নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।
ব্লগ যারা লেখেন তারা নাকি সব চেয়ে সচেতন মানুষ। দেশের ভালমন্দে এদের ই লেখনী সব চেয়ে বেশী করে জোরালো আবেদন তৈরী করে। আমি সামু ছাড়া অন্য কোথাও লিখি না। তাই সামুতে যারা নিয়মিত লেখে তাদের ই সাথে এক রকম আত্মার আত্মীয়তা অনুভব করি। অল্প কয়দিন সামুতে অবস্থানের সুবাদে বেশ কিছু আত্মীয় তোইরী হয়ে গেছে এটা বেশ জোর দিয়ে বলতে পারি।
রাজনীতি আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যেটা চলছে আমি ঘৃনা করি এটা বলতে আমার এক বিন্দু লজ্জা নেই। তবে রাজনীতির হাতে খড়ি আমার কিন্তু আজকে না সে কমপক্ষে তিন দশক আগে সবে ভোলা জিলা স্কুলে ক্লাশ ফোরে ভর্তি হয়েছি, কেন যেন ক্লাশের জ্যাঠা ছেলে মিঠু আমাকে বিন্দু মাত্র সহ্য করতে পারত না।
অল্প কয়েক দিনের মধ্যেই এক টিফিন পিরিয়ডে দলবল সহ মিঠু আমাকে ঘিরে ধরল তার প্রথম প্রশ্ন ছিল, “তুই কি আওয়ামীলীগ করিস”?
“না” আমার নির্দিধায় উত্তর
“তাইলে কি বিএনপি”?
“না” আমার আবারো কম্পিত উত্তর।
“শালা কোন পার্টি করিস না কেন?” কানের ওপর মিঠুর বিরাশী সিক্কা থাপ্পড় খাবার পর টের পেলাম মিঠুর শেষ প্রশ্ন।
এরপর মিঠুর চ্যালা চামুন্ডাদের ও কিছু আশীর্বাদ ঘাড়ে, পিঠে পড়ল আর কেন আমি কোন পার্টি করি না কেন এই প্রশ্ন চলছিলো।
আজকে এই মাঝ বয়সে এসে সেই ক্লাশ ফোরের কথা খুব করে মনে পড়ছে। আমি আসলে কোন পার্টি করি?
খুব অবাক হয়ে খেয়াল করি এখনো আমার সেই একই উত্তর আমি কোন পার্টি করি না। কেন করব? আর পার্টী করি বা না করি পার্টি করনেওয়ালাদের হাতে কিন্তু প্রায় ই আমাদের উত্তম মাধ্যম খেতে হয়।
পরিস্থিতি এক
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার কাজির হাটে গতকাল আওয়ামীলীগ মিছিলের ওপর মসজিদ থেকে ঘোষনা দিয়ে আক্রমন।
পত্রিকা মতে ৩ জন নিহত আর ১০০ ওপর আহত। অসমর্থিত সূত্রে আরো বেশী।
পরিস্থিতি দুই
হরতালের ধাক্কায় জন জীবন বিচ্ছিন্ন। দেশে কোন ফরেন ইনভেষ্টমেন্ট আসছে না। প্রচুর মানুষ চাকুরী হারিয়ে আজ বেকার জীবন যাপন করছে।
পরিস্থিতি তিন
রাজশাহীর বিভাগে ইউনিসেপের স্মস্ত কার্যকলাপ বন্ধ।
বিশ্লেষন
আজকে আওয়ামীলীগ কে মুখোমুখী দাড় করিয়ে দেয়া হয়েছে বিএনপি, জামাত আর হেফাযতে ইসলামের সাথে। দেশের আশি পার্শেন্ট মানুষ ধর্মভীরু। এমন কি আওয়ামীলীগের ও অনেক কর্মী ধর্মের ব্যাপারে নিশ্চুপ। এবং তাই হওয়া উচিত। যুদ্ধাপরাধী বিচার দাবী এদেশের সমস্ত মানুষের প্রানের দাবী। সেই দাবীকে যদি দলীয় ব্যানারে না নিয়ে এসে জাতীয় ব্যানারে করা হত তা হলে দাবী অনেক আগে বাস্তবতার মুখ দেখত।
শাহবাগ নিয়ে যখন আন্দোলন সূচনা হয় তখন আমি একটি পোষ্ট দিয়েছিলাম। শাহবাগের নেতারা আপনারা ভূল করেছেন শিরোনামে সেখানে আমি পরিস্কার উল্লেখ্য করেছিলাম আওয়ামীলীগ যদি বিএনপি কে নিয়ে এক হয়ে এই বিচার প্রক্রিয়া না করে তবে অবশ্যই এই আন্দোলন মুখ থুবড়ে পড়তে বাধ্য। এবং কার্যত তাই হয়েছে।
আমার আর একটি পোষ্ট আছে আমি কিছুটা বিভ্রান্ত নামে, সেখানে শুরুটা করেছিলাম কিছুটা নাটকীয়ভাবে “গুলশান এলাকা থেকে কিছু যুবক কিছুক্ষন আগে দুটো মাইক্রোবাসে করে এসে ধানমন্ডি এলাকায় হঠাৎ করে ঢুকে নির্বিচারে গুলি করে ১৭ জন কে হত্যা করে ৩৭ জন কে আহত করে ৩ জন কে ধরে নিয়ে যায়……. আজকে ফটিক ছড়িতে যে তান্ডব লীলা শুরু হয়েছে বা রাজশাহীতে যা দেখছি তা কি খুব কম কিছু?
সবশেষে আজকে একটা মন্তব্য পেলাম ইতিহাসের হারিয়ে যাওয়া জাতি (হিতাইত জাতি) নামক লেখায়ঃ দেখুন কি মন্তব্যঃ
রাজা ডেভিড ও হিতাইত রমনীদের আকর্ষন থেকে নিজেকে রক্ষা করতে পারেনি। হিতাইত দলপতি উরায়ার সুন্দরী স্ত্রীর সঙ্গে গোপনে অভিসার করা ছাড়াও তার স্বামীকে অন্যায়ভাবে হত্যা করে অঙ্কশায়িনী করে।"
শের শায়েরী@ আপনার এই লাইনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিং ডেভিড মানে হচ্ছেন হযরত দাউদ আলাইহিস সালাম যিনি হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম উনার পিতা। যার উপর নাযিলকৃত হয়েছিলো সম্মানিত কিতাব যাবুর শরীফ। আপনার লেখা লাইনটি এক জঘন্য মিথ্যাচার। যা ইহুদীদের প্রণিত মিথ্যা অপবাদমূলক তাফসীরগুলোতে বর্ণিত হয়েছে। ইতিহাসে যা ইসরায়েলী রেওয়ায়েত নামে কুখ্যাত।
আল্লাহ তায়ালা কুরআন পাকে অমোঘ উচ্চারণ ব্যক্ত করেন যে "নূহী ইলাইহিম"
অর্থাৎ হযরত নবী রসুল আলাইহিস সালাম উনারা আল্লাহ রব্বুল আলামীন উনার ওহী মুবারক দ্বারা পরিচালিত।
পরস্ত্রী আসক্তি নাউযুবিল্লাহ ! এধরণের অপবাদ দেওয়া কি করে একজন মুসলমানের কাজ হতে পারে?
এটা কুরআনুল মুআযযম এবং হাদিছ পাক কর্তৃক সুস্পষ্টভাবে আলোকপাতকৃত যে, সকল হযরত নবী রসুল আলাইহিমুস সালাম উনারা কবীরা ছগীরা সমস্ত প্রকার গুনাহ খতা এমনকি অপছন্দনীয় কাজ সমূহ হতেও সম্পূর্ণরুপে পবিত্র। অপাতত সংক্ষিপ্ত জবাব দিলাম প্রয়োজনে আরো বিস্তারিত জবাব দেওয়া যাবে ইনশাআল্লাহ।
অতএব এখনি হযরত দাউদ আলাইহিস সালাম ওরফে কথিত কিং ডেভিড সংক্রান্ত লাইনাটি সংশোধন করুন।
তো এই যদি হয় আজকে ব্লগের ওপর বিখ্যাত ইসলামবেত্তা আর ইসলাম সংরক্ষনকারীদের মনোভাব তবে এই ব্লগ লেখা আমার জন্য না।
এই বিখ্যাত ইসলামী চিন্তাবিদকে কি ভাবে বুজাব যে, খ্রীষ্টানরা ঈসা (আঃ) কে যীশু নামে ডাকে আর তারা যীশুকে তাদের মত করেই আকৃতি দিয়েছে। যে যীশু ওয়াইন বা মদ খায় যা খ্রীষ্ট ধর্মে কোন অন্যায় না। কিভাবে এই প্রীতম ব্লগকে বলি এটা ব্লগ এখানে যারা লেখে অনেক ই আপনার থেকে ইসলাম নিয়ে বেশী জানে।
আমি একটি ধার্মিক মুসলমান ফ্যামিলির ছেলে কিভাবে নবী রাসুলদের সন্মান দিতে হয় সেটা আমাদের প্রাথমিক শিক্ষা আদবের মধ্যে পড়ে।
ব্লগারদের কি করার আছে?
গত কিছুদিন ধরে পোষ্ট দিতে ইচ্ছা করে না। ব্লগ খুললেই দেখি আওয়ামীপন্থীরা বিএনপিপন্থীদের আক্রমন করছে অথবা বিএনপি পন্থীরা আওয়ামী পন্থীদের আক্রমন করছে। জানি না এতে কার লাভ হচ্ছে? দেশের কি হচ্ছে।
আজকে যে লাশটা পড়ছে সে হয়ত বিএনপি অথবা আওয়ামীলীগ অথবা হেফাযত সমর্থনকারী কোন নিরীহ হুযুর, যে কিনা অনেক ভূল ধারনা নিয়ে জীবন দিতে যাপিয়ে পড়ছে। আমার কাছে সে কোন রাজনৈতিক কর্মী না কোন এক মায়ের বুক খালি করা হাহাকার।
আওয়ামীলীগ বিএনপি বা ধর্ম ভিত্তিক রাজনীতি নিয়ে অনেক পোষ্ট পড়ছে সামনেও পড়বে কিন্তু আমরা ব্লগার রা কবে এক হয়ে আওয়াজ তুলব বন্ধ হোক এই জীবন নিয়ে রাজনীতি? আমরা কি পারি না অনলাইনে ৫০০০০ হাজার সাইন তুলে প্রধানমন্ত্রী ও বিরোধীদল নেত্রীকে নিয়ে বসার ব্যাবস্থা করতে?
হয়ত আপনার কাছে আরো ভাল কোন আইডিয়া আছে। আর ভাল লাগে না এই পরিস্থিতি।
এক সময় যাদের লেখা পড়ার জন্য ব্লগে আসতাম তারা কেউ আর পোষ্ট দেয়না। কেন?
১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৯
শের শায়রী বলেছেন: আশিক ভাই খুব হতাশা নিয়ে লেখাটা লিখছি।
২| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৪
স্পাইসিস্পাই001 বলেছেন: ঠিক বলেছেন শায়রী ভাই ...... এখন অনেকেই পোস্ট দেয় না .... রাজনীতির ক্যাচাল ব্লগের পরিবেশ টাই নষ্ট করে ফেলছে আস্তে আস্তে .....
অনলাইনে ৫০০০০ হাজার সাইন তুলে প্রধানমন্ত্রী ও বিরোধীদল নেত্রীকে নিয়ে বসার ব্যাবস্থা করার প্রস্তাব টা পছন্দ হয়েছে ... দেখি অন্যরা কি বলে?
অনেক ধন্যবাদ ....ভাল থাকবেন...।
১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০
শের শায়রী বলেছেন: আপ্নিও ভাল থাকবেন ভাই।
আল্লাহর কাছে মোনাজাত করি এই নষ্ট অবস্থার যেন অবসান হয় অচিরেই
৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক দিন ঝড় থেমে যাবে ,
পৃথিবী আবার শান্ত হবে ------------
১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৩
শের শায়রী বলেছেন: কবে হবে ভাই? আর যে পারি না।
ভীষন হতাশা ভর করছে
৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৪
আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। জামাত হল বাংলাদেশের জন্য একটা বিষফোড়া। বিএনপি আওয়ামীলীগ এক সাথে মিলে ওদের রুখে না দিলে কখনই সমূলে উৎপাটন করা যাবে না।
এর জন্য দরকার রাজনৈতিক সমঝোতা। দেশের স্বার্থে এই দুই দলকে সমঝোতায় আসতে হবে। যেমনটি তারা করেছিল স্বৈরাচারী এরশাদের পতনের সময়।
বাংলাদেশের অভিভাবক হিসেবে প্রেসিডেন্টই পারেন এই দুই দলের মধ্যে সমন্বয় করতে।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৮
শের শায়রী বলেছেন: ভাই বলতে পারেন কবে হবে এই রাজনৈতিক সমঝোতা?
আর কি কি ঘটলে পর এই সমঝোতা হবে? এরপর ও কি হুশ হবে না?
৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫
রুদ্র মানব বলেছেন: ভাই ব্লগে পোস্ট দিতে গেলে এখন ভয় হয় ,
কোন সময় কোন সিন্ডিকেটের ফান্দে যে পরি
তবে ব্লগে আপনার উপস্থিতি এখন অনেকটা কম লক্ষ করি। আগে তো প্রায়ই আপনার পোস্ট দেখতাম।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০০
শের শায়রী বলেছেন: ভাই উত্তর কিন্তু আপনি প্রথম দুই লাইনে দিয়ে দিছেন।
আসলেই দেখুন এই নোংরামি আমাদের সব ক্ষেত্রে ও বিস্তৃতি ঘটছে।
ভাল লাগে না ভাই এইসব।
ভাল থাকুন
৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫২
জাকারিয়া মুবিন বলেছেন:
সহমত।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০০
শের শায়রী বলেছেন: ভাই কেমন আছেন?
৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯
নুসরাতসুলতানা বলেছেন: ব্লগ দিবস পালন করতে দেখেছি।আর এখন মুক্ত বুদ্ধির ব্লগাররা দলীয় মতের বাইরে এসে একত্রিত হয়ে প্রতিবাদ কর্মসূচী পালন করতে পারেনি।অনলাইনে সাইন সংগ্রের ডাক দিচ্ছেন----উদ্যোগ ভাল , দেখা যাক ।
ভোলা জিলা স্কুলে ক্লাস ফোরের ছাত্রকে রাজনীতি নিয়ে প্রশ্ন করা ? ঘটনাটা পড়ে অবাক হলাম।তখনও এত সনত্রাস ছিল ?
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৪
শের শায়রী বলেছেন: আসলে আপু ওই প্রশ্ন রাজনৈতিক কারনে করা হয়নি, ওরা একটা ছুতা খুজছিলো আমাকে একটু উত্তম মাধ্যম দেবার জন্য।
তবে এতদিন পর এসে এটুকু বুজতে পারছি ওরা ওটা করেছিল কোন কিছু না মনে করে আর আমরা এই বয়সে এসে সেটা বুজে শুনে করি।
ভাল থাকুন
৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪
জেনো বলেছেন: সহমত।
২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৪
শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই
৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৯
ফারিয়া বলেছেন: কেননা এখন রাজনীতি ব্যাতিত কেউ কিছু নিয়ে আলোচনা করে না।
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
শের শায়রী বলেছেন: আমাদের নষ্ট রাজনীতিকরা সবাই কে নষ্টামীর দিকে টেনে নিচ্ছে
১০| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই কথায় আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী আমাদের সেই দিকটা মাথায় রেখে চলতে হয় তাই এমন কিছু হোলে মন খারাপ করবেন না। বরং স্বাভাবিক ভাবে মেনে নিয়ে আপনার মত ব্লগিং করে জান ।
সাথে আছি ভাই সবসময়।
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
১১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১০
তারছেড়া লিমন বলেছেন: শুভ নববর্ষ............।
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
শের শায়রী বলেছেন: শুভ নববর্ষ ব্রো। কেমন আছেন?
১২| ১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫৪
বাংলাদেশী দালাল বলেছেন:
আমার নিক টা নিয়েছিলাম আমি সব দল করি আবার কোন দল করিনা "সত্য বলতে ভয় পাইনা টাইপ" ইমেজ নিয়ে।
ব্লগে "মিঠুর বিরাশী সিক্কা থাপ্পড় খাবার" ভয়ে শুধু দেখে যাই।
আমরা এখনও আমার ভাইয়ের ভুলকে ভুল আর আমার শত্রুর শুদ্ধ কে শুদ্ধ বলতে প্রস্তুত হইনি।
তবে আপনার আমার আমাদের মত মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়।
শুভ কামনা।
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১২
শের শায়রী বলেছেন: ভাল থাকুন ভাই
১৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২০
স্বাধীকার বলেছেন:
শায়রী ভাই,
আপনার হতাশা ও প্রত্যাশা যৌক্তিক। সত্যিই আমরা এখন একটি অস্থির সময় অতিবাহিত করছি। হেফাজতের সাথে কথা বলতে আম্লীগের মন্ত্রীকে দৌড়ে পীরের পায়ে পড়তে দেখি, কিন্তু বিএনপির মতো প্রধান বিরোধী দলের সাথে আম্লীগ কথা বলতে লজ্জা পায়!!
এটা আমাদের বাস্তবতা যে, দেশের প্রধান বিরোধীদলকে যুদ্ধাপরাধের বিচারের সাথে সম্পৃক্ত না করে, তাদের সমর্থন না নিয়ে যুদ্ধাপরাধের বিচার নিজেদের মতো করে করতে পারলেও বিশ্বব্যাপী গ্রহনযোগ্যতা দেওয়া সম্ভব হবেনা। ইতিমধ্যেই এই বিচারটিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে-যেকোনো সমালোচনায়, রাষ্ট্র পরিচালনায় ভুলভ্রান্তির সমলোচনায় সরকার ও তাদের দালালরা সব কিছুতেই যুদ্ধাপরাধের বিচার বানচালে ভূত দেখে। অবস্থা এমন হয়েছে যে, আম্লীগই এই বিচারটি নিয়ে নানান বির্তককে উস্কে দিচ্ছে। শাহবাগ যতক্ষণ পর্যন্ত দাবী করে ‘‘যুদ্ধাপরাধীদের ফাসিঁ চাই’’-ততক্ষণ আমি তাদের সাথে শ্লোগান দিতে চাই। কিন্তু যখন তারা দাবী করে ‘‘ফাসিঁ না নিয়ে ঘরে ফিরবোনা’’ তখন আর বিচারের বিষয়টি থাকেনা। সোজা ক্রসফায়ার দিলেই পারে কিংবা বিনা বিচারেই ফাসিঁ দেওয়াই আমাদের অভিপ্রায়!! ন্যায় বিচার আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা, কিন্তু শাহবাগ এই চেতনার কথা ভুলে গিয়েছে, তারা মনে করছে বিচারহীন ফাসিঁ চাওয়াটাই চেতনা। তাহলে সংবিধান, রাষ্ট্র, সরকার, আইন আদালত, বিচার, গণতন্ত্র-এসবের আর দরকার পড়েনা। সরকারকে আইনের ভিতর দিয়েই যেতে হয়, তাই তাকে বিচার করতে হচ্ছে। নিশ্চয় আম্লীগের মুক্তিযোদ্ধাদের চেয়ে ইমরানের চেতনা বেশী হওয়ার কথা নয়। শাহবাগের পথ ধরেই হেফাজতের যে উত্থান তার দায়দায়িত্ব সরকার এবং শাহবাগের অন্তরালের কুশীলবদের নিতে হবে। এতগুলো মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতেই হবে।
একটি চুক্তি চাই-----------
যুদ্ধাপরাধের বিচার চালিয়ে যেতে হবে, যে দলই আগামীতে ক্ষমতায় আসুক-সে লক্ষ্যেই একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, বিরোধীদলীয় সকল রাজবন্দীর মিথ্যামামলা প্রত্যাহারপূর্বক তাদের মুক্তি দিয়ে আলোচনার মাধ্যমে এমন চুক্তি করতে আম্লীগকে আগে এগিয়ে আসতে হবে। আগামীতে নিরপেক্ষ নির্বাচন ছাড়া দেশের ভবিষ্যত আরো সংকটময় হতে পারে। রাজনীতিবিদদের টাকা পয়সা আছে-তারা বিপদ দেখলে বিদেশে ছেলে মেয়েদের কাছে গিয়ে দৈনিক অমিয় বানী দিতে পারবেন, মিডিয়াতে তা ফলাও করেই আসবে। কিন্তু আমরা সাধারণ মানুষ কোথায় যাবো? আমাদের জীবন ও সম্পত্তির নিরপত্তার কথা কি তাদের কখনো বিবেচনায় আসে? প্রেসে তালা কি গণতন্ত্রের পথ নাকি বাকশালের পদধ্বনি-তা বিবেচনার ভার ব্লগারদের উপর ছেড়ে দিলাম।
বড় মন্তব্যের জন্য সরি।
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
শের শায়রী বলেছেন: স্বাধীকার ভাই আপনার মন্তব্যটা ৩ বার পড়লাম।
কিন্তু কোন মন্তব্য করব না। সেইদিন ই মন্তব্য করব যেদিন সাদা কে সাদা বললে কেউ সাদার দালাল বলবে না বা নীলকে নীল বললে কেউ নীলের দালাল বলবে না।
ভাল থাকুন ভাই
১৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০১
একজন আরমান বলেছেন:
আমিও বুঝতে পারি না আসলে আমার কোন দল করা উচিৎ !!!
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
শের শায়রী বলেছেন: ভাই এই মুহুর্তে কোন দল লাগবে না বিনা দলে আছি আমরা ভাল আছি।
১৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৭
আমিনুর রহমান বলেছেন:
সহমত। রূহ কথা হলেও এটাই বাস্তব আমাদের রাজনৈতিক দলগুলো আদর্শ বলে কিছু নেই। এই এদের থেকে আশা করাটা ভীষণ বোকামি। আমি আশা করছি একটা মিরাকলের। আশা করছি হঠাৎ সকালে উঠে দেখবো এক বঙ্গবন্ধু বা এক জিয়া পুনরায় দেশের হাল ধরেছে।
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
শের শায়রী বলেছেন: আশা করছি হঠাৎ সকালে উঠে দেখবো এক বঙ্গবন্ধু বা এক জিয়া পুনরায় দেশের হাল ধরেছে
সেই দিনের প্রতীক্ষায় ভাই
১৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫
মনিরা সুলতানা বলেছেন:
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২১
শের শায়রী বলেছেন: আপু মুখ গোমড়া করার কিছু নাই। এরমধ্য দিয়েই আমরা এক দিন উঠে দাড়াব।
১৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৩
এম হুসাইন বলেছেন: ভাই, আপনার প্রশ্ন গুলোর সঠিক উত্তর আমার জানা নেই, হয়তো আমাদের অনেকেরি জানা নেই।
আপনার হতাশা ও যৌক্তিকতার মুল্যায়ন করি, শ্রদ্ধা করি। আর কিছু বলার নেই।
নববর্ষের শুভেচ্ছা নিবেন ভাই, ভালো থাকুন।
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
শের শায়রী বলেছেন: নববর্ষের শুভেচ্ছা ভাই
১৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩১
প্যাপিলন বলেছেন: খুব বেশি রকমের নষ্ট সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা, ভবিষ্যত যা ভাবি তা ভাবতেও শিউড়ে উঠি, কোন দিকে যাব? যাদের ওপর কিছুটা আস্থা ছিল তারাও এখন বড় বেশি স্বার্থবাদী পথে জায়গা করে নিয়েছে
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
শের শায়রী বলেছেন: আমার ও মনের অবস্থা একই ভাই।
ভাল থাকুন ভাই
১৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৪
ইলুসন বলেছেন: ভাই এই সময়ে দরকার অনেক ভাল ভাল পোস্ট। যদি সবাই রাজনীতি নিয়ে কাদা ছোড়াছুড়ি করে তাহলে ব্লগে পড়ার মত কোন পোস্ট পাওয়া যাবে না। আপনি আগের মত পোস্ট দিয়ে যান। পড়তে ভাল লাগে। আর এখন বিপুল প্রচারণার কারণে অনেক নতুন মানুষ ব্লগ পড়ে, তারা যদি ব্লগে এসে ভাল লেখা পায়, তাহলে ব্লগ সম্পর্কে তাদের নেতিবাচক ধারণা বদলে যাবে।
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
শের শায়রী বলেছেন: ঠিক বলেছেন ভাই, কিন্তু মাঝে মাঝে কিছু মিথ্যা পোষ্টের ভীড়ে হাপিয়ে উঠি।
অনেক ধন্যবাদ ভাই
২০| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১
রাইসুল সাগর বলেছেন: ভাই নিজের মত ব্লগিং করে যান। কে কি বললো তাতে কিছু যায় আসে না। আপনার ভাবনা আপনি লিখবেন। লিখা ভালো হইছে। শুভকামনা সব সময়।
২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
শের শায়রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
ভাল থাকুন নিরন্তর
২১| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫১
s r jony বলেছেন: আমরা সবাই বাঙালি,
আমরা সবাই রক্ষা করব আমাদের এই দেশকে
২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
শের শায়রী বলেছেন: আমরা সবাই বাঙালি,
আমরা সবাই রক্ষা করব আমাদের এই দেশকে
অবশ্য ই ভাই। এদেশ আমার। এদেশ আপনার। কোন নষ্ট রাজনীতিকের না।
ভাল থাকুন।
২২| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১
এক্সপেরিয়া বলেছেন: একটা জিনিস , ব্লগে ব্লগার এখন কম থাকে । প্রথম পাতায় রাজনীতি ব্যতীত অন্য কোন ধরণের পোস্ট পাইনা । তবে মনে আছে যেসময় সাইদীর রায় দিছিল সেসময় অনলাইনে ব্লগার ছিল ৫৫০ এর অধিক । আশার বাঁধ ভেঙ্গে যাচ্ছে । এই বাঁধ ভেঙ্গে গেলে রাজনৈতিক দলগুলোই বেশি অসুবিধায় পড়বে ।
২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
শের শায়রী বলেছেন: ঠিক বলেছ। আছে কেমন তুমি?
২৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫
ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল আপনার কথাগুলো। রাজনীতি নিয়ে লিখতে বা বলতে আম্মো খুবই অপছন্দ করি, ধর্ম নিয়ে লেখা তো দুরের কথা পড়িইনা। মাঝে মাঝে অপরিপক্ক স্বল্প শিক্ষিত ব্লগারের কাঁচা সমালোচনা বিরক্ত করে। দুএকজন তো লিখে 'এটা এভাবে লিখবেননা'। সেজন্য লেখা টেখা বাদ দিব কিনা ভাবছি। ধন্যবাদ আপনাকে।
২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
শের শায়রী বলেছেন: না ভাই লিখা বন্ধ করবেন না তাহলে ওরা পেয়ে যাবে।
ওরা জিতে যাবে। ওদের জিততে দেয়া যাবে না।
ভাল থাকুন ভাই।
২৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৭
বাংলাদেশী দালাল বলেছেন: অবনত মস্তকে আমার ব্লগে আসিবার আমন্ত্রন জানাইতেছি ।
২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
শের শায়রী বলেছেন: ভাইর কাছে ভাই অবনত মস্তকে আসে না উন্নত শিরে আসে।
দাবী নিয়ে আসে।
কেমন আছেন আপনি।
২৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২০
কালা মনের ধলা মানুষ বলেছেন: শোভন ভাই, আপনি অনেকটা আসলেন, দেখলেন, জয় করলেন - এরকম। যদিও ব্যাপারটা সহজ ছিল না। একের পর এক অসাধারন সব বৈচিত্রপূর্ণ পোস্ট দিয়ে পাঠকের মাথা নষ্ট করে দেয়া, মুখের কথা না। প্রচন্ড ডেডিকেশন না থাকলে এত অল্প সময়ে পাঠকের মনে একটা পার্মানেন্ট স্থান দখল করে নেয়া সম্ভব না। এমন খুব ব্লগারই আছে, যাদের প্রিয় পোস্টের তালিকায় আপনার কোন না কোন পোস্ট নেই !! এটা বিশাল কৃতিত্ব।
আর তাই, আপনার যেকোন লেখা কিম্বা কমেন্ট একটা প্রতিক্রিয়া সৃষ্টি করতেই পারে। আপনার উচিত লজিক দিয়ে , নিজের সুনাম অক্ষুন্ন রেখে এর জবাব দেয়া। কঠীন কাজ জানি, তারপরেও। ওইযে ওই কথাটা শুনেন নাই, মুকুট অর্জনের চে রক্ষা করা কঠিন। মনে রাখবেন, আপনি এখন সেই জায়গায়।
শুভ কামনা।
২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
শের শায়রী বলেছেন: রুমি ভাই আসলে ব্যাপারটা হল আপনাদের মত এত চমৎকার কিছু মানুষ ব্লগে আছে যে যে কাউকে আপন করে নিতে আপনাদের জুড়ি মেলা ভার। তাই তো আমার মত নগন্যজন কে কত সহজ়ে আপন করে নেন।
এখানে জয়ের কিছুই নাই। আছে কিছু অসাধারন ব্লগারদের বিশাল মনের পরিচয়।
ভাই লজ্জায় ফেলে দিলেন। কিসের মুকুট কিসের কি? আপনাদের সাথে যে আমাকে এক সাথে চলতে দিয়েছেন এই তো আমার অনেক প্রাপ্য। কখনো ভাবি নাই এত চমৎকার মানুষ আছে।
ভাল থাকুন ভাই
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৭
আশিক মাসুম বলেছেন: ধন্যবাদ আপনাকে, আসলে সময়টা অনেক বদলে গেছে।