নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

শের শায়রী

হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।

শের শায়রী › বিস্তারিত পোস্টঃ

হয়ত বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না (একটি ছবি ব্লগ)

১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৯



যে মানুষটি যুদ্ধে উপস্থিত না থেকেও প্রতিটি মুক্তিযোদ্ধার মনে তার ইস্পিত দৃঢ় ইচ্ছা বপন করে স্বাধীনতা যুদ্ধের অবিসংবিদিত নেতা হিসাবে নিজেকে নিজ গুনে প্রতিষ্ঠিত করেছিলেন সেই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দুটো ছবি দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আজকে সাধারন মুক্তিযোদ্ধাদের কিছু ছবি দিয়ে আমার এই মুক্তিযুদ্ধের ছবি ব্লগ।


রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ৭ ই মার্চের সেই ভাষনের পূর্বে চিন্তামগ্ন বঙ্গবন্ধু

হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না
বড় বড় লোকেদের ভীড়ে
জ্ঞানী আর গুনীদের আসরে
তোমাদের কথা কেউ কবে না
তবু এই বিজয়ী বীর মুক্তি সেনা
তোমাদের এই ঋন কোনদিন শোধ হবে না।।

থাক ওরা পড়ে থাক ইতিহাস নিয়ে
জীবনের দ্বীনতা হীনতা নিয়ে।

তোমাদের কথা রবে সাধারন মানুষের ভীড়ে
মাঠে মাঠে কিষানের মুখে, ঘরে ঘরে কিষানীর বুকে
স্মৃতি বেদনার আখি নীরে
তবু এই বিজয়ী বীর মুক্তি সেনা
তোমাদের এই ঋন কোনদিন শোধ হবে না।


২৪শে মার্চ ১৯৭১ঃ ঢাকার রাজপথে শিশু কিশোরদের মিছিল


মার্চ ৭১ঃ অস্ত্র হাতে ঢাকার রাজ পথে নারীদের মার্চ পাষ্ট এবং ট্রেনিং


যশোরের জনগন এবং ইপিআর


দিনাজপুরে ই পি আর এর প্রতিরোধ


প্রাথমিক প্রতিরোধে সশস্ত্র জনগন


রনাঙ্গন অভিমুখে মুক্তিযোদ্ধা


ঢাকার ক্রাক ডাউনের খবরে যার যা আছে তাই নিয়ে বেড়িয়ে পড়ছে সাধারন মানুষ


পাকবাহিনীর ধ্বংসযজ্ঞে সীমান্ত অভিমুখে সাধারন মানুষ


ভারতীয় আশ্রয় শিবিরে নাম তালিকাভুক্ত করছে আশ্রয়প্রার্থীরা


মুক্তিযোদ্ধা হিসাবে নিজের নাম তালিকাভুক্ত করছে একজন কিশোর


ট্রেনিং ক্যাম্পের প্যারেড গ্রাউন্ডে প্যারেড রত মুক্তিযোদ্ধারা


৭ নং সেক্টরের একটি প্রশিক্ষন ক্যাম্প


বিভিন্ন সেক্টরে ভারী অস্ত্রের প্রশিক্ষন


৪ নং সেক্টরের একটি ক্যাম্পে প্রশিক্ষনরত মুক্তিযোদ্ধারা


শিশু মুক্তিযোদ্ধারা এবং এক দম নীচে ডান দিকে ভারতের দেরাদুনে প্রশিক্ষনরত মুজিব বাহিনী


প্রশিক্ষন শেষে ৬ নং সেক্টরের একদল মুক্তিযোদ্ধা


ভারতের কল্যানী ক্যাম্পে নারী মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষন


১১ নং সেক্টরে মুক্তিবাহিনীর সুবেদার হাকিমের নেতৃত্বে রনাঙ্গনের দিকে মুক্তিযোদ্ধারা


২ নং সেক্টরের ক্রাক প্লাটুন অন এ্যাকশান


বিভিন্ন রনাঙ্গনে মুক্তিযোদ্ধারা অগ্রসর হচ্ছে


৬ নং সেক্টরের মুক্তিযোদ্ধারা সন্মুখযুদ্ধে পাকিস্তানী সেনাদের চার্জ করতে এগিয়ে যাচ্ছে।


মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি

যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা
যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা
যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা
সারাটি জনম সে মাটির দানে বক্ষ ভরি

মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি
মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি
মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি
মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি

যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে
যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে
যে গৃহ কপোত সুখ স্বর্গের দুয়ার খোলে
সে শান্তির শিবির বাঁচাতে শপথ করি

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি



উৎসর্গঃ সেই সব মুক্তিযোদ্ধাদের যাদের জীবনের বিনিময়ে আমার একটা স্বাধীন দেশ পেয়েছি।
ছবি কৃতজ্ঞতাঃ "সংগ্রাম থেকে স্বাধীনতা" মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় থেকে প্রকাশিত।

মন্তব্য ২০ টি রেটিং +৮/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৬

শাহিন বিন রফিক বলেছেন:




খুবই চমৎকার কিছু ছবি।

ছবিতে, +++

১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪০

শের শায়রী বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৯

আসোয়াদ লোদি বলেছেন: অম্লান ইতিহাস। বিজয়ের মাসে অর্থবহ পোস্ট

১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৮

শের শায়রী বলেছেন: শুকরিয়া ভাই।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: মগ্নচেতনার দুর্দান্ত প্রকাশ।
ভালোলাগা রইলো।

১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৯

শের শায়রী বলেছেন: শুকরিয়া জনাব।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৪

ইসিয়াক বলেছেন: অনবদ্য ! অসাধারণ ।
আহ !বঙ্গবন্ধু ।
আহ! স্বাধীনতা।
আমার প্রিয় বাংলাদেশ।
উৎসর্গে ভালো লাগা ও কৃতজ্ঞতা ভাইয়া।

১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৭

শের শায়রী বলেছেন: শুকরিয়া ভাইডি

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৬

কলাবাগান১ বলেছেন: উনাদের আত্মত্যাগে আজ আমরা স্বাধীন ভাবে নিজের ভবিষ্যত গড়ে নিচ্ছি....পাকিস্হানের বুটের তলায় থাকার সময়ে, সামান্য পাসপোর্টের অভাবে অনেক মেধাবী ছাত্র/ছাত্রী বিদেশী স্কলারশীপ পেয়েও পড়তে যেতে পারেন নাই.... পোস্টে প্লাস আর প্রিয়তে

১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৮

শের শায়রী বলেছেন: শুকরিয়া ভাই।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: জয় বাংলা।

১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০০

শের শায়রী বলেছেন: আগামী ১৬ই ডিসেম্বর থেকে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার করা উচিত বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই অভিমত ব্যক্ত করেন।

হাইকোর্ট বলেছেন, জয় বাংলা স্লোগান আপামর জনসাধারণের স্লোগান। এই স্লোগানকে বুকে ধারণ করেই সেদিন পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এই স্লোগান আমাদের আত্মার সঙ্গে সম্পর্ক।

এদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুুন, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন, ডা. বশির আহমেদ।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

লিঙ্কঃ ১৬ই ডিসেম্বর থেকে ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হওয়া উচিত

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৭

সুপারডুপার বলেছেন: স্বাধীনতা যুদ্ধে শত্রু দেশ আমেরিকা -শ্রীলংকার হানাদার বাহিনীকে সাহায্য, চীন ও সকল মুসলিম দেশের পাকিস্তানের পাশে থাকা, মুজাহিদ -রাজাকারের ষড়যন্ত্রর বিরুদ্ধে হালকা ট্রেনিং প্রাপ্ত মুক্তিবাহিনী ও ভারত -রাশিয়াকে পাশে নিয়ে ৯ মাসে বাংলাদেশের বিজয় লাভ সত্যিই একটি বিস্ময়কর ব্যাপার ও বাংলাদেশীদের সবচেয়ে বড় অর্জন। মুক্তিযোদ্ধাদের আত্মোৎসর্গই এই বিজয় এনে দিয়েছে।

মুক্তিযুদ্ধের ছবিগুলো অনেক ভালো লাগলো। পোস্ট +++
পোস্টে লাইক ও সরাসরি প্রিয়তে।
ছবিগুলো শেয়ার করার জন্য শের শায়রী ভাইকে অনেক ধন্যবাদ।

১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১

শের শায়রী বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন ভাই।

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:৩৫

সোহানী বলেছেন: এর অনেকগুলো আগে দেখলেও আবার দেখে ভালো লাগলো। কিভাবে আমরা স্বাধীনতা পেয়েছি তা জানা উচিত আমাদের...

১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৯

শের শায়রী বলেছেন: ধন্যবাদ বোন।

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪২

সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ। সুমহান স্বাধীনতা স্মৃতির এলবামে । আমি আভিভূত আমি মুগ্ধ আমি বিমোহিত গর্বে বুক ভরে যায় বাংলাদেশের বীরজনতার একক অনন্য উপহার মহাকাব্যিক বিজয় অনবদ্য অনন্য তাই তো কবিতা লিখে যাই ।

১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫১

শের শায়রী বলেছেন: তোমার কবিতায় যেন ভবিষ্যত প্রজন্ম আমাদের বীরত্বের ইতিহাস জানতে পারে, এই কামনা সব সময় আমার প্রিয় ভাইডি।

১০| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ছবিগুলো আমাদের অহংকারের প্রতীক।

যুদ্ধকালীন ছবি নিয়ে ব্লগে খন্ড খন্ড পোস্ট এসেছে। সবগুলো একসাথে করে একটা মেগাপোস্ট করা গেলে দারুন হতো

১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৬

শের শায়রী বলেছেন: জ্বি ভাই। সব ছবি এক সাথে করে মেগাপোষ্ট করলে ভালো একটা কালেকশান হিসাবে অন লাইনে থেকে যেত, কিন্তু এক্ষেত্রে সব থেকে বড় সমস্যা সময় বের করা। তবে কেউ উদ্যেগ নিলে অবশ্যই যথাসাধ্য চেষ্টা করব পাশে থেকে সহায়তা করতে।

অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.