না পড়লে ব্যাবহার হয়না, এছাড়া আসামী অসুস্থ থাকলে বা হার্ট দুর্বল থাকলে বিপদ।
আমেরিকান পুলিশ আগ্নেয়াস্ত্র বেশী ব্যাবহার করে সংগত কারনেই। কারন এদেশে যে কেউ বিনা লাইসেন্সে অস্ত্র সাথে রাখতে পারে। ৫০% লোকের পকেটে পিস্তল থাকে। মারাত্নক অপরাধীরা পুলিশকে বহুবার গুলি করেছে।
এত কিছুর পরও আমেরিকার নাগরিক আইন ও পুলিশি ব্যাবস্থা, বিচার ব্যাবস্থা পৃথিবীর যে কোন দেশের চেয়ে মানবিক। এবং ৯৯.৯৯ ভাগ পুলিশ সবার জন্য হেল্পফুল।
০২ রা জুন, ২০২০ বিকাল ৪:১৮
শের শায়রী বলেছেন: ধন্যবাদ হাসান ভাই, আমিও সে রকম জানি।
২৫| ০২ রা জুন, ২০২০ দুপুর ১২:১৪
রাজীব নুর বলেছেন: সবচেয়ে ভালো পুলিশ হলো আমস্টার ডামের।
অবশ্য ওই দেশের জনগনও খুব ভালো।
০২ রা জুন, ২০২০ বিকাল ৪:১৯
শের শায়রী বলেছেন: রাজীব ভাই ওদিকে যাওয়া হয় নি, তাই জানি না ওরা কেমন
২৬| ০৩ রা জুন, ২০২০ রাত ১:৩৬
ভুয়া মফিজ বলেছেন: এরা এখন বিপদে পইড়া শো-অফ করতাছে। ইউটিউবে দ্যাখেন, আম্রিকান পুলিশ কালোদের সাথে কি করে!!
আম্রিকার পুলিশ আসলে ফুলিশ, এদের ভিটামিনের অভাব আছে। আমি ভাবতাছি, বৃটেন থিকা ভিটামিন সাপ্লাই দিমু। আপনের মুরুব্বী কইছে, বৃটেনের পানি, চাউল সব কিছুতেই ভিটামিন আছে। আসল পুলিশ দেখতে চাইলে বৃটেনে আইসেন, এরা আমাগো 'স্যার' ছাড়া কথাই কয় না!!!
হাসান কালবৈশাখী বলেছেন: কারন এদেশে যে কেউ বিনা লাইসেন্সে অস্ত্র সাথে রাখতে পারে।
লেখক বলেছেন: ধন্যবাদ হাসান ভাই, আমিও সে রকম জানি।
What states can you carry a gun without a license?
Seven states — Maine, Arizona, Kansas, Wyoming, Alaska, Vermont, and now Missouri — do not require a permit to carry a concealed handgun within their borders.
ভুল ইনফর্মেশানে তাল দেওন ঠিক না। আপনে স্ব-জাতী দেইখা কইলাম। সব কথায় তাল দিয়েন না।
০৫ ই জুন, ২০২০ রাত ১২:৪৫
শের শায়রী বলেছেন: যত দূর খেয়াল পরে ব্রিটেনের পুলিশদের ববি বা এই টাইপের কি নামে যেন ডাকা হয়। আর হাসান ভাইর থেকে এখানে আমার দায়ই বেশী স্বজাতি। আমি আসলে না চেক করে উনার সাথে তাল মিলিয়েছি। থ্যাঙ্কস টাইগার ভাই। আমি আসলে মাঝে মাঝে ভুয়া হইয়া যাই
২৭| ০৫ ই জুন, ২০২০ দুপুর ১:১৪
ভুয়া মফিজ বলেছেন: লন্ডন মেট্রোপলিটনের পুলিশ গো ববি ইনফর্ম্যালি বলা হয়, স্ল্যাং ও কইতে পারেন। এইটা কোন অফিশিয়াল ডাক না।
হাসান ভাইজান কইলাম মাঝে-মধ্যেই ভুয়া তথ্য দেয়। ইচ্ছা কইরা যে দেয় তা কিন্তু না। হ্যায় আবার একটুতেই এক্সাইটেড হয়া যায় গিয়া; আমার মনে কয় এক্সাইটেড হয়াই দেয়!
আপনের ভুয়া হওনের কোন চান্স নাই। এই ব্লগের একমাত্র রেজিষ্টার্ড ভুয়া হইলাম আমি। এতে আমি কাউরে ভাগ দিমু না।
০৫ ই জুন, ২০২০ রাত ৮:৪৭
শের শায়রী বলেছেন: হ ভাই মাঝে মাঝে একটু অনিচ্ছাকৃত উত্তেজিত হয়ে যায়। আপনে ভুয়া না আপনে হইলেন ভুইয়া এই বার ব্লগ ম্যাগাজিনে যা সংশোধিত রূপে প্রকাশিত
২৮| ১৪ ই জুন, ২০২০ সকাল ১১:৫৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
পুলিশ সাধারণভাবে ভালো। তারা মানুষ - আমাদের মতো।
পলটিশানদের কথা আলাদা - যুদ্ধ বিদ্বেষ আর দ্বন্দ্বের মধ্যে তারা সুখ খুঁজে পান।
১৪ ই জুন, ২০২০ দুপুর ১২:৫২
শের শায়রী বলেছেন: টোটালি একমত আপনার সাথে। তাদের সুখের বলি হন সাধারন মানুষ থেকে সব প্রফেশানের মানুষ।
পাঠে এবং মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা জানবেন।
©somewhere in net ltd.
১| ০১ লা জুন, ২০২০ বিকাল ৫:১০
খাঁজা বাবা বলেছেন: পুলিশের একাত্বতা দেখে ভাল লাগল,
আমাদের দেশে হলে পুলিশ কি করত ভাবছি।