নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।
ইসলামের দৃষ্টিতে কেয়ামতের আলামত প্রথম পর্ব (ইমাম মাহদী আঃ)
হঠাৎ করে এক সময় দুনিয়ায় দাজ্জালের কথা ব্যাপক ভাবে প্রচারিত হবে। সে হবে বিধর্মী কাফের। সে অনেক আশ্চর্য শক্তি ও ক্ষমতার অধিকারী হবে। ইহুদী সম্প্রদায় ও আল্লাহ বিরোধী সম্প্রদায় তার সাথে যোগ দেবে। দাজ্জালের এক চোখ কানা থাকবে। তার কপালে কাফির কথাটি খোদিত থাকবে। তার সাথে একটি কৃত্রিম বেহেশত ও কৃত্রিম দোযখ থাকবে। সে নিজেকে আল্লাহ বলে দাবী করবে আর ক্ষমতা বলে মানূষ্ কে মেরে ফেলে জীবিত করতে পারবে। আর এসব কাজ প্রত্যক্ষ করে বহুলোক তার অনুগত হবে।
কিন্তু ঈমানদার বান্দারা তার বিরোধিতা করবে আর তাতে সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। ইমাম মেহেদী তাকে শায়েস্তা করার জন্য যাত্রা করলে সেও বহু সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ যাত্রা করে। দাজ্জালের আত্মপ্রকাশ কিয়ামতের আন্যতম আলামত। আরবী ভাষায় দাজ্জাল মানে হল প্রতারনা করা। দাজ্জাল সত্য মিথ্যা হক এবং বাতিলের মধ্যে চরম প্রতারনা করবে বলেই তাকে দাজ্জাল নামে অভিহিত করা হয়েছে।
দাজ্জাল প্রথমে নিজেকে নবী পরে আল্লাহ বলে দাবী করবে। পরে পৃথিবীর অধিকাংশ জায়গা ঘুরে ঘুরে মানূষ কে তার দাবীর প্রতি স্মর্থন জানতে বাধ্য করবে। হাদীসে উল্লেখ্য আছে দাজ্জাল যখন পথে বের হবে তখন তার সাথে আগুন আর পানি থাকবে। লোকেরা বাহ্যত যে বস্তুকে আগুন দেখবে সেটি আসলে হবে শীতল পানি আর যাকে সে পানি হিসাবে দেখবে সেটি আসলে আগুন (বুখারী)।
কোন মুসলিম তাকে রব বলে অস্বীকার করলে দাজ্জাল তাকে আগুনে নিক্ষেপ করবে আসলে সে চলে যাবে মহা শান্তির স্থলে মানে জান্নাতে আর কেউ তাকে রব হিসাবে অস্বীকার করলে তাকে সে বেহেশতে নিক্ষেপ করবে যা আসলে তাকে অনন্ত দোযখের স্বাদ পাইয়ে দেবে। দাজ্জাল কোন ব্যক্তির মৃত্যুর পর একবার ই জীবন দান করতে পারবে
সে মক্কা মদীনা ব্যাতিত পৃথিবীর সমস্ত দেশ ভ্রমন করবে। সে মদীনায় প্রবেশের জন্য চেষ্টা করবে কিন্তু ওই সময় আল্লাহর আদেশে মদীনার সাতটি দরজাই ফেরেশতাদের পাহারায় থাকবে। তাই মদীনায়না ঢুকতে পেরে বিফল মনোরথে ফেরত যাবে। তার দৌরাত্বকাল হবে চল্লিশ দিন। এরপর হযরত ঈসা (অঃ) কর্তৃক নিহত হবে (মুসলিম)
দাব্বাতুল আরদ
“যখন ঘোষিত শাস্তি তাদের নিকট আসবে তখন আমি মাটি গর্ভ থেকে এক জন্তু নির্গত করব। এ জন্তু মানূষের সাথে কথা বলবে এই জন্য যে তারা আমার নিদর্শনে ছিল অবিশ্বাসী” (২৭ঃ২৮ নং আয়াত)
কিয়ামত সংগঠিত হবার আগে বায়তুল্লাহ শরীফের পূর্বদিকে অবস্থিত সাফা পর্বত ভূমিকম্পে ভেঙ্গে যাবে এবং সেখান থেকে এক অদ্ভূত জন্তু বের হয়ে আসবে। এই অদ্ভূত প্রানীটির মুখমন্ডল ছিল মানূষের মত, পা উটের মত, ঘাড় ঘোড়ার মত, লেজ চিলের মত, নিতম্ব হরিনের নিতম্বের মত, শিং বহু শাখা বিশিষ্ট হরিনের শিংয়ের মত আর হাত বানরের হাতের মত। উক্ত জটি ভীষন বাক পটু হবে আর খুব উচ্চমানের কথা বলবে।
সে এত দ্রুত গতিতে শহরে বিচরন করবে যে কেউ তার নাগাল পাবেনা আবার কেউ তার নাগালের বাইরেও থাকবে না। তার নিকট হযরত মুসা (আঃ) এর লাঠী থাকবে সেই লাঠী দ্ধারা মুমিন্দের স্পর্শ করবে এতে তাদের মূখমন্ডল উজ্জ্বল হয়ে ঊঠবে আর সকলে তাদের মুমিন হিসাবে চিনতে পারবে। আর সুলায়মান (আঃ) এর আংটি দ্বারা কাফিরদের নাকের ওপর ‘কাফির’ শব্দ সীল মেরে দেবে, ফলে সকলেই তাদের কাফির হিসাবে চিনতে পারবে ( আলামতে কিয়ামত)
চলবে
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭
শের শায়রী বলেছেন: অনেক ধ ন্যবাদ আপনার শুদ্ধ বাক্যর জন্য
২| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৩
মনিরা সুলতানা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ..
অনেক কিছু ভুলে গেছিলাম, ছেলে মেয়ে কে শিখানর জন্য নতুন করে জানলাম ।
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭
শের শায়রী বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ
৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৮
আশিকুর রহমান ১ বলেছেন: বিস্তারিত লিখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮
শের শায়রী বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৪| ০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০৪
দিশার বলেছেন: হাস্যকর বিসসাস . আমার মনে হয় এগুলা , টাকা খাওয়া আলেম রা লিখসে, ধর্ম কে খেলো করার জন্য। ইসলাম এর ফিলোসফি নিয়ে অনেক আলোচনা চলতে পারে। কিন্তু এই ধরনের গাল গল্প, জাস্ট ইসলাম কে light করে তুলে .
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬
শের শায়রী বলেছেন: এই আলোচনা সহী হাদীস এবং পবিত্র কোরানে উল্লেখ্য আছে যা আমার লেখায় রেফারেন্স হিসাবে উল্লেখ্য করা হয়েছে। নিজেকে যদি আপনার মনে হয় এগুলো গাল গল্প সে ক্ষেত্রে আমাদের বিশ্বাসে আঘাত করার কোন অধিকার আপনার নেই।
ইসলাম ও ফিলোসফি নিয়ে আপনি আলোচনা করতে বলেছেন সে ব্যাপার আপনার আমার ধারন করা ও আলোচনার যোগ্যতা আছে কিনা সেটা কিন্তু একটা বড় ব্যাপার
৫| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩০
যান্ত্রিক বলেছেন: ভাই, আসসালামু আলাইকুম।
দয়া করে এই ধরণের তথ্য প্রচারের ক্ষেত্রে বিস্তারিত রেফারেন্স ব্যবহার করুন। এতে আপনার লেখার গ্রহণযোগ্যতা বাড়বে।
ধন্যবাদ।
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯
শের শায়রী বলেছেন: অলাইকুম আসালাম ভাই। আপনি একটু খেয়াল করলে দেখবেন আমি কিছু যায়গায় রেফারেন্স ব্যাবহার করছি। বুখারী শরীফ, মুসলিম এবং কোথাও কোরান শরীফের আয়াত ব্যাবহার করছি। ধন্যবাদ
৬| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫১
জাকারিয়া মুবিন বলেছেন:
@দিশার, ব্লগে লেখা শুরু করলেই কেউ জ্ঞানী হয়ে যায় না। আপনার জ্ঞানের সীমাবদ্ধতা আপনার মন্তব্যেই চমৎকার ভাবে ফুটে উঠেছে।
@লেখক, মনিরা আপুর মন্তব্যের সাথে একমত। অনেক কিছু ভুলে গেসিলাম। সিরিজের জন্য ধন্যবাদ।
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
শের শায়রী বলেছেন: ধন্যবাদ জাকারিয়া ভাই
৭| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
চলুক অনেক নতুন কিছু জানার আছে।
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
শের শায়রী বলেছেন: ভাই মন টা খিচড়ে আছে। কাল কে সাগরে যাব
৮| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
দিশার বলেছেন: "এই অদ্ভূত প্রানীটির মুখমন্ডল ছিল মানূষের মত, পা উটের মত, ঘাড় ঘোড়ার মত, লেজ চিলের মত, নিতম্ব হরিনের নিতম্বের মত, শিং বহু শাখা বিশিষ্ট হরিনের শিংয়ের মত আর হাত বানরের হাতের মত। উক্ত জটি ভীষন বাক পটু হবে "
ভাই এটা পরে, বিসসাস করার মত "ঈমানের" জোর আমার নাই . দুঃক্ষিত .
০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
শের শায়রী বলেছেন: সে ক্ষেত্রে অন্যের অনুভুতিকে সন্মান করে কোন মন্তব্য না করাই বাঞ্চনীয়।
৯| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০২
ঝটিকা বলেছেন: এই দুনিয়ার কতটুকুই বা আমরা জানতে পেরেছি? কতটুকুই বা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে গৃহিত হতে পারে?
যাই হোক ভালো লাগলো আপনার এপর্বটাও। পরের পর্বে কি থাকছে?
০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৮
শের শায়রী বলেছেন: পরের পর্বে ঈসা (অঃ) আবির্ভাব নিয়ে লেখার ইচ্ছে আছে আপু।
১০| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৬
অদ্বিতীয়া আমি বলেছেন: খুব ভাল লাগল , পড়তে ।
পরের পর্বে কি ইয়াজুজ মাযুয নিয়ে লিখবেন । প্রায়ই ভাবি এই পৃথিবীর কোথায় থাকতে পারে , এই যুগেও যা মানুষের চিন্তার বাইরে !
ইয়াজুজ মাযুয নিয়ে লিখলে ইয়াজুজ মাযুয ও জুলকারনাইন, যেভাবে উনি ইয়াজুজ মাযুয কে বন্দী করেছিলেন ব্যাপার টা ও যদি পারেন লিখবেন । বিস্ময়কর মনে হয় আমার কাছে ।
@দিশার, ইসলাম ধর্মের কিছুটা বিশ্বাস , কিছুটা অবিশ্বাস, এর সুযোগ ইসলামে নেই । সহী হাদীস এবং পবিত্র কুরআন এর কোন বিষয়কে গাল গল্প বলা ঠিক না , যদি মুসলিম হয়ে থাকেন ।
০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫০
শের শায়রী বলেছেন: ইয়াজুজ মাযুয কে নিয়ে এর পরের পরে পর্বে থাকবে ইনশাল্লাহ
১১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আজ একটা বই কিনতে গেলাম সাগর পাবলিকেশন্স এ। চোখে পড়ল 'শেরশায়রী'। কী আর করা কিনে ফেললাম। এটা শচীন ভৌমিক এর সংকলন আর আনুবাদ করা। এখনো পড়া শেষ হয়নি। ভালই লাগছে।
১মটা এমন
চমনমে ইখতলাতে রঙো বুঁ সে বাৎ বনতি হ্যায়
হামই হাম হ্যায় তো কেয়া হাম হ্যায়
তুমহি তুম হো তো কেয়া তুম হো।- সারসার সালানী
এর বাংলা কি হবে?
০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩
শের শায়রী বলেছেন: Click This Link
অনেক রেয়ার বই। আমার দেয়া প্রায় সব গুলোই ওই বই থেকে নেয়া। আরো কিছু আছে আবার দেব।
আর অনুবাদ ওটা তো ওই বইতেই পাবেন
ভাল থাকুন ব্রো
১২| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮
এক্সপেরিয়া বলেছেন: চালিয়ে যান । অনেক কিছু জানতে পারলাম ।
০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪
শের শায়রী বলেছেন: ধন্যবাদ
১৩| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।
এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link
দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।
০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯
শের শায়রী বলেছেন: এ গুলো এখানে না করলেই খুশী হব
১৪| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
হুমায়ুন তোরাব বলেছেন: dowrattokal 40 bosor noi,40 din hobe vai..
r disar er post ta delet den noilo kotha katakati suru hote paRe.
gud post..
bt need a bigger details
০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০১
শের শায়রী বলেছেন: হুমায়ুন ভাই অনেক ধন্যবাদ এই ৪০ দিন / ৪০ বছর ব্যাপার নিয়ে আমি নিজেও একটু দ্বিধান্বিত। কোথাও কোথাও কিন্তু ৪০ বছর লিখছে। আপনি যদি কনফার্ম করেন আমি তা হলে চেঞ্জ করে ৪০ দিন লিখে দেই।
ভাল থাকুন ভাই
১৫| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৭
বিপদেআছি বলেছেন: কেয়ামতের সব কাহিনীকে আক্ষরিক অর্থে নেওয়া উচিত হবেনা , অনেক কিছুই মেটাফর(metaphor) হিসেবে বর্নিত আছে।
০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০২
শের শায়রী বলেছেন: এই ব্যাপারটা বুজলাম না। কাইন্ডলি যদি একটু ডিটেইল দিতেন।
অনেক ধন্যবাদ ভাই
১৬| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৬
সবুজ ভীমরুল বলেছেন: অনেকে দাজ্জালকে রপক ভেবে আধুনিক সভ্যতার সাথে গুলিয়ে ফেলে। কিন্তু সব ইসলামিক স্কলাররাই একমত যে দাজ্জাল একজন ব্যাক্তি যার থাকবে সুপার ন্যাচারাল ক্ষমতা।
আপনি হাদিসগুলো কোট করে রেফারেন্স দিয়ে দিন।
উপরে এক নোংরা ইসলাম বিদ্বেষী ইচ্ছা করেই পানি ঘোলা করছে, অ্যাভয়েড করুন।
০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩
শের শায়রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। এত নোংরামী দেখলে আসলে খারাপ লাগে। ভাল থাকুন।
১৭| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯
হুমায়ুন তোরাব বলেছেন: amar kase reference ase but dite parc na.cz kisu manush amar pise lege ase.ek2 jhamelai asi..
dazzaler 40 din ta erokom hobe..
1 din=1 bosor(akhirater)
1 din=1 month(akhirater)
1 din = 1 week(akhirater)
baki 37 din se pithibite thakbe..
eta nia oNek details kotha bolte parbo.bt blog e possible na.ek2 problem e asi..
amar fb id te request pathan..
http://www.facebook.com/humayun.torab
০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩
শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ আমি শুধরে দিচ্ছি আমার পোষ্ট।
১৮| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১০
নিয়েল ( হিমু ) বলেছেন: খুব ভাল লাগছিল পড়তে । পরের পর্বের অপেক্ষায় রইলাম ।
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২০
শের শায়রী বলেছেন: ব্রো আজকে আমি আবার দক্ষিন চীন সাগরে আসলাম। দশদিন দেশে কাটিয়ে আসার পর। আবার লিখব শীঘ্রী ভাই। ভাল থাকুন।
১৯| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬
সেলিম আনোয়ার বলেছেন: দজ্জাল কিন্তু এক চোখা হবে..আর এখনকার ক্ষমতাশালীরাও দেখবেন একচোখা সরকার ও বিরুধীদলও বুঝা যায় কানা দাজ্জাল এর আচরণ কেমন হবে?
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩০
শের শায়রী বলেছেন: ভাল বলেছ সায়েম
২০| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:০২
হুমায়ুন তোরাব বলেছেন: dazzal pithibite ashar age pithibita dazzaler jonne prostute kora hobe..
hut kore dazzal ashbe na.dazzal pithibite ashle jeno sobai take belive kre erup situation toiri hobe..
dazzaler kopale kafer lekha takbe ta kebol imandar gon e dakhte parbe..
aro details ase,kivabe dazzal mara hobe,dazzal ese ki krbe,dazzal pithibir kothai thakbe ect. ect. ect.
jodi problem na thake to apnar fb id ta diyen,r problem thkle,its okay.
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৩
শের শায়রী বলেছেন: ভাই আমি আপনার ফেবুতে রিকোয়েষ্ট পাঠাইছি
২১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৮
বিপদেআছি বলেছেন: লেখক বলেছেন: এই ব্যাপারটা বুজলাম না। কাইন্ডলি যদি একটু ডিটেইল দিতেন।
কুরানেই বলা আছে এ ব্যাপারে , অনেক কিছুই রুপক অর্থে ব্যবহার করা হয়েছে , আল্লাহই ভাল জানেন , কিছু লোক অযথা গল্প তৈরী করে নানা ভাবে ফ্যাসাদ তৈরী করে ।
Sura 3 Aale-Imran:
7. He it is Who has sent down to thee the Book: in it are verses basic or fundamental (of established meaning); they are the foundation of the Book: others are allegorical. But those in whose hearts is perversity follow the part thereof that is allegorical seeking discord and searching for its hidden meanings but no one knows its hidden meanings except Allah and those who are firmly grounded in knowledge say: "We believe in the Book; the whole of it is from our Lord"; and none will grasp the Message except men of understanding.
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৬
শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ব্যাপারটা নিয়ে আমার আরো পড়াশুনা করতে হবে। এ আমার অজ্ঞতা
২২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৭
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: এই শাইখ হামজা ইউসূফ আমার মন-মগজের একজন শিক্ষক।
তাঁকে পেয়েছি অনেক খুঁজে। আসলে খুঁজতে থাকলে পাওয়া যায়।
তাঁর কন্ঠের নমনীয়তা আর বিষয়ের চমক নতুন করে ভাবতে শিখিয়েছে। তিনি কিন্তু কন্সপিরেসি থিওরি নিয়ে পড়ে থাকা কোন ক্র্যাক নন।
সারা পৃথিবীর সবচে জনপ্রিয় দা'য়ী ইলাল্লাহ বা ধর্মপ্রচারক।
এই তথ্যটা আমরা বাংলাদেশের মানুষেরা জানি না। আমরা অন্য কাউকে সেটা মনে করি, পাশের দেশের।
মূল বিষয় হল, তিনি দাজ্জাল নিয়ে তিন ঘন্টার লেকচার সহ আরো অনেকগুলো লেকচার দিয়েছেন যা খুব হৃদয়গ্রাহী।
একটু সার্চ করতে হবে। আমার কাছে তাঁর চার পাঁচশর মত লেকচার আছে। শিখছি। জানছি।
অসম্ভব তৃপ্তির একটা ছোঁয়া পাবেন ভাই।
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪০
শের শায়রী বলেছেন: ভাই অনেক ধন্যবাদ ওনাকে নিয়ে পড়া শুরু করবো।
নিশ্চয় ই জীবন কে নতুন ভাবে চিনাবে আশা করি
২৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৫
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আমার উপরের কমেন্টটা ছিল মেটাফোরের উদ্দেশ্যেই।
আর লৌকিক অলৌকিকের সীমা যে কোথায় টানা আছে, তা আমরা বুঝতে পারি তখনি, যখন অলৌকিকের ছোঁয়া পাব। সমস্যা হল, অলৌকিকের ছোঁয়া তো পাই না।
এইজন্য ইসলামকে নিতান্ত বস্তুজাগতিক ও ইহলৌকিক ও শাসনতান্ত্রিক একটা ব্যবস্থা ভেবে তৃপ্তি পেতে চাই।
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪১
শের শায়রী বলেছেন: ভাই আপনার চিন্তা চেতনাকে আমি উপলদ্ধি করার চেষ্টা করছি আর বিস্মিত হচ্ছি!
২৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সবশেষে, পোস্ট অনেক ভাল লেগেছে। ভেবেছিলাম আলোচনার সুযোগ আছে, কমেন্ট ও পোস্টের কন্টেন্টে দেখলাম খুব একটা সুযোগ নেই। প্লাস তো দিয়েই রেখেছি। ভাল থাকবেন সব সময়।
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪২
শের শায়রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লিসানি ভাই
২৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৩
বিপদেআছি বলেছেন: @গোলাম দস্তগীর লিসানি , শাইখ হামজা ইউসূফ আমারও খুব প্রি্য় ।
২৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: শেরশায়রী ভাই, অনুবাদ আছে। কিন্তু আমার মনঃপুত হয়নি। তাই জিজ্ঞাস করলাম। আমার মনে হয়েছে, শেরশায়রীর বাংলা ভার্সন দরকার। সেটা শায়রীর মতোই শোনাবে। কবিতা বা ছন্দে। ছন্দ নাও থাকতে পারে, তবে দ্বিপদ বা চতুর্পদী হলেও চলে।
আমার প্রথম দিকের পোস্টগুলোতে কয়েকটা রূবায়েত দিয়েছিলাম সেগুলো আমারই লেখা। ১০টার মতো হয়েছে, এরপর আর এগোয়নি। আমি আসলে কোনো জিনিসে স্থির থাকতে পারিনা। এইটা আমার সবচেয়ে দুর্বলতা।
যাই হোক, ভালো থাকুন।
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৫
শের শায়রী বলেছেন: আপ্নার রূবায়াত গুলো এক করে পোষ্ট করুন না ভাই।
২৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫
নাজির বলেছেন: + দিলাম। আপনার প্র্রতিটা লেখাই আমার কাছে খুবই ভালো লাগে। ব্লগে ঢুকলেই প্রথমে আপনার লেখা খুজি
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৩
শের শায়রী বলেছেন: এ আমার অনেক বড় পাওয়া ভাই। আমার কৃতজ্ঞতা জানবেন।
২৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫০
েশখসাদী বলেছেন: ধন্যবাদ ....তবে লেখাটা অনেক ছোট হয়ে গেছে ।
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৬
শের শায়রী বলেছেন: চেষ্টা করব এরপর আরো আলোচনা করতে। ভাল থাকুন।
২৯| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৩
আমি শুধুই পাঠক বলেছেন: আজ থেকে আপনাকে অনুসরন করলাম। আপনার লেখার পাঙ্খা হয়া গেলাম।
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৬
শের শায়রী বলেছেন: আমার কৃতজ্ঞতা জানুন।
৩০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৩১
ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: এই ব্যাপারে জানার আগ্রহ আছে অনেক। শুধু কোরান আর স হী হাদিসের ভিত্তিতে কি লেখা আছে সেটা নিয়ে একটা সংক্ষিপ্ত লেখা পেলে ভালো হতো। কারন এসব হাদিস আর কাহিনীর যোগ সূত্রের মধ্যে শিয়া এবং কিছু সুন্নীরা বেশ ভালোই রং চড়িয়েছে বলে মনে হয়
তবুও আল্লাহ সর্বজ্ঞানী।
ধন্যবাদ আপনাকে
১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৩৬
শের শায়রী বলেছেন: ভাই অনেক ধন্যবাদ কিন্তু আসলে আমি প্রায় কিছুই জানি না এ ব্যাপার গুলো। খুব সামান্য জানি। আশা করি যারা জানে এই ব্যাপারগুলো তারা পোষ্ট দিয়ে আপনার আমার উভয়ের জ্ঞান কিছু বৃদ্বি করবে।
আল্লাহ সর্বজ্ঞানী।
৩১| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৭
লাবনী আক্তার বলেছেন: ইমাম মেহেদী কে সাহায্য করতে আসবে হযরত ঈসা (আঃ)।
যাক, ভাইয়া দ্বিতীয় পর্ব পড়ে ভালো লাগল।
১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১১
শের শায়রী বলেছেন: তৃতীয় পর্ব নিয়ে আসছি শীঘ্রী আপু সাথে থাকবেন কিন্তু।
৩২| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১১
আমি তুমি আমরা বলেছেন: পোস্টের শেষে এটা কোন জন্তুর কথা বললেন?
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪
শের শায়রী বলেছেন: ভাই কোরানে আছে কেয়ামতের আলামত হিসাবে এই জন্তু পৃথিবীতে আসবে। এগুলো সব কোরান হাদীসের কথা।
৩৩| ২৮ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৪৫
খসরু ওয়াহিদ বলেছেন: দাজ্জাল দাব্বাতুল আরদ কবে কিভাবে আসবে আদৌ সত্য কিনা নাকি এগুলা নিছক বানানো কাহিনি , ধর্ম ব্যাবসায়ীরা এসব করে নাস্তিক বা অবিশ্বাসীরা অনেক সময়ই এমন প্রশ্ন তুলে , তুলাটাই স্বাভাবিক কারন এসব সব কিছু গল্পের মত মনে হয় ।
আল্লাহর রাসুল(স) এ পর্যন্ত যত ভবীষ্যতবানী করে গেছেন সবই ফলেছে , বাকিগুলোও ফলবে কোন সন্দেহ নাই । বিভিন্ন ধর্মে অনেক কিছুই সিমবোলিক হিসেবে দেখানো হয়েছে , এগুলা সঠিক গবেষনা না করলে আমরা বুঝবো না । ১৪০০ বছর আগে মিশাইল বললে সাহাবারা কিছুই বুঝতো না সেটাকে তীর দিয়েই বুঝাতে হত । দাজ্জাল বা দাব্বতুল আরদ ইয়াজুজ মাজুজ সহ এমন অনেক কিছুই প্রতীকি হিসেবে দেখানো , হতে পারে । আবার আমরা যেমন কল্পনা করছি তেমনও হতে পারে । আল্লাহই ভাল জানেন । আসল কথা হল এগুলা আমাদের জন্য সতর্কবানী ।
২৯ শে মার্চ, ২০২০ রাত ২:৪০
শের শায়রী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৭
একাকী বালক বলেছেন: দাজ্জাল কোন ব্যক্তির মৃত্যুর পর একবার ই জীবন দান করতে পারবে
>>> দজ্জাল কেবল একজন ব্যক্তিরই একবার জীবন দান করতে পারবে।