নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।
সুপ্রিয় জানা আপা এবং সন্মানিত সামু মোডারেটর (“গন” ও হতে পারে আমার জানা নেই)
সালাম সহকারে নিবেদন এই যে,
বেশ কিছু দিন হয়ে গেল মাননীয় সরকার সামু ব্লগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে সবার প্রতি উন্মুক্ত করে দিয়েছে। এতে যারা সুস্থ্য ধারার লেখালেখিতে জড়িত তারা অনেক আনন্দিত এবং কৃতজ্ঞ।
কিন্তু, আপনারা হয়ত খেয়াল করছেন সামু ব্লগে ডুকতে গেলে ইন্টারনেট ব্রডব্যান্ড দরকার হয়। বাংলাদেশে এখনো কোন টেলিফোন অপারেটর (অন্তত গ্রামীনফোন যেটা আমি ব্যাবহার করি) তাদের প্রদত্ত নেট ব্যাবহার করতে গেলে সামু ব্লগে ঢোকা যায় না। সেক্ষেত্রে নিম্ন প্রদত্ত মেসেজ আসে। আমি বুজতে পারছি না এটা কি একান্ত আমার ফোন ঘটিত কোন সমস্যা নাকি সবাই এই সমস্যা ভোগে যারাই বিভিন্ন ফোন কোম্পানীর ইন্টারনেট সুবিধা নেয়।
এ কথা স্মরন করিয়ে দেয়া মোটেই অপ্রাসাঙ্গিক হবে না যে আমাদের দেশে এখনো ব্রডব্যান্ড সুবিধা অত্যান্ত সীমিত। অধিকাংশ মানুষই ফোনে এখনো বিভিন্ন টেলি কোম্পানীর নেট ব্যাবহার করে। এক্ষেত্রে যদি সরকারী কোন বাধ্যবাধ্যকতা না থাকে তবে অচিরেই ফোন কোম্পানীগুলোর সাথে কথা বলে সামুর এই সমস্যা দূর করানোর অনুরোধ করা গেল। আর এটা যদি একান্ত আমার ফোনের কারনে হয় তবে কোন উপায়ে এই সমস্যা দূর করা যাবে জানালে বাধিত থাকব।
অন্যথায় সামু দেশের মধ্যে সরকারী নিষেধাজ্ঞা উঠে যাবার পরও অত্যন্ত স্বল্প পরিসরে ব্যাবহৃত হচ্ছে যা সামুর মত একটি বৃহৎ মাধ্যমের জন্য অনুপযুক্তও বটে। আমি বিশ্বাস করি এই সমস্যার সমাধান হলে সামু আরো বড় পরিসরে উন্মুক্ত হবে এবং সাহিত্য এবং জ্ঞান চর্চাও বৃদ্ধি পাবে।
পরিশেষে আপনার এবং আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে
সামুর একজন শুভাকাঙ্খী
শের শায়রী
০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৭
শের শায়রী বলেছেন: ধন্যবাদ। এট লিষ্ট এটুকু বুজলাম যে এটা আমার একার সমস্যা না। আশা রাখি জাদিদ দ্রুত এব্যাপারে সমস্যার সমাধান দেবে।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৩
হাবিব বলেছেন:
০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২০
শের শায়রী বলেছেন: থ্যাঙ্কস ভাই বুজতে পারছি।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সহমত।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪
শের শায়রী বলেছেন: ধন্যবাদ
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
জুল ভার্ন বলেছেন: আমি ব্রডব্যান্ড নেটওয়ার্ক থেকেও (সেল ফোলে) সামুতে ঢুকতে পারিনা। তবে ল্যাপটপ থেকে সমস্যা হয় না। কিন্তু ফেরারি জীবনে ল্যাপটপ, ডেক্সটপ নিয়ে চলাচল করা সম্ভব না।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৪
শের শায়রী বলেছেন: হুম
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৭
নীল আকাশ বলেছেন: আমি রবি থেকেও ঢুকতে পারিনা। হটস্পট সীল্ড ব্যবহার করি। ভালো বিষয় তুলে আনার জন্য ধন্যবাদ আপনাকে ভাই।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৫
শের শায়রী বলেছেন: এ এক জ্বালা ভাই। ল্যাপটপ বা বাসা ছাড়া লগইন করা যায় না।
৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি এখনো ভিপিএন ছাড়া ঢুকতে পারিনি।
বিষয়টা নিয়ে সামু টিম কাজ করছে বলে জানি।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৬
শের শায়রী বলেছেন: অনেক দিন তো হয়ে গেল, আর কতদিন ভাই!
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০২
নুরহোসেন নুর বলেছেন: গ্রামীণফোনের ইন্টারনেট থেকে ক্রোম ব্রাউজারে সামু অপেন হয়না,
আবার মাঝে মাঝে কোন ব্রাউজারেই হয়না।
আশাকরি দ্রুত সমাধান হয়ে যাবে।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৬
শের শায়রী বলেছেন: আমিও আশায় আছি ভাই।
৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: শিরোনাম দেখে তো ভয়ই পেয়েছি।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৪
শের শায়রী বলেছেন:
৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৫
অপু তানভীর বলেছেন: আমি টেলিটকের নেট ব্যবহার কি । আমার কিন্তু ঢুকতে কোন সমস্যা হয় না ।
১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৭
অপু তানভীর বলেছেন: *ব্যবহার করি
০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৮
শের শায়রী বলেছেন: তার মানে অপু ভাই শুধু সরকারই সামু খুলে দিয়েছে, প্রাইভেট ব্যান্ড উইথ ( এ্যাবাপারে আমি টেলিটক ছাড়া অন্যান্য টেলি কম্পানিগুলোকে বুজিয়েছি) গুলোতে এখনো সামু ব্লক। এতদিনে একটা সুরাহা আশা করছিলাম সামুর কাছ থেকে। কিন্তু এখনো হয় নি।
১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৫
খায়রুল আহসান বলেছেন: আমার জিপি মোবাইল ডাটা দিয়ে সামুতে প্রবেশ করা যায় না, বাসার ওয়াইফাই সংযোগ থেকে একই সেলফোন থেকে প্রবেশ করতে পারি।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১১
শের শায়রী বলেছেন: একজাক্টলি খায়রুল ভাই। আমারও একই অবস্থা মানে ওয়াইফাই (ব্রড ব্যান্ড এবং টেলিটক (এটাও সরকারী) ছাড়া অন্য কোথাও সামু ব্যাবহার করা যায় না। এটা সামুর একটা বিরাট সীমাবদ্ধতা এই মুহুর্তে।
১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৮
ফয়সাল রকি বলেছেন: রবি ব্যবহার করি। একসেস করতে পারি না।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৪
শের শায়রী বলেছেন: যা বুজলাম এক মাত্র টেলিটক এবং ব্রডব্যান্ড ছাড়া কেউ সামুতে ঢুকতে পারে না। যার মানে অতি সীমিত আকারে সামুর ব্যাবহার হচ্ছে এতে করে এক দিকে যেমন সামু পাঠক হারাচ্ছে তেমনি যারা লিখালেখি করে তারাও যথাযথ পাঠকের অভাবে উৎসাহ হারাচ্ছে। দেশের বিশাল অংশের মানুষ গ্রামীন, বাংলা লিংক, রবি নেট ইউজ করে অথচ তারা সামুতে ঢুকতে পারে না। আশা করি সামু কর্তৃপক্ষ এ ব্যাপারে নজর দেবেন।
১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩১
তারেক_মাহমুদ বলেছেন: কিছু কিছু ব্রাউজার দিয়ে সামুতে ঢুকতে সমস্যা হয় তবে অপেরা মিনি সব সময়ই ( এমনি যখন সামু বন্ধ ছিল) সামুতে ঢোকা যায়।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০১
শের শায়রী বলেছেন: থ্যাঙ্কস ভাই একটা উপায় তো অন্তত জানা হল।
১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: UC ব্রাউজারে Speed Mode ব্যাবহার করলে সব অপারেটর থেকেই সামুতে আসা যায়।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৩
শের শায়রী বলেছেন: প্লে ষ্টোরে কি UC ব্রাউজার লিখে সার্চ দিলেই পাওয়া যাবে ভাই?
১৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৬
ইসিয়াক বলেছেন: স্কুলে ব্রড ব্যান্ড লাইনে সহজে ঢুকি স্পীডে ও সমস্যা নাই কিন্তু বাসায় গ্রামীন মডেম বাংলা লিংক সীমে ভি পি এন ছাড়া ঢুকতেই পারি না । যাও বা ঢুকি নেট খুব স্লো।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৪
শের শায়রী বলেছেন: এই সমস্যার কথাই মীন করছি ভাই এবং অনেকেই ফেস করছে এই সমস্যা।
১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি এ বিষয়টি কখনো খেয়ালই করিনি
কারণ আমি বাসা ও অফিসে ব্রডব্যান্ড ব্যবহার
করি। আপনার জন্য সমবেদনা।
১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৪
শের শায়রী বলেছেন: নূরু ভাই এই সমস্যা আমার একার না একটা বিশাল অংশের মানুষের যারা সামুকে ভালোবাসে। সমবেদনার জন্য ধন্যবাদ।
১৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বিষয়টি সত্যি খুব হতাশাজনক। আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট ফোন কোম্পানীগুলোকে আনুষ্ঠানিভাবে অভিযোগ জানিয়েছি। তারা এই বিষয়টি অনুসন্ধান করে দেখছে। আমরা আশা করছি, দ্রুত এই সমস্যাটি সমাধান হবে।
১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৫
শের শায়রী বলেছেন: আশায় আছি কাভা। যত দ্রুত সমাধান হবে ততই লেখক, পাঠক এবং সামু সবাই উপকৃত হবে।
১৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১১
সেলিম আনোয়ার বলেছেন: সমস্যার আশু সমাধান কামনা করি । মডারেটর সরকার কর্তৃপক্ষের আশু শুভ দৃষ্টি কামনা করি ।
১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৬
শের শায়রী বলেছেন: আমিও আশু সমাধান আশা করছি ভাই। খুব খুশী হব।
১৯| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৩
মেহরাব হাসান খান বলেছেন: এয়ারটেল থেকেও ব্যবহার করা যায় না, তবে টেলিটক থেকে করা যায়।
১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৩
শের শায়রী বলেছেন: এক মাত্র টেলিটক আর ব্রড ব্যান্ড ছাড়া অন্য গুলো দিয়ে ঢোকা যায় না যা বুজলাম ভাই।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০
হাবিব বলেছেন: এই সমস্যা শুধু আপনার না। আমাদের সবারই। সমস্যাটি নিয়ে এরই মধ্যে জাদিদ ভাই কাজ করছে। ফেসবুক গ্রুপেও পোস্ট দিয়েছিলেন এই নিয়ে। আশা করি দ্রুতই সব দুয়ার খোলে যাবে।