নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

শের শায়রী

হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই।।

শের শায়রী › বিস্তারিত পোস্টঃ

নুহ নবীর কিস্তির খোজে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮



প্রত্নতত্ত্ববিদরা বিভিন্ন ধর্ম গ্রন্থে ও পৌরানিক কাহিনীতে বিভিন্ন স্থানগুলোকে খুজে বের করার প্রয়াস নিয়ে থাকেন। গ্রিক মহাকবি হোমারের ওডিসিতে এভাবে বর্নিত ট্রয় নগরী পূরাকীর্তি অভিযানের মাধ্যমে খুজে বের করা হয়েছে। পবিত্র কোরানে উল্লেখিত শেবার রানী বিলকিসের প্রসাদ কে এভাবে এক প্রত্নতাত্ত্বিক অভিযানে ইথিওপিয়ার আকসুম নগরীতে খুজে পাওয়া গেছে। দাম্ভিক রাজা সাদ্দামের বেহেশত বলে কথিত ইরম নগরীর ধ্বংসাবাশেষ ও আবিস্কার করা হয়েছে।



কয়েক হাজার বছরের পূরানো কাহিনী পৃথিবী পাপে পরিপূর্ন। সৃষ্টিকর্তা সামান্য কিছু নির্বাচিত মানুষ ও পশুপাখি ছাড়া সব কিছু এক প্রলয়ঙ্কারী বন্যায় ধ্বংস করে দেবেন। প্রায় সমস্ত ধর্ম কাহিনী আর অনেক পৌরানিকে এ ব্যাপারে বিস্তারিত আছে। চলুন দেখি ইসলাম ধর্মে কি বলে-



সূরা হুদ ৪২ থেকে ৪৪ নম্বর আয়াত –



আয়াতে বলা হয়েছে, "পর্বত প্রমাণ তরঙ্গের মধ্যে এ (নৌকা) তাদের নিয়ে বয়ে চললো, নূহ তার পুত্রকে যে (তাদের ডাকে) পৃথক ছিল, ডেকে বললেন, হে বৎস আমাদের সঙ্গে আরোহন কর এবং অবিশ্বাসী কাফেরদের সঙ্গী হয়ো না।"



এবার সূরা হুদের ৪৪ নম্বর আয়াত। এ আয়াতে বলা হয়েছে, অর্থাৎ "(আল্লাহর শাস্তি ও কাফেরদের ধ্বংসের পর) বলা হলো, হে পৃথিবী! তুমি পানি শোষণ করে নাও এবং হে আকাশ তুমি ক্ষান্ত হও,এরপর বন্যা প্রশমিত হলো এবং কার্য সমাপ্ত হলো, নৌকা জুদী পর্বতের উপর স্থির হলো এবং বলা হলো ধ্বংসই সীমালঙ্ঘনকারী সম্প্রদায়ের পরিণাম।"



বাইবেলের জেনেসিসে আছে নোহার কথা



9 ¶ These are the generations of Noah: Noah was a just man 2 Pet. 2.5 and perfect in his generations, and Noah walked with God.

10 And Noah begat three sons, Shem, Ham, and Japheth.

11 ¶ The earth also was corrupt before God; and the earth was filled with violence.

12 And God looked upon the earth, and, behold, it was corrupt; for all flesh had corrupted his way upon the earth.

13 And God said unto Noah, The end of all flesh is come before me; for the earth is filled with violence through them; and, behold, I will destroy them with the earth.

14 Make thee an ark of gopher wood; rooms shalt thou make in the ark, and shalt pitch it within and without with pitch.

15 And this is the fashion which thou shalt make it of: The length of the ark shall be three hundred cubits, the breadth of it fifty cubits, and the height of it thirty cubits.

16 A window shalt thou make to the ark, and in a cubit shalt thou finish it above; and the door of the ark shalt thou set in the side thereof; with lower, second, and third stories shalt thou make it.



রাশিয়ান গোয়েন্দা বিমান নিয়ে আকাশে চক্কর দিচ্ছিল লেফটেনেন্ট রস্কোভিতস্কি। গরম পড়েছে। সকালের সোনারোদে আরারাত পর্বতের চূড়ায় ঝকমক করছে বরফের স্তর। হঠাৎ কী যেন চোখে পড়তেই নড়েচড়ে বসলেন লেফটেনেন্ট। রুটিন চেকআপের জন্য বিমানটা নিয়ে বের হয়েছিলেন তিনি। সন্দেহজনক কিছু দেখতে পেলে সদর দফতরে রিপোর্ট করার কথা। কিন্তু আরারাত পর্বতে যা দেখলেন তাতে বিস্ময়ে তখনই খবর দেয়ার কথা মনেই পড়ল না তার। পাহাড়চূড়ায় আছে বিশাল এক হিমবাহ হ্রদ। সেখানেই পুরনো জাহাজের মতো কিছু একটা চোখে পড়ল তার। বিমান ঘুরিয়ে ফিরিয়ে যতটা সম্ভব কাছে থেকে সেটা দেখার চেষ্টা করলেন রস্কোভিতস্কি। সেটা ১৯১৬ সালের ঘটনা।



তবে খবরটা চাপা রইল না। ছড়িয়ে পড়ল দেশের আনাচে-কানাচে। সবার ধারণা, নুহ নবীর সেই বিখ্যাত জাহাজকে খুঁজে পেয়েছেন লেফটেনেন্ট রস্কোভিতস্কি। যে জাহাজে চড়ে নুহ নবী ও তার সঙ্গীরা মহাপ্লাবনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। ব্যস। দলে দলে মানুষ এসে হাজির হলো আরারাত পর্বতের গোড়ায়। পাহাড় তন্ন তন্ন করে তারা খুঁজে বের করল সেই জাহাজের ধ্বংসাবশেষ। শুরু হলো ছবি তোলা আর প্রমাণ সংগ্রহের প্রাণান্তকর চেষ্টা। কিন্তু সবকিছু করে ফেলার আগেই রাশিয়ায় শুরু হয়ে গেল বিপ্লব আর গৃহযুদ্ধ। রাশিয়া জুড়ে তখন দারুণ অস্থিরতা। বিপ্লবের উত্তেজনায় তখনকার মতো চাপা পড়ে যায় নুহ নবীর জাহাজের বিষয়টি। বিপ্লবের পর আবারো শুরু হয় খোঁজ।



১৯৫৩ সালে জেফারসন গ্রীন নামে এক এক প্রকৌশলী হেলিকপ্টারে চড়ে আরারত পাহাড়ের ওপর দিয়ে উড়ে যাবার সময় দেখতে পেলেন বড়সড় চৌকো আকৃতির এক বাক্স ঝুলে আছে খাড়া পাহাড়ের কিনারা ঘেষে। তার বেশির ভাগই বরফে আবৃত হয়ে আছে। আবারো লাইম লাইটে চলে আসে নূহ নবীর নৌকা। তিনি কিছু ছবি তুলে আনেন।



১৯৫৫ সালে এক ফরাসী পর্বতারোহী ফার্নান্স নাভারা আরারাত পাহাড়ে উঠতে গিয়ে বহু প্রাচীন কিছু কাঠের টুকরো পান। কালো রঙের ফসিল হয়ে যাওয়া সেই কাঠের টুকরো স্পেনের গবেষনাগারে C-14 টেষ্ট করে জানা যায় প্রায় পাঁচ হাজার বছরের পূরানো



১৯৭৪ সালে যুক্তরাষ্টের স্পেস কমিটির সদস্য ফ্রাঙ্ক মস জানালেন উপগ্রহ থেকে প্রাপ্ত আরারত পর্বত মালায় যে নৌকার আকৃতি দেখা যায় সম্ভবত ওটাই নূহ (অঃ) নৌকা।



তুরস্ক সরকারের নিরাপত্তার কড়াকড়ি আর রাশিয়ানদের হুমকি-ধমকিতেও খোঁজার গতি কমে না। এখন পর্যন্ত সেই জাহাজ নিয়ে কৌতূহল আর আগ্রহ বজায় আছে আগের মতোই। ধর্মগ্রন্থগুলোর যে জাহাজে চড়ে নুহ নবী মহাপ্লাবনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন সেটি ছিল কাঠ দিয়ে তৈরি করা বিশাল একটি জলযান।



শোনা যায়, কম করে হলেও এটির দৈর্ঘ্য ছিল ৪৫০ ফুট ও প্রস্থে ৭৫ ফুট। ভেতরের ডেকসহ এটির উচ্চতা ছিল ৪৫ ফুট। বিংশ শতাব্দীর আগে নির্মিত সবচেয়ে বড় জলযান হিসেবে স্বীকৃত এই জলযান। এর নির্মাণকৌশল আর নিরাপত্তার বিষয়টি ছিল সময়ের তুলনায় অনেক আধুনিক। শোনা যায়, মহাপ্লাবনের শেষে আরারাত কিংবা জুদাই পর্বতের আশপাশে কোথাও নোঙ্গর ফেলেছিল সেই জাহাজ। তবে এদিক থেকে আরারাত পর্বতের পাল্লাই বেশি ভারি। গত দেড়শ’ বছরে অসংখ্য মানুষ দাবি করেন যে, তারা নুহ নবীর জাহাজ খুজে পেয়েছেন। কিন্তু কেউই আজ পর্যন্ত উপযুক্ত প্রমাণ দেখাতে পারেনি। বিজ্ঞানসম্মত কোনো প্রমাণ, ছবি বা আলামত এনে দেখাতে পারেনি কেউ। মাঝখান থেকে গুজবের ডালপালা ছড়িয়েছে আরো বেশি করে।



১৯৭৬ সালে হলিউডি সিনেমা ‘ইন সার্চ অব নোহাস আর্ক’ মুক্তি পায়। এটি মুক্তি পাওয়ার পর আবার পৃথিবীজুড়ে গুজব ছড়িয়ে পড়ে, নুহ নবীর জাহাজের খোঁজ মিলেছে। গুজবের মূল উৎস হলো একটি ফটোগ্রাফ। হুজুগে মানুষরা সেটা নিয়েই ব্যাপক হইচই করতে থাকে। পরে অবশ্য দেখা যায়, ছবিটি একটি বিচিত্রদর্শন পাথর ছাড়া আর কিছু নয়। এরকম ঘটনা শুধু একবার নয়, অসংখ্যবার ঘটেছে। সামান্য সূত্র পেয়ে সেটাকে যাচাই না করেই মানুষ হুজুগে ভেসেছে। খ্রিস্টপূর্ব যুগ থেকেই চলছে এই খোঁজার পালা। তবে আজ পর্যন্ত মীমাংসা হয়নি এই রহস্যের। অসংখ্য অভিযাত্রী, পর্যটক আর প্রত্নতত্ত্ববিদের ধারণা, সেই নুহ নবীর জাহাজ আজো লুকিয়ে আছে আরারাত পর্বতের গহিন কোনো বরফের স্তরের আড়ালে। আর কে জানে কোন একদিন হয়ত সৃষ্টিকর্তার ইচ্ছায় সত্য উন্মোচিত হবে



সূত্রঃ ইন্টারনেট এবং বিভিন্ন পত্রিকার সারাংশ

http://www.throneofgod.com/

http://en.wikipedia.org/wiki/Noah's_Ark

মন্তব্য ৬২ টি রেটিং +২২/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

তারছেড়া লিমন বলেছেন: অসাধারন বলেছেন শেষের কথাগুলো .............ভাই।।।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ লিমন ভাই

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

রিমন০০৭ বলেছেন: চমৎকার লেখা!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

শার্লক বলেছেন: হুম তাহলে ছবিতে যেটা দেখতে পাচ্ছি সেটা কি? নৌকার মতই তো লাগে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

শের শায়রী বলেছেন: আমি যখন লেখাটি লিখছিলাম আপনার মত একই প্রশ্ন আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। যতদিন পর্যন্ত এ ব্যাপারে যথেষ্ট তথ্য প্রমান না পাব তত দিন আমিও একই প্রশ্নের আবর্তে ঘুরপাক খাব। সর্বোপরি আমি মুসলমান আল্লাহর বিধান কে আমি বিশ্বাস করি, তবে সেটি আমার একান্ত নিজস্ব বিশ্বাস, চেষ্টা করি লেখায় নিরপেক্ষ থাকার। ভাল থাকুন ব্রো।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

শামীম সুজায়েত বলেছেন: দারুণ হয়েছে আপনার সম্পাদনা। আপনার লেখার মধ্যে মৌলবাদিত্ব নেই। আবার নাস্তিকতা ভাব তুলে ধরেননি।বরং তথ্য নির্ভর ও প্রমান সাপেক্ষ একটা লেখা। ধন্যবাদ আপনাকে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

শের শায়রী বলেছেন: আপনার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

মুনতাসীর রোমান বলেছেন: ইন্টারেস্টিং । ধর্মগ্রন্থগুলো ইতিহাস গবেষনার তথ্যভান্ডার হতে পারতো যদি জাদু বিদ্যার কিচ্ছা কাহিনীগুলো না থাকতো ।
আর কে জানে কোন একদিন হয়ত সৃষ্টিকর্তার ইচ্ছায় সত্য উন্মোচিত হবে
সত্য জানার কৌতুহল নিয়ে অপেক্ষায় রইলাম ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৮

শের শায়রী বলেছেন: আমিও আপনার মত অপেক্ষায়।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

দুরন্ত-পথিক বলেছেন: বরাবরের মতোই তথ্যপূরণ লেখা।অসাধারণ হয়েছে

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৮

শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৮

*কুনোব্যাঙ* বলেছেন: শায়রী ভাইয়ের আরেকটি তথ্যবহুল পোষ্ট

++++++++++++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩০

শের শায়রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৯

খেয়া ঘাট বলেছেন: আপনার ব্লগটিতো দেখছি দিনে দিনে ব্লগিয় উইকি হয়ে যাচ্ছে।

আমার শেষ পোস্টটে আপনার মন্তব্যের জবাবে একটা অনুরোধ করেছিলাম, পড়েছেন কি??

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৪

শের শায়রী বলেছেন: ভাই কেন শুধু শুধু লজ্জা দিচ্ছেন। আপনার লেখা পোষ্ট গুলো স্বমহিমায় সমুজ্বল। আপনাদের লেখা পড়ে চেষ্টা করি ব্যার্থ অনুকরনের। আমার এ এক পরম পাওয়া আপনাদের মত কিছু গুনী মানুষের লেখা পড়ার সুযোগ পাওয়া। সব সময় ভাল থাকুন।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৮

রিফাত হোসেন বলেছেন: Oollo

Foto bochTo pahare uthlo chobi Video tola holo !Internet a daklam 'blog a onaklakha hlo !

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৫

শের শায়রী বলেছেন: ঠিক বুজলাম না আপনি কি বলতে চেয়েছেন।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০২

রিফাত হোসেন বলেছেন: Click This Link

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৯

শের শায়রী বলেছেন: দেখলাম ব্রো

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৪

কামরুল হাসান শািহ বলেছেন: ++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৬

শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

খেয়া ঘাট বলেছেন: আপনার ব্লগটিতো দেখছি দিনে দিনে ব্লগিয় উইকি হয়ে যাচ্ছে।

আমি তার সাথে একমত ।

কিছু বলার নাই।সরাসরি প্রিয়তে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

শের শায়রী বলেছেন: আমার কৃতজ্ঞতা জানুন

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৬

জাকারিয়া মুবিন বলেছেন: অনেক ভাল থাকুন আর এমন চমৎকার সব তথ‍্যবহুল পোস্ট উপহার দিতে থাকুন সামুকে। অনেক শুভকামনা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

শের শায়রী বলেছেন: আমার কৃতজ্ঞতা জানুন

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:

আল্লাহ তার সমস্ত কিছুর নিদর্শন এই পৃথিবীতে রেখে দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য যেন এসব থেকে মানুষ শিক্ষা নিতে পারে। তাই এটাই যে সেই নৌকা সেটাও অবাস্তব কিছু নাও হতে পারে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

শের শায়রী বলেছেন: আল্লাহ তার সমস্ত কিছুর নিদর্শন এই পৃথিবীতে রেখে দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য যেন এসব থেকে মানুষ শিক্ষা নিতে পারে। সহমত।

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯

চশমা সাব্বির বলেছেন: মজা পাইলাম.। ;)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

শের শায়রী বলেছেন: ধন্যবাদ

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪

মিজান আফতাব বলেছেন: প্লাস না দিয়ে কোন উপায় আছে !!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

শের শায়রী বলেছেন: ধন্যবাদ

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২

ইমরাজ কবির মুন বলেছেন:
গ্রেট পোস্ট, চমৎকার লিখসেন ||

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ মুন ভাই

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

অদৃশ্য বলেছেন:




এই ঘটনার বর্তমান খবর কি.... আপনি যা লিখেছেন এর কিছু কিছু আমিও শনেছি বা কোথাও পড়েছিলাম...

খুব ভালো লেগেছে আমার পোষ্ট ও ছবিগুলো...

শুভকামনা...

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

শের শায়রী বলেছেন: ভাই এই পর্যন্ত আমি যা জানতে পারছি সবই এই পোষ্টে চালান করে দিছি.....অনেক অনেক ধন্যবাদ

১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

বইয়ের পোকা বলেছেন: সবসময় নতুন কিছু। এইটাও আগের লেখার মতোই চমৎকার। +++++

কিছু ফেসবুক পেজ আছে, যারা এই ছবিগুলো ব্যবহার করে বলে যে, নুহ নবীর নৌকার খোজ পাওয়া গেছে।

তবে এখনো প্রশ্ন থেকেই যাচ্ছে?? আসলেই কি এখনো সেই নৌকার অস্তিত্ব আছে কিনা? থাকলে কোথায়??

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২

শের শায়রী বলেছেন: তবে এখনো প্রশ্ন থেকেই যাচ্ছে?? আসলেই কি এখনো সেই নৌকার অস্তিত্ব আছে কিনা? থাকলে কোথায়??




কে জানে কোন একদিন হয়ত সৃষ্টিকর্তার ইচ্ছায় সত্য উন্মোচিত হবে ।

২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++ দারুন ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা।

২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

জাতিস্বর বলেছেন: ++++++++++++++++++
অনেক কিছু জানতে পারলাম।
ধন্যবাদ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ

২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

মনিরা সুলতানা বলেছেন: খেয়া ঘাট বলেছেন: আপনার ব্লগটিতো দেখছি দিনে দিনে ব্লগিয় উইকি হয়ে যাচ্ছে।

একদম সত্যি কথা ...... :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

শের শায়রী বলেছেন: কি যে বলেন না আপু!

২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

আমি শুধুই পাঠক বলেছেন: চমৎকার পোস্ট। ++++++++++++++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ

২৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

তোমোদাচি বলেছেন: আপনার ব্লগের ভক্ত হয়ে উঠছি!
অনুসরণে নিলাম!!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

শের শায়রী বলেছেন: আমার পরম পাওয়া জানবেন। কৃতজ্ঞতা।

২৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

কালোপরী বলেছেন: অসাধারণ :)

০৫ ই জুন, ২০১৪ সকাল ১০:২৯

শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ কালোপরী

২৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

শাকিল ১৭০৫ বলেছেন: চমৎকার বলেছেন

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০

শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০

আমিভূত বলেছেন: এই ধরনের পোস্ট আমার বরাবরই ভালো লাগে । আর কে জানে কোন একদিন হয়ত সৃষ্টিকর্তার ইচ্ছায় সত্য উন্মোচিত হবে
সৃষ্টিকর্তা সর্ববিষয়ে জ্ঞানী ।

শুভ কামনা ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

শের শায়রী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

মুনতাসীর রোমান বলেছেন: সুলায়মান নবীকে নিয়ে একটা পোস্ট দেয়ার জন্য অনুরোধ করব ভেবেছিলাম নূহ নবীর পোস্টে। আপনার এই পোস্ট দেখার পর আমার প্রথম অনুভূতি =p~
++++++++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

শের শায়রী বলেছেন: সুলায়মান (অঃ) কে নিয়ে খুব শীঘ্রী পোষ্ট দেব আপনার কথা স্বরন করে

২৯| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪৫

কিছুটা অসামাজিক বলেছেন: ২০১৪ টে নোয়াহ নামে একটা মুভি ই রিলিজ হইছে। দেখবেন সময় করে

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৩

শের শায়রী বলেছেন: থ্যাঙ্কস অবশ্য ই দেখব ভাই।

৩০| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫১

আহসানের ব্লগ বলেছেন: +

০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৭

শের শায়রী বলেছেন: ধন্যবাদ ভাই

৩১| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:১৫

অপু তানভীর বলেছেন: অন্য একজনের পোস্টে কমেন্ট থেকে এই পোস্টের খোজ পেলাম । চমৎকার লেখা !

রাজা সাদ্দামের বেহেস্ত ইরম নগরীর খুজে পাওয়া নিয়ে কি আপনার কোন পোসত আছে ? না থাকলে লিখবেন এটা নিয়ে আশা করি।

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৪

শের শায়রী বলেছেন: অপু ভাই ভালো একটা টপিকস দিয়েছেন। না ইরাম নগরী নিয়ে আমার কোন পোষ্ট নেই। এ ব্যাপারে পড়াশুনা করে অবশ্যই পোষ্ট দেব। থ্যাংকস ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.