নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

শের শায়রী

হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।

শের শায়রী › বিস্তারিত পোস্টঃ

খ্রিষ্টীয় নববর্ষের ইতিহাস এবং বারো মাসের নাম যেভাবে এল

৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩


Gregorian Calendar

আমরা আমাদের জীবন চালাতে অঙ্গাঅঙ্গিভাবে যে ব্যাপারটার মুখোমুখি হই সেটা হল দিনের হিসাবে। বর্তমান পৃথিবীতে সব চেয়ে বেশী প্রচলিত দিনের হিসাব রাখা হয় যে ক্যালেন্ডার অনুযায়ী সে ক্যালেন্ডার কে আমরা কথ্য ভাবে ইংরেজী বর্ষ বা খ্রিষ্টীয় বর্ষ হিসাবে জানি। এর বাইরেও কিছু ক্যালেন্ডার আছে স্থানীয় বা স্বল্প পরিসরে যার কিছু প্রচলন স্থানীয় মানুষদের বা ধর্মীয় হিসাব রাখার জন্য ব্যাবহৃত হয়, যেমন, বাংলা ক্যালেন্ডার, ব্রিটিশ ক্যালেন্ডার, হিজরী ক্যালেন্ডার।



আজকে খ্রিষ্টীয় বছরের শেষ দিন, নতুন বছরের আগমনের প্রতীক্ষায়, এই খ্রিষ্টীয় ক্যালেন্ডার কিভাবে আসল? বর্তমান যে খ্রিষ্টীয় ক্যালেন্ডার আমরা দেখি তা পরিশিলিত করার কৃতিত্ব একজন পোপের। “পোপ গ্রেগরী তের” যার নাম অনুসারে এই ক্যালেন্ডার কে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ও বলা হয়। গ্রেগরী তের এই ক্যালেন্ডার মডিফিকেশান করেন ১৫৮২ সালে।


Caesar, Julius

এই মডিফিকেশানের আগে, একে জুলিয়ান ক্যালেন্ডার বলা হত। রোমান সম্রাট জুলিয়াস সিজার ৪০ খ্রিষ্টপূর্বে এর প্রচলন করেন। এর আগে রোমান ক্যালেন্ডার ১০ মাসে হিসাব করা হত যার প্রচলন করেছিলেন কিংবদন্তী রোমান সম্রাট রোমুলাস (৭৫৩ – ৭১৫ খ্রিষ্টপূর্ব)।


রোমান সম্রাট রোমুলাস (৭৫৩ – ৭১৫ খ্রিষ্টপূর্ব)

রমুলাস – ১ দশ মাসে যে ক্যালেন্ডার প্রচলন করেন তার শুরু হয়েছিল মার্টিয়াস (Martius) তার পিতা যুদ্ধ দেবতা মার্সের নাম অনুসারে, এর পর এপ্রিলিস, মাইউস, উনিয়াস যা রোমান বিভিন্ন দেবতার নামের সাথে সম্পৃক্ত। এর পরের নাম গুলো স্রেফ সংখ্য দিয়ে প্রকাশ করা হত, এই ভাবে দশম মাস হিসাবে ছিল বর্তমান ডিসেম্বর।


নুমা পম্পেলিয়াস

এর পর দ্বিতীয় রোমান সম্রাট নুমা পম্পেলিয়াসের সময় এর সাথে আরো দুটো মাস যোগ করা হয়। এই হল বারো মাসের সংক্ষিপ্ত ইতিহাস। তবে সর্বশেষে "পোপ গ্রেগরী তের" সব দিনক্ষন মিলিয়ে লীপ ইয়ারের প্রচলন করেন।



জানুয়ারীঃ রোমান দেবতা জানুসের নাম অনুসারে, যার কাজ ছিল শুরু করা এবং শেষ করা।



ফেব্রুয়ারীঃ প্রাচীন রোমান দেবতা ফেব্রুয়াসের নাম অনুসারে এই মাসের নাম করন করা হয়, এই মাসে রোমান মেয়েদের পবিত্র করা হত যেন তারা সু সন্তান জন্ম দিতে পারে।



মার্চঃ রোমান যুদ্ধ দেবতা মার্সের নাম অনুসারে এই মাসের নাম করন করা হয়।



এপ্রিলঃ সম্ভবতঃ এপ্রি “ মানে উৎপন্ন” থেকে এই নাম উৎপন্ন হয়েছে, কারন এই মাসে সম্ভবতঃ বিভিন্ন শষ্যের দানা উৎপন্ন হত।



মেঃ রোমান দেবী “মেয়িসটা”র নাম থেকে এই মাসের নাম আসছে।



জুনঃ সম্ভবতঃ রোমান দেবী “জুনো”র নাম থেকে এই মাসের উৎপত্তি।



জুলাইঃ রোমান সম্রাট “জুলিয়াস” এই মাসে জন্ম গ্রহন করেন। সম্ভবতঃ তার সন্মানে এই মাসের নাম করন করা হয়।



আগষ্টঃ রোমান সম্রাট অগাষ্টের নাম থেকে এই মাসের নাম করন হয়, এই মাসে সম্রাট অগাষ্টাসের অনেক সৌভাগ্য বয়ে নিয়ে এসেছিল।



সেপ্টেম্ভরঃ এই নাম এসেছে রোমান “সেপ্টেম” মানে সপ্তম সংখ্যা থেকে।



অক্টোবরঃ রোমান “অক্টো” থেকে এই নাম এসেছে মানে আট।



নভেম্ভরঃ রোমান “নভেম” থেকে এই নাম এসেছে মানে নয়।



ডিসেম্ভরঃ রোমান “ডিসেম” থেকে এই নাম এসেছে।

সবাইকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকুন। সুখে থাকুন। সুস্থ্য থাকুন।

এখানে দেখতে পারেন সাপ্তাহিক নামের উৎপত্তি বারের নাম এর ক্ষেত্রে লক্ষ্যনীয় বাংলা ও ইংরেজী অভিন্ন অর্থ বহন করে।

এই বিষয়ের ওপর রূপমের লেখা দেখতে পারেন, অসাধারন লেখা অধিবর্ষের সাতকাহন: সৌর বছরের সমীকরণ মেলাবার ইতিহাস,অ্যালগরিদম এবং অন্যান্য

মন্তব্য ৪৪ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

এমজেডএফ বলেছেন: সঠিক সময়ে সঠিক বিষয়ে ছবিসহ সংক্ষিপ্ত বর্ণনা চমৎকার হয়েছে। যারা দৌড়ের ওপরে ব্লগে আসে ও যায় তারাও এক নিমিষে পড়তে পারবে। ধন্যবাদ।

আমার সাম্প্রতিক প্রকাশিত পোস্টে (দেশ-বিদেশের আচার-অনুষ্ঠান ও উৎসব - ৩ : হগম্যানায়) জুলিয়ান ক্যালেন্ডার থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে উত্তরণের বিষয়টি বর্ণনা করার ইচ্ছা ছিল। কিন্তু পোস্ট লেখার সময় মনে ছিল না। যাই হোক, আপনি এ বিষয়ে আলাদা পোস্ট দেওয়ায় খুশি হলাম।

নববর্ষের শুভেচ্ছা রইল, আপনার আগামী দিনগুলো ভালো কাটুক।

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১২:১৬

শের শায়রী বলেছেন: শুভ নববর্ষ। আপনার পোষ্টগুলো পড়ে নতুন নতুন অনেক কিছু জানা যায়।

শুভ কামনা নিরন্তর।।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ২০২০ :)

ভাল থাকুন সবসময়

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১২:১৮

শের শায়রী বলেছেন: প্রিয় ভায়া আমার।

শুভ নববর্ষ। সুখ যেন আপনাকে ঘিরে থাকে সব সময়। নিরন্তর।।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: রোমান দেবী’রা এত সুন্দর হয় কেনু?! B-)
নতুন বছরের শুভেচ্ছা ভ্রাতা !:#P

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১২:২০

শের শায়রী বলেছেন: এই জন্যই তো দেবী। খারাপ হলেই তো পেত্নী :P

নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকুন নিরন্তর।।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

রূপম রিজওয়ান বলেছেন: :( :( :( :(
:(( :(( :(( :((
একদম সেম টপিক নিয়ে আমি একটা পোস্ট ড্রাফট করে রেখেছিলাম এক তারিখ দিব ভেবে :(( :((
যাই হোক,এমনটা হতে পারে চিন্তা করে প্ল্যান-বি ও ঠিক করে রেখেছিলাম। :) সেটাই এখন খাটাই।
ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা,গুরুজি!!

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১২:২৫

শের শায়রী বলেছেন: ইশ আগে কইবা না তুমি এইডা রেডি করছ, (আমি তো টের পাইয়াই আগে মাইরা দিছি :P ) এইবার প্লান বি কি দেবা তাড়াতাড়ি দাও নাইলে কিন্তু কাইলকা সকালে আমি সেইডা মাইরা দিমু তখন প্ল্যান সি তে যাইতে অইবে ;)

শুভ নববর্ষ প্রিয় ছোট ভাই। ভালো থাক। সুখে থাক। সুস্থ্য থাক।।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: জানা বিষয় আমার নতুন করে জানলাম।

ভালো থাকুন। নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১২:২৬

শের শায়রী বলেছেন: প্রিয় ভাই আমার, শুভ নববর্ষ। ভালো থাকুন। সেখে থাকুন। সুস্থ্য থাকুন।।

৬| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১:১৩

অন্তরন্তর বলেছেন: চমৎকার পোস্টে ভাললাগা রইল। হ্যাপি নিউ ইয়ার।

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪০

শের শায়রী বলেছেন: শুভ নববর্ষ ভাই। ভালো থাকুন। সুখে থাকুন। সুস্থ্য থাকুন।

৭| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ২:১১

সোহানী বলেছেন: আহা আপনার পোস্ট মানে সীমাহীন ভালোলাগা। লিখতে থাকুন সারাটি বছর এমন করে।

হ্যাপি নিউ ইয়ার।

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪০

শের শায়রী বলেছেন: শুভ নববর্ষ বোন। ভালো থাকুন। সুখে থাকুন। সুস্থ্য থাকুন।

৮| ০১ লা জানুয়ারি, ২০২০ ভোর ৫:৪০

ডঃ এম এ আলী বলেছেন:
শুভ নব বর্ষ ।
প্রতিটি মাসের নামকরনের ইতিবৃত্ত সাথে
সুন্দর সুন্দর ছবি দেখানোর জন্য ধন্যবাদ ।

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪১

শের শায়রী বলেছেন: শুভ নববর্ষ ভাই। ভালো থাকুন। সুখে থাকুন। সুস্থ্য থাকুন।

৯| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৭:২৫

মলাসইলমুইনা বলেছেন: শের শায়রী,
চমৎকার ! গ্রীক আর রোমান মিথোলজি, ইতিহাস নিয়ে স্কুলে থাকতে ভীষণ আগ্রহ ছিল আমার । সেই তখনি আপনার লেখার বিষয়ের কিছু কিছু জিনিস পড়া হয়েছিল । অনেক দিন পরে আবার একসাথে অনেক কিছু মনে পরে গেলো আপনার "খ্রিষ্টীয় নববর্ষের ইতিহাস এবং বারো মাসের নাম যেভাবে এল" লেখাটা পরে । "বারের নাম এর ক্ষেত্রে লক্ষ্যনীয় বাংলা ও ইংরেজী অভিন্ন অর্থ বহন করে" লেখাটাও একটু দেখলাম । ওটাও চমৎকার । কিন্তু একটা কনফিউশন হলো আপনার আজকের লেখাটা পড়তে পড়তে । আপনি বলেছেন, "ফেব্রুয়ারীঃ প্রাচীন রোমান দেবতা ফেব্রুয়াসের নাম অনুসারে এই মাসের নাম করন করা হয়, এই মাসে রোমান মেয়েদের পবিত্র করা হত যেন তারা সু সন্তান জন্ম দিতে পারে।" আমি কিন্তু জানতাম ফেব্রুয়ারি নামটা এসেছে রোমান পরিশুদ্ধ হবার ফেস্টিভ্যাল 'Februalia' নাম থেকে কোনো দেবতার নাম থেকে নয় । আরেকটা মজার কথা অরিজিনালি ফেব্রুয়ারি কিন্তু রোমান ক্যালেন্ডারের শেষ মাস ছিল । সেকেন্ড মাস না । যাহোক, সুন্দর লেখা আর নবর্ষের জন্য শুভেচ্ছা নিন ।

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫০

শের শায়রী বলেছেন: শুভ নববর্ষ ভাই। ভালো থাকুন। সুখে থাকুন। সুস্থ্য থাকুন। "februum" থেকে ফ্রেব্রুয়ারী মাসটা আসছে, আমি যেখান যেখান থেকে দেখছি, সেখানে এটার মানে দেয়া আছে (purification)। বিস্তারিত যা আছে তাতে দেখলাম কোন এক পুরুষ ছাগলের চামড়ার কেপ পড়ে বাশি বাজাত এবং মেয়েদের নিয়ে নাচত। সব শেষে লাইনে লিখছে "This ancient nudie run was designed to purify the city and promote fertility."

যাই হোক আপনারটাও ঠিক হতে পারে এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বর্ননা আছে আমি খুব শর্টে লিখছি । আর এটা আমার জানা ছিল না যে ফেব্রুয়ারী মাসটা ক্যালেন্ডারের শেষ মাস ছিল। হয়ত আমারই ভুল খুব তাড়াতাড়ি দেখে গেছি। ধন্যবাদ ভাই।।

১০| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৭:৫৯

ইসিয়াক বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইল ভাইয়া :D , আপনার আগামী দিনগুলো ভালো কাটুক।
শুভকামনা।

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫১

শের শায়রী বলেছেন: শুভ নববর্ষ ভাই। ভালো থাকুন। সুখে থাকুন। সুস্থ্য থাকুন।

১১| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: মন্তব্যের উত্তর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫১

শের শায়রী বলেছেন: কৃতজ্ঞতা ভাই।।

১২| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনাকে নববর্ষের শুভেচ্ছা।






ভালো থাকুন নিরন্তর।।

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫২

শের শায়রী বলেছেন: শুভ নববর্ষ ভাই। ভালো থাকুন। সুখে থাকুন। সুস্থ্য থাকুন।

১৩| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যদিও আগে থেকেই জানি তথাপি পড়তে ভাল লেগেছে।

সবই রোমান সভ্যতা থেকে এসেছে নামগুলো। রোমান দেব-দেবী থেকে । এখন কেউ যদি এর সমালোচনা করে তবে তাকে বলা হবে ক্ষেত, মূর্খ, গোড়া, মাওলানা, হুজুর...................আরও অনেক কিছু।

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫২

শের শায়রী বলেছেন: শুভ নববর্ষ ভাই। ভালো থাকুন। সুখে থাকুন। সুস্থ্য থাকুন।

১৪| ০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৯

করুণাধারা বলেছেন: জানা ছিল না, নতুন অনেক কিছু জানা হলো। ছবিগুলো ভালো হয়েছে, সবমিলিয়ে চমৎকার পোস্ট!

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

শের শায়রী বলেছেন: শুভ নববর্ষ ভাই। ভালো থাকুন। সুখে থাকুন। সুস্থ্য থাকুন।

১৫| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫২

জুল ভার্ন বলেছেন: বরাবরের মতোই তথ্যবহুল লেখা ভালো লেগেছে।

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

শের শায়রী বলেছেন: শুভ নববর্ষ ভাই। ভালো থাকুন। সুখে থাকুন। সুস্থ্য থাকুন।

১৬| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: জগতের সকল প্রানী সুখী হোক ।

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

শের শায়রী বলেছেন: জগতের সকল প্রানী সুখী হোক ।

১৭| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো পোস্ট

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

শের শায়রী বলেছেন: শুভ নববর্ষ বোন। ভালো থাকুন। সুখে থাকুন। সুস্থ্য থাকুন।

১৮| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৬

নতুন বলেছেন: Happy New year, wish you and your family a happy and prosperous new year. :)

ইংরেজী নববষের শুভেচ্ছা ভাই।

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

শের শায়রী বলেছেন: আ ভেরী নাইস উইশ, অ্যান্ড সেইম উইশ টু ইউ ব্রাদার।

শুভ নববর্ষ ভাই। ভালো থাকুন। সুখে থাকুন। সুস্থ্য থাকুন।

১৯| ০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১:০১

নীল আকাশ বলেছেন: ভাই অনেক আগেই এসে পড়ে গেছি। আপনার লেখা আমার অনুসারিত ব্লগে থাকে।
দুর্দান্ত লেখা। লাইক সহ সোজা প্রিয়তে।
হালকা ভাবে জানতাম। এই পোস্ট থেকে একেবারেই বিস্তারিত ভাবে জেনে গেলাম।
শুভ নব বর্ষ এবং শুভ রাত্রী।

০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪২

শের শায়রী বলেছেন: শুকরিয়া ভাই। শুভ নববর্ষ।

২০| ০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দেরীতে হলেও নববর্ষের শুভেচ্ছা রইল ভাই। :)

০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৪

শের শায়রী বলেছেন: কৃতজ্ঞতা সহ শুভ নববর্ষ ভাই।

২১| ০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: সেদিন ট্রেনে ফিরছিলাম। তার আগে আপনার পোস্টটি পড়ে লাইক বক্সে কনফার্ম করেছি। মন্তব্য লিখে দেখি আর পোস্ট হচ্ছে না। তখন থেকেই বুঝলাম অবরুদ্ধ শহরে ঢুকে পড়েছি। কি মন্তব্য করেছিলাম সেটি এখন আর মনে নেই। যাইহোক নতুন-পুরনো মিলিয়ে পরিশ্রমী পোস্টটি ভাল লেগেছে।
শুভেচ্ছা নিয়েন শ্রদ্ধেয় শায়রী ভাই।

০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২০

শের শায়রী বলেছেন: প্রিয় পদাতিক ভাই, জ্বি আমি দেখছি আপনার লাইক। শহর না পুরো দুনিয়াই আসলে অবরুদ্ধ হয়ে আসছে। ভালো লাগায় অশেষ কৃতজ্ঞতা।

ভালো থাকুন ভাই।।

২২| ০৩ রা মার্চ, ২০২০ রাত ১০:৩৩

আলামিন১০৪ বলেছেন: বার কেন? তের নয় কেন?

০৩ রা মার্চ, ২০২০ রাত ১১:০৬

শের শায়রী বলেছেন: কারন গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ৩৬৫ দিন কে বার ভাগে ভাগ করলে সৌর বছরের যথাযথ হিসাব মিলে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.