নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

শের শায়রী

হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।

শের শায়রী › বিস্তারিত পোস্টঃ

আমি কিছুটা বিভ্রান্ত

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:২৪

গুলশান এলাকা থেকে কিছু যুবক কিছুক্ষন আগে দুটো মাইক্রোবাসে করে এসে ধানমন্ডি এলাকায় হঠাৎ করে ঢুকে নির্বিচারে গুলি করে ১৭ জন কে হত্যা করে ৩৭ জন কে আহত করে ৩ জন কে ধরে নিয়ে যায়। আগের জিম্মিদের ভাগ্যে যা ঘটেছে এই তিন জনের ভাগ্যেও একই ঘটনা ঘটবে ধরে নেয়া যায়। এর আগে গুলশানবাহিনী যত বার জিম্মি ধরে নিয়ে গেছে প্রতিবার গুলশান এক নাম্বার চত্বরে তাদের পুড়িয়ে মারা হয়েছে।



এর প্রতিশোধ স্বরূপ ধানমন্ডি বাহিনী গুলশান এলাকায় গেরিলা হামলা চালিয়ে ২৩ জন কে হত্যা আর ৭জন পুরুষ ও তিন জন মহিলা কে আটক করে নিয়ে গেছে এবং বরাবরের মত শুক্রাবাদ বাস ষ্টান্ডে তাদের হাত পা বেধে জবাই করা হয় আর তিন মহিলা উপুর্যপরি ধর্ষনের শিকার হয়ে মারা গেছে। তাদের মৃতদেহ রাস্তায় পরে আছে।



কি আপনাদের খুব রাগ লাগছে? কেউ কি বিরক্ত হচ্ছেন? নাকি আমার সুস্থ্যতা নিয়ে সন্দেহ পোষন করছেন? সব মানব যে শাস্তি দেবেন সেই শাস্তি মাথা পেতে নেব আমার কয়েক টি প্রশ্নের উত্তর দিন তারপর।



না উপরে উল্লেখিত ঘটনা ঘটেনি তবে যে অবস্থার মধ্যে আমরা দিন যাপন করছি তাতে অবনতি হলে এরকম হওয়া অসম্ভব কিছু না। কারন বুকে হাত দিয়ে সত্য বলুন আজকে বাংলাদেশে আমদের যুব সমাজ যে দাবী নিয়ে আন্দোলন শুরু করছিলো সেখানে ৮০% মানূষের বা তারো বেশী মানূষের সমর্থন ছিল বিধায় একে গনজাগরন নামে অভিহিত করা হয়েছিল। এই ৮০% মানূষ শুধু আওয়ামীলীগের না বিএনপির ও ছিল কেঊ এ কথা অস্বীকার করবে না।



কিন্তু তারপর কি হল?

জামাতের সূক্ষ বুদ্ধির জোরে হোক অথবা আমাদের রাজনীতির নোংরা কালচারে হোক আওয়ামীলীগ এই গনজাগরনের ধারক হয়ে গেল আর বিএনপি অনেকটা ণিশ্চূপ হয়ে প্রকারান্তে জামাতকে মৌন সন্মতি দেয় রাজনীতির কূটচাল হিসাব করে। আন্দোলন যায় দ্বিধা বিভক্ত হয়ে। ধর্মপ্রান মানূষগুলোকে চমৎকার এক চাল দিয়ে (ব্লগার মানে নাস্তিক আর মহানবীকে নাকি কটুক্তি করা হয়েছে) সামনে ঠেলে দেয়। জামাত পেয়ে যায় চমৎকার একটা হাইড আউট।



ফলাফল কি পেলাম আমরা?

একদিনে ৩০/৩২ টা লাশ তার মধ্যে পুলিশ আছে ৪ জন (আমার হিসাবে একটু গরমিল হতে পারে কারন এই সংক্রান্ত খবর আমি শুনিনা বা দেখিনা)। ইউটিঊবে নাকি ভিডিও ছাড়া হয়েছে পুলিশ খুব কাছ থেক পয়েন্ট ব্লাংক রেঞ্জে গুলি করে মানূষ মারছে আর মানূষ কিভাবে পুলিশ মারছে? কোন এক মার্কেটে ১৯ জন পুলিশ তালা বন্দী করে আগুন দিয়ে দেয়, আল্লাহর অসীম করুনা সে রকম কিছু ঘটেনি। কিন্তু না ঘটলেও যা ঘটেছে তা কম কিসে? শাবল দিয়ে থিতিয়ে নাকি মাথার মগজ বের করে নেয়।



এখন কি হচ্ছে?

এখন হাসানুল হক ইনু খালেদা জিয়াকে বলছেন জামাতের অঘোষিত আমীর। তার মানে হল সেই আওয়ামীলীগ আর বিএনপি মুখোমুখী। জামাতের দুই দিনের হরতালের সাথে বিএনপি আরো একদিন হরতাল দিল।এক দিনের হরতালে ৩০/৩৫টা লাশ সামনের দিন গুলোতে কি হবে? কি আর হবে কেঊ কেঊ বলে বসবেন আরো কিছু রাজাকার মরবে, ভাল হবে।



একটু শান্ত হোন

দেশ কিন্তু এখন এক হ য ব র ল অবস্থায় আছে। দেশের অর্ধশিক্ষিত অশিক্ষিত মাদ্রাসার ছাত্ররা কিন্তু এত কিছু জানে না তারা জানে ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে যার কারনে তারা কিন্তু জেহাদি যোশে রাস্তায় নামছে, এখানে জীবন দেয়া কিন্তু গৌরবের। কোন ফ্যানাটিক গোষ্ঠী অথবা ধর্মান্ধ মানূষ ছাড়া এভাবে জীবন দেয়া কিন্তু সম্ভব না। জামাত কিন্তু কোন ফ্যানাটিক গোষ্ঠী না। গত কয়দিন যত মানূষ মারা গেছে তাদের পরিচয় বের করুন দেখুন তারা কি করে?



একটু শান্ত হোন। এদেশের আপামর জনগন কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে সেটা প্রমানিত আর এই জাগরন কিন্তু সম্ভব হয়েছিল আপনাদের ডাকে। আপনারা আবারো ডাক দিন সারা বাংলা এক হবার জন্য। আমি আগেও বলছি এখন ও বলছি এদেশে আওয়ামীলীগ বিএনপি এক না হলে যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব না। গায়ের জোরে কথা বলবেন না। এদেশে বিএনপি আওয়ামীলীগ এক না হলে এত বড় বিচার সম্ভব না। যেখানে আওয়ামী বিএনপি র শক্তি প্রায় সমানে সমান।



কার দোষ?

কার দোষ কার গুন এই মুহুর্তে আমি বিচার করব না আমি আর একটা জীবন হানি চাইনা। চাইনা কোন পুলিশের নৃশংস মৃত্যু খবরের কাগজে পড়তে। ব্যাপারটা ভাল কিছু হচ্ছে না আজকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবী থেকে বেশী পোষ্ট পরে আওয়ামীলীগ বিএনপি কুৎসা রটনা করে। আমরা আমদের লক্ষ্য থেকে সরে গেছি। জামাত চলে গেছে আন্ডারগ্রাউন্ডে।

তাহলে কি এই বিচার হবে না?



হবে অবশ্যই হবে জনগনের দাবীর যে শক্তি সেই শক্তি আমরা আর একবার প্র্য়োগ করি। আরেকবার আমরা কি পারিনা উভয় নেত্রীকে এক হয়ে বসে এই দেশের এই অচল অবস্থা নিরসনে বাধ্য করতে? যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে উভয়কে ঘোষনা দিতে বাধ্য করতে। ভূলে যাবেন না বিএনপি কিন্তু এক পর্যায়ে গনজোয়ারকে সমর্থন দিয়েছিল।



এই রকম অবস্থা যদি চলতে থাকে মানে পুলিশ জনগন যুদ্ধ তা হলে কি আপনি মনে করেন ভাল কিছু হবে? যে রকম যুদ্ধংদেহী আচরন করে ব্লগে অনেকে পোষ্ট দিচ্ছেন আপনি। কি প্রস্তুত চোখের সামনে আপনার বন্ধু ভাইর মৃতদেহ দেখতে? গত কয়েকদিন ধরে দেশে থমথমে অবস্থা বিরাজ করছে, কোথাও নিরাপত্তা নেই হাওয়ায় শুধু গুজব ভেসে বেড়াচ্ছে। স্ত্রী চিন্তা করে স্বামীর জন্য, স্বামী চিন্তা করে সন্তানের জন্য, ভাই চিন্তা করে বোনের জন্য।



একটু খেয়াল করুন

এই ব্লগে ৩/৪ মাস আগেও যারা নিয়মিত লিখত অথবা একটা নির্দৃষ্ট গ্যাপে লেখা দিতেন তারা অনেকেই আজকে অনিয়মিত যারা আন্দোলন শুরুতেও বিভিন্ন উৎসাহ মূলক লেখা দিয়ে আন্দোলন কে বেগবান করছেন তারা এখন অনেকেই নিশ্চুপ। কেন? এটা যারা নিয়মিত ব্লগে কাটান তারা ব্যাপারটা নিশ্চয় ই খেয়াল করছেন কোন ব্যাপারে কি আপনারা দ্বিধান্বিত?



আমি এবং আমার মত অনেকেই একটা সমন্বিত আন্দোলনে অংশগ্রহন করেছিলাম ‘রাজকারের ফাসি হোক’ এখনো করব। কিন্তু বিচার চাইতে এসে আজকে যে আমাকে আওয়ামীলীগের পক্ষে গিয়ে বিএনপির নামে কুৎসা গাইতে হবে অথবা বিএনপিতে এসে আওয়ামীলীগের গীবত গাইতে হবে আমি এ রাজনীতি করব না কারন এই দেশে জামাত আর জাতীয় পার্টি বাদ দিলে অর্ধেক আওয়ামীলীগ আর অর্ধেক বিএনপি আমার ই কোন ভাই আওয়ামীলীগ করে আবার কোন ভাই বিএনপি করে এই পরিস্থিতি যদি আরো ক্রমাবনতি হয় তাহলে আজকে জামাত শিবিরের ফাদে আর একবার পড়ে আমি আমার ভাইর লাশের ওপর দিয়ে আওয়ামীলীগ বিএনপি রাজনীতি করব না। আমার কাছে পার্টির থেকে ভাই বড়।



দেশে আওয়ামী বিএনপি সংগাত যত রক্ত ক্ষয়ী সংগর্ষের দিকে এগোবে জামাতের জন্য তত সুবিধা হবে আমরা সাধারনরা কেন একসাথে হয়ে ছিলাম? হয়েছিলাম কি যুদ্ধাপরাধী তথা জামাত নিষিদ্ধ আন্দোলনে আওয়ামীলীগ বিএনপি র কাদা ছোড়া ছুড়ি দেখার জন্য না?



আমার কথা হল আজকের এই তথ্যপ্রবাহের যুগে মানূষের বিচার বিবেচনা অনেক বেড়ে গেছে এখনকার ভোটার রা কিন্তু অধিকাংশ সচেতন। ৫০% ভোটার কিন্তু এখন ফ্রি ল্যান্স মানে কোন পার্টি নাই ৫ বছর এক একটা শাষন তিক্ত ভাবে দাত মুখ খিচিয়ে হজম করে পরের পাচ বছর আবার সহ্য করার জন্য। নগদে হাতে একটা ভোট থাকে ওই ভোট খানা প্রয়োগ করে ছোট্ট একখান লাথি দেয় ৫ বছরের জন্য কিন্তু যে আসে সে যে কি করবে তাও জানে।



আমার কথা পরিস্কার যুদ্ধাপরাধীদের কোন ক্ষমা নাই। ইহুদীরা এখন ও খুজে বেড়াচ্ছে সেই ১৯৪৫ সালের কোন নাযী বেচে আছে কিনা তা খুজে বের করার জন্য আমরা ও থামব না কিন্তু কথা হল আমাদের নেতৃরা কি চায়? আপ্নারা কি চান ভাই ভাইর রক্ত ঝরাবে না আপনারা এক হয়ে বসবেন? আর ওনারা যদি একনা হয় আমরা কি পারিনা আবার একটা ডাক দিতে হবে। জামাত কিন্তু অল রেডী ভাঙ্গন ধরিয়ে দিছে এখন কি আমি জামাতের ফাদে পা দিয়ে আওয়ামী বিএনপি মারামারি করব? না জামাতের বিচার নিশ্চিত করার জন্য জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকব।



খেয়াল করুন

এরশাদ সাহেব কিন্তু জামাতের থেকে অনেক ক্ষমতাধর ছিলেন সেই এরশাদ সাহেবকে কিন্তু দুই নেত্রীর ঐক্যবদ্ধ আন্দোলনে হাতে গোনা কয়েকদিনের মধ্যে ক্ষমতাচ্যুত হন।



মন্তব্য ৬৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩৪

রাজীব বলেছেন: ঠিক

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৮

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই

২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩৬

মুহসিন বলেছেন: খাঁটি কথা।

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৮

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই উনারা দেশের সব মানুষরে মনে করে আহাম্মক কিন্তু আমি ওদের মনে করি আরও বড় আহাম্মক ।

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩

শের শায়রী বলেছেন: ভাই আমাদের সবচেয়ে বড় সমস্যা ওই আহন্মক গুলোর কাছে আমাদের সব আশা আকাঙ্খা জিম্মি। কই যাব?

৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

তারছেড়া লিমন বলেছেন: মানুষ মরে আশায় .......দেশ মরে ভালবাসায়।।।

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

শের শায়রী বলেছেন: ভাই দেখলাম। কি লাভ বলুন তো। কবে যে ঠিক হবে আল্লাহ মালুম।

৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪৬

নুসরাতসুলতানা বলেছেন: খেয়াল করুন -শুধু এ প্যারার বিষয়ে মন্তব্য -৯০ এর আন্দোলনের কথা শুনেছি খুব কাছ হতে। ৯০ এর আন্দোলন সফল হওয়ার পেছনে ছাত্রদের অসাধারন গৌরবময় যে ভূমিকা তা নিয়ে একটি পোষ্ট দিন।

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৮

শের শায়রী বলেছেন: ভাল কথা বলেছেন খুব শীঘ্রী ৯০ এ আন্দোলনে ছাত্র ভূমিকা নিয়ে একটা পোষ্ট দেব।

৬| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪৮

মনিরা সুলতানা বলেছেন: :|

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০০

শের শায়রী বলেছেন: জ্বি ম্যাডাম যাহা বলেছি সত্য বিশ্বাস করেই বলেছি।

৭| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৫০

মাক্স বলেছেন: কয়েকটা সত্য কথা বলে ফেলেছেন।

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০৩

শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ মাক্স ভায়া। এ এক আজব জায়গা সত্য কথা বললেও কিছু হয়না আবার মিথ্যা কথা বললেও কিছু হয়না। কি যে করি কিছুই বুজছিনা।

৮| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৫৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: চমৎকার বিশ্লেষণ। সবার আগে আমার ভাই। আমি ও চাই না এই দেশে কারো রক্তপাত হোক।

তবে দেশের ললাটে কালিমা পরতে আর দেরী নেই। আমি নির্ভয়ে চলাচল করতে পারবো না, এইটা মানতে পারছি না। আমার মা বলছেন, তুমি তোমার অফিসের কাছে কোনো হোটেলে থাক।

আমার এক বন্ধু অফিসে তিন দিন থাকতে চায় জানিয়ে তার বস কে জানায়। আমরা কোথায় চলেছি?

এটা সবার কাছে প্রশ্ন? সরকার, বিরোধী দল, জামাত, শাহবাগের আন্দোলনকারীদের কাছেও এই প্রশ্ন। কেউ কি একটু ভেবেছেন দেশের অর্থনীতি কোথায় গেছে? কোথায় যাচ্ছে? দেশের বিনিয়োগের কোনো জায়গা নেই। কয়েকদিন আগে আর্থিক প্রতিষ্টানগুলোতে যে তারল্যের সমস্যা ছিলো, এখন তারল্য একটা সমস্যা হয়ে দেখা দিচ্ছে, কেন? আমি চিন্তা করতে পারিনা। আমার চিন্তা থমকে আসে। আমি সামনে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পারছি না। এই তিমির যত দ্রুত কাটিয়ে উঠবে দেশ, জাতির তত মঙ্গল হবে।

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

শের শায়রী বলেছেন: ভাই কেন এমন হবে? কেউ ঘর থেকে বের হলে পরিজন দুশ্চিন্তায় অস্থির থাকে যতক্ষন না বাসায় ওই সদস্য ফেরত আসে। কেন? তিনদিন হরতাল পালন করছি কেন? এ কোন দেশে আছি?

৯| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:০৩

ঘুমকাতুর বলেছেন: :| :| :|

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

শের শায়রী বলেছেন: :| :| :|

১০| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:০৩

হাঁড় = ঘাঁড় বলেছেন:

যে রকম যুদ্ধংদেহী আচরন করে ব্লগে অনেকে পোষ্ট দিচ্ছেন আপনি। কি প্রস্তুত চোখের সামনে আপনার বন্ধু ভাইর মৃতদেহ দেখতে?

জামাত কিন্তু অল রেডী ভাঙ্গন ধরিয়ে দিছে এখন কি আমি জামাতের ফাদে পা দিয়ে আওয়ামী বিএনপি মারামারি করব?

এদেশের আপামর জনগন কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে সেটা প্রমানিত আর এই জাগরন কিন্তু সম্ভব হয়েছিল আপনাদের ডাকে। আপনারা আবারো ডাক দিন সারা বাংলা এক হবার জন্য।

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

শের শায়রী বলেছেন: এই যুদ্ধ যুদ্ধ খেলা সহ্য হচ্ছেনা। আমি কার বিরুদ্ধে মারামারি করছি? রাস্তায় কি কোন জামাত আছে?

১১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:১২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: জামাত কিন্তু অল রেডী ভাঙ্গন ধরিয়ে দিছে এখন কি আমি জামাতের ফাদে পা দিয়ে আওয়ামী বিএনপি মারামারি করব? না জামাতের বিচার নিশ্চিত করার জন্য জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকব।[/sb

আমি কিন্তু বলবো এই ভাঙ্গনের জন্য জামাত যতটা দায়ী ততখানি দায়ী বামপন্থী রাজনীতিবিদরা। যারা আওয়ামীলীগের ঘাড়ে চেপে বসে আছে, যেমনি জামাত চেপে বসেছে বি, এন, পি এর ঘাড়ে। জামাতের তো তাও কিছু ভোট আছে। এদের নেই কিছুই। তবু এদের বড় বড় কথা আর বাগাড়ম্বর! জামাতের মতো, এদের কেউ বয়কট করা উচিত। দেশ এবং জাতির প্রতি তাদের যেমন কোনো কমিটমেন্ট নেই, তেমনি দেশের অর্থনীতির প্রতিও তাদের অবদান নেই। তাই তাদের বড় বড় কথা আমরা কিছুতেই শুনতে রাজী না, কেননা তারা গণতন্ত্রেই বিশ্বাসী না।

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

শের শায়রী বলেছেন: এই ভাঙ্গনের জন্য জামাত যতটা দায়ী ততখানি দায়ী বামপন্থী রাজনীতিবিদরা। যারা আওয়ামীলীগের ঘাড়ে চেপে বসে আছে, যেমনি জামাত চেপে বসেছে বি, এন, পি এর ঘাড়ে। জামাতের তো তাও কিছু ভোট আছে। এদের নেই কিছুই। তবু এদের বড় বড় কথা আর বাগাড়ম্বর! জামাতের মতো, এদের কেউ বয়কট করা উচিত। দেশ এবং জাতির প্রতি তাদের যেমন কোনো কমিটমেন্ট নেই, তেমনি দেশের অর্থনীতির প্রতিও তাদের অবদান নেই। তাই তাদের বড় বড় কথা আমরা কিছুতেই শুনতে রাজী না, কেননা তারা গণতন্ত্রেই বিশ্বাসী না।



এই ব্যাপারটা আমি কখনো চিন্তা করি নি। আপনি একটা ভাল চিন্তার খোরাক দিয়েছেন। আসলেই তো এরা কিসের বলে রাজনীতি করে? আওয়ামীলীগের গাঢ় ভেঙ্গে খাচ্ছে।

১২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৩১

সাউন্ডবক্স বলেছেন: খুব ই ভাল লিখেছেন। এইপস্ট থেকেই আর একটি আন্দোলনে ডাক দেয়া হোক। যেই যে আন্দোলনে কোনো প্রকার আওয়ামী দালাল, বিএনপি দালাল, বা কোনো রাজনেইতিক দলের কোনো দালাল থাকতে পারবে না।

বিসসাস করুন, অনেক মানুস পাবেন। অনেক পাবেন। সাহাবাগে তো এখন মানুস অনেক টা পরিস্থতি না বুঝেই চলে যাচ্ছে। এখানে মানুস বুঝে আসবে।

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

শের শায়রী বলেছেন: মানূষ পেতে হবে না। শুধু আল্লাহর কাছে বলি মানূষগুলোর যেন শুভ বুদ্ধির উদয় হয়।

১৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৩২

সাউন্ডবক্স বলেছেন: আমরা আর একটি আন্দলন চাই যে আন্দোলনের বিসয় হবে নোংরা রাজনীতি থেকে দেশকে বাচানোর আন্দোলন।

পোস্ট টি স্টিকি করা হোক.।.।।

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

শের শায়রী বলেছেন: সহমত। দেশটা নোংরা রাজনীতিতে ডুবে আছে।

১৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৩৫

ডার্ক হর্স রাইডার বলেছেন: মাক্স বলেছেন: কয়েকটা সত্য কথা বলে ফেলেছেন।

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

শের শায়রী বলেছেন: কি করব ভাই চুপ করে থাকতে চাই কিন্তু কিভাবে যেন কিছু কিছু বের হয়ে আসে।

১৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:২৬

ফাহমিদ বলেছেন: আমরা একটি আন্দোলন চাই যে আন্দোলনের বিষয় হবে নোংরা রাজনীতি মুক্ত বাংলাদেশ।

পোস্ট টি স্টিকি করা হোক.।.।।

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২

শের শায়রী বলেছেন: এই ধরনের পোষ্ট ষ্টিকি হয়না ভাই। তবে বুকের মধ্যে আশা নেতাদের মনে যেন দেশ প্রেমের উদয় হয়।

১৬| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:৩৬

নিয়েল ( হিমু ) বলেছেন: ...এই রকম যদি চলতে থাকে , পুলিশ-জনগন যুদ্ধ......
জনগনের সাথে পুলিশি যুদ্ধ ? কোথায় লাগল ভাই ?

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

শের শায়রী বলেছেন: নিয়েল ভাই অনেকদিন পরে আপনাকে আমার পোষ্টে দেখলাম। সালাম ভাই। আজকেও ২০/২২ জন মারা গেছে। এরা কি সব জামাত শিবির? আর বিএনপি যখন ই আওয়ামীলীগের বিরোধীতা করে জামাতের সাথে এক হয়ে কর্মসূচী দিল তখন ই কিন্তু জনগনের বড় একটা অংশ আন্দোলনের বিরুদ্ধতা শুরু করল এটা আপনি যেভাবেই বলেন না কেন। আমাদের অন্ধ নেতা প্রীতিই এই জন্য দায়ী। ভালো থাকুন।

১৭| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:১১

বাংলাদেশী দালাল বলেছেন: "আজকে জামাত শিবিরের ফাদে আর একবার পড়ে আমি আমার ভাইর লাশের ওপর দিয়ে আওয়ামীলীগ বিএনপি রাজনীতি করব না। আমার কাছে পার্টির থেকে ভাই বড়। "

আপনি আমি বি ন পি অথবা আওয়ামিলীগ।আমরাই কখন বি ন পি কে কখন আওয়ামিলীগকে ভোট দেই। আমরা যেনে ভুঝে দেশর সরবনাস কোরবোনা। কিনত জা - শা রা এই কয় দিন যা কোরলো তাতে বলা যায় তারা জেনে ভুঝে দেশকে ধংস কোরে দিতে প্রস্তুত। এবার বি ন পির ডাকা হরতালে আমরা কি তাই কোরব যা, জা - শা রা কোরছে ? আমরা জদি তা কোরতে নাও পাড়ী জা - শা কিন্ত আমাদের নামে ধংসাত্তক করম্ কান্ড চালাবে। তখন কি আমরা পারব এর দায় দাইত্ত এরিয়ে জেতে। আমাদের নেতারা কি তা ভেবে দেখেছেন?

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১

শের শায়রী বলেছেন: ভাই আপনার ক থাগুলো আমার বেশ লাগল। জামাতের এই দেশের প্রতি কোন দায় নেই তারা এই দেশে পোড়ামাটি নীতি গ্রহ ন ক রলেও কিছু আসে যায়না। কিন্তু আমরা কি করব? আমাদের তো দায় আছে। সঠিক দিক নির্দেশনার অভাবে তিলে তিলে ধুকছি

১৮| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৩:৪০

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: ব্লগ লিখতে স্বাধীনতা না পেলে ব্লগ লিখতে ইচ্ছে করে নাহ। এখানে একটু দেখেন তাহলে বুঝবেন কেন আমি এই কথা বললাম

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

শের শায়রী বলেছেন: দেখলাম ভাই, আসলেই দুঃখজনক। আশা করি মোডারেশন প্যানেল শীঘ্রী এ ব্যাপারে কিছু করবে।

১৯| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:২০

মনসুর-উল-হাকিম বলেছেন: সুন্দর লিখেছেন।

"আমি এবং আমার মত অনেকেই একটা সমন্বিত আন্দোলনে অংশগ্রহন করেছিলাম ‘রাজকারের ফাসি হোক’ এখনো করব। কিন্তু বিচার চাইতে এসে আজকে যে আমাকে আওয়ামীলীগের পক্ষে গিয়ে বিএনপির নামে কুৎসা গাইতে হবে অথবা বিএনপিতে এসে আওয়ামীলীগের গীবত গাইতে হবে আমি এ রাজনীতি করব না" - একমত।

শুভেচ্ছান্তে ধন্যবাদ।

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

২০| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৪৯

জাহিদ গাছবাড়ী বলেছেন: :( :( :(

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

শের শায়রী বলেছেন: :( :( :(

২১| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই আমাদের কিছুই কি করার নাই !!! আমি খুব হতাশ ।

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

শের শায়রী বলেছেন: ভাই হতাশ হওয়াই স্বাভাবিক। কিছু একটা নিশ্চয়ই করার আছে নিজের কাছে প্রশ্ন করুন দেখবেন জবাব পেয়ে যাবেন।

২২| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:২৬

অদৃশ্য বলেছেন:





প্রারম্ভেই সুযোগটা তৈরী হয়েছিলো.... সময়ের সাথে সাথে সেও রুপ বদলাতে শুরু করলো...

এরকম সুযোগ কি বারবার আসে.... আবারো বুঝে গেলাম আমার কারো না কারো দ্বারা নিয়ন্ত্রিত...
এখন আপনি যা ভাবছেন সেটার জন্য আরও কতটা সময় অপেক্ষা করতে হবে কে জানে... তারপরেও চাই কিছু একটা হোক, হোক তা লৌকিক বা অলৌকিক

এভাবে কোন ঘৃণা নির্মূল করা যায় না.... এভাবে ক্ষমতার মসনদ ঠিক রাখার চেষ্টা করা যায়..

শুভকামনা...

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

শের শায়রী বলেছেন: চমৎকার ভাবে প্রকাশ করলেন আপনার ভাব। ধন্যবাদ ভাই

২৩| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০০

রাইসুল নয়ন বলেছেন: শের ভাই এটা সব সম্ভবের দেশ, গণ ল্যাট্রিন নিয়েও রাজনীতি হয় বোধ করি আমার থেকে আপনি আরও ভালো জানেন ।

রাজনীতি নামে এ দেশে কুত্তানীতি হয় !!!!
কতগুলা মাতাফুলা গজালের কাছে আমাদের আপামর মানুষের স্বপ্ন !!!

আজ শাহবাগে প্রান নেই কেনও ?
নোংরা কুত্তানিতির স্বীকার সমগ্র দেশ,
সব সব যুদ্ধাপরাধীর বিচার চাই ।

সর্বসম্মুখে সব রাজাকারের ফাঁসি চাই ।
ভণ্ডামি দেক্তারিনা ।

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

শের শায়রী বলেছেন: রাইসুল ভাই কি বলব আসলে বলুন? বলার তো কিছুই নাই। আর কতদিন?

২৪| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সহমত

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩৪

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই

২৫| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১

এক্সপেরিয়া বলেছেন: সত্য কথা বলছেন

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩৪

শের শায়রী বলেছেন: ধন্যবাদ

২৬| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

তাসজিদ বলেছেন: এ আন্দোলন কিন্তু bnp কে একটি চমৎকার সুযোগ করে দিয়েছিল।

জামায়াত কে যদি বিএনপি ছেরে দিত তাহলে তাদের অগ্রগতি কেও রুখতে পারত না।


কিন্তু তারা কি করল???

নেতারা খালেদা জিয়া কে বুঝাল যে, এ আন্দোলন জোট ভাঙ্গার ষড়যন্ত্র। তাই তারা জামায়াত কি সাপোর্ট দিচ্ছে।


আর শাহবাঘ এর আন্দোলন কারি দের এখন তারা বলছে , তার নষ্ট তরুণ, পথভ্রষ্ট। তারা নাকি নাস্তিক।


এক নেতা একবার বলছে, যে শাহবাঘ কে সাপোর্ট করছি আর তার পর মুহূর্তেই বলছে আন্দোলন কারিরা ফ্যাসিবাদী। কেন এ দ্বৈত মতবার।??????????????

জামায়াত একটি অশুভ শক্তি, তা আমারা বুঝেও বুঝতে চাই না।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

শের শায়রী বলেছেন: বিএনপি যদি জামাতকে ছেড়ে প্রথম থেকে এই আন্দোলনের সাথে সহমর্মিতা প্রকাশ করত আওয়ামীলীগের খুব বড় সমস্যা হয়ে যেত এটা আমার ব্যাক্তিগত ধারনা। কিন্তু দলের মধ্যে ঘাপ্টি মেরে থাকা জামাতের প্রতি দূর্বল বা জামাতের কাছ থেকে সুবিধা পাওয়া নেতারা খালেদা জিয়াকে ভুল পরামর্শ দিয়ে একটি বিতর্কিত অবস্থানে নিয়ে গেছে এটা একান্ত আমার ব্যাক্তিগত অভিমত।
আপ্নিও একই অভিমত প্রকাশ করে্ছেন। মাজে মাজে ভাবি বাংলাদেশের নেতারা আসলে কিভাবে চিন্তা করে? এরা কি এত ই স্বার্থপর নাকি এত উচ্চ মার্গের চিন্তাবিদ যে সাধারন মানূষের ধরা ছোয়ার বাইরে

২৭| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

নিয়েল ( হিমু ) বলেছেন: অনেক দিন পরে না মাত্র ১মাস পরে আসলাম । বাংলা ভাষার মাসের প্রথম দিন উর্দূ নিয়ে পোষ্ট দেয়ার কারনে চলে গিয়েছিলাম ১মাসের জন্য ।
যাই হোক এটা আমার ব্যাক্তিগত বিষয় এটা ফালান ।
এখন দেখেন আমি এমন একটা পজিশনে থাকি যেখান থেকে রাজনীতির মাঠের খেলা দেখা আমার জন্য খুব খুব খুব সহজ । ভাই এই কারনেই প্রশ্নটা করেছি ।
তবে কিছু সাধারন মানুষ মারা যাচ্ছে এটা অশ্বিকার করছি না । একটা ছোট্ট উদারন দেই এক রিক্সা ড্রাইভারকে মেরে ফেলা হয়েছে এবং তার রিক্সা ভাংগা হয়েছে অপরাধ তার রিক্সায় আমার স্বাধীন বাংলাদেশের পতাকা ছিল । তো এটা পুলিশ মেরেছে বলবেন ?

এ মাসে আপনার নতুন লেখার অপেক্ষায় আছি :)

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:০৫

শের শায়রী বলেছেন: না নিয়েল ভাই, শুরুতেই একটা কথা পরিস্কার করে দিয়েছি রাজাকারের ফাসি হোক এটা বাংলার সবাই চায়। আর রিকশাওয়ালাকে যে পুলিশ মারেনি একথা আপনি খুব পরিস্কার করে বলে দিয়েছেন।

আমার কথা পরিস্কার, জামাতের বিচার করতে গেলে আওয়ামী বিএনপি র ঐক্য লাগবে না হলে কি হোল দেখুন? জামাত যেয়ে বিএনপি আর অর্ধশিক্ষিত ধর্মোন্মাদ মানূষগুলোর পেছনে যেয়ে লুকিয়ে পড়েছে।
এদেশের সর্ববৃহৎ দুটো দ ল আওয়ামী লীগ আর বিএনপি এরা যদি এক না হয় আর অন্য দল যদি জামাতকে প্রচ্ছন্ন সহযোগিতা করে তবে এদের বিচার করা যাবে না। বর্তমান প রিস্থিতি এটা প্রমান করে।

এইযে মানূষগুলো মারা যাচ্ছে এর বেশীর ভাগ ই কিন্তু কিছু না জেনে মারা যাচ্ছে অথবা ভূল যেনে। এখানে পুলিশ আওয়ামীলীগ বিএনপি নিয়ে আমার কিছু বলার নাই। আমি শুধু বলছি ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া এদের ধ্বংস সম্ভবনা।

ভাল থাকুন

২৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৩৭

মোঃ নুর রায়হান বলেছেন: আপনার কথায় পূর্ণ সমর্থন আছে আমার।
আসলে আমিও তাই ভাবছি।
কোথায় যে কি হচ্ছে বলা যায় না।
দুদিন আগে ত আমি গোলাগোলীর মাঝখানেই পড়ে গেছিলাম।

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩

শের শায়রী বলেছেন: সমর্থন থাকলে হবে না আপ্নিও লিখুন। সবাইকে লিখতে হবে এই গোলমেলে পরিস্থিতি থেকে উদ্ধার পাবার জন্য

২৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন:




২৮ ফেব্রুয়ারী আমার ফেসবুক স্ট্যাটাস ,
মিরপুর ১ নাম্বার এ ককটেল ফুটানর পর ...

"অল্পের জন্য বেঁচে গেলাম ..... কি পরিস্থিতির ভিতর আছি আজকে বুঝলাম। শিবির মনে করে ছাত্রলীগ আর পুলিশ মনে করে শিবির । চারদিকে ককটেল ফুটছে। দাড়ালে শিবিরের মাইর আর দৌড়ালে পুলিশের মাইর। কি যে করি । শরীরেতো আর দেশ প্রেমিক লেখা নাই।"


আপনার বিশ্লেষণ এর সাথে আমি একমত।


০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

শের শায়রী বলেছেন: কি পরিস্থিতির ভিতর আছি আজকে বুঝলাম। শিবির মনে করে ছাত্রলীগ আর পুলিশ মনে করে শিবির । চারদিকে ককটেল ফুটছে। দাড়ালে শিবিরের মাইর আর দৌড়ালে পুলিশের মাইর। কি যে করি । শরীরেতো আর দেশ প্রেমিক লেখা নাই।"


একদম খাটি কথা লিখছেন ভাই। এই রকম পরিস্থিতি আমরা চাই না।

৩০| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:০৭

জাকারিয়া মুবিন বলেছেন:
ভয়ে আছি ভাই, কখন যে গৃহযুদ্ধ লেগে যায়!! :( :(

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:১৩

শের শায়রী বলেছেন: সাবধানে থাকবেন ভাই। আল্লাহ আপনার হেফাযত করবে

৩১| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:২০

তোমোদাচি বলেছেন: ভাই, আপনার পোষ্ট টি পড়লাম।
হবহু আমার মনের কথা গুলো আরো সুন্দর করে লিখেছেন।
অনেক ধন্যবাদ!

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬

শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ তোমোদাচি।

৩২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৫

ছন্ন ছাড়া০০০১ বলেছেন: দেশ যেভাবে এগচ্ছে তা থেকে মনে আপনার লেখার উপরের অংশ অচিরেই সত্য হতে যাচ্ছে ।

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

শের শায়রী বলেছেন: আল্লাহ যেন না করে ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.