নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।
খুব জানতে ইচ্ছে করে আজকের ছেলে মেয়েরা কি জানে প্রিয়জনের একটা চিঠির কি মূল্য? কি ভালবাসা কি নিখাদ আবেগ লুকিয়ে ছিল আমাদের সময়ের একটা প্রিয়জনের চিঠিতে? মনে হয় জানে না। মনে আছে বিরহী যক্ষ্ম অলকানন্দীনী বিরহী যক্ষ্মীর কাছে কি আবেগ দিয়ে চিঠি লিখেছিল আর সে চিঠি সে পাঠিয়েছিল মেঘের হাত দিয়ে। মেঘের হাত দিয়ে চিঠি পাঠানোর কবি কালীদাসের ‘মেঘদূত’ কাব্যে পাওয়া যায়।
আর যখন ডাক বিভাগের প্রচলন হয়নি তখন কিন্তু প্রেমিক চিঠি পাঠাতেন প্রেমিকের উদ্দ্যেশ্য পোষা পাখির পায়ে বেঁধে। প্রাচীন সাহিত্য এ রকম উদাহরন প্রচুর পাওয়া যায়। আলাউদ্দিনের ‘পদ্মাবতী’তে তো সেই শুকসারী ছিল ডাক পিওনের ভূমিকায়। ‘রাজসিংহ’ উপন্যাসে চঞ্চলকুমারী তার প্রেমিক রানা রাজসিংহের কাছে মন উজার করে চিঠি লিখছিলেন তার মত প্রেমপত্র কই পাব।
এই সময় এসে মনে হচ্ছে প্রেমপত্র লেখা আর পাওয়ার সেই মধুর রোমাঞ্চকর সময়টা পুরোপুরি হারিয়ে গেছে। কে জানে বয়সের ভারে আধুনিকতার যাতাকলে আমিও একদিন ভূলে যাব কোন এক সময় আমিও কারো চিঠি পাবার জন্য কি আকুল ভাবে অপেক্ষা করতাম। কত উৎকন্ঠা কত অধৈর্য্য বেলা যে কাটিয়েছি একটা চিঠির জন্য! এখন আর কেউ চিঠিতে প্রেম ভালবাসার কথা বলে না।
আছে ফোন, আছে ই মেইল, ইন্টারনেট চ্যাটিং বিশ্ব খুব কাছে চলে এসেছে। দুনিয়া গেছে ছোট হয়ে। শরীরটাও পরস্পরের হাতের কাছে খুব দ্রুত চলে আসে, কোথাও নেই আড়াল, নেই কোন রহস্য, নেই দূরত্ব। ভোগবাদীদের এই যুগে প্রেম যেখানে শরীরী ভাষায় কথা বলে। আমাদের সময় এক পলকে একটু দেখার জন্য প্রেয়সীর বাড়ীর সামনে সারা দিন দাঁড়িয়ে থাকা ছিল খুব সাধারন ব্যাপার।
কোন নারী আর অধীর আগ্রহে অপেক্ষা করেনা একটা চিঠির আর পুরুষের সময় কোথায় রাত জেগে নীল খামে চিঠি লিখবে? শুকিয়ে যাওয়া গোলাপ পাপড়ি আর ঝুরঝুর করে ঝরে পড়েনা চিঠি খোলার সময়। ভালবাসার আনন্দ নাকি বিচ্ছেদে এখন বিচ্ছেদের পর কোথায় তোমাকে খুজব? বিচ্ছেদের পর আমাদের দু’জনের মিলন কোথায় হবে? কোথায় তোমায় পাব? জানি পাব সুধু স্মৃতিস্বপ্নের আকাশে। যেমন পুজোর পবিত্র শুকনো ফুল অনেকদিন পরে মানুষ হঠাৎ খুঁজে পায় চিঠির পাতার ভাঁজে। তোমার পবিত্র সুখস্মৃতির ফুল তেমনি হঠাৎ খুজে পাব আমার স্বপ্নায়নের পাতার ভাঁজে। কালগ্রাসে বিবর্ন শুষ্ক। কিন্ত পবিত্র, সংরক্ষিত।
এখন আর কেউ লেখেনা-
লিখতাহু তেরি নাম খুনসে
ইসে সিহাহি না সমঝনা
মরতা হুঁ ম্যায় তেরি ইয়াদ মে
ইসে জিনা না সমঝানা
মানে “রক্ত দিয়ে তোমার নাম লিখেছি, একে তুমি কালি ভেবনা। আমি মরে যাচ্ছি তোমার কথা ভেবে একে তুমি বাঁচা বলবে না”। আমার জানতে ইচ্ছে করে এই রকম ভালবাসা প্রকাশ করে কেউ কি এখন আর চিঠি লিখে?
বঙ্কিমের বিষবৃক্ষের নায়িকা কুন্দের কথা মনে আছে? আত্মহত্যা করার আগে নিজ প্রেমিক আর সূর্যমুখীর স্বামীকে ধিক্কার দিয়ে যে চিঠি লিখছিলো কি বলবেন তাকে? স্বীকারোক্তি নাকি প্রেমপত্র? আমি কিন্তু একে ভালবাসার এক চুড়ান্ত বহিঃপ্রকাশ বলব।
তলস্তয় আর সোফিয়া পঞ্চাশ বছর সংসার করার পর পরস্পর যখন অসহ্য হয়ে ওঠে বিচ্ছেদ হয়, তারপর সোফিয়া যে চিঠি তলস্তয় কে দিয়েছিল সে চিঠি আজো কিন্তু অমর হয়ে আছে। একি সম্ভব হত আধুনিক ইন্টারনেটে বা চ্যাট মেসেজে? কি ছিল সেই চিঠি, যে চিঠি তলস্তয় ও পারে নি অস্বীকার করতে? কি ছিল সেই চিঠিতে? ‘মাই ডিয়ার ওয়ান, মাই ডারলিং, রিটার্ন হোম- লেভোচকা, মাই লাইফ লং ফ্রেন্ড, আই উইল ডু এভরিথিং, এভরিথিং দ্যাট ইউ উইশ! আই উইল কাস্ট অ্যাসাইড অল লাকসারি, ইউর ফ্রেন্ডস শ্যাল বি মাইন, আই উইল আন্ডার গো আকিওর, অ্যান্ড উইল বি মাইন। টেন্ডার, কাইন্ড। ডু কাম ব্যাক টু মি…………। ভাবুন তো একবার এই রকম আর্তি কি মোবাইলের মেসেজে সম্ভব? আর তলস্তয়? ভাবুন তো কি করছিলো এই রকম আর্তির পর?
মির্চা এলিয়াদ আর মৈত্রীয় দেবীর সেই অমর কাব্য যুগল কি পড়েছেন? না পড়লে পড়ে ফেলুন লা নুই বেঙ্গলী আর ন হন্যেতে। চিঠির কিছু ধারনা পাবেন। প্রমথ চৌধুরী ইন্দিরা দেবীকে যে চিঠি দিয়েছিলেন তা কি পড়েছেন? “আমার ওপর তুমি কি সত্যিই রাগ কর? না কখনই না, ও শুধু কপট রোষ, কি বল তাইনা? তবু আমি ভয় পাই, তোমার কাছে তো ভালবেসেই অপরাধী হয়ে আছি।ভালোবাসা কি অভিশপ্ত বস্তু হে ঈশ্বর তুমি সৃস্টি করেছো। অন্যায় না করেও সর্বদা অপরাধী সেজে বসে থাকতে হয়। সত্যি ভাবলে আশ্চর্য হতে হয়…………” আর না ইচ্ছে হলে নিজে পড়ে নিবেন।
শেষের কবিতা রবীন্দ্রনাথ লিখেছিলেন পরিনত বয়সে। কবিতার ভাষায় নিমন্ত্রনের চিঠি যাবে লাবন্যর কাছে চিঠির ভাষা হবে, চুমিয়া যেয় তুমি আমার বনভূমি/ দখিনা সাগর সমীরন/ যে শুভক্ষনে মম/ আসিবে প্রিয়তম/ ডাকিবে নাম ধরে অকারন।
উত্তরে লাবন্য আমিতের নোট বইতে লিখেছিল,” মিতা, ত্বমসি মম ভূষণং, ত্বমসি মম জীবনং, তমসি মম ভবজলধিরত্নং।
তাকে আমি দেখছিলাম এক বিবাহের অনুষ্ঠানে আমি তখন সদ্য কৈশোর উর্ত্তীন যুবক সে ছিল কিশোরী। শুরু করছিলাম “কি নাম দেব” বলে এক পর্যায়ে তাকে জটিলেশ্বরের বিখ্যাত সেই গানটি লিখে পাঠিয়েছিলাম
কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস,
আমি বলি আমার সর্বনাশ ।
কেউ বলে দখিনা, কেউ বলে মাতাল বাতাস,
আমি বলি আমার দীর্ঘশ্বাস।
কেউ বলে নদী কেউ তটিনী,
কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী –
আমিতো তারে কোনা নামে ডাকিনি –
সে যে আমার চোখের জলোচ্ছাস।
জোনাকীর নাম নাকি আঁধার মাণিক,
আমি তো দেখি আগুন জ্বলে ধিকি ধিক্ -
খর বৈশাখে প্রথম যেদিন, মেঘের মিছিলে ঐ আকাশ রঙ্গীন ...
তৃষিত হৃদয়ে বাজে আনন্দ বীণ, আমি শুনি ঝড়ের পূর্বাভাস।
(গান টা এখন আর আমি শুনি না কিছুদিন আগে আমার খুব প্রিয় একজন ব্লগার সিরাজ সাঁই ভাই আমাকে কি কথায় যেন লিরিক টা দিয়েছিল)
সে আমাকে তার শেষ চিঠি দিয়েছিল হাসপাতালের শুভ্র সাদা বেড কভারের ওপর বসে, অনেক বড় চিঠি সে চিঠি একান্ত আমার। শুধু কয়েক টি লাইন এ রকম ছিল “তোমাকে আমি এপাশ থেকে পেলুম না, কিন্তু আমি যখন আকাশের তারা হয়ে যাব অনেক দূরে, আমি জানি তুমি এপাশে সংসার করবে নিত্য আনন্দে কিন্তু যেনে রাখ আমি এক বিন্দু রাগ করব না কারন তোমার আনন্দ আমার আনন্দ, তোমার আনন্দে আমি মিশে আছি”। সে অনেক আগে আকাশের তারা হয়ে গেছে এক মরনব্যাধীতে।
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯
শের শায়রী বলেছেন: ভাই এখানে কেউ প্রেম করতে আসেনা। ভূল জায়গায় আসছেন।
২| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
Click This Link
এই পোস্টের ২২ নং কমেন্ট দ্রষ্টব্য আবার লিখতে ইচ্ছে করছিলনা তাই কপি করে দিলাম ভাই আবার অন্য কিছু মনে কইরেন না কিন্তু ক্ষমার যোগ্য নিশ্চয় হব।
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১১
শের শায়রী বলেছেন: ভাই চিঠিতে কি লিখছিলেন? এট্টু জানবার মুঞ্চায়।
৩| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯
লেখোয়াড় বলেছেন:
ভাল লিখেছেন।
+ + + + ++
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫
শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
৪| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালোবাসার মানুষরে চিঠি লেখিনাই ... তাই বোধয় প্রেমিকারে পাউ নাই !!
পোস্টে ভালোলাগা।
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯
শের শায়রী বলেছেন: তাইলে এবার লিখে দেখেন পাইলেও পাইতে পারেন ভাই
৫| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৬
মনিরা সুলতানা বলেছেন: আহ চিঠি , প্রেমপত্র হৃদয় কথন :!>
মজার ব্যাপার জানেন ভাইয়া , আমার ছেলে মেয়ে র স্কুল এ লেটার রাইটিং এন্ড ডাইরি এন্ট্রি পাঠ্য ।।
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৩
শের শায়রী বলেছেন: তাইলেই বুজেন ভাই আমরা বিনা শিক্ষায় কত কিছু লিখতাম
৬| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৫
রমনা টেক বলেছেন: আগে পোষ্টে প্লাস দেই। তার পড়তে যাই।
১১ ই মার্চ, ২০১৩ ভোর ৫:২৮
শের শায়রী বলেছেন: "আগে পোষ্টে প্লাস দেই" ভাই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এই রকম মন্তব্য পেয়ে। কি বলব ভাই আমি আবিভূত। আমার কৃতজ্ঞতা নিন।
৭| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
আই হেরে লাব করি আরও কত কত শরমের কতা যে লিখছি এহন মনে হইলে লজ্জা লাগে। কইছিলাম আমি তুমারে না পাইলে মুইরা যামু
ছি ছি ছি কি কই এইসব খোলা জায়গায়। :!> :!> :!>
১১ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৩০
শের শায়রী বলেছেন: না ভাই এইহানে আর কিছু কইয়েন না, হাকিমে চা আর বিড়ি টান্তে টান্তে হুনুম্নে
৮| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৪
রাইসুল নয়ন বলেছেন: আমি এখনও চিঠি লিখি, সেও লেখে আমাকে, তার গত জন্মদিনে যে চিঠিটা লিখেছিলাম তার দৈর্ঘ্য ২০ফুট এবং প্রস্থ ৬ ইঞ্চি
লিখতে সময় নিয়েছিলাম প্রায় ৪ মাস ।
ওর এবারের জন্মদিনে যেটা দিবো তা গত বছর ১৩মে থেকে লিখতে শুরু করেছি
১১ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৩১
শের শায়রী বলেছেন: কন কি ভাই!!!!!!!!!!!!!!!!! এই যুগে এ রকম ও হয় নাকি!!!!!!!!!!! শুনে মনটা ভরে গেল
৯| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯
তোমোদাচি বলেছেন: চিঠির আবেদন কখনও শেষ হবার নয়!!
ভাল লিখেছেন!!
১১ ই মার্চ, ২০১৩ সকাল ৭:০২
শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
১০| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭
লাবনী আক্তার বলেছেন: কৈশোরে বন্ধুদের কাছ থেকে কিছু চিঠি পেয়েছিলাম। বন্ধুদের ছেড়ে অনেক দূরে চলে এসেছিলাম। খুব খারাপ লাগত শৈশবের বন্ধুদের জন্য। যখন ওদের কাছ থেকে চিঠি পেতাম অনেক ভালো লাগত ।
তবে ভালবাসার কোন চিঠি কখনো পাইনি। তাই সেই অনুভূতিটা কেমন জানিনা। তবে বন্ধুদের কাছ থেকে যেহেতু চিঠি পেয়েছি সেটা থেকে কিছুটা হলেও বুঝি চিঠি পাওয়ার মজাই আলাদা।
১১ ই মার্চ, ২০১৩ সকাল ৭:০৫
শের শায়রী বলেছেন: বন্ধুদের কাছ থেকে পাওয়া চিঠির মজা এক ব্যাপার আর প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া চিঠি আর এক জিনিস, চিঠি পাওয়ার জন্য যে অপেক্ষা এর ও একটা আনন্দ আছে।
ভাল আছেন তো?
১১| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪
এক্সপেরিয়া বলেছেন: চিঠি দিয়ে যে আবেগ আদান প্রদান হয় সেইটা আমরা দেখলামই না ।
১১ ই মার্চ, ২০১৩ সকাল ৭:০৫
শের শায়রী বলেছেন: এই ব্যাপারটা নিয়ে তোমাদের জন্য আমার আফসোস ই হয়। সে এক অন্য অনুভূতি।
১২| ১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
স্বপনবাজ বলেছেন: হুম ! আমাদের আবেগ ও আজকাল ভার্চুয়াল হয়ে যাচ্ছে !
খুব ভালো লিখেছেন !
১১ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪৪
শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
১৩| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:০০
বাংলাদেশী দালাল বলেছেন: মিরপুর ১০ সকাল ১০ টা থিকা বিকাল ৫ টা অপেক্ষা আর অপেক্ষা 5/1/2000
১১ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪৯
শের শায়রী বলেছেন: ভাই কি এখন ও অপেক্ষা করেন!!!!????? লেটেষ্ট কি অবস্থা?
১৪| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৫
ঢাকাবাসী বলেছেন: লেখা ভাল লেগেছে।
১১ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫০
শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
১৫| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৬
জাকারিয়া মুবিন বলেছেন: পোস্টে ভাললাগা।
১১ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫০
শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
১৬| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৩
একজন আরমান বলেছেন:
নারে ভাই আজকালকার পুলাপাইনরা আর প্রেম পত্র লেখে না, লেখে এসএমএস আর ইমেল !
আপচুচ
তয় আমি কিন্তু অনেক আবেগ ভরা এসএমএস লেখছি জীবনে, এমনকি কবিতা, গানের লিরিকও !
১১ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪৯
শের শায়রী বলেছেন: ব্রো এই সব ধানাই পানাই বাদ দিয়া কন সেই সব এস এম এস, কোবতেতে কি কোন কাম হইছে ? নাকি এখনো লিক্কা যাইতেই আছেন
১৭| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৩
অদ্বিতীয়া আমি বলেছেন: খুব ভাল লাগলো ।
১১ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫০
শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ বহিন
১৮| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:২৫
তারছেড়া লিমন বলেছেন: এখন আর চিঠি লিখি না তবে চিঠি পেতে খুব মন চায়................
১১ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৪
শের শায়রী বলেছেন: কি ভাই এক সময় মনে হয় খুব চিঠি লিখতেন ? কি রকম চিঠি ভাই?
১৯| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৫
ফালতু বালক বলেছেন: লিখতাহু তেরি নাম খুনসে
ইসে সিহাহি না সমঝনা
মরতা হুঁ ম্যায় তেরি ইয়াদ মে
ইসে জিনা না সমঝান
১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৮
শের শায়রী বলেছেন: রক্ত দিয়ে তোমার নাম লিখেছি, একে তুমি কালি ভেবনা। আমি মরে যাচ্ছি তোমার কথা ভেবে একে তুমি বাঁচা বলবে না
২০| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৩
লাবনী আক্তার বলেছেন: জ্বি আলহামদুলিল্লাহ্ ! আপনি কেমন আছেন ভাইয়া??
১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৯
শের শায়রী বলেছেন: আলহামদুলিল্লাহ্ বোন। ভাল আছি কিন্তু মনটা সব সময় ই খারাপ থাকে কারন সব প্রিয়মুখ ছেড়ে অনেক দূরে সাগরে থাকি তাই।
ভাল থাকুন।
২১| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
@ বাংলাদেশী দালাল
প্রেমের প্রতীক্ষার আপডেট দিয়েন ভাই।
২২| ১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
“তোমাকে আমি এপাশ থেকে পেলুম না, কিন্তু আমি যখন আকাশের তারা হয়ে যাব অনেক দূরে, আমি জানি তুমি এপাশে সংসার করবে নিত্য আনন্দে কিন্তু যেনে রাখ আমি এক বিন্দু রাগ করব না কারন তোমার আনন্দ আমার আনন্দ, তোমার আনন্দে আমি মিশে আছি”।
১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫১
শের শায়রী বলেছেন: ভাই রে গভীর গোপন এক জায়গায় আবারো ঘা দিয়ে গেলেন।
২৩| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৬
প্যাপিলন বলেছেন: সাহসঠিক মতো সাড়া না দেয়ায় বুক পকেটের ঘামে কতযে চিঠি আদ্রতায় নেয়ে গেছে - আহ কৈশোর:
চামে একটু মার্কেটিং করে যাই
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৬
শের শায়রী বলেছেন: শেষ পর্যন্ত কি চিঠি দেবার মানূষ পেয়েছিলেন ?
২৪| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬
একজন আরমান বলেছেন:
জীবনে আমরা অনেক কিছুই করি যার কোন অর্থ থাকে না !
কোবতে তো আমি এখনও লিখি। তখন আমার কোবতের পাঠক ছিল একজন আর এখন অনেক !
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০২
শের শায়রী বলেছেন: ভাই বুইজ্জা গেছি আপনার কবিতায় কাজ হয়েছে ।
২৫| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩
একজন আরমান বলেছেন:
উহু।
হয় নাই।
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪০
শের শায়রী বলেছেন: কন কি
২৬| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭
একজন আরমান বলেছেন:
হুম।
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৪
শের শায়রী বলেছেন: খাড়ান দেশে আইয়া লই সামনের মাসের ৫ তারিক আমু আইয়াই এর একটা বিহিত করতে অবে কি কন?
২৭| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫
একজন আরমান বলেছেন:
ওয়াও আগামি মাসে আবার আসবেন !
দেখা হবে ইনশাআল্লাহ্।
তবে বিহিত হবে না !
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫
শের শায়রী বলেছেন: ভাই রে মোর কামই হইল এক মাস দেশে থাকা এক মাস বিদেশে থাকা চাকুরী টাই এমন ইনশাল্লাহ দেখা হবে অবশ্য ই। আর মিয়া কি কন বিহিত হবো না মানে হইতেই হবো ।
আমি কাল কে দুপুরের দিকে ফোন দিমুনে আপ্নারে।
২৮| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১১
একজন আরমান বলেছেন:
ওহ আচ্ছা।
১২ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২৮
শের শায়রী বলেছেন: ওকে ভাই
২৯| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯
ঝটিকা বলেছেন: লাস্ট প্যারাটা পড়ে খুব কষ্ট লাগল, যদিও আমি আপনাকে বা তাকে কাউকেই চিনি না। এমন ট্রাজেডি যদি আমার লাইফে ঘটত কত নির্ঘুম রাতে যে চোখের পানি ফেলতাম তা কে জানে!!
ঐ অর্থে আমার প্রেম পত্র পাওয়া হয়নি। কারন কখনো প্রেমই করিনি। এখন ভাবি খুব বড় ভুল করে ফেলেছি মনে হয়। জীবনের এই সাইডটা অধরায় রয়ে গেল । আগে যদি জানতাম হাবির সাথে আর যায় হোক প্রেমটা ঐ অর্থে হয় না........।
১২ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩৫
শের শায়রী বলেছেন: না না আমাদের জন্য কষ্ট পাবেন না, এতো সাময়িক বিচ্ছেদ অপেক্ষায় আছি কবে তার কাছে যাব তার মত হয়ে, মাঝে মাঝে ই সেই শায়রী বিড় বিড় করি
মৌৎ কিৎনিহি সংদিল হ্যায় মগর
জিন্দেগী সে তো মেহেরবাঁ হোগী
--- শাহীর লুধীয়ানবী
মৃত্যু যতই নিষ্ঠুর হোক না কেন জীবনের চাইতে অনেক বেশী হৃদয়বান হবে
অনন্ত ভালবাসায় আপনার জীবন ভরে উঠুক। ভাল থাকুন।
৩০| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:১১
বাংলাদেশী দালাল বলেছেন: ওই মিয়া পাগোল পাইছেন নি?? এক যুগ ধইরা অপেক্ষা কোরমু?
আমিও বাংলাদেশী দালাল আমারে ৭ ঘন্টা অপেক্ষা করাইছে আমি ৭ বছর অপেক্ষা করানের টারগেট লোইছি। ৫ শোধ বাকি ২ বছরের ধান্দায় আছি। সমস্যা হইল এখন একটা ১৬২০ ভোল্টের বেটারি আছে প্রতিদিন এক ভোল্ট কইরা বারে জত দুরেই যাই আমার বাত্তি জলতেই থাকে।
"কান্ডারী অথর্ব "ভাই
প্রেমের প্রতীক্ষার আপডেট পাইছেন?মিঠা না?????
১২ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২১
শের শায়রী বলেছেন: প্রতিরোধ প্রতিরোধ.........প্রতিশোধ প্রতিশোধ........... ভাই বাত্তিডা বাড়বেই কিছু করার নাই
৩১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬
তারছেড়া লিমন বলেছেন: আমার এক বন্ধুকে প্রতি সপ্তাহে ২ টা করে যখন সে পুলিশ ট্রেনিং এ ছিল তার পর আর লেখা হয়নি ..................
১২ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩০
শের শায়রী বলেছেন: লিমন ব্রো বুজলাম না!!!!! পুলিশ বন্ধু কে প্রেম পত্র B:-)
৩২| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৪
এম হুসাইন বলেছেন: লিখতাহু তেরি নাম খুনসে
ইসে সিহাহি না সমঝনা
মরতা হুঁ ম্যায় তেরি ইয়াদ মে
ইসে জিনা না সমঝানা
পেরেম পত্তর লিখবার মুঞ্ছায়---
পোস্টে ++++++++
আছেন কেমন ভাইডি?
১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২০
শের শায়রী বলেছেন: ভাল নাই ভাইডি খালি থাইক্কা থাইক্কা কান্দন আয়। সাগরের মধ্যেতো। খালি পানি আর পানি।
আপনি কেমন আছেন ভাইডি?
৩৩| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আবার কি রোমান্টিক বানিয়ে ছাড়বেন? আপনাকে ভাই ক-ষে মাইনাস!
অসম্ভব ভাল লাগল।
একটা ফারসি কবিতা,
যা গাইবার সময় গজল ক্যাটাগরিতে পড়ে,
অথচ মৌলিক ক্যাটাগরি হবে, নাতে রাসূল দ.,
প্রেমপত্র নয়, কিন্তু নিখাদ প্রেম! এমনধারা সৃষ্টি দুর্লভ। সেটাই নাহয় এখানে আসুক,
মারিযাম্ চাশমে জাদু এ মুহাম্মাদ!
(মুহাম্মাদ দ.'র চোখের জাদুর স্রোতে আহত আজ)
গিরাফতারাম জে গ্যায়সুয়ে, মুহাম্মাদ!
(তাঁরই বাবরির কারাগারে বন্দি আমি)
...
দিলম্ জাখমি এ আবরুয়ে, মুহাম্মাদ!
(আর হৃদয়ে রক্তক্ষরণ হয়, মুহাম্মাদের লজ্জাশীলতার স্পর্শ পেয়ে)
এই কথাগুলোও তো এক ধরনের চিঠি, তাই না? মমতা বা আকর্ষণের চূড়ান্ত।
আমাদের মেইল-কল-মেসেজের তোড়ে এই ধরনের কথাগুলোও হারিয়ে যাচ্ছে।
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫২
শের শায়রী বলেছেন: ভাই আমার এই পোষ্ট আপনার এই মন্তব্যে পূর্নতা পেল। আমার কৃতজ্ঞতা নিন। সালাম ভাই।
৩৪| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭
গ্রাম্যবালিকা বলেছেন: এই পোষ্ট আমি দেখিনি কেন?!!!
শেষের ঘটনাই প্রচন্ড কষ্ট পেলাম ভাইয়া। কি বলবো!!
মিতা, ত্বমসি মম ভূষণং, ত্বমসি মম জীবনং, তমসি মম ভবজলধিরত্নং। অর্থ কি?
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪
শের শায়রী বলেছেন: বালিকা "তুমি আমার অলংকার, তুমি আমার জীবন, তুমি আমার সাত মনিহার" ( আসলে ভবজলধিরত্নং এর বাংলা ভাবার্থ হয়না ভবজলধি মানে দুনিয়া (এখানে সমস্ত জলস্থল বুজানো হয়েছে), আর রত্নং মানে তো জানই।
আর শেষের ঘটনা যে কেন লিখলাম কে জানে? চাইনি লিখতে কিভাবে যেন টাইপ হয়ে গেল। ওটা একান্ত আমার।
৩৫| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫
তারছেড়া লিমন বলেছেন: না রে ভাই প্রেরেম পত্র তো কখনও লিখি নাই দুস্তরে স্বতনা দিতে লিখতাম এই টা প্রেরেম পত্র না......তয় একখান উৎভট পত্র পাইছিলাম কিন্তুক তার রচয়িতারে পাই নাই,,, এইটায় আপচুচ
১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮
শের শায়রী বলেছেন: যাউজ্ঞা চিন্তা মুক্ত হইলাম
৩৬| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪৩
আশিক মাসুম বলেছেন: কত হাজার চিঠি যে জীবনে লিখেছি, বেসির ভাগ ছিলো অন্য মানুষের প্রেম পত্র
১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৬:১৯
শের শায়রী বলেছেন: অন্যের চিঠিতে হাত পাকিয়ে পরে মনে হয় নিজের এক চিঠিতে বাজীমাত করছেন।
৩৭| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৬:০৪
এম হুসাইন বলেছেন: আমি তো আছি -৩ ডিগ্রি সেলসিয়াস এর মাঝে ভাইডি, কোনটা যে কান্দন আর কোনটা আইচ গলা পানি বুঝতারিনা......
দোয়া রাইখেন গো ভাই
১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৬:২৩
শের শায়রী বলেছেন: আল্লাহ আপ্নারে সর্দি কাশি দিয়া হেফাযত করুন। আমিন।
৩৮| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩৬
এম হুসাইন বলেছেন:
সুম্মা আমিন।
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২৫
শের শায়রী বলেছেন:
৩৯| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৯
আশিক মাসুম বলেছেন: হাহা নাহ চিঠি ফিথিনা নারে ভাই , ডাইরেক্ট সামনে খারাইয়া চোখের দিকে তাকিয়ে বলেছি " ভালবাসি তোমায় জীবনের তরে" । উত্তরে কয় কতদিন ধরে তোমাকে চাই আমি জনো? একথা বলতে এত দেরী কেন
১৪ ই মার্চ, ২০১৩ ভোর ৬:২০
শের শায়রী বলেছেন: বাইচ্চা গ্যাছেন ভাই, আম্নের ওই কথা কওয়ার পর ভাবী হের আব্বারে ডাক দিয়া কয় নাই আব্বা এই পোলাডা কি কয় দেহ? । আর ভাবীর উত্তরটা মনোপুত হইছে, না হওয়ার কোন কারন নাই ভাই দেখতে হবেনা পোলাডা কেডা? আমাগো আশিক ভাই ।
৪০| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২
বোকামন বলেছেন:
সম্মানিত লেখক,
আপনার লেখাটি চারবার পড়লাম .....
লাইনগুলো বুঝেও বুঝতে পারছি না ............
মনে পড়ছে -
“জীবনের রঙে মনকে টানে না,
ফুলের ওই গন্ধ কেমন জানিনা,
জোছনার দৃশ্য চোখে পড়ে না,
তারাও তো ভুলে কভু ডাকে না।”
আশাকরি আপনি বুঝে নিবেন .........................
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০১
শের শায়রী বলেছেন: আপনার লেখাটি আমার হৃদয় ছুয়ে গেল। সমব্যাথী জানবেন। কষ্টগুলো নিজের কাছে থাক আনন্দটা ভাগ হোক।
ভাল থাকুন ভাই সব সময়
৪১| ১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৩৭
বাংলাদেশী দালাল বলেছেন: ভাই আপনার এই পোস্ট আর "কান্ডারী অথর্ব "ভাই এর প্রেমের গল্প পইরা আমি একটা লেখা ১ম ও ২য় পর্ব লিকছি আপনার মতামত আশা করছি।
১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪৮
শের শায়রী বলেছেন: খাড়ান পড়তে আছি।
৪২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:০৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++++++++
চমৎকার!!!
০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
শের শায়রী বলেছেন: কৃতজ্ঞতা ভাই
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫
শামীম 776 বলেছেন: ভাই ভালো লিখেছেন। আমার এখন প্রেম করতে উচ্চা করতেছে। কেহকি আছেন?