নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।
দ্যা লাভ লেটার - ভারমিয়া
টিল অভ লিমবার্গ
৪র্থ অক্টোবর ১৯৭১ সাল বেলজিয়ামের ‘হেট ভোক’ পত্রিকায় এক ব্যাক্তি ফোন করে জানায় তার কাছে প্রখ্যাত ওলন্দাজ চিত্র শিল্পী ভেরমিয়ার ‘দ্যা লাভ লেটার’ তৈলচিত্রটি আছে। এই মাষ্টার পিস টি ২৪ শে সেপ্টেম্বর ব্রুসেলস ফাইন আর্টস থেকে চুরি যায়। তখন এটির বাজার মূল্য ছিল ৫০ লাখ ডলার। ঐ ব্যাক্তি জানান তিনি ঐ মাষ্টারপিস টি চুরি করেছেন। যদি কর্তৃপক্ষ বাংলাদেশী শরনার্থীদের ৪০ লক্ষ ডলার কারিতাসের মাধ্যমে প্রধান করে তবে তিনি ঐ চিত্রকর্মটি ফেরত দিবেন। আর গ্যালারীতে যে চিত্রকর্মটি ঝুলানো আছে সেটি নকল। এবং এই অর্থ দিতে হবে একটি টেলিভিশন সংস্থার উপস্থিতিতে যারা অনুষ্ঠানটির সরাসরি প্রচার করবে।
পত্রিকার মতে ইন্স্যুরেন্স বিশেষজ্ঞ জানিয়েছেন একদিনের মধ্যে এধরনের চুক্তি করা ও টেলিভিশনে প্রচার করা অসম্ভব।
অজ্ঞাতনামা এ ব্যাক্তি নিজের নাম দিয়েছিলেন ‘টিল অভ লিমবার্গ’। টিল ইউলেনাস পিগেল ছিলেন রবিন হুডের মত কিংবদন্তী। যিনি বড় লোকদের ধন ডাকাতি করে গরীবের মধ্যে বিলাতেন। টিল অভ লিমবার্গ আরো ঘোষনা দেন তার দাবী না মানলে পৃথিবীতে যে কটি ভেরমিয়া আছে তার সবকটি চুরি করবেন। উল্লেখ্য সর্ব সাকুল্ল্যে ভেরমিয়া আছে মাত্র ৩৯টি।
ব্রুসেলেসের দৈনিক ‘ল্য সোয়ের’ এ ফোন করে টিল প্রথম এ সংবাদটি জানান। পত্রিকা তাকে প্রথমে প্রমান দাবী করে। প্রমান হিসাবে তিনি এক ফটো সাংবাদিক কে বেলজিয়ামের গহীন অরন্যে নিয়ে যান এবং সেখানে তাকে ছবি তোলার সুযোগ দান করেন। কিন্তু ওলন্দাজ জাতীয় জাদুঘরের পরিচালক ডাঃ এ এফ এ ভন সেন্দেল পরে বলেন ওই চিত্রকর্মের ছবি প্রমান হিসাবে জোরালো না কারন এটি প্রতিরূপ ও হতে পারে।
আজো ব্যাপারটি ধোয়ায় আচ্ছন্ন। সত্যি টিল চুরি করেছিল কিনা আমি জানি না কিন্তু টিল আমাদের যুদ্ধে যে সহমর্মিতা দেখিয়েছিল তার জন্য স্যালুট।
মসিয়ে প্রেমা যা করলেন
১৯৭১ সনে অনেক সাহায্য সংস্থা এগিয়ে এসেছি বাঙ্গালী শরনার্থীদের সাহায্যে। এর মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল রেডক্রস। এপ্রিলের একেবারে শুরুতেই রেডক্রস একটি আন্তর্জাতিক দল ঘোষনা করে মেডিকেল সাপ্লাই নিয়ে করাচীর পথে রওনা দেয়। পাকিস্তান সরকার তাদের করাচীতে আটকে দেয়। কমিটির সহ সভাপতি জ্যাক প্রেমা মনে করেন যদি সরাসরি ঘোষনা না দিয়ে গোপনে যেতেন তাহলে পাকিস্তান সরকার হয়ত বাধা দিত না।
মসিয়ে প্রেমা ছিলেন জেনেভা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্টাটিজের পরিচালক। রেডক্রসের কিছু নীতি নিয়ে এর আগেও তার সাথে বিরোধ হয়েছে। তার ধারনা তার মতামত গ্রহন না করারা জন্য পূর্ব পাকিস্তানে ত্রান নিতে পারে নি। সুতারাং এর প্রতিবাদে তিনি সহসভাপতির পদ থেকে ইস্তাফা দেন।
স্যালুট মসিয়ে প্রেমা
যোগার কর এক পাউন্ড
কীথ ওয়াটার হাউস। লন্ডনের ডেইলি মিররে নিয়মিত কলাম লিখতেন। জুন ৯ তারিখ পত্রিকার প্রথম পাতায় পাতায় তিনি লিখলেন তার কলাম টি বৃহস্পতিবার বের হবার কথা কিন্তু তিনি বুধবার লিখছেন কারন সময় নেই, এক দিন অনেককে বাচাতে পারে মৃত্যু থেকে।
কীথ লিখেছেন সময় নষ্ট করার সময় নেই। বরং এটি করুন দুপুরের আগেই করুন।
যোগার করুন একটি খাম।
কলম হাতে নিন।
খামের ওপর লিখুন
SAVE A LIFE
BOX-189, DAILY MIRROR
1 THABIS IN LONDON
আপনার হয়ত অন্য দাতব্য সংস্থা আছে। হয়তো ঠিকানা পাচ্ছেন না। হয়তো ভাবছেন আমার এই দান কতটুকু যাচ্ছে আমলাতান্ত্রিক জটিলতায় কত টুকু যাচ্ছে ভূক্তভোগীর কাছে? ওসব দ্বিধাদ্বন্দ্ব জাতিসংগের ওপর ছেড়ে দিন। বরং খামের ওপর তিন পেনীর একটি টিকিট লাগান, এক পাউন্ডের একটি নোট নিন, যদি না থাকে তবে ধার করুন, গ্যাস মিটারের জন্য রাখা টাকা থেকে নিন, বাচ্চার পকেট মানি থেকে নিন, বাড়ী ভাড়া থেকে নিন, কিছু বিক্রি করুন না হলে বন্ধক রাখুন। খামে এক পাউন্ডের নোট টি রাখুন। পোষ্ট করুন তাতেই একটি জীবন বাচবে।
ধন্যবাদের আশা করবেন না। কারন কীথের ভাষায় – Because you will have done the absolute minimum that will entitle you to go an living on this bloody awful revolving globe. ১১ জুনের কলামটি ছাপানোর পর তখনকার দিনে ৩৩৪০০ পাউন্ড পাওয়া গেছিল দু’দিনের মধ্যে।
কীথ কি একটি স্যালুট আপনার আমার কাছ থেকে পায় না?
কৃতজ্ঞতাঃ মুনতাসীর মামুন এর অন্যরকম যুদ্ধ
প্রিয় একটি পোষ্ট কেউ চাইলে দেখে আসতে পারেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্রের ইতিহাস
১৯৬৫ যুদ্ধঃ বীর বাঙ্গালী রক্ষা করেছিল পাকিস্তান
রিপোষ্ট
১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৭
শের শায়রী বলেছেন: মাই হ্যাটস অফ টু কীথ।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪১
রূপম রিজওয়ান বলেছেন: হা হা হা! রবিনহুড টিলের ঘটনাটা মজার ছিল। সবগুলো কাহিনীই অজানা ছিল। বইটা শীঘ্রই অর্ডার দিতে হবে!
বিজয় দিবসের শুভেচ্ছা!
১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৭
শের শায়রী বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা!
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৭
নুরহোসেন নুর বলেছেন: চমৎকার অনেক তথ্য জানা গেলো।
স্যালুট সে সব শুভাকাঙ্খীদের যারা আমাদের বিপদে এগিয়ে এসেছিলো।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৮
শের শায়রী বলেছেন: ধন্যবাদ আপনাকে
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬
ইসিয়াক বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা ভাইয়া! পরে আসছি।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৮
শের শায়রী বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা!
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালো, আধো আধো জানা বিষয় , পুরোপুরি আজ জানলাম ।
ধন্যবাদ. পুণ:প্রচারের জন্য ।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৯
শের শায়রী বলেছেন: পাঠে কৃতজ্ঞতা জানবেন।
৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩০
রাজীব নুর বলেছেন: দুনিয়াতে কত কিছু যে জানার আছে!!
জীবনটাই ব্যর্থ গেল- কিছুই জানতে পারলাম না। দেখতে পারলাম না।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৯
শের শায়রী বলেছেন: আমারো তো একই আফসোস রাজীব ভাই।
৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৬
অন্তরন্তর বলেছেন: উনারা শুধু স্যালুট নয় আরও বেশি কিছু পাবার কথা। কোন স্যালুট তাদের অবদানের জন্য যথেষ্ট নয়। বিজয় দিবসের শুভেচ্ছা ভাই।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩০
শের শায়রী বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা ভাই।
৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধু স্যালুট কি বলছেন ভায়া
কীথের আবেদনের শেষটুকু পড়তে গিয়েতো চোখ ঝাপসা হয়ে আসছে...
আহা প্রেম! আহা মানবতা! আহা ভালবাসা!
কীথের জণ্য অন্তহীন শুভকামনা। এখানে এখানে সবখানে তার শাণ্তি আর সখের প্রার্থনা।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৪
শের শায়রী বলেছেন: ভৃগু ভায়া, আমার কি মনে হয় জানেন, ঠিক ভাবে খবর নিলে এরকম আরো কিছু কীথ আমরা খুজে পেতাম সে দেশে হোক বিদেশে হোক। আফসোস যে স্বাধীনতা নিয়ে আমরা গর্ব করি তার অনেক গৌরবোজ্জল ইতিহাস ধুলায় ঢাকা পড়ে গেছে। যাই হোক অন্তত মন্দের ভালো একজন কীথ কে তো আমরা জানলাম, এই বা কম কিসে, আত্মবিস্মৃত জাতি হিসাবে।
৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৬
এমজেডএফ বলেছেন: পাকিস্তানীদের বাঙালী হত্যার খবর শুনে এমনকি বিদেশীরাও আমাদেরকে মানবতার সাহায্যের জন্য বিভিন্ন অবিশ্বাস্য পদক্ষেপ নিয়েছিলেন। অথচ সে সময় আমাদের স্বজাতীয় কিছু লোক পাকসেনাদের সাথে এই অমানবিক হত্যাকান্ডে অংশগ্রহণ করেছিলেন ।
আজকের অনলাইন পত্রিকার খবর:
রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে হামলা, ভাংচুর
স্বাধীনতা বিরোধী পাকি শয়তানরা এখনো আমাদের আশেপাশেই আছে। এদেরকে মনে-প্রাণে ঘৃণা করি ।
আমাদের দুঃসময়ে মানবতার উদ্যোগ নিয়ে এগিয়ে আসার জন্য টিল অভ লিমবার্গ, মসিয়ে প্রেমা এবং কীথ ওয়াটারের প্রতি স্যালুট।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৪
শের শায়রী বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা ভাই।
১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৪
ওমেরা বলেছেন: আমাদের দুঃসময়ে মানবতার উদ্যোগ নিয়ে এগিয়ে আসার জন্য টিল অভ লিমবার্গ, মসিয়ে প্রেমা এবং কীথ ওয়াটারের প্রতি রইলো কৃতজ্ঞতা।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৭
শের শায়রী বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা ভাই।
১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫০
সোহানী বলেছেন: আমার জানার ভুলও হতে পারে……………..., যতটুকু মনে পরে টিমবার্গ ধরা পড়েছিলেন এবং ছবিটি উদ্ধার করা হয় (চেক করতে হবে)।
দেশ ছাড়িয়ে দেশের বাইরের এ মানুষগুলোর জন্য হয়তো আমরা আগেই স্বাধীনতা পেয়েছি।
কৃতজ্ঞতাচিত্ত্বে স্মরণ করছি সে সব বীরদের।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৫
শের শায়রী বলেছেন: লিমবার্গের আপডেট জানলে জানাবেন কিন্তু যদি জানতে পারেন।
১২| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: অবশ্যই পায়। মুক্তিযুদ্ধে ভূতত্ত্ব বিভাগ ঢাবি র অনন্য ভূমিকা পোস্টের দাবি রাখে। যে বিভাগের সবাই মুক্তি যোদ্ধা অথবা সংগঠক। অবিশ্বাস্য আর গৌরবময় ইতিহাস নিয়ে দেখলে কেমন হয়?
১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৮
শের শায়রী বলেছেন: দারুন এক প্রস্তাব দিয়েছ, কিন্তু দেখ ডিপার্টমেন্ট ও কিন্তু সেভাবে কিছু সংরক্ষন করে নি। অবশ্য এটা সারা দেশেরই চিত্র। এক মুক্তাদির স্যারের নামে একটা জাদুঘর বানিয়েই খালাস। তুমি একটু দেখবা নাকি ভাই? অন্তত নতুন কোন পোলাপান কে দায়িত্ব দাও। আমি তো এখন কার পোলাপান তো দূরে থাক টিচার গো চিনি না, অরাও আমাগো এত জুনিয়ার যে চেনার প্রশ্ন ওঠে না।
১৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৪
ইসিয়াক বলেছেন: টিল অভ লিমবার্গ , মসিয়ে প্রেমা, কীথ ওয়াটারের প্রতি স্যালুট ।
জানা ছিলো না ভাইয়া । পোষ্টে ভালো লাগা ,অন্তর থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা রইলো।
শুভরাত্রি ।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৯
শের শায়রী বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা ভাই।
১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমারো তো একই আফসোস রাজীব ভাই।
মানব জীবন বারবার দীর্ঘ শ্বাস ফেলতে হয়!
১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১০
শের শায়রী বলেছেন: ছোট ছোট সুখ আর বড় বড় দীর্ঘ শ্বাস
১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমাদের যুদ্ধ দিনে এমন অজানা বিদেশী সহৃদ বন্ধুদের সাহায্যের জন্য অভিবাদন।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১০
শের শায়রী বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা ভাই।
১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫
রাজীব নুর বলেছেন: সবার মন্তব্য গুলো পড়তে আবার এলাম।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১১
শের শায়রী বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪১
শায়মা বলেছেন: দারুন ভাইয়া!
কীথকে আমারও সালাম!!!!