নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

শের শায়রী

হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।

শের শায়রী › বিস্তারিত পোস্টঃ

আসসালামু আলাইকুম। কারও বিরক্তি উদ্রেক করলে ক্ষমা প্রার্থী

২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৫



ম্যায় আপনে ঘর মে হী আজনবী হো গয়্যা হু আকর
মুঝে ইয়া দেখকর, মেরি রুহ ডর গয়্যি হ্যায়
সহমকে সব আরজু কোনে মে যা ছুপী হ্যায়
লবে বুঝা দি আপনে চেহেরো কি হসরতোনে
কি সৌক পহচানতা নহী হ্যায়
মুরাদে দহলীজ হী পে সর রখ কে মর গই হ্যায়

ম্যায় কিস বতন কী তালাশ মে ইউ চলা থা ঘর সে
কি আপনে ঘর মে ভী আজনবী হো গয়া হু আকর।।
- গুলজার

আস সালামু আলাইকুম। আপনাদের সমীপে গুলজারের এক খানা শায়রী পেশ করলাম। যার বাংলা করলে দাড়ায়ঃ

"নিজের ঘরে নিজে এসে দেখি আমিই অপরিচিত হয়ে গেছি। আমাকে দেখে আমার আত্মা ভয় পেয়ে গেছে, আমার ইচ্ছা গুলো ভয়ে কোনে গিয়ে লুকিয়েছে, আমার আশা মুখ বন্ধ করে মৌণ হয়ে রয়েছে, আমার শখগুলো আমাকে চিনতেই পারছে না, আমার আকাঙ্খার স্বপ্নেরা ঘরের চৌকাঠে মাথা রেখে মরে পড়ে আছে।

এ আমি কোন দেশের তালাশে ঘর ছেড়ে বেরিয়েছিলাম যে নিজের ঘরে এসে নিজে অপরিচিত, এমন পর হয়ে গেলাম?"

অনেক অনেক অনেক দিন পর শের শায়রী তার ঘরে ফিরে এল, সময়ের হিসাবে তা প্রায় ছয় বছর তো হবেই। নিজের লেখাগুলোকেই নিজের কাছে অপরিচিত মনে হচ্ছে, এগুলো কি আমার লেখা! কোন এক সময়ে কি এগুলো আমি লিখছিলাম? নাকি আমি ভুল করে অন্য কারো বাড়ীতে ঢুকে পড়ছি? কিছু প্রশ্ন, কিছু ইচ্ছার জবাবে স্বর্গ, মর্ত্য পাতাল ঢুড়ে আবারো আমি আমার ক্ষুদ্র কুটিরে। কেন?



কারন মানুষ কে তার নিজের শিকড়ে ফিরে যেতেই হয়। আর যে মানুষ তার শিকড়ে ফিরতে পারে না, সে এক দুঃসহ বেদনা নিয়ে বিলীন হয়ে যায় অসীম নিলীমায়। ব্যাক্তি মানুষের সুখের ও যেমন কোন মূল্য নেই অন্য কারো কাছে তেমনি নেই দুঃসহ দুঃখের। নিজের সুখ দুঃখ নিয়ে নিজেকেই নিজের কুটির রচনা করতে হয়।

আমি ছিলাম এলেবেলে টাইপের কীবোর্ড রাইটার। নিজেকে ব্লগার দাবী করার দুঃসাহস কোনদিন ই আমার হয়নি। এখান দিয়ে দু লাইন ওখান থেকে তিন লাইন জোড়া দিয়ে কিছু একটা দাড় করিয়ে এই সামু ব্লগেই এক কালে কিছু পোষ্ট দিয়ে মানুষের বিরক্তি উদ্রেক করছি, হয়ত আবারো করব সে ইচ্ছা আছে। জানি না ইচ্ছা গুলো আমাকে কতটুকু তাড়িত করবে। আপন আত্মার ক্ষুধা নিবারনের জন্যই আমার এই কী বোর্ডে টাইপ করা, তাতে যদি কারো বিরক্তি উদ্রেক হয় আমি আগাম ক্ষমাপ্রার্থী।

এত বছর পর আমি কেন আবার কীবোর্ড নিয়ে সামুতে লিখছি? তারো জবাব আমি দেব আর একটা শায়রীতেঃ

ফকির হো কে ভী শাহী কা খু নহী যাতি
জমীপে গিরনিসে ফুলঁকো বু নহী যাতি।।
-অজ্ঞাত

"সর্বহারা দরিদ্র হয়েও আমি আমার আভিজাত্যর অভ্যাস পরিত্যাগ করতে পারছি না। পারা যায় না। কিছুতেই না।

গাছ থেকে মাটিতে ঝরে পড়লেও ফুল কি তার সুগন্ধ হারিয়ে ফেলে? বৃন্তচ্যুত হলেই কি গন্ধরাজ ফুল সৌরভহীন হয়ে যায়?"

না যায় না, যেতে পারে না।

ভালো থাকুন। সুস্থ্য থাকুন। আবারো ইনশাল্লাহ দেখা হবে।।

মন্তব্য ৭৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: অপরিচিত একজনকে পাওয়া গেল । দরিদ্র হওয়ার পরও আপনার মধ্যে যে বিলাসিতা রোগ পরিলক্ষিত হইতেছে তা দিনে দিনে আরও প্রকটাকার ধারণ করুক সেই কামনা করি। বলাবাহুল্য নিতান্ত অপরিচিত একজনকে পেয়ে ব্লগে প্রবেশ করিলাম। দিনে দিনে আপনি পরিচিত হবে সেই বিশ্বাস আমার আছে । জয় হো ।

২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২১

শের শায়রী বলেছেন: ভাইডি ভালো আছ তো? সেই ডিপার্টমেন্টে দেখ হয়েছিল। আবারো ইনশাল্লাহ শিঘ্রী হবে। কতদিন পর তাই না!

২| ২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


কিন্তু আপনাকে আমার পরিচিত মনে হচ্ছে। আমিও আমার কাছে অপরিচিত।
দুই অপরিচিত মিলে 'পরিচিত'।

চমৎকার একটি লেখা শের সাহেব! :)

২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৪

শের শায়রী বলেছেন: শুকরিয়া জনাব। আমরা যে অপরিচিতের মাঝেও নিয়ত পরিচিত। আমার কৃতজ্ঞতা জানুন।।

৩| ২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওয়ালাইকুম আসসালাম


হায় আল্লা, আপনি বেঁচে আছেন! (অনেক দিন না দেখে ভেবেছিলাম পটল ক্ষেতে বেড়াতে গিয়েছেন নাকি!) আপ্নার বেশ কিছু পোস্ট পড়া আছে। ভালোই লিখেন।(আপনি সম্ভবত আগে খুলনায় থাকতেন।)


আপনাকে দেখে বেশ ভালোলাগলো। ভালো থাকুন।

২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৪

শের শায়রী বলেছেন: আল্লাহ এখনো আমাকে আপনাদের মাঝেই রাখছেন। আলহামদুলিল্লাহ। না ভাই শুধু পটল ক্ষেত না আরো বিভিন্ন ক্ষেত আল্লাহ এর মাঝে ভ্রমন করিয়েছেন। আমি ভাই কোন দিন ই খুলনায় ছিলাম না। হয়ত অন্য কারো সাথে আমাকে এক করে ফেলছেন।

আপনার মন্তব্য আমাকে আনন্দ দিয়েছে। ভালো থাকুন।

৪| ২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৮

নীল বরফ বলেছেন: সামুতে ফিরে আসার জন্যে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনি যখন সামুতে লিখতেন, আমি তখন আপনার লেখার একনিষ্ঠ পাঠক ছিলাম। আমি কিছুদিন আগেও আপনার লেখা বসে বসে পড়ছিলাম।আপনি সবসময় আপনার লেখা দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন।
আপনার লেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম।

২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭

শের শায়রী বলেছেন: ভাই লজ্জায় ফেলে দিলেন। আমার এক নিষ্ঠ পাঠক! আমি লেখা দিয়ে সবাই কে মুগ্ধ করতে পারি কি না পারি আপনার সৌজন্যতাবোধ আমাকে শিষ্ঠতা সহ অনেক কিছুই শিক্ষা দিল। আমার কৃতজ্ঞতা জানুন এমন কমেন্টের জন্য।

৫| ২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: আশা করি এখন নিয়মিত হবেন।

+++++++++++++++++

২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৩

শের শায়রী বলেছেন: ইনশাল্লাহ ভাই।

৬| ২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৩

নেক্সাস বলেছেন: এই আমি কাকে দেখছি? আধারের সহযাত্রী কেমন আছেন?

২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৫

শের শায়রী বলেছেন: নেক্সাস ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ যখন যে অবস্থায় রাখে সে অবস্থায়ই ভালো থাকি। আপনার খবর কি? প্লীজ কীপ ইন টাচ।

৭| ২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬

নেক্সাস বলেছেন: ভাল আছি শায়রী ভাই। বহুদিন পরে আপনাকে দেখে আমার আত্মা নেচে উঠলো। আমি ভাই আছি এক রকম। আই এম ইন টাচ উইথ ইউ ডিয়ার বাড্ডি

২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

শের শায়রী বলেছেন: আ প্লেযার ব্রাদার।

৮| ২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: কেমন আছেন????


বহুওওওওও দিন পরে আপনাকে দেখলাম। ব্লগে নিয়মিত হবেন আশাকরি !

২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

শের শায়রী বলেছেন: আলহামদুলিল্লাহ ভাই। আপনি কেমন আছেন? হ্যা প্রায় অর্ধযুগ পর সামুতে লগ ইন করলাম। জানেন এই সেদিন ও একটা পুরানো পোষ্টে আপনার কমেন্ট দেখলাম।

ভালো আছেন তো ভাই। হ্যা ইচ্ছে আছে কিছু লিখার। ইনশাল্লাহ দেখা হবে।

৯| ২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: স্বাগতম।

২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই।

১০| ২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬

বিজন রয় বলেছেন: ৫ বছর পর আসলেন!!!
ভাল খবর, এবার তাহলে নিয়মিত হন।

২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫

শের শায়রী বলেছেন: জ্বি ভাই। ভালো আছেন তো। ইচ্ছা আছে কিছুদিন লেখার। দেখা হবে নিশ্চয়ই।

১১| ২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সারপ্রাইজ! !

২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৬

শের শায়রী বলেছেন: পুরানো মানুষগুলো দেখলে স্মৃতির ঝাপিটা কিভাবে যেন খুলে যায়। ভালো আছেন তো ভাই?

১২| ২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: শের লেকে ওয়াপাস আয়া
শের শায়রী
খুশবুতে ভর গায়া অঙ্গন
কেয়া কারি ;)

ওয়েলকাম ব্যাক ভায়া :)

২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৮

শের শায়রী বলেছেন: আপনার সাথে অসংখ্য স্মৃতির সুখ পাখিটা ডানা ঝাপটে উঠল। ভালো আছেন তো ভাই?

১৩| ২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

আহমেদ জী এস বলেছেন: শের শায়রী,





হ্যা....... মানুষকে ফিরতেই হয় তার শেকড়ের কাছে, আজ অথবা কাল।

দু'টো শেরই চমৎকার করে গেঁথে দিয়েছেন ফিরে আসা এই আঙিনায়। সেই আঙিনাতেই ফুটে উঠুক আরো অগনিত শের শায়রীর ফুল।

২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪১

শের শায়রী বলেছেন: অনেক কৃতজ্ঞতা ভাই। ইনশাল্লাহ দেখা হবে নিয়মিত।

১৪| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৯

রমিত বলেছেন: আমিও অনেকগুলো বছর পর আবার সামুতে এলাম।
কারণ-টা অনেকটা আপনার মতই।
ব্লগার জীবন শুরু করেছিলাম, সামুতেই।
ব্লগার হিসাবে পরিচিতিও পেয়েছিলাম সামু-র মাধ্যমেই।
সেই সামু হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় মন খারাপ হয়েছিলো।
আজ সামু মুক্ত,
সামু পরিবারে শামিল হওয়া আমার দায়িত্ব!

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:০৩

শের শায়রী বলেছেন: রমিত ভাই। নিজেকে ব্লগার দাবী করার দুঃসাহস আমার নেই। যা আছে তা শুধু আপনাদের অনুকরন করে যাওয়া এবং প্রায়শই অক্ষম অনুসরন। তবে আপনাদের সাথে থাকাও এক ধরনের আনন্দ। যে আনন্দ আমি পলে পলে উপভোগ করি।

১৫| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২৯

হিজ মাস্টার ভয়েস বলেছেন: স্বাগত ভ্রাতা। যে বেশধারণ করুন না কেন, টাইপ রাইটার চলতে থাকুক।

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৩০

শের শায়রী বলেছেন: থ্যাংকস ভ্রাতা। চলুক টাইপ রাইটার।

১৬| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৬

চাঁপাডাঙার চান্দু বলেছেন: অনেক দিন পর একটা হাজিরা খাতা খোলা হলো। লাস্ট কবি কাসাফাদ্দৌজা নোমান একটা খুলছিল, তাও ৪ বছর হয়ে গেছে। দেখি আর কে কে আসে!! :)

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৩২

শের শায়রী বলেছেন: যে মানুষটার উৎসাহ শুরু থেকে পেয়ে এসেছি সে কিন্তু তুমি চান্দু। তোমার অবদান সব সময়ই আমি স্বীকার করি।

১৭| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার মস্তিস্কে ঘিলু কিছু কম
তাই আপনাকে চিনিতে পারিলাম না।
তবে যেই হোন না কেন কথা মালা
দুরুন................................।

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১:০২

শের শায়রী বলেছেন: ভাই আমার মত নগন্যকে চিনতে না পারাটাই স্বাভাবিক। বলার মত তেমন কোন পরিচয় নাই। তারপরো এই যে আপনি না চিনেও প্রশংসা করলেন এটাই মহত্ত্বের লক্ষ্মন। আমার কৃতজ্ঞতা জানুন।।

১৮| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: স্বাগতম ভাইয়া! আমার বেশি কিছু বলার নেই! আন্তরিকভাবে স্বাগত জানাই!

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১:০৩

শের শায়রী বলেছেন: আজকে যে ব্লগে লিখতে পারছি এর জন্য সব কৃতজ্ঞতা তোমার পাওনা। আমার কৃতজ্ঞতা জান ভাইয়া।

১৯| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৪০

নীল আকাশ বলেছেন: আপনার অনেক প্রসংশা শুনেছি।
একটু আগেও একজন সিনিয়র ব্লগার আপনার ফিরে আসার নিউজ দিল।
নিজের বাসায় ফিরে আসার জন্য ধন্যবাদ দিয়ে খাট করবো না।
ইনসা আল্লাহ ব্লগডে দেখা হবে।
ভাল থাকুন, শুভ কামনা রইল।

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১:০৭

শের শায়রী বলেছেন: দিলেন তো ভাই লজ্জায় ফেলে। আমার প্রসংশা করার মত কিছু থাকতে পারে এটাই আমাকে অবাক করছে! যে করছে জানবেন সে তার মহত্ত্বম সত্ত্বা দিয়েই করছেন আমার কোন ক্রেডিট নেই।

ইনশাল্লাহ ব্লগ ডেতে দেখা হবে। ভালো থাকুন। সুস্থ্য থাকুন।

২০| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ২:০৫

আরোগ্য বলেছেন: এই প্রথম আপনার কোন লেখা পড়লাম। আশা করি এখন থেকে আপনার পোস্টের সান্নিধ্য পাবো।
ব্লগে পুনরায় স্বাগতম।

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ২:১৪

শের শায়রী বলেছেন: কৃতজ্ঞতা জানবেন। ধন্য হব পাশে রাখলে।

২১| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ২:০৫

অন্তরন্তর বলেছেন: সুস্বাগতম ব্লগার। আবার আপনার সেই আগের মত সুন্দর পোস্ট পাব ভাবতেই ভাল লাগছে। শুভ কামনা।

২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৭

শের শায়রী বলেছেন: এটা আমার অনেক বড় পাওনা আপনাদের মত মানুষদের উৎসাহ আর ভালোবাসা পাওয়া। চেষ্টা থাকবে লিখে যাওয়ার। ভালো থাকুন নিরন্তর।

২২| ২২ শে নভেম্বর, ২০১৯ ভোর ৫:৪৬

রাফা বলেছেন: অলাইকুম-আসসালাম । আপন নীরে ফিরে আসায় জানাই স্বাগতম।আবারো শের শায়রীতে বিকশিত করুন ব্লগ রাজ্য।

২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৮

শের শায়রী বলেছেন: আমার কৃতজ্ঞতা জানবেন। আদেশ শিরোধার্য্য।

২৩| ২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৪

অপু তানভীর বলেছেন: শের সাহেব, অনেক দিন পর আপনার দেখা পেলুম !
এই সামু ঘরে আপনার অপরিচিত হওয়ার কোন সুযোগ নেই । নিয়মিত লিখুন আগের মত ।

ভালবাসা নিরন্তর !

২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৫

শের শায়রী বলেছেন: অপু ভাই কেমন আছেন? পুরানো মুখগুলো দেখলে মনে সাহস আসে, তায় আবার আপনার মত একজন স্ব নামে ধন্য ব্লগারের কাছ থেকে। হ্যা নিয়মিত ই লিখব ইনশাল্লাহ।

সুখে থাকুন নিরন্তর।।

২৪| ২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৬

আল ইফরান বলেছেন: আপনার উছিলায় অনেক পুরনো (এবং হেভিওয়েট) ব্লগারদের এই পোস্টে দেখা গেলো।
আমি কবিতা/শায়েরির সমঝদার নই, কিন্তু অপেক্ষাকৃত নবীন পাঠক হিসেবে এতটুকু বলতে পারি আপনাদের ফিরে আসা ব্লগকে নিশ্চিতভাবেই তার সুন্দর সময়গুলোতে ফিরিয়ে আনবে। হ্যাপি ব্লগিং।

২২ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪০

শের শায়রী বলেছেন: এটা সত্যি কথা এখানে অনেক স্বনামে প্রতিষ্ঠিত ব্লগার মন্তব্য দিয়ে আমার মত নগন্য কে সন্মানিত করেছে, যেটা ভাই কপালগুনে ব্লগে লেখালেখির শুরুর দিনগুলো থেকে পেয়েছি। আবার এটাও ঠিক আজ যারা নবীন তারাই অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করে স্ব মহিমায় প্রতিষ্ঠিত হবে এক দিন।

আমি ভাই অতি সাধারন যার কোন লেখার হাত নেই। যে কিনা জোড়াতালি দিয়ে দুই একটা পোষ্ট দিতে পারে। তবে নিশ্চয়ই আমরা সবাই মিলে চেষ্টা করলে এই সামুকে আবারো স্ব মহিমায় উজ্জ্বল করতে পারব।

ভালো থাকুন নিরন্তর।।

২৫| ২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।

আবার হুট করে হারিয়ে যাবেন না। প্লীজ।

২২ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০০

শের শায়রী বলেছেন: ভাই ইচ্ছা করে হারাতে চাই না। জীবন জীবিকার জন্য মাঝে মাঝে এত ব্যস্ত হয়ে পড়তে হয় যে চাইলেও অনেক সময় মনের ক্ষুধা মিটাতে পারি না। সেক্ষেত্রে আমাকে ক্ষমা করবেন।

২৬| ২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার লেখার আভিজাত্যটা বিরাজ করুক চির দিন এই কামনা করি। শুভ হোক আপনার এই নব-পথচলা। ফিরিয়ে আনুক তা আগের সেই সৌরভ। ভালো থাকুন নিরন্তর।

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৯

শের শায়রী বলেছেন: আমার কৃতজ্ঞতা জানুন।

ভালো থাকুন নিরন্তর।।

২৭| ২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার আভিজাত্যময় পদচারণায় কাঁসর ঘন্টা বেজে উঠলো। দুটো শায়েরী-ই সুপার্ভ লাগলো।
শুভেচ্ছা নিয়েন।

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫০

শের শায়রী বলেছেন: মার কৃতজ্ঞতা জানবেন ভাই।

২৮| ২২ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৩

এস সুলতানা বলেছেন: আমি নতুন বন্ধু। লেখা পড়ে বুঝলাম দীর্ঘ সময় আপন নিবাস থেকে নিজেকে লুকিয়ে রেখেছিলেন। হঠাৎ সম্মুখে আসায় আমিও লেপাম আপনাকে বন্ধু রূপে।

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৩

শের শায়রী বলেছেন: স্বাগতম আপনাকে আমার এই ব্লগে।

ভালো থাকুন নিরন্তর।।

২৯| ২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৯

শের শায়রী বলেছেন: শুকরিয়া।

৩০| ২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

হাবিব বলেছেন:
পুরানো চাল নাকি ভাতে বাড়ে। আপনি আবার সো প্রমান করলেন।
ব্লগীয় টান কতটা প্রখর.......। আপনাকে তবুও সবাই মনে রেখেছেন।

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০১

শের শায়রী বলেছেন: জ্বি ভাই এটা অনেক বড় প্রাপ্তি যে অনেকেই আমাকে মনে রেখেছে।

ভালো থাকুন। সুস্থ্য থাকুন।

৩১| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
স্বাগতম ভাই!!!! :)

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৮

শের শায়রী বলেছেন: শুকরিয়া ভাই

৩২| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো আছি :)

দেখা হবে ব্লগরব্লগরে...

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৯

শের শায়রী বলেছেন: ইনশাল্লাহ ভাই

৩৩| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৮

জুল ভার্ন বলেছেন: আবার জমবে মেলা, বটতলা হাটখোলা অঘ্রাণে নবান্নে উৎসবে......

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:১৬

শের শায়রী বলেছেন: :) আবার জমবে মেলা, বটতলা হাটখোলা অঘ্রাণে নবান্নে উৎসবে

৩৪| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৯

সোনালী ডানার চিল বলেছেন:

আপনাকে দেখে খুব ভালো লাগছে।
ব্লগিং আবার সুন্দর হয়ে উঠুক!

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:১৭

শের শায়রী বলেছেন: কতদিন পর দেখা ভালো আছেন তো?

৩৫| ২০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

ইসিয়াক বলেছেন: প্রিয় ভাইজান,
ওয়া আলাই কুম আস সালাম ।
তাই তো আপনাকে আমি শুভেচ্ছা জানাইনি ......
আসলে আমি হিরা চিনতে ভুল করেছি।
কি একটা অবস্থা! :`>
দেরীতে হলেও সুস্বাগতম।
ভালোবাসা নিরন্তর

২০ শে মার্চ, ২০২০ রাত ৮:৩১

শের শায়রী বলেছেন: কবি দেখি আমার সব পুরানো পোষ্ট গুলো তছনছ করছে :P

অনেক অনেক কৃতজ্ঞতা, প্রিয় ভাই।

৩৬| ০৯ ই জুন, ২০২০ রাত ১২:২২

মিরোরডডল বলেছেন: কিভাবে আবার আসা হোলো সেটাতো জানলাম কিন্তু কেনো চলে যাওয়া হয়েছিল ?
আর ৫/৬ ইয়ারস কি করে কন্ট্রোল ছিল একদমই না আসা । কিউরিয়াস টু নো ।

০৯ ই জুন, ২০২০ রাত ১:০২

শের শায়রী বলেছেন: বোন নিজের ওপর আমার কন্ট্রোল প্রচন্ড। অন্ধকারের গহীনে ঘুরে আসছি যেখান থেকে খুব অল্প মানুষ ফিরে আসছে, আবার আলোর পথে হাটতে হাটতে অবলীলায় বাঁক নিয়েছি, যার কারনে ৫/৬ বছর ব্লগে না আসার কন্ট্রোল খুব বেশি কিছু না আমার কাছে। আজ থেকে ৭/৮ বছর আগে ফেসবুক ইউজ করতাম হাজার দশেক ফলোয়ারও ছিল। ওয়ান ফাইন মর্নিং আজ থেকে হয়ত বছর চারেক আগে ডিসিশান নিলাম ফেসবুকে থাকব না। সেদিন ই ফেসবুক শেষ :)

এর বেশি যে গল্প আছে তা তো এখানে বলতে পারব না, কোন দিন দেখা হলে সেদিন না হয় গল্পচ্ছলে শুনাব কেন গিয়েছিলাম, কেন আসছি, আমি নিশ্চিত আপনি সে রকম কিছু শোনেন নি সারা জীবনে যে গল্প আমি বলব :)

ভালো থাকুন বোন।

৩৭| ০৯ ই জুন, ২০২০ রাত ৯:৫৩

মিরোরডডল বলেছেন: কন্ট্রোল আছে জেনে ভালো লাগলো , এটা একটা বিশাল গুন । জীবনের অনেক প্রতিকূলতা থেকে সেইফ করে ।
sometimes people regret only for not to control on time.

শায়রী আমার কৌতূহল আরও বাড়িয়ে দিলো । গহীন অন্ধকারের সেই গল্পটা কবে শুনবো ।
I'm so glad to know আবার আলোর পথে বাঁক নিয়েছে জেনে ।

আমি ফেসবুক শুরু করেছিলাম ২০০৬ । একটা সময় এতই বিরক্ত হয়েছি যে আই কুইট ফিউ ইয়ারস ব্যাক ।
আমি অনলি ইনবক্স মেইন্টেইন করি । সেটাও ওয়ানস ইন আ ব্লু মুন ।

সেরকম গল্প কখনও শুনিনি, তাহলে তো অবশ্যই শুনতে হবে :)
শায়রীও যেন ভালো থাকে ।

১০ ই জুন, ২০২০ রাত ১:১৯

শের শায়রী বলেছেন: উইথ প্লেযার সিস। ভালো থাকুন সুস্থ্য থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.