নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।
যেদিন সকাল পর্যন্ত জেগে থাকি, ফজরের নামাযের পর মাঝে মাঝে গান বিশেষ করে ইন্সট্রুমেন্টাল কিছু শুনতে পছন্দ করি, ভালো লাগে ব্যালকনিতে বসে সুর্য ওঠা দেখতে আর আড়মোড়া ভেঙ্গে অন্ধকার হারিয়ে যেতে, আজকে শুনছি অনেকক্ষন ধরে, তার কিছু আপনাদের জন্য নিবেদনঃ
চলুন গীটারে আমিন তুফানীর একটা বাজনা শুনি, যারা শুনছেন আমি জানি আবার শুনবেন, যারা শুনেন নাই তারা জীবনের কিছু একটা মিস করছেন
এই বার আসুন একটা গজলে অনুরাধা পাডোয়াল এবং মনোজ উদাসের একটা গজল অন্ততপক্ষে ৩০০ বার শুনছি
দেখা যাক এই প্রজন্ম ঐ প্রজন্মের ভালবাসা কতটুকু বোঝে "কাভি কাভি মেরে দিল"
মানবেন্দ্রর বাংলা "আমি এত যে তোমায় ভালোবেসেছি" গানটি এই সুন্দর কেন?
ক্রিস ডি বার্গের "লেডি ইন রেড" শুনছেন? না শুনলে মিস
"বাঘে মহিষে লড়াই" শব্দটা অনেক শুনেছেন এর প্রমান পাবেন ওস্তাদ আমজাদ আলীর সরোদ এবং সুচিত্র মিত্রর বরীন্দ্র সংগীতে
পাকিস্তানী গায়ক গায়িকা আলী আব্বাস আর ফাদিয়া সাবরোজের "পিয়া হো যো পেয়ার তো পারেগা নিভানা" গানটা অনেকেই শুনেন নি, আমার অনুরোধে একবার শুনুন। শুধু একবার
সব শেষে কেনি জি মাই ফেভারিট দ্যা মোমেন্ট
না ওস্তাদ জাকির হোসেনের তবলা আর পন্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার বাশি না শুনে কিভাবে শেষ করি?
সবাই ভালো থাকুন।।
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৮
শের শায়রী বলেছেন: অভিনন্দন। গান গুলো কি শুনছেন?
২| ১৫ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:১৯
রাফা বলেছেন: এই গুলো হজম করার শক্তি অনেক আগেই হারিয়ে ফেলছি আমরা। ভালো জিনিশই দিলেন।
করোনামুক্ত নববর্ষের শুভেচ্ছা দিতে পারলামনা তাই দুঃখিত। তবে ভালো থেকে ভালো রাখার উপদেশটা দিলাম।
ধন্যবাদ,শে.শায়রী।
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪০
শের শায়রী বলেছেন: পাঠে এবং মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা।
৩| ১৫ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:৩৪
মিরোরডডল বলেছেন: শায়রী , loved this post man.
'লেডি ইন রেড' আমার ভীষণ প্রিয় । সেইম এজ কেনি জি ।
কাভি কাভি আমার বাবা শুনতেন । আমারও ভালো লাগে । অনেক ইমোশনাল ।
ইফ ইউ লাইক ইন্সট্রুমেন্টাল , আমার প্রিয় দুটা শেয়ার করলাম ।
Lonely Shepherd
A time for us
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৫
শের শায়রী বলেছেন: আপনার ওই প্রিয় দুটো আমারো অনেক ভালো লাগার। অশেষ কৃতজ্ঞতা মিরোরডডল
৪| ১৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভায়া .....
লকডাউন কাটাতে ভাল সংগ্রহের তালিকাই দিলেন।
সময় কাটুক গানে গানে, ধ্যানে মগ্নতায়
নতুন বছরে
করোনা যাক দূরে
শুভকামনায়
এই টুকুই চাই
নিরাপদ থাকুন। সুস্থ থাকুন।
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৭
শের শায়রী বলেছেন: সাবধানে থাকুন ম্যা'ভাই।
৫| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৬
বিজন রয় বলেছেন: চমৎকার সব কালেকশানসস।
+++++
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৭
শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ বিজন ভাই।
৬| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৭
নেওয়াজ আলি বলেছেন: অনন্য অপূর্ব
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৮
শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ নেওয়াজ ভাই।
৭| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫০
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর সব গান।
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৯
শের শায়রী বলেছেন: এখানে ইন্সট্রুমেন্টাল ও আছে কয়েকটা রাজীব ভাই।
৮| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৪
মা.হাসান বলেছেন: সে যে কেনো এলো না, কিছু ভালো লাগে না ...
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫০
শের শায়রী বলেছেন: আমি জেনে গেছি প্রিয় তুমি আসিবে না ফিরে ..........
৯| ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০২
ইসিয়াক বলেছেন: হ্যাঁ অবশ্যই শুনেছি প্রিয় ভাইজান। অবশ্য বেশির ভাগ আগে শোনা ছিলো।
সাবধানে থাকবেন।
১৬ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৩৪
শের শায়রী বলেছেন: যে মসজিদে নামায পড়তাম সেই মসজিদ বাসা থেকে ৫০ গজ দূরে ওই এলাকায় আজকে রোগী পেয়েছে, এলাকা লক ডাউন। আল্লাহ ভরসা। আপনিও সাবধানে থাকবেন কবি।
১০| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪০
Rajibrpsoft বলেছেন: লেখার পাশাপাশি আপনার সংগীত নিয়ে পছন্দ গুলোও মনে ধরলো...ভালো লাগলো ..কারণ আমি একজন সংগীত প্রেমী মানুষ ...। লিস্ট বড় করতে চাইলে জানায়েন ..।আশা করছি নিরাশ করবোনা...
১৯ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:১০
শের শায়রী বলেছেন: আমিও আপনার হোয়ার এ্যাবাউটেসে দেখছি আপনি গান পছন্দ করেন, আমিও ভীষন পছন্দ করি, তবে এব্যাপারে জ্ঞান অতি সামান্য এখনো শিখছি। কয়েক টি পোষ্ট দিয়েছিলাম গান কেন্দ্রক আশা রাখি আপনার ভালো লাগবে
বাংলা গানের ক্রমবিকাশ ধারা (প্রথম পর্ব)
বাংলা গানের ক্রমবিকাশ ধারা (দ্বিতীয় পর্ব)
আমার প্রিয় শিল্পী শচীন দেব বর্মন
গজলের উৎস সন্ধানে
অবশ্যই আপনার প্রিয় গান থাকলে কমেন্টে দিতে পারেন। খুশী হব। ভালো থাকুন ভ্রাতা।
১১| ১৯ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:৪১
বিভ্রান্ত পাঠক বলেছেন: গজল টা অনেকবার শুনেছি আমিও।। ২
১৯ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:১২
শের শায়রী বলেছেন: এত মেলোডিয়াস গান আমি খুব কমই শুনছি। তাল, লয়, সুরের নিখুঁত কম্বিনেশান!
১২| ২৬ শে জুলাই, ২০২৩ ভোর ৪:৪৩
খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত চমৎকার গান এবং মিউজিক, খুব ভালো লাগল। অনেকদিন পর শুনলাম বলে হয়তো ভিডিও ক্লিপ কয়েকটা (২,৩,৬ ও ৯ নম্বর) আনএভেইলেবল দেখাচ্ছে।
পোস্টটা 'প্রিয়' তে তুলে রাখলাম॥
১৩| ২৬ শে জুলাই, ২০২৩ ভোর ৬:৪৪
খায়রুল আহসান বলেছেন: "অনেকদিন পর শুনলাম" <<<<< অনেকদিন পর দেখছি পড়তে হবে।
©somewhere in net ltd.
১| ১৫ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৫৭
ইসিয়াক বলেছেন: বাহ আজ আমি প্রথম হলাম অনেকদিন পরে।